মাধ্যমিক প্রথম অধ্যায়:-(ইতিহাসের ধারনা) ১ মার্কের প্রশ্ন ও উত্তর// Madhyamik Suggestion-2021(history)

0


মাধ্যমিক প্রথম অধ্যায়:-(ইতিহাসের ধারনা) ১ মার্কের প্রশ্ন ও উত্তর

মাধ্যমিক প্রথম অধ্যায়:-(ইতিহাসের ধারনা) ১ মার্কের প্রশ্ন ও উত্তর


1.    অ্যানাল পত্রিকা গোষ্ঠী কোথায় গড়ে ওঠে ? - ফ্রান্সে

2.     অ্যানাল পত্রিকা গোষ্ঠী গড়ে ওঠে কবে?- ১৯২৯ খ্রিস্টাব্দে

3.     ইংল্যান্ডে সামাজিক ইতিহাসচর্চার জনক কাকে বলে ?- ট্রেভেলিয়ান               

4.     নতুন সামাজিক ইতিহাসে কাদের কথা বলা হয়েছে ? - সাধারণ মানুষদের                

5.      বাংলার সামাজিক ইতিহাস’-এর লেখক কে? - দূর্গাদাস সান্যাল

6.      নতুন সামাজিক ইতিহাসচর্চা শুরু হয় কবে? - বিশ শতকের ১৯৬০ এর দশকে

7.      কোন সময় থেকে ভারতে নিম্নবর্গীয় ইতিহাসচর্চা শুরু? -বিশ শতকের ১৯৮০ এর দশকে

8.      কোচবিহার কাপ ফুটবলের সূচনা করেন - কোচবিহারের মহারাজা

9.      গোবর গুহ কোন্ খেলায় পারদর্শী ছিলেন ?- কুস্তি

10.   মোহানবাগান কত সালে আই.এফ. শিল্ড জেতে?- ১৯১১ খ্রিস্টাব্দে

11.   বোরিয়া মজুমদার কোন খেলার ইতিহাসচর্চা করেন? - ক্রিকেট

12.   কত খ্রিস্টাব্দে মোহানবাগান ক্লাব স্থাপিত হয় ?-১৮৮৯ খ্রিস্টাব্দে

13.   ICC কবে প্রতিষ্ঠিত হয়?- ১৯৮৯ খ্রিস্টাব্দে

14.   রসগোল্লার আবিষ্কারক কে ?- হারাধন ময়রা

15.   বাংলার প্রথম খাদ্যপ্রণালী সম্পর্কিত বই হল- প্রাক রাজেশ্বর

16.   পাকপ্রণালী গ্রন্থের লেখক কে?- বিপ্রদাস মুখোপাধ্যায়

17.   বাংলায় থিয়েটার হল(Hall) কবে প্রতিষ্ঠিত হয় ?- ১৯৯৫ খ্রিস্টাব্দে

18.   ন্যাশনাল থিয়েটারকবে স্থাপিত হয় ?- ১৮৭২ খ্রিস্টাব্দে

19.   বিশ্বে সিনেমা বা চলচ্চিত্রের পথ চলা শুরু হয় কত সালে?-১৮৯৫, ২৮ ডিসেম্বর

20.   ভারতীয় চলচ্চিত্রের জনক কাকে বলা হয় ? - দাদাসাহেব ফালকেকে

21.   চলচ্চিত্রের পরিকল্পনাকে প্রথম বাস্তবায়িত করেন?- টমাস আলভা এডিসন

22.   ভারতে প্রদর্শিত প্রথম সবাক চলচ্চিত্র কোনটি ?- মেলোডি অব লাভ

23.   বাংলা ভাষায় প্রদর্শিত প্রথম সবাক চলচ্চিত্র কী ?- জামাইশষ্ঠী

24.   দ্বিভাষিকদেবদাসচলচ্চিত্রটির পরিচালক কে ?- প্রমোথেশ বড়ুয়া

25.   হিন্দিভাষায় নির্মিত প্রথম সবাক চলচ্চিত্র কোনটি ?- আলম আরা

26.   পথের পাঁচালীচলচ্চিত্রটি কত খ্রিস্টাব্দে প্রথম প্রদর্শিত হয় ?- ১৯৫৫ খ্রিস্টাব্দে

27.   পথের পাঁচালীচলচ্চিত্রটির পরিচালক কে?- সত্যজিৎ রায়

28.   ভরতনাট্যম ভারতের কোন অঞ্চলের নৃত্য রীতি ?- দক্ষিণ ভারত (তামিলনাড়ু)

