CLASS 8 MODEL ACTIVITY
TASK ENV SCIENCE NEW PART 4 JULY -2021(NEW)
মডেল অ্যাক্টিভিটি টাস্ক
অষ্টম শ্রেণী
পরিবেশ
নতুন জুলাই মাসের পার্ট -৪CLASS 8 MODEL ACTIVITY TASK ENV SCIENCE NEW PART 4 JULY
১. ঠিক উত্তর নির্বাচন করোঃ- |
১.১ চাপের SI একক হলো – (ক) নিউটন (খ) নিউটন বর্গমিটার (গ) নিউটন/বর্গমিটার (ঘ) নিউটন/বর্গমিটার। |
১.২ আইসোবারদের ক্ষেত্রে নীচের যে কথাটি ঠিক তা হলো এদের – (ক) ভর সমান (খ) প্রোটনসংখ্যা সমান (গ) নিউট্রনসংখ্যা সমান (ঘ) ভরসংখ্যা সমান। |
১.৩ যে কোশীয় অঙ্গাণুর মধ্যে পুরোনোজীর্ণ কোশকে ধ্বংস করার জন্য নানা ধরনের উৎসেচক থাকে তা হলো– (ক) মাইটোকনড্রিয়া (খ) রাইবোজোম (গ) নিউক্লিয়াস (ঘ) লাইসোজোম। |
২. সংক্ষিপ্ত উত্তর দাও : |
২.১ এক কিলোগ্রাম ভরের বস্তুকে পৃথিবী কত পরিমাণ বল দিয়ে আকর্ষণ করে? উঃ-
1 কিলোগ্রাম ভরের বস্তুকে পৃথিবী 9.8 নিউটন পরিমাণ বল দিয়ে আকর্ষণ করে। |
২.২ লঘু অ্যাসিড থেকে হাইড্রোজেন গ্যাস মুক্ত করার ক্রমহ্রাসমান প্রবণতা অনুসারে কয়েকটি ধাতুকে সাজিয়ে দেওয়া হলো – Na, Fe, (H),
Cu, Au৷ এই তথ্য থেকে সবচেয়ে তড়িৎধনাত্মক ধাতুটিকে চিহ্নিত করো। উঃ-
Na |
২.৩ চোখের রেটিনায় উপস্থিত কোন কোশ মৃদু আলোয় দর্শনে সাহায্য করে? উত্তর: চোখের রেটিনায় উপস্থিত দন্ডাকার রড কোষ মৃদু আলোয় দর্শনের সাহায্য করে। |
৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও : |
৩.১ কুলম্বের সূত্রের গাণিতিক রূপটি লেখো এবং K রাশিটির SI একক উল্লেখ করো। উঃ- কুলম্বের সূত্রের গাণিতিক রূপঃ- F = K x q1.q2 / r² এখানে, q1 ও q2 হলো তড়িতাহিত বস্তুটির আধানের পরিমাণ, r হল তড়িৎ আহিত বস্তু দুটির মধ্যবর্তী দূরত্ব, F হলো তড়িৎ আহিত বস্তু দুটির মধ্যে ক্রিয়াশীল তড়িৎ বল (আকর্ষণ বা বিকর্ষণ বল) K এর মান নির্ভর করে তড়িতাহিত বস্তুর মধ্যবর্তী অঞ্চল কি পদার্থ আছে তার ওপরে। K রাশিটির একক SI হল- নিউটন. মিটার ² কুলম্ব ² |
৩.২ খুব শুকনো ও ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের দেহে কী কী বিশেষ বৈশিষ্ট্য দেখা যায়? উঃ-
খুব শুকনো পরিবেশ অর্থাৎ
মরু অঞ্চলে বসবাসকারী প্রাণীদের দেহের বৈশিষ্ট্য:- i. কোনো
কোনো প্রাণীর ত্বক অপেক্ষাকৃত পুরু হয়। ii.
কোনো প্রাণীর লেজ চওড়া ও পুরু হ্য ও লেজে চর্বি সঞ্চিত থাকে। iii.
কোনো প্রাণীর পা খুব লম্বা হয়। iv.
