2ND SERIES CLASS 7 HISTORY MODEL ACTIVITY TASK 2021 Part 5 QUESTION WITH ANSWER (AUGUST)// সপ্তম শ্রেণি ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক ২০২১ পর্ব ৫ (দ্বিতীয় সিরিজ) প্রশ্ন ও উত্তরসহ (আগস্ট)

0

 2ND SERIES CLASS 7 HISTORY
MODEL ACTIVITY TASK 2021 Part 5
QUESTION WITH ANSWER (AUGUST)
সপ্তম শ্রেণি  ইতিহাস  
মডেল অ্যাক্টিভিটি টাস্ক ২০২১ পর্ব  (দ্বিতীয় সিরিজ)
প্রশ্ন  উত্তরসহ (আগস্ট)

CLASS 7 HISTORY MODEL ACTIVITY TASK 2021 Part 5


 

. '' স্তম্ভের সাথে '' স্তম্ভ মেলাও

উ:-

‘ক’ স্তম্ভ

‘খ’ স্তম্ভ

. খলিফার অনুমোদন

) ইলতুৎমিশ

. সিজদা পাইবস

) গিয়াসউদ্দিন বলবন

. বাজারদর নিয়ন্ত্রণ

) আলাউদ্দিন খলজি

. আমুক্তমাল্যদ

) কৃষ্ণদেব রায়

 

. শূন্যস্থান পূরণ করো :

. বন্দেগান--চিহলগানির সদস্য ছিলেন সুলতান         গিয়াসউদ্দিন বলবন            

. বাংলার প্রথম স্বাধীন সুলতান ছিলেন         শামসউদ্দিন ইলিয়াস শাহ          

. পোর্তুগিজ পর্যটক         পেজ       বিজয়নগর পরিভ্রমন করেন |

.. বিজয়নগর পরাজিত হয়েছিল              তালিকোটার (১৫৬৫ খ্রিস্টাব্দে)যুদ্ধে  যুদ্ধে                  

৩। সংক্ষেপে উত্তর দাও ( ৩০-৫০ টি শব্দ):

. ইকতা ব্যবস্থা কী ?

উঃ- তুর্কি সাম্রাজ্য কয়েকটি ভাগে বিভক্ত ছিল। এই এক একটি ভাগকে বলা হতো ইক্তা বা ইকতা। এই ভাগ গুলির দায়িত্ব যারা পালন করতেন তাদের বলা হতো ইক্তাদার বা ইকতাদার বা মাক তি। এই ইকতাদাররা তাদের দায়িত্বে থাকা স্থানগুলিতে রাজস্ব আদায়ের সাথে আরো অন্যান্য কাজ করত। এই ব্যবস্থাকে বলা হতো ইকতা ব্যবস্থা

. খলজি বিপ্লব বলতে কি বোঝ ?

উঃ- ইলবারি তুর্কি বংশের শেষ সুলতান কায়কোবাদ কে হত্যা করে দিল্লির সুলতান হয়ে ১২৯০ খ্রিস্টাব্দে জালালউদ্দিন ফিরোজ খলজি সিংহাসনে বসেন এই ঘটনা খলজি বিপ্লব নামে পরিচিত

. নিজের ভাষায় লেখো (১০০-১২০ টি শব্দ):

কৃষ্ণদেব রায়কে কেন বিজয়নগরের শ্রেষ্ঠ শাসক বলা হয় ?

উঃ-  কৃষ্ণদেব রায় ছিলেন তুলুব বংশের শাসক। তাকে শ্রেষ্ঠ শাসকের সন্মান দেওয়া হয়। তাকে শ্রেষ্ঠ বলার কারণগুলি নিম্নে আলোচনা করা হলো -

কৃষ্ণদেব রায় এর শাসন কালকে বিজয়নগরের সীমানার আরও বিস্তার ঘটে এবং তাঁর শাসনকালে বিজয়নগরের গৌরব আরও বেড়ে যায়। কৃষ্ণদেব রায় ছিলেন সাহিত্যের পৃষ্ঠপোষক। তিনি শিল্প, সাহিত্য, সংগীত এবং দর্শনশাস্ত্রে দৃষ্টিপাত করেন এবং তার সময়ে এর উল্লেখযোগ্য ফলাফল দেখা যায়। তিনি নিজেই একজন সাহিত্যিক ছিলেন। 'আমুক্তমাল্যদ' নামক গ্রন্থে তিনি তেলেগু ভাষায় রাজার কর্তব্য সম্পর্কে আলোচনা করেছেন।

 নিচে অন্যান্য বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক গুলোর লিংক দেওয়া রয়েছে তোমরা গিয়ে লিখে নিতে পারো? (বিশেষ দ্রষ্টব্যঃ- ক্লাস 5 থেকে 10 পর্যন্ত সমস্ত বিষয়ের Part- 6 ও Part-7 এর লিংক দেওয়া আছে)  


ALL CLASS ALL SUBJECT PART 7 MODEL ACTVITY TASK

CLICK HERE TO GET ALL CLASS PART 7

CLICK HERE

পার্ট 7 সমস্ত ক্লাসের  অ্যাক্টিভিটি টাস্ক পাওয়ার জন্য

এখানে

ক্লিক কর

 

 

ALL CLASS ALL SUBJECT PART 6 MODEL ACTVITY TASK

CLICK HERE TO GET ALL CLASS PART 6

CLICK HERE

পার্ট 6 সমস্ত ক্লাসের  অ্যাক্টিভিটি টাস্ক পাওয়ার জন্য

এখানে

ক্লিক কর


 


 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top