CLASS-VII, MATH, MODEL ACTIVITY TASK-1,2021// মডেল অ্যাক্টিভিটি টাস্ক-১,২০২১ গণিত সপ্তম শ্রেণি

0

               CLASS-VII, MATH, MODEL ACTIVITY TASK-1,2021// 

মডেল অ্যাক্টিভিটি টাস্ক-১,২০২১

গণিত 

সপ্তম শ্রেণি


CLASS-VII, MATH, MODEL ACTIVITY TASK-1,2021



নীচের প্রশ্নগুলির উত্তর দাও : 

১. অনুপাত বলতে দুটি _রাশির তুলনা বােঝায়। 

২. অনুপাতে কোনাে – নেই।

৩. ab-এতে নিধান_ _ । 

৪. যদি a:b = 2:3 এবং b : c = 2:3 হয়, তবে a:b:c = কত?: 

৫. 9000 টাকা তিন বন্ধুর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলাে যাতে প্রথম বন্ধু যা পায়, দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায়। এবং তৃতীয় বন্ধু প্রথম দুই বন্ধুর প্রাপ্য মােট টাকার অর্ধেক পায়। কে কতাে টাকা পায় ?




উত্তরসমূহ



১. অনুপাত বলতে দুটি সমজাতীয় রাশির তুলনা বােঝায়। 


২. অনুপাতে কোনাে একক নেই।


৩. ab-এতে নিধান a


৪. যদি a:b = 2:3 এবং b : c = 2:3 হয়, তবে a:b:c = কত?


উঃ- 



৫. 9000 টাকা তিন বন্ধুর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলাে যাতে প্রথম বন্ধু যা পায়, দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায়। এবং তৃতীয় বন্ধু প্রথম দুই বন্ধুর প্রাপ্য মােট টাকার অর্ধেক পায়। কে কতাে টাকা পায় ?


উঃ- মোট টাকা= 9000 টাকা

প্রথম বন্ধুর প্রাপ্য টাকাঃদ্বিতিয় বন্ধুর প্রাপ্য টাকাঃতৃতীয় বন্ধুর প্রাপ্য টাকা

=1:2:3/2

=2:4:3

এখানে, 2+4+3=9

প্রথম বন্ধুর প্রাপ্য টাকার ভাগ হার=2/9 

দ্বিতীয় বন্ধুর প্রাপ্য টাকার ভাগ হার=4/9

তৃতীয় বন্ধুর প্রাপ্য টাকার ভাগ হার=3/9

অতএব, 

9000 টাকার মধ্যে প্রথম বন্ধু পাবে- 2/9x9000=2000 টাকা

9000 টাকার মধ্যে দ্বিতীয় বন্ধু পাবে- 4/9x9000=4000 টাকা

9000 টাকার মধ্যে তৃতীয় বন্ধু পাবে- 3/9x9000=3000 টাকা





একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top