CLASS 7 MODEL ACTIVITY TASK GEOGRAPHY NEW PART 4 JULY -2021(NEW) // মডেল অ্যাক্টিভিটি টাস্ক সপ্তম শ্রেণী ভূগোল নতুন জুলাই মাসের পার্ট -৪

 CLASS 7 MODEL ACTIVITY TASK GEOGRAPHY NEW PART 4 JULY  -2021(NEW)

মডেল অ্যাক্টিভিটি টাস্ক

 সপ্তম শ্রেণী   

ভূগোল

নতুন জুলাই মাসের পার্ট -

 CLASS 7 MODEL ACTIVITY TASK GEOGRAPHY NEW PART 4 JULY  -2021(NEW)

. বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখোঃ-

 

. সূর্যের উত্তরায়নের সময়কাল

 

) ২১ শে জুন থেকে ২২ শে ডিসেম্বর

) ২৩ শে সেপ্টেম্বর থেকে ২১ শে মার্চ

) ২২ শে ডিসেম্বর থেকে ২১ শে জুন

) ২১ শে মার্চ থেকে ২৩ শে সেপ্টেম্বর

 

. কোনো মানচিত্রে সমচাপরেখাগুলি খুব কাছাকাছি অবস্থান করলে সেখানে

 

) বায়ুর চাপ বেশি হয়

) বায়ুর চাপের পার্থক্য বেশি হয়

) বায়ুর চাপ কম হয়।

) বায়ুর চাপের পার্থক্য কম হয়

 

. টোকিও - ইয়োকাহামা শিল্পাঞ্চলের উন্নতির অন্যতম প্রধান কারণ হলো

 

) খনিজ শক্তি সম্পদের সহজলভ্যতা

) স্বল্প জনঘনত্ব

) উন্নত প্রযুক্তি দক্ষ শ্রম

) সমুদ্র থেকে দূরবর্তী স্থানে অবস্থান

 

. উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করোঃ-

 

. নিরক্ষরেখা থেকে মেরুর দিকে অক্ষরেখার পরিধি ক্রমশ     কমতে     থাকে।

 

. বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কমে গেলে বায়ুর চাপ     বৃদ্ধি     পায়।

 

. এশিয়া মহাদেশের একটি উত্তরবাহিনী নদী হল       লেনা       

 

সংক্ষিপ্ত উত্তর দাওঃ-

 

কোন তারিখকে কর্কট সংক্রান্তি বলা হয় ও কেন?

 

উঃ- 21 শে জুন তারিখকে কর্কট সংক্রান্তি বলা হয়।

কারনঃ- এই দিন কর্কটক্রান্তি রেখার উপর সূর্যরশ্মি লম্বভাবে পড়ে।

 

. মেরু অঞ্চল নিরক্ষীয় অঞ্চলে বায়ুর উষ্ণতার তারতম্য কীভাবে দুই অঞ্চলের বায়ুচাপকে নিয়ন্ত্রণ কৰা তা ব্যাখ্যা করো।

 

উঃ- পরিবর্তন হলে বায়ুর আয়তন, ঘনত্বের পরিবর্তন হয়। যেমন - বায়ু উত্তপ্ত হলে বায়ুর অণুগুলোর গতিবেগ বৃদ্ধি পায় এবং পরস্পরের থেকে দূরে সরে যেতে থাকে। এভাবে উষ্ণ বায়ু হলকা হয়ে প্রসারিত হয় এবং ওপরে উঠে যায়। বায়ুর ঘনত্ব কমে যায়। অর্থাৎ নির্দিষ্ট আয়তনের বায়ুতে অণুর সংখ্যাও কমে যায় এবং বায়ুর চাপও কমে যায়। বায়ু শীতল হলে সংকুচিত হয় এবং বায়ুর ঘনত্ব বেড়ে যায়। তাই বায়ুর চাপও বেড়ে যায়। একারণেই শীতল মেরু অঞ্চলে বায়ুর চাপ বেশি এবং উষ্ণ নিরক্ষীয় অঞ্চলে বায়ুর চাপ কম হয়।

 

. এশিয়া মহাদেশের নিরক্ষীয় উষ্ণ মরু জলবায়ু স্বাভাবিক উদ্ভিদের চরিত্রকে কীভাবে প্রভাবিত করা তা আলোচনা করো।

 

উঃ- সম্পূর্ণ উত্তর গোলার্ধে অবস্থিত এশিয়া মহাদেশের উত্তর-দক্ষিণে এবং পূর্ব পজিমে বিস্তার এত বেশি যে পৃথিবীর প্রায় সব ধরনের জলবায়ু এই মহাদেশে দেখা যায়। কোন দেশ বা মহাদেশের জলবায়ু সংকেত স্বাভাবিক উদ্ভিদের একটি নিবিড় সম্পর্ক থাকে। জলবায়ুর উপর নির্ভর করে স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য গুলো নির্ধারিত হয়। নিরক্ষীয় জলবায়ু তে জন্মায় চিরহরিৎ বা চিরসবুজ উদ্ভিদ। আবার মেরু অঞ্চলে জন্মায় কাটা জাতীয় উদ্ভিদ।

 

নিরক্ষীয় জলবায়ু অঞ্চল স্বাভাবিক উদ্ভিদঃ-

 

নিরক্ষরেখার কাছাকাছি 10 ডিগ্রী উত্তর অক্ষরেখার থেকে 10 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা মধ্যে ইন্দোনেশিয়া, মালদ্বীপ, শ্রীলংকা, সিঙ্গাপুর প্রভৃতি দেশে নিরক্ষীয় জলবায়ু দেখা যায়। নিরক্ষীয় অঞ্চলে বেশি উষ্ণতা বেশি বৃষ্টিপাত এর জন্য ঘন চিরহরিৎ গাছ চিরসবুজ গাছ দেখা যায়।

যেমনঃ - মেহগনি, আয়রন উড, সেগুন, আবলুস, রবার, কোকো, সিঙ্কোনা ইত্যাদি।

 

উষ্ণ মরু জলবায়ু অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদঃ-

 

আরবের মরুভূমি, ভারত পাকিস্তানের থর মরুভূমি, ইরাক-ইরান কুয়েত এইসব দেশ গুলির উষ্ণতা খুব বেশি এবং বৃষ্টিপাত খুব কম তাই এখানে। উষ্ণ মরু প্রকৃতির জলবায়ু দেখা যায়। এই মরুভূমি অঞ্চলে সাধারণত কাটা জাতীয় গাছ জন্মায়।

যেমনঃ-  বাবলা, ফনিমনসা, খেজুর ইত্যাদি। বৃষ্টিপাত কম হওয়ার জন্য গাছগুলির কাটা পাতা মম জাতীয় পদার্থ দিয়ে ঢাকা থাকে যাতে প্রস্বেদন প্রক্রিয়া গাছে জল বেরিয়ে না যায়।

 

 


 

 

 

 

Next Post Previous Post
1 Comments
  • Unknown
    Unknown ৯ নভেম্বর, ২০২১ এ ৮:৪৫ AM

    This is very helpful 👍

Add Comment
comment url