CLASS 7 MODEL ACTIVITY
TASK HEALTH & PHYSICAL EDUCATION NEW PART 4 JULY -2021(NEW)
মডেল অ্যাক্টিভিটি টাস্ক
সপ্তম শ্রেণী
নতুন জুলাই মাসের পার্ট -৪
১। সঠিক উত্তরটিকে
বেছে নিয়ে (v) চিহ্ন দাও : |
(ক) ইস্টবেঙ্গল ক্লাব কত সালে প্রতিষ্ঠিত হয়? (১)১৯২১ (২) ১৯১১ (৩)১৯২০ |
(খ) অ্যাথলেটিকস শব্দটি কোথা থেকে এসেছে? (১) ইথানল (২) এথেন্স (৩) অ্যাথলন |
(গ) মোহনবাগান
ক্লাব কত সালে সাহেবদের হারিয়ে শিল্ড চ্যাম্পিয়ন হয়েছিল? (১) ১৮১১ (২) ১৯১১ (৩) ১৯১৬ |
২। শূন্যস্থান পূরণ করো। |
(ক) খেলা মানুষের সহজাত প্রবৃত্তি। |
(খ) গ্রিক শব্দ জিমনস জিমনাস্টিকস কথাটি এসেছে। |
(গ) জৈনধর্ম অহিংসার মূর্ত
প্রতীক হিসাবে বিদ্যমান। |
(ঘ) এন, সি. সি.-র হালকা নীল রং নৌসেনা বাহিনীর প্রতীক। |
৩। দু-এক কথায় উত্তর দাওঃ |
(ক) খেলা কী? উঃ- খেলা মানুষের সহজাত প্রবৃত্তি যা সৃজনশীল ক্রিয়াকলাপ এর মাধ্যমে মানুষকে আনন্দ প্রদান করে। শিশুদের দেহ ও মনের বিকাশ ঘটাতে 'খেলা' বিশেষ ভূমিকা পালন করে। |
(খ) প্রত্যক্ষ
বিনোদন কাকে বলে? উঃ- যে কোনো ক্রীড়ায় প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে যে বিনোদন লাভ করা হয়, তাকে প্রত্যক্ষ বিনোদন বলে। |
(গ) সৃজনশীল বিনোদনের একটি উদাহরণ দাও। উঃ- সৃজনশীল বিনোদনের একটি উদাহরণ হল- নৃত্য |
৪। কয়েকটি বাক্যে প্রশ্নের উত্তর দাও। |
(ক) শারীরশিক্ষার উদ্দেশ্যগুলি উল্লেখ করো। উঃ- শারীরশিক্ষার উদ্দেশ্যগুলি হলোঃ-
i. শারীরিক তন্ত্রগত বিকাশের উদ্দেশ্য
ii. দক্ষতা উদ্দেশ্য,
iii. সামাজিক বিকাশের উদ্ধে
iv. স্বাস্থ্য বিকাশের উদ্দেশ্য
v. ক্ষোভিক বিকাশের উদ্দেশ্য
vi. শারীরিক ক্রিয়াকলাপে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষাগত অভিজ্ঞতা অর্জনের উদ্দেশ্য। |
৫। প্রকল্প। |
(ক) তুমি সারা বছরে কোনদিন, কখন, কত সময় এবং কী ধরনের শারীরশিক্ষাসূচিতে অংশগ্রহণের সুযোগ পেয়েছ এবং তোমার কী লাভ হয়েছে এবিষয়ে একটি প্রতিবেদন
তৈরি করো। উঃ- বাৎসরিক শারীর শিক্ষার সুচি স্থান- উস্থি হাই স্কুল মাঠ জুলাই ২০২১ করোণা মহামারীর কারণে আমরা, ছাত্র-ছাত্রীরা গৃহবন্দী। বাড়িতে একা একা থাকার কারণে আমরা মানসিক অবসাদে ভুগতে শুরু করেছি। ঠিক সেই সময়ে আমাদের শারীর শিক্ষার শিক্ষক জানালেন যে এই করোণা মহামারীতে শরীর সুস্থ রাখতে ও করোনা ভাইরাসের হাত থেকে মুক্তি পেতে নিয়ম করে কিছু শারীরিক ক্রিয়াকলাপ বাড়িতে বসে করা ভীষন জরুরী।প্রতিদিন ১ ঘন্টা প্রাণায়াম, যোগাসন ব্যাম করে এইভাবে নীরোগ ভাবে আমরা বাড়িতে কিভাবে এক বছর কাটিয়ে দিলাম আনন্দের সঙ্গে বুঝতেই পারলাম না। |
(খ) করোনা ভাইরাস বিষয়ক একটি স্বাস্থ্য সচেতনতা পোস্টার তৈরি করো। উঃ- 1) জ্বর বা কাশি হলে অন্যদের কাছ থেকে অন্তত ৩ ফুট দূরে থাকবেন। 2) হাঁচি-কাশির সময় টিস্যু না থাকলে কনুই দিয়ে নাক-মুখ ঢাকিবেন। 3) বারবার সাবান ও জল দিয়ে হাত পরিষ্কার করুন 4) মাছ-মাংস ভালোমতো সিদ্ধ করে রান্না করুন। 5) মাস্ক ব্যবহার করুণ। 6) অপ্রয়োজনে মুখ, চোখ ও নাক স্পর্শ করিবেন না 7) হাঁচি-কাশি হলে মাস্ক ব্যবহার করুন। ৪) জ্বর হলে চিকিৎসকের পরামর্শ নিন। |