সপ্তম শ্রেনী ইতিহাস| ইতিহাসের ধারনা|৩ নম্বরের প্রশ্ন ও উত্তর

0

সপ্তম শ্রেনী ইতিহাস| ইতিহাসের ধারনা|৩ নম্বরের প্রশ্ন ও উত্তর


সপ্তম শ্রেনী ইতিহাসের ধারনা ৩ নম্বরের প্রশ্ন উত্তর



প্রিয় বন্ধুরা 

আজকে আলোচনা করব সপ্তম শ্রেনী ইতিহাস| ইতিহাসের ধারনা|৩ নম্বরের প্রশ্ন ও উত্তর|তোমরা West Bengal Class 7 History পেয়ে যাবে |সপ্তম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর|Class 7 History itihaser dharona chapter Suggestion WBBSE| ইতহাস প্রশ্নোত্তর| West Bengal Class Seven|Class 7 History Question and Answer|itihas proshno uttor| Class 7 History Notes WBBSE|ইতিহাস মক টেস্ট|History Mock Test 


এছাড়াও তোমরা পাবে সপ্তম শ্রেণী সপ্তম   অধ্যায় ইতিহাসের ধারনা থেকে বহুবিকল্প ভিত্তিক সংক্ষিপ্ত অতিসংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর|MCQ Very Short Question Short Questions Descriptive Question and Answer এগুলি তোমরা যারা পশ্চিমবঙ্গের VII History Examination এর জন্য পরিক্ষা দিতে যাচ্ছ অথবা পশ্চিমবঙ্গ সপ্তম শ্রেণীতে পড়াশুনা করছো তাদের ইতিহাস পরীক্ষার জন্য এই ৩ নম্বরের প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ন এবং তোমরা যারা সপ্তম শ্রেণী ইতিহাস (ইতিহাসের ধারনা) ৩ নম্বরের প্রশ্ন এবং উত্তর চাইছো, তারা নীচের দেওয়া প্রশ্নউত্তর গুলি ভালো করে পড়ে নিতে পারবে।


সপ্তম শ্রেনী ইতিহাস| ইতিহাসের ধারনা|৩ নম্বরের প্রশ্ন ও উত্তর


1. ইতিহাসে সাল, তারিখ মনে রাখা জরুরি কেন?

উ:- ইতিহাসে সাল, তারিখ মনে রাখা জরুরি তার কারণ

i. ইতিহাসের বইতে যেসব ঘটনার কথা থাকে তা আজ থেকে অনেক অনেক বছর আগের ঘটনা। এইসব ঘটনাগুলি একই দিনে বা একই বছরে ঘটেনিফলে সেগুলিকে আগে-পরে করে সাজিয়ে সময়কাল মনে রাখতে হয়।

ii. তারিখ, মাস, সাল, শতাব্দী, সহস্রাব্দ হল ইতিহাসের সময় মাপার হিসাব। এগুলি জটিল বলে মনে হলেও ওগুলিই আমাদের ঐতিহাসিক ঘটনার সঠিক সময় জানার জন্য মনে রাখতে হয়।

iii. নানা ধরনের ধাঁধা বা মজার হিসাব করে সাল-তারিখ মনে রাখতে হয়, যাতে সময়ের হিসাবে গােলমাল না-হয়।


2. ইতিহাস পড়ার দরকার হয় কেন ?

উ:- মানবসমাজ ও সভ্যতার পরিবর্তন এবং তার ধারাবাহিক উত্থান-পতনের কাহিনি হল ইতিহাস। সালতারিখ জানা থাকলেই ইতিহাস সম্পর্কে সম্পূর্ণ জানা হয় না, মানুষ কীভাবে তার সভ্যতার পথে এগিয়ে গিয়েছে তার ধারণা থাকা প্রইয়োজন।

i. মানুষ বছরের পর বছর বিভিন্ন ভাবে নানা ধরনের কাজকর্ম করেছে। এই কাজের পিছনে তাদের লক্ষ্য কী এবং তার ফলাফল কী হয়েছে তা বোঝার জন্য ইতিহাস পড়া দরকার।

ii. ঝিভিন্ন ব্যক্তির কর্মকাণ্ডগুলি কী ছিল, কোন কোন ঘটনা তাদের জীবনে প্রভাব ফেলেছে তার ধারণা থাকাও প্রইয়োজন। এই ধারণা ইতিহাস থেকে পাওয়া


3. ইতিহাসের যুগ বিভাজন বলতে কী বোঝায় ?

