2ND SERIES CLASS 7 HEALTH & PHYSICAL EDUCATION MODEL ACTIVITY TASK 2021 Part 5 QUESTION WITH ANSWER (AUGUST) // সপ্তম শ্রেণি স্বাস্থ্য ও শারীরশিক্ষা মডেল অ্যাক্টিভিটি টাস্ক ২০২১ পর্ব ৫ (দ্বিতীয় সিরিজ) প্রশ্ন ও উত্তরসহ (আগস্ট)

1

 

2ND SERIES CLASS 7 HEALTH & PHYSICAL EDUCATION

MODEL ACTIVITY TASK 2021 Part 5

QUESTION WITH ANSWER (AUGUST)

সপ্তম শ্রেণি স্বাস্থ্য ও শারীরশিক্ষা

মডেল অ্যাক্টিভিটি টাস্ক ২০২১ পর্ব  (দ্বিতীয় সিরিজ)

প্রশ্ন  উত্তরসহ (আগস্ট)


দ্বিতীয় অধ্যায় : স্বাস্থ্যশিক্ষা।

 

১। সঠিক উত্তরটি নির্বাচন করো ?

() একজন স্বাভাবিক ওজনের শিক্ষার্থীর দেহভর সূচকটি কত? |

() ১৮ কিলোগ্রাম/

() ১৮.২৪. কিলোগ্রাম/মিটার²

() ৩০ এর বেশি কিলোগ্রাম/মিটার²

() যদি কোনো শিক্ষার্থীর দেহের ওজন তার স্বাভাবিক ওজন যা হওয়া উচিত তার কম হয় তাহলে কী সমস্যা দেখা

দেওয়াব সম্ভাবনা থাকে?

() নিদ্রাহীনতা মধুমেহ

() রোগ প্রতিরোধ ক্ষমতার হ্রাস পায়।

() মেদাধিক্য

 




২। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও

() বিদ্যালয়ের স্বাস্থ্যকর পরিবেশ কেমন হওয়া উচিত বলে তুমি মনে করো, তার বর্ণনা দাও।

() বিদ্যালয়ের স্বাস্থ্যকর পরিবেশের উপকরণের একটি তালিকা প্রস্তুত করো।

() কোনো ব্যক্তির ওজন সত্তর কিলোগ্রাম এবং উচ্চতা  . মিটার হলে ওই ব্যক্তির দেহভর সূচকটি কত?

 উত্তরসমূহ

১। সঠিক উত্তরটি নির্বাচন করো ?

() একজন স্বাভাবিক ওজনের শিক্ষার্থীর দেহভর সূচকটি কত?

() ১৮ কিলোগ্রাম/মিটার²

() ১৮.২৪. কিলোগ্রাম/মিটার²

() ৩০ এর বেশি কিলোগ্রাম/মিটার²

() যদি কোনো শিক্ষার্থীর দেহের ওজন তার স্বাভাবিক ওজন যা হওয়া উচিত তার কম হয় তাহলে কী সমস্যা দেখা

দেওয়াব সম্ভাবনা থাকে ?

() নিদ্রাহীনতা মধুমেহ

() রোগ প্রতিরোধ ক্ষমতার হ্রাস পায়।

() মেদাধিক্য



২। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও

() বিদ্যালয়ের স্বাস্থ্যকর পরিবেশ কেমন হওয়া উচিত বলে তুমি মনে করো, তার বর্ণনা দাও।

উঃ- বিদ্যালয়ের স্বাস্থ্যঃ সমগ্র সমাজকে সুস্থ-সবল করে গড়ে তুলতে এবং সর্বাঙ্গীণ বিকাশ এর জন্য বিদ্যালয়ে স্বাস্থ্য কর্মসূচী গুরুত্ব অপরিসীম।বিদ্যালয়ের স্বাস্থ্য কর্মসূচির প্রধান লক্ষ্য হলো শিক্ষার সঙ্গে স্বাস্থ্যশিক্ষা, বিজ্ঞান সম্মতভাবে স্বাস্থ্য সম্বন্ধে জানা।

বিদ্যালয়ে স্বাস্থ্য কর্মসূচী উদ্দেশ্যঃ

)স্বাস্থ্যকর জীবনযাত্রা স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তােলা। ) সংক্রামক ব্যাধি, অপুষ্টি, দুষণ অস্বাস্থ্যকর পরিবেশ

২১ এর নিয়ন্ত্রণ।

) শিক্ষার্থীর সর্বাঙ্গীণ বিকাশ।

) স্বাস্থ্য কর্মসূচী বিদ্যালয় তথা সমগ্র সমাজের স্বাস্থ্য পরিবেশ বজায় রাখতে সাহায্য করবে এবং একইভাবে

সাহায্য করবে।

) সংক্রামক ব্যাধি বিদ্যালয় তথা সমাজের মধ্যে ছড়িযে না পড়ে সে বিষয়ে শিক্ষার্থীদের কে তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিতে শেখায় এবং করণীয় কাজ দ্রুত সম্পন্ন করে সংক্রামক ব্যাধিকে রুখতে সাহায্য করে।

() বিদ্যালয়ের স্বাস্থ্যকর পরিবেশের উপকরণের একটি তালিকা প্রস্তুত করো।

স্বাস্থ্যকর পরিবেশের উপকরণঃ-

) বিশুদ্ধ প্রাকৃতিক বায়ু

) পর্যাপ্ত সূর্যালোক

) জীবাণু মুক্ত পরিবেশ বিশুদ্ধ পানীয় জল

৪) বিশুদ্ধ পানীয় জল

) শব্দ দূষন নিয়ন্ত্রন

) উপযুক্ত সেনিটারি ব্যবস্থা

) বিদ্যালয় স্বাস্থ্য কেন্দ্রের সুব্যবস্থা

8) স্বাভাবিক জনবসতি

) জল বায়ু দূষণ

১০) রাজনৈতিক সুস্থতা অর্থনৈতিক স্বচ্ছলতা

১১) খেলার মাঠ শরীরচর্চার উপযুক্ত ব্যবস্থা

১২) বিনোদনমূলক কর্মসূচির ব্যবস্থা।

() কোনো ব্যক্তির ওজন সত্তর কিলোগ্রাম এবং উচ্চতা  . মিটার হলে ওই ব্যক্তির দেহভর সূচকটি কত?

উঃ- 


 


একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
To Top