কোনো কোনো প্রাণীর পিঠে কুঁজ থাকে। v. চোখের
পাতা স্বচ্ছ হউ, প্রয়োজনমতো নাকের ফুটো খুলতে ও বন্ধ করতে পারে। খুব ঠাণ্ডা পরিবেশে অর্থাৎ মেরু অঞ্চলে বসবাসকারী প্রাণীদের দেহের
বৈশিষ্ট্যঃ- i. কোন
কোন প্রাণীর চামড়ার নিচে ফ্যাটের পুরু আস্তরণ থাকে ii.কোন
কোন প্রাণীর চামড়ার উপরে ঘন লোমের দুটো স্তর থাকে iii.অনেক
প্রাণীদের দেহে আন্টিফ্রিজ প্রোটিন থাকে iv.কোন
কোন প্রাণীর পা বরফের জুতোর মত হয়। |
৪. তিন-চারটি বাক্যে উত্তর দাও : |
৪.১ সমযোজী বন্ধন দিয়ে গঠিত জল, মিথেন এবং অ্যামোনিয়া অণুর প্রাথমিক গঠন কীরকমের তা এঁকে দেখাও। উঃ- জলের অনুর গঠনঃ- অক্সিজেন পরমাণুর শেষ কক্ষে 6 টি ইলেকট্রন ও হাইড্রোজেন পরমাণুর শেষ কক্ষে একটি করে ইলেকট্রন আছে। দুটি হাইড্রোজেন পরমাণুর দুটি ইলেকট্রন অক্সিজেন পরমাণু 6টি ইলেকট্রনের সাথে যুক্ত হয় দুটি ইলেকট্রন জোড় গঠন করে সুস্থিত হয় এবং H2O অনু গঠন করে সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করে। মিথেন অনুর গঠনঃ- কার্বন পরমাণুর শেষ করে চারটি ও চারটি হাইড্রোজেন পরমাণুর শেষ কক্ষে একটি করে ইলেকট্রন আছে চারটি হাইড্রোজেন পরমাণুর চারটি ইলেকট্রন কার্বন পরমাণুর ইলেকট্রন এর সাথে যুক্ত হয়ে চার টি ইলেকট্রন জোড় গঠন করে সুস্থিত হয় এবং CH4 অনু গঠন করে। আমোনিয়া অনুর গঠনঃ- নাইট্রোজেন পরমাণুর সর্বশেষ কক্ষে পাঁচটি ও তিনটি হাইড্রোজেন পরমাণুর শেষ কক্ষে একটি করে ইলেকট্রন থাকে তিনটি হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন নাইট্রোজেন পরমাণুর 5 টি ইলেকট্রন এর সাথে যুক্ত হয়ে 3 টি ইলেকট্রন জোড় গঠন করে সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করে এবং NH 3 অনু গঠন করে। |
৪.২ এন্ডোপ্লাজমীয় জালিকার গঠন ও কাজ উল্লেখ করো। উঃ-
গঠনঃ- এন্ডোপ্লাজমীয় জালিকা প্রধানত তিনটি অংশ নিয়ে গঠিত যথা- [1] সিস্টারনি, [2] ভেসিক্স এবং [3] টিউবিউল। 1.
সিস্টারনিঃ- এগুলি শাখাবিহীন, লম্বা, চ্যাপটা থলির মতো দেখতে। 2.
ভেসিকলঃ- এগুলি গোলাকার বা ডিম্বাকার গহ্বরের মতো দেখতে। 3.
টিডবিউলঃ- এগুলি শাখাযুক্ত নালিকাকার গঠনবিশেষ। অনেক সময় এই তিন ধরনের গঠন একত্রিত হয়ে একটি আকার ধারণ করে। এন্ডোপ্লাজমীয় জালিকাতে রাইবোজোম দানা উপস্থিত থাকলে সেগুলিকে অমসৃণ বা দানাদার এন্ডোপ্লাজমীয় জালিকা বলে। আবার, এতে রাইবোজোম দানা না থাকলে সেগুলিকে মসৃণ বা দানাবিহীন এন্ডোপ্লাজমীয় জালিকা বলে। কাজঃ- এন্ডোপ্লাজমীয় জালিকা সাইটোপ্লাজমের কাঠামোগঠন করে। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোশ-অঙ্গাণু গঠনে অংশ নেয়। সাইটোপ্লাজমের বিভিন্ন প্রকার রাসায়নিক বিক্রিয়াকে পৃথক রাখে। ও দানাদার বা অমসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকা প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। |