উ:- মানবসভ্যতার সূচনাকাল থেকে মানুষের দৈনন্দিন জীবনে নানা পরিবর্তনের ঘটনা দেখা যায়। কিন্তু এই পরিবর্তন খুব ধীরগতিতে ঘটেছিল। কয়েক হাজার বছর ধরে মানুষের উন্নতি ও তার পরিবর্তন ঘটে। পূর্বের প্রচলিত কাজকর্ম, রেওয়াজ, বেঁচে থাকার তাগিদ, শাসন, যুদ্ধ, পড়াশোনা থেকে শুরু করে সমাজজীবনের রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, ধর্মভাবনা সব ক্ষেত্রেই পরিবর্তন ও

উন্নতি ঘটতে থাকে। এই এক পর্যায় থেকে আর-এক পর্যায়ের মধ্যে বিভেদ না করে পরিবর্তনের দীর্ঘ সময়কালকে ঐতিহাসিকরা বোঝার সুবিধার জন্য এক-একটি যুগে বিভাজন করেছেন। তাঁরা ইতিহাসের সময়কালকে প্রধানত তিনটি যুগে ভাগ করেছেন যথা- প্রাচীন যুগ, মধ্য যুগ ও আধুনিক যুগ।


4. জানেনা কী এদেশের নাম ‘ভারত হল কী করে ?

উত্তর ভারত এই নামকরণ নিয়ে পণ্ডিতদের মধ্যে নানা মত প্রচলিত আছে।

i.  কারুর মতে, বৈদিক রাজা ভরত-এর নাম থেকেই ভারত নামটি এসেছে। খ

ii. অনেকের দাবি যে, ‘মহাভারতে-র দুষ্মন্ত ও শকুন্তলার পুত্র ভরতের নাম থেকে ‘ভারত নামটি এসেছে।

iii. ঐতিহাসিক রামশরণ শর্মার মতে, প্রাচীন ‘ভরত উপজাতির নাম থেকেই ভারত নামটি এসেছে।

iv.  ভারতীয় পুরাণ রচয়িতাদের মতে, একসময় পৃথিবী ৭টি দ্বীপে বিভক্ত ছিল। এগুলির মধ্যে জম্বু ছিল অন্যতম। আবার এই জম্বুদ্বীপ ৯টি বর্ষে বিভক্ত ছিল। ভারতবর্ষ ছিল এমন একটি বর্ষ। তাঁদের মত যে, এই ভারতবর্ষ থেকেই বর্তমান ভারত নামটি এসেছে।


5. ভারতের হিন্দুস্থান' নামটি কোথা থেকে এসেছে ?

উ:- প্রাচীন পারসিকগণ সিন্ধু নদী উচ্চারণ করত ‘হিন্দু নদী। কারণ পারসিকরা 'স' ও 'ধ'-র উচ্চারণ করত যথাক্রমে হ' ও 'দ। খ্রিস্টীয় তৃতীয় শতক নাগাদ নিম্ন সিন্ধু অঞ্চল বোঝাতে তারা হিন্দুস্থান নাম ব্যবহার করত। পরে সুলতানি যুগে গোটা ভারত ভূখণ্ডকেই বলা হয় হিন্দুস্থান। দশম শতকের নাম না জানা লেখকের বই ‘হুদুদ অল আলম-এ হিন্দুস্থান কথাটির উল্লেখ আছে।


6. ইন্ডিয়া' নামটি কোথা থেকে এসেছে ?

উ:- গ্রিসীয় বর্ণমালায় ‘হ-র ব্যবহার না-থাকায় গ্রিক অধিবাসীরা সিন্ধু নদীর উচ্চারণ করত ইন্দোই বা ইন্দোস বা ইন্দুস। পরে ইংরেজদের উচ্চারণে ইন্দোই বা ইন্দোস বা ইন্দুস পরিমার্জিত হয়ে উচ্চারিত হয় ইন্দিয়া বা ইন্ডিয়া নামে। 


7. কীভাবে ‘হিদুষ কথাটির উৎপত্তি হয়েছে ?

উ:- একসময় সিন্ধু নদীর বদ্বীপ অঞল পারসিক সাম্রাজ্যের অধীনে ছিল। তখন পারসিকরা এই অলকে ‘হিদুষ বলত। কারণ তাদের বর্ণমালায় স-এর উচ্চারণ নেই। তারা স-কে হ উচ্চারণ করত।


8. ইতিহাসে গোয়েন্দাদের কাজ কী ?

উ:- কোনো ঘটনার টুকরো টুকরো সূত্র (Clue/ক্লু) খুঁজে বের করে, সেই ঘটনার সূত্রগুলির ঠিক-ভুল বিচার করে এবং যুক্তি দিয়ে ঘটনার সত্য-মিথ্যা যারা অনুধাবন করেন,

তাদের আমরা গোয়েন্দা বলে থাকি।

ইতিহাস রচনার ক্ষেত্রেও একজন গোয়েন্দা আছেন, যিনি ঐতিহাসিক নামে পরিচিত। ঐতিহাসিকরা অনেককাল আগে ঘটে যাওয়া ঘটনাকে আমাদের সামনে তুলে ধরার জন্য টুকরো টুকরো সূত্র খোঁজেন। আর সেইসব সূত্রের ওপর নির্ভর করে অজানা তথ্যকে

 

File Details

 

File Name/Book Name

সপ্তম শ্রেনী ইতিহাস ইতিহাসের ধারনা ৩ নম্বরের প্রশ্ন উত্তর

File Format

PDF

File Language

Bengali

File Size

56.4 KB

File Location

GOOGLE DRIVE

Download Link

Click Here to Download PDF File


Join Telegram... Members



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top