CLASS 6 MODEL ACTIVITY TASK GEOGRAPHY PART 3 -2021(NEW) মডেল অ্যাক্টিভিটি টাস্ক - 3 ষষ্ঠ শ্রেণি GEOGRAPHY//ভূগোল

CLASS 6  MODEL ACTIVITY TASK GEOGRAPHY PART 3 -2021(NEW)

মডেল অ্যাক্টিভিটি টাস্ক - 3

ষষ্ঠ শ্রেণি

GEOGRAPHY//ভূগোল

CLASS 6  MODEL ACTIVITY TASK GEOGRAPHY PART 3 -2020(NEW)

1. নীচের বিকল্পগুল্লি থেকে সঠিক বিকল্পটি বেছে নিয়ে উত্তরটি লেখো:

ক) বাতাসে ধূলিকণায় সূর্য রশ্মি প্রতিফলিত হয়ে বিচ্ছুরিত হলে আকাশের রং  হয় - নীল্/সাদা/কালো/ধূসর  I

উ:- নীল |

 

খ) জলপ্রাবাহ, বৃষ্টিপাত, ভৌম জল ও বাষ্পীভবন এদের সঠিক ক্রমে লিখলে যে প্রবাহপথটি তৈরী হবে হয়, তা হলো  I

উ:- জলপ্রবাহ বাষ্পীভবন বৃষ্টিপাত ভৌম জল জলপ্রবাহ ।

2) অতি সংক্ষেপে উত্তর লেখো :

ক) বারিমণ্ডল কাকে বলে ?

উ:- সৃষ্টির বহু বছর পর পৃথিবীর বাইরেটা ঠাণ্ডা হয়ে আসে। তখন আকাশের রাশি রাশি জলীয়বাষ্প ঠাণ্ডা হয়ে অবিশ্রান্ত বৃষ্টির মতো পৃথিবীতে নেমে আসে। হাজার হাজার বছর ধরে সেই প্রবল বৃষ্টির জলে পৃথিবীর নীচু জায়গাগুলো ভরাট হয়ে সাগর মহাসাগর তৈরি হয়। পৃথিবীর এই বিশাল জল ভাণ্ডারের নাম বারিমণ্ডল।

খ) 'মহাদেশ সঞ্চারণ ' কাকে বলে ? 

উ:-  পৃথিবীর ভিতরের প্রচণ্ড তাপে গুরুমণ্ডলে পরিচলন স্রোতের সৃষ্টি হয়। এই পরিচলন স্রোতের কারণে মহাদেশ গুলো খুব ধীর গতিতে কোথাও কোথাও পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে। আবার কোথাও পরস্পরের সাথে ধাক্কা খাচ্ছে। এই চলন বা সঞ্চারণ কে মহাদেশ সঞ্চারণ বলে।

3) তোমারা জানো মহাদেশ গুলি প্রায় বছরে ২ থেকে ২০ সেমি করে সরে যায়। এরকমভাবে ক্রমাগত সরে যেতে থাকলে আরও ১০ কোটি বছর পর পৃথিবীতে কি কি ঘটতে পারে বলে তোমার মনে হয় ?

উ:-   পৃথিবীর আকার গোল হওয়ায় মাহাদেশ গুলো একে অপরের থেকে দূরে সরে যেতে থাকলে অন্য দিক দিয়ে তারা পরস্পর ধাক্কা খাবে ফলে নতুন ভূমিরূপ তৈরি হবে এবং খালি হয়ে যাওয়া অংশ মহাসাগরে পরিণত হবে।

4) বিশ্ব উষ্ণায়ন কীভাবে ঘটে তা সংক্ষেপ ব্যাখ্যা করো।

উ:-  যানবাহন এবং শিল্প-কারখানা থেকে বিষাক্ত গ্যাস বাতাসে মিশছে। এই গ্যাসগুলো পৃথিবীর চারিদিকে এমন এক আবরণ তৈরি করে ফলে পৃথিবী থেকে ফিরে যাওয়া তাপ আটকে পড়ে। এভাবে দিনের পর দিন আটকে থাকা তাপ পৃথিবীর উষ্ণতা বাড়িয়ে দিচ্ছে । পৃথিবীর এই উষ্ণতা বৃদ্ধিকেই  ' বিশ্ব উষ্ণায়ন ' বলে ।

 

বিশ্ব উষ্ণায়নের কয়েকটি কারণ:

i) যানবাহনের ধোঁয়া, কলকারখানার ধোঁয়া, নির্বিচারে গাছ কাটা ইত্যাদির ফলে পরিবেশে কার্বন-ডাই-অক্সাইড, কার্বন মনোক্সাইড প্রভৃতি গ্রিন হাউস গ্যাসের মাত্রাতিরিক্ত বৃদ্ধি বিশ্ব উষ্ণায়নের একটি অন্যতম কারণ |

i)রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার প্রভৃতি যন্ত্র থেকে নির্গত CFC বা ক্লোরোফ্লুরোকার্বন পৃথিবীর উষ্ণতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে থাকে | যার ফলে বিশ্ব উষ্ণায়ন হয়ে থাকে |


5) বায়ুমণ্ডল একটি উল্লম্ব চিত্র অঙ্কন করো, যেখানে উচ্চতার উল্লেখ করো ভূ-পৃষ্ঠ থেকে ঊর্ধ্বে বায়ুমণ্ডল ৪ টি স্তরকে এবং স্তরগুলির অন্তর্বর্তী অঞ্চলকে দেখাতে হবে ।

উ:-




 


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url