29.    ‘রাজা হরিশচন্দ্রসিনেমাটির পরিচালক কে?- দাদাসাহেব ফালকে

30.   আকালের সন্ধানে চলচ্চিত্রটি পরিচালনা করেন- মৃনাল সেন

31.   রাজতরঙ্গিণী কী ধরনের গ্রন্থ?- স্থানীয় ইতিহাস বিষয়ক

32.   রাজতরঙ্গিণীগ্রন্থ থেকে কোথাকার ইতিহাস জানা?- কাশ্মীরের

33.   কোচবিহারের ইতিহাস' কে রচনা করেন? - ভবানীচরণ বন্দপাধ্যায়

34.   প্রথম স্বীকৃত ভারতীয় ফোটোগ্রাফারের নাম কী- লীলা দিনদয়াল

35.   ভারতে প্রথম সামরিক বাহিনী গঠিত হয়েছিল কত সালে?- ১৮২৯ খ্রিস্টাব্দে

36.    ‘ইকোফেমিনিজম’  শব্দটি প্রথম ব্যবহার করেন কে?- ফাঁসোয়া দোবান/দোবাস

37.   গ্রিন ইম্পিরিয়ালিজম গ্রন্থের লেখক কে?- রিচার্ড গ্রোভ

38.   দ্য সাইলেন্ট স্প্রিংগ্রন্থটি লিখেছেন কে?-  রিচেল কারসন

39.   প্রথম কবে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় ?- ১৯৭৮, জুন

40.   হিস্ট্রি অব হিন্দু কেমিস্ট্রিগ্রন্থের লেখক কে?- আচার্য প্রফুল্লচন্দ্র রায়

41.   সত্তর বছর গ্রন্থের লেখক কে?- বিপিনচন্দ্র পাল

42.   ভারতের বিপ্লবী চেতনার পথিকৃৎ ছিলেন ?- বিপিনচন্দ্র পাল

43.   ‘জীবনস্মৃতিকার লেখা? - রবীন্দ্রনাথ ঠাকুর

44.   জীবনের ঝরাপাতা রচনা করেন?- সরোলাদেবী চৌধুরানী

45.   জীবনের ঝরাপাতা প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়?-দেশ পত্রিকায়

46.   ইন্দিরা গান্ধিকে লেখা জওহরলাল নেহরুর চিঠিগুলির হিন্দিতে অনুবাদ করেছিলেন?- মুন্সি প্রেমচন্দ্র

47.   মেয়েকে লেখা পিতার পত্রতে কতগুলি পত্র আছে?- ৩০ টি

48.   মেয়েকে লেখা পিতার পত্র গ্রন্থটি কার লেখা?- জওহরলাল নেহেরু

49.   ভারতীয়দের উপর নীলকর সাহেব এর অত্যাচারের কাহিনী পাওয়া যায় কোন পত্রিকায়?-হিন্দু পেট্রিয়ট    

50.   বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক সাময়িক পত্রটির নাম কি?- দিগদর্শন

51.   বাংলা ভাষায় প্রকাশিত প্রথম রাজনৈতিক সংবাদপত্র কোনটি?- সোমপ্রকাশ

52.   সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়ের আত্নজীবনীর নাম কি?- নেশন ইন মেকিং

53.   ‘স্ত্রীশিক্ষা না হলে আমাদের পশুজন্ম ঘুচবে না -কার উক্তি?- স্বামী বিবেকানন্দ

54.   বর্তমান ভারত গ্রন্থটি কার লেখা?- স্বামী বিবেকানন্দ

55.   ‘র’-কোন দেশের ইন্টেলিজেন্ট বিভাগ?- ভারতের

56.   ভারতের অগ্নিযুগের অগ্নিকন্যা কাকে বলা হয়?- সরলাদেবী চৌধুরানী

57.   ভারতীয় ফুটবলের মক্কা বলা হয়?- কলকাতাকে

58.   ইতিহাসের জনক বলা হয় কাকে? - হেরোডোটাস

59.   দ্য অ্যানালপত্রিকার সম্পাদক কে ছিলেন ? - মার্ক ব্লগ লুসিয়েন ফেভর

60.   কে ইতিহাসকে বিজ্ঞানের একটি শাখা বলে মনে করেন ? - এল. ভি. রাঙ্কে

61.   হিস্ট্রি ফ্রম বিলোগ্রন্থের লেখক কে? - . পি থমসন

62.   হিস্ট্রি অব ব্রিটিশ ইন্ডিয়াগ্রন্থের লেখক কে? - জেমস মিল

63.   খেলাধুলার ইতিহাসচর্চা কোন্ সময় থেকে শুরু হয়?- ১৯৭০ খ্রিস্টাব্দ

64.   মোহনবাগান ক্লাব যে বছর ফুটবল শিল্ড জয় করে সেই বছরটির অন্য এক ঐতিহাসিক তাৎপর্য কি?- ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়

