আপেল বাগানের সেই ভয়নক ঘটনা

0

 আপেল বাগানের সেই ভয়নক ঘটনা

আপেল বাগানের সেই ভয়নক ঘটনা


নেক দিন আগের কথা  ভবানীপুর নামক স্থানে দেড়শো বছর আগে অনেকটা ঘন জঙ্গলে ভরা ছিল। সেখানে শাল শেগুন গাছের পাশা পাশি কিছু কিছু আপেল বাগানও ছিল।

আপেলের  মরশুমে আপেল গুলি যখন পাকতো সেগুলি দেখতে যেমন খুবই সুন্দর তেমনি সুস্বাদুও বটে

 যাইহোক  আপেল বাগানের মালিকেরা আপেল চুরি হওয়ার. আশঙ্খায় বাগান গুলিতে পাহারাদার নিযুক্ত করত.

সেই বাগানগুলির দুই বিখাত্য পাহারাদার হল ছোটু আর ছোট ভাই শোনু 

ছোটূ  ও শোনু এরা ভবানীপুর থেকে প্রায় সাড়ে আট মাইল দুরে একটি ছোট্ট গ্রামে  থাকতো

দুই ভাই ছিল অত্যন্ত সাহসি .

 প্রতিদিন দিনের মতো ছোটু সোনুকে বল্ল

ছোটু: ভাই তুই তো সকালে স্নান খাবার সেরে আসলি এবার আমি যাই স্নান খাবার খেয়ে তোর আর আমার জন্য আবার রাত্রের খাবার নিয়ে আসতে হবে

তার পর ছোটু ভবানীপুরের জঙ্গল থেকে বাড়ির উদ্দেশে রওনা দেয় কারন সন্ধ্যা হওয়ার আগেই তাকে ফিরতে হবে ……



বাড়ি পৌছে ছোটু স্নান খাবার সেরে একটু বিছানায় সুয়ে পড়ে তার খুব ক্লান্তি ভাব হচ্ছিল বলে কিছু ক্ষনের মধ্যেই ঘুম এসে যাই

ঠিক এক ঘন্টা পর তার ঘুম ভাঙ্গতেই ছোটু চেচিয়ে বলে উঠল

ছোটু : যা আজ কাজ খারাপ হয়ে গেল আমাকে সন্ধ্যার আগে বাগানে পৌছাতেই হবে

শোনুকে না খেয়ে রাত্রে আবার একা থাকতে হবে.

এ কথা বলে মায়ের প্যাকিং করা খাবার নিয়ে সে বেরিয়ে পড়ল

রাস্তাই যেতে যেতে ছোটু মনে মনে

ছোটু : আজ জানিনা ভাগ্যে কি আছে এমনিতেই ভবানীপুরের জঙ্গলে রাত্রের ব্যাপার তার উপর সেই বড়ো গাছ ,.,.,না না এসব কি ভাবছি আমি

ভগবান ভালই করবে কিছু হবেনা।

ওদিকে শোনু জঙ্গলে চিন্তিত

শোনু :আজ দাদা এখনো পোছালোনা.……… ভগবান তাকে রক্ষে কর

ছোটু একপা দুপা করে জঙলের দিকে এগোতে লাগলো

ছোটু যেতে যেতে আবার ভাবতে লাগল 

ছোটু : (মনে মনে )আর মনে হয় মাইল দুই এক এর  মতো গেলেই শোনুর কাছে পোছাব ………

 


রাত কিছুটা পোহালো চারিদিকে ঘন অন্ধকার আর ঝিঝি শব্দ …

হঠাত পাশের বড়ো গাছটা যেন খুবই জোরে নড়ে উঠল

কি যেন সাদা চেহারার দেখা যাচ্ছে

ছোটূ এক পা দু পা করে গাছের দিকে এগিয়ে দেখে কি ভয়ানক এক চেহরা

সেটা দেখে ছোটুর বুকের ভেতরে নাড়া দিয়ে গেল ………… আর ভয়ে ভয়ে ভগবানকে ডাকতে লাগল

ছোটু:- ভগবান আমাকে রক্ষা কর (গলা কাপতে কাপতে) তার পর ছোটু কিছু বুঝতে না পেরে শোনুর দিকে ছুটতে লাগল বাচাও বাচাও বলে

কিন্তু তার রক্ষে নেই বিকট চেহরার বড়ো গাছের প্রেতটিও তার পিছু নেই ……



ছোটু ছুটতে ছুটতে ছুটতে হঠাত হচট থেকে মাটিতে পড়ে যায় .…… তার পর সে জ্ঞান হারিয়ে ফেলে

পরের দিন জ্ঞান ফিরে সে নিজেকে তাদের পাহারা দেওয়ার বাগানে পায়

তার দেখে সামনে শোনু দাড়িয়ে আছে …… শোনু তাকে জ্ঞান হারিয়ে যাওয়ার পরের ঘটনা  গুলি বলতে লাগল কি করে তাকে বিকট চেহরার প্রেত আত্মা থেকে বাচিয়ে নিয়ে এসেছিল …… তার পর শোনু তাকে বলে পাশের গ্রামে চার্চের ফাদার তাকে যে ক্রশটি দিয়েছিল সেটার জন্য হয়ত  তাকে বাচাতে পেরেছে

এসব কথা শুনে ছোটু তার ছোট্ট ভাই শোনুকে জড়িয়ে ধরে ……… এর পর শোনু আর ছোটু সেই রাস্তা দিয়ে আর কোন দিন দেরি করে বাড়ি ফেরেনি।

বন্ধুরা তোমাদের যদি গল্পটি ভালোলেগে থাকে অবশ্যই কমেণ্ট করে জানাতে ভুলবেনা …সঙ্গে থাকো ধন্যবাদ


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top