CLASS-VII,MATH,MODEL ACTIVITY TASK-2,2021//
মডেল অ্যাক্টিভিটি টাস্ক-২
গণিত
সপ্তম শ্রেণি
1. নীচের বহু পছন্দভিত্তিক প্রশ্নের উত্তর দাও : কোনাে অনুপাতের পূর্বপদ < উত্তরপদ হলে, অনুপাতটি হবে
(a) গুরু অনুপাত। (b) লঘু অনুপাত (c) সাম্যানুপাত। (d) অপ্রকৃত ভগ্নাংশ
2. শূন্যস্থান পূরণ করাে :
(i)x x y 0 x y -1= ?
3. দুটি শরবতে সিরাপ ও জলের অনুপাত 2 : 5 এবং 6: 10, কোনটি বেশি মিষ্টি হিসাব করে লেখাে।
4. গুণ করাে :
5. একটি খনিতে একটি লিফট ৪মিনিটে 24 মিটার নীচে নামে। লিফটটা যদি সমবেগে চলে তবে লিফটটা 6 মিনিটে কত মিটার নীচে থাকবে? ওই লিফটটা যদি ভূমির 10 মিটার উপর থেকে নীচে নামতে শুরু করে তবে 70 মিনিটে ভূমির কতটা নীচে থাকবে?
উত্তরসমূহ
1.কোনাে অনুপাতের পূর্বপদ < উত্তরপদ হলে, অনুপাতটি হবে-
উঃ- (a) গুরু অনুপাত। (b) লঘু অনুপাত (c) সাম্যানুপাত। (d) অপ্রকৃত ভগ্নাংশ
2.(i)x x y 0 x y -1= ?
উঃ- x/z
(y 0 =1 , y -1 = 1/z)
3. দুটি শরবতে সিরাপ ও জলের অনুপাত 2 : 5 এবং 6: 10, কোনটি বেশি মিষ্টি হিসাব করে লেখাে।
উঃ- প্রথম শরবতে সিরাপ ও জলের অনুপাত=2 : 5
দ্বিতীয় সর্বোচ্চ সিরাপ ও জলের অনুপাত= 6: 10
প্রথম সিরাপঃ জল = 2/5x2/2 = 4/10
দ্বিতীয় সিরাপঃ জল = 6/10x1/1= 4/10
অতএব দ্বিতীয় সর্বোচ্চ বেশি মিষ্টি।
4. গুণ করাে :(4/3x 2 yz)x(1/3y 2zx)x(-6xyz 2 )
উঃ-
5. একটি খনিতে একটি লিফট ৪মিনিটে 24 মিটার নীচে নামে। লিফটটা যদি সমবেগে চলে তবে লিফটটা 6 মিনিটে কত মিটার নীচে থাকবে? ওই লিফটটা যদি ভূমির 10 মিটার উপর থেকে নীচে নামতে শুরু করে তবে 70 মিনিটে ভূমির কতটা নীচে থাকবে?
উঃ- 8 মিঃ নিচে নামে 24 মিটার
1 মিঃ নিচে নামে 24/8=3 মিটার
6 মিঃ নিচে নামে 3x6=18 মিটার
1 মিঃ নিচে নামে 3 মিটার
70 মিঃ নিচে নামে 3x70=210 মিটার
অতএব, লিফটে ভূমির 10 মিটার উপর থেকে নিচে নামতে শুরু করলে 70 মিনিটে
(210-10)= 200 মিটার ভূমির নীচে থাকবে।
এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।
উত্তরমুছুন