65.   ১৯১১ খ্রিস্টাব্দে IFA শিন্ডে মোহনবাগান ক্লাব কোন্ দলকে পরাজিত করে ? -ইস্ট ইয়র্ক শায়ার রেজিমেন্ট

66.   গোবর গুহের প্রকৃত নাম কী? - যতীন্দ্রপ্রসাদ গুহ

67.   কত খ্রিস্টাব্দে ইষ্টবেঙ্গল ক্লাব প্রতিষ্ঠিত হয়? - ১৯২০ খ্রিস্টাব্দে

68.   ক্যালকাটা ক্রিকেট ক্লাবকবে স্থাপিত হয়? - ১৭৯২ খ্রিস্টাব্দে

69.   ICC- পুরো কথা কী? - ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল

70.   টয়েন্টি-টু ইয়ার্ডস টু ফ্রিডমগ্রন্থের লেখক কে? - বোরিয়া মজুমদার

71.   হিন্দু থিয়েটার--এর প্রতিষ্ঠাতা কে? প্রসন্নকুমার ঠাকুর

72.   ভারতে নির্বাক চলচ্চিত্রের প্রদর্শন হয় কবে?- ১৯১৩ খ্রিস্টাব্দে

73.   বিশ্ব সিনেমার জনক কাকে বলা হয়? - লুমিয়ের ব্রাদার্স

74.   ফ্রেসকো কি?-এক ধরণের দেওয়াল চিত্র

75.   বাঙালি মহিলার শাড়ি পরিধানের ব্রাত্মিকা রীতির প্রচলন প্রথম কোথায় শুরু হয় ? - জোড়াসাঁকোর ঠাকুর পরিবার

76.   পথের পাঁচালীচলচ্চিত্রের পরিচালক কে ছিলেন? - সত্যজিৎ রায়

77.   মেঘে ঢাকা তারা পরিচালক কে ?- ঋত্বিক ঘটক

78.   সত্যজিৎ রায় কবে অস্কার প্রাপ্ত হন- ১৯৯২ খ্রিস্টাব্দে

79.   প্রবন্ধ চিন্তামনীথেকে ভারতের কোথাকার ইতিহাস জানা যায়? - গুজরাট

80.   পাবনা জেলার ইতিহাস' কে রচনা করেন ?- রাধারমণ সাহা

81.   ইনটারনেট ব্যবস্থা কবে চালু হয়?- ১৯৯৮ খ্রিস্টাব্দে

82.   ইনটারনেটের জনক কে?- টিম বার্নাস লি

83.   ভারতের কোন্ বিদ্রোহকে টেলিগ্রাফ ওয়ারবলা হয়? - সিপাহী বিদ্রোহকে

84.   ইকোলজিক্যাল ইম্পিরিয়ালিজমগ্রন্থটি কে রচনা করেন?- আলড্রেফ এসবি

85.   ডিড উইমেন হ্যাভ রেনেসাঁ?’ গ্রন্থের লেখক কে? - জন কেলি

86.   উইমেন ইন মডার্ন ইন্ডিয়া' গ্রন্থের লেখক কে?- নিরা দেশাই

87.   হোয়াট ইজ প্যাট্রিয়ার্কি -গ্রন্থের লেখক কে? - কমলা ভাসিন

88.   ‘হিস্ট্রি ফ্রম বিলো-গ্রন্থের লেখক কে?- .পি থমসন

89.   ‘ইকোফেমিনিজমশব্দের অর্থ কী?- নারীবাদ

90.   ভারতের আধুনিক নৃত্যশৈলীর জনক কাকে বলা হয় ? - উদয়শঙ্করকে

91.   ভারতের নৃত্যশিল্পকে কে পাশ্চাত্যে বিশেষ জনপ্রিয় করে তোলেন? - উদয়শঙ্কর

92.   বিহু কোন্ রাজ্যের নৃত্য শিল্প?- অসম

93.   ভাংড়া কোথাকার নৃত্য শিল্প?- পাঞ্জাব

94.   গড়বা কোন রাজ্যের নৃত্য শিল্প?- গুজরাট

95.   পুরুলিয়ার একটি জনপ্রিয় নৃত্যের নাম কর?- ছো নাচ

96.   ভারতের জাতীয় মহাফেজখানা কোথায় অবস্থিত?- দিল্লিতে

97.   জীবনের জলসাঘরগ্রন্থটির লেখক কে? - মান্না দে

98.   সরকারি নথিপত্র কোথায় সংরক্ষিত হয়?- জাতীয় মহাফেজখানায়

99.   অ্যান অটোবায়োগ্রাফিকার লেখা? -জওহরলাল নেহেরু

100. ভারতের কোন্ শহরকেসংস্কৃতির শহরবলা হয়?- কলকাতা

101. India wins freedom' গ্রন্থের লেখক কে? -মৌলানা আবুল কালাম আজাদ 




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top