CLASS 8 MODEL ACTIVITY
TASK HISTORY NEW PART 4 JULY -2021(NEW)
মডেল অ্যাক্টিভিটি টাস্ক
অষ্টম শ্রেণী
ইতিহাস
নতুন জুলাই মাসের পার্ট -৪
CLASS 8 MODEL ACTIVITY TASK HISTORY NEW PART 4 JULY -2021(NEW)
১) সঠিক শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো: |
ক) ১৭১৭ খ্রিষ্টাব্দে মুর্শিদকুলি খান কে
বাংলার নাজিম পদ দেওয়া হয়। |
খ) ১৯২২ খ্রিষ্টাব্দে সাদাৎ খান এর
নেতৃত্বে অযোধ্যা এবং স্বশাসিত আঞ্চলিক শক্তি হিসাবে গড়ে ওঠে । |
গ) ১৭২৪ খ্রিষ্টাব্দে হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন নিজাম-উল-মূলক। |
২) সঠিক তথ্য দিয়ে নিচের ছকটি পূরণ করো: |
সন্ধি, চুক্তি |
সময়কাল |
স্বাক্ষরকারী |
ফলাফল |
সলবাই |
১৭৮২ খ্রি: |
ওয়ারেন হেস্টিংস ও মারাঠা |
ইংরেজরা সলসেত ও ব্রোচ লাভ করে। দ্বিতীয় মাধব রাও পেশোয়া হিয়াসবে স্বীকৃতি পান। |
বেসিন |
১৮০২ খ্রি: |
লর্ড ওয়েলেসলি ও পেশোয়া দ্বিতীয় বাজীরাও |
দ্বিতীয়
বাজীরাও ওয়েলেসলির অধীনতামুলক মিত্রতা নীতি মেনে নিয়ে মারাঠাদের স্বাধীনতা বিকিয়ে দেয় | |
লাহোর |
১৮৪৬ খ্রি: |
শের-ই-বাংলা ও এ কে ফজলুল হক |
জলন্ধর দোয়াবে ব্রিটিশ কর্তৃত্ব স্থাপন |
৩) সংক্ষেপে উত্তর দাও (৩০ -৪০ টি শব্দে) |
ক) কে, কি উদ্দেশ্যে সিভিল সার্ভিস চালু করেন ? উত্তরঃ ওয়ারেন হেস্টিংস ভারতীয় সিভিল সার্ভিস এর ভিত্তি প্রস্তুর শুরু করেন। এরপর চার্লস কর্ণওয়ালিস একে আরও পুনর্গঠন ও পরে আধুনিকীকরণ করেন। এই জন্য চার্লস কর্ণওয়ালিসকে ভারতীয় সিভিল সার্ভিস এর জনক বলা হয়। ১৯২২ সালে ভারতীয় ইণ্ডিয়া ভারতীয় সিভিল সার্ভিস এর পরীক্ষার্থীদের দিল্লিতে পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হয় । |
খ) ব্যাপ্টিস্ট মিশন শিক্ষার প্রসারে কেমন ভূমিকা পালন করে ছিল ? উত্তরঃ হুগলী জেলার শ্রীরামপুরে ব্যাপ্টিস্ট মিশন খ্রিষ্টধর্ম প্রচার ও শিক্ষাবিস্তাররে কাজ শুরু করে। উইলিয়াম কেরি, ফ্রাসোয়া মার্শম্যান, উইলিয়াম ওয়ার্ড- এই তিন জনকে একত্রে শ্রীরামপুর ত্রয়ি রূপে শিক্ষা বিস্তারে সাহায্য করে। এঁরা ছাপাখানা প্রতিষ্ঠা, ২৬ টি আঞ্চলিক ভাষায় বাইবেল অনুবাদ এবং বিভিন্ন স্কুল ও কলেজ প্রতিষ্ঠা করেন । |
৪)নিজের ভাষায় লেখো ( ১২০ - ১৬০ শব্দে ) |
জমি জরিপ ও রাজস্ব নির্ণয়ের ক্ষেত্রে ঔপনিবেশিক প্রশাসন কি কি পদক্ষেপ নিয়েছিল ? উঃ- বক্সারের যুদ্ধের পর নায়েব নাজিম, আমিলদার ও সুপারভাইজার এসব গঠনের মাধ্যমেই কোম্পানি ভূমিরাজস্বের ভার দখল করতে থাকে। ঔপনিবেশিক শাসনের জমি জরিপ ও রাজস্ব আদায়ের ক্ষেত্রে পদক্ষেপগুলো হলো - পাঁচাওসালা, একসালা, দশসালা ও চিরস্থায়ে বন্দোবস্ত এবং রায়তওয়ারি ও মহলওয়ারি বন্ধবস্ত ইত্যাদি। পাঁচসালা বন্ধোবস্তঃ- ভ্রাম্যমান কমিটির সুপারিশে ওয়ারেন হেস্টিংস ১৭৭২ খ্রিস্টাব্দে পাঁচ বছরের জন্য জমিদারদের জমি বন্টন করেন, সেটাই পাঁচসালা বন্ধোবস্ত নামে পরিচিত। একসালা বন্ধোবস্তঃ- পাঁচসালা বন্ধোবস্তের অসুবিধাগুলো দূর করতে আমিনি কমিশনের 'রিপোর্টের ভিত্তিতে ওয়ারেন হেস্টিংস এক সালা বন্দোবস্ত চালু করেন। দশসালা বন্ধোবস্তঃ- ১৭৯০ খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস বাংলা, বিহার ও উড়িষ্যার জমিদারের দশ বছরের জন্য জমি দেন, এরই নাম দশ সালা বন্ধোবস্ত। চিরস্থায়ী বন্দোবস্তঃ- জামিদাররা দশ সালা বন্ধোবস্ত অনুসারে ঠিক সময় মতো রাজস্ব জমা দেয় তাই রাজস্ব বোর্ডের পরামর্শে লর্ড কর্ণওয়ালিস ১৭৯৩ খ্রিস্টাব্দের ২২ মার্চ বাংলা, বিহার ও উড়িষ্যার জমিদারদের চিরদিনের জন্য নির্দিষ্ট রাজস্বের বিনিময়ে জমি বন্টন করেন, এটাই চিরস্থায়ী বন্ধোবস্ত নামে পরিচিত। |
thanks
উত্তরমুছুন