CLASS 6 MODEL ACTIVITY TASK HISTORY PART 3 -2021(NEW) // মডেল অ্যাক্টিভিটি টাস্ক - 3 ষষ্ঠ শ্রেণি HISTORY//ইতিহাস

0

CLASS 6 MODEL ACTIVITY TASK HISTORY  PART 3 -2021(NEW)

মডেল অ্যাক্টিভিটি টাস্ক - 3

ষষ্ঠ শ্রেণি

HISTORY//ইতিহাস

CLASS 6 MODEL ACTIVITY TASK HISTORY  PART 3 -2020(NEW)

নীচের প্রশ্নগুলির উত্তর দাও : 

1) সঠিক শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো :

1.1 মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন - (চন্দ্রগুপ্ত মৌর্য/ বিন্দুসার/ অশোক/)

উ:- চন্দ্রগুপ্ত মৌর্য ।

1.2 অশোকের আমলে সংঘটিত হয়েছিল - (হিদাসপিসের যুদ্ধ/ মগধের যুদ্ধ/ কলিঙ্গ যুদ্ধ)     

উ:-কলিঙ্গ যুদ্ধ ।

1.3 অর্থশাত্র রচনা করেন - (পুরু/ কৌটিল্য/ বিন্দুসার)

উ:- কৌটিল্য ।

 

(i) আলেকজান্ডার

(b) ম্যাসিডন

(ii)চন্দ্রগুপ্ত মৌর্য

(c) মগধ

(iii) সম্রাট

(a) সাম্রাজ্য

 

3) নীচের বাক্যগুলির মধ্যে কোনটি ঠিক কোনটি ভুল লেখো :

3.1)মগদের রাজধানী ছিল পাটলিপুত্রে ।          

উ:-: ঠিক

3.2 অশোক জৈন ধর্মে দীক্ষা নেন ।

উ:- ভুল 

3.3 প্রিয়দর্শী নামে পরিচিত ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য ।

উ:- ভুল

4) এক কোথায় উত্তর দাও : 

4.1 সাম্রাজ্য কি ? 

উ:- কয়েকটি অধীন রাজ্য নিয়ে গঠিত একটি বড়ো শাসন এলাকাকে সাম্রাজ্য বলা হয় । 

 

4.2 মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন ? 

উ:- মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন সম্রাট অশোক । 

                                                                

4.3 মৌর্য আমলে জেলা প্রশাসনকে কি বলা হত ? 

উ:- মৌর্য আমলে জেলা প্রশাসনকে বিষয় বা আহর বলা হত । 

 

 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top