CLASS-VII, PORIBESH & BIGGAN, MODEL ACTIVITY TASK-1,2021//
মডেল অ্যাক্টিভিটি টাস্ক-১,২০২১
পরিবেশ ও বিজ্ঞান।
সপ্তম শ্রেণি
CLASS-VII, PORIBESH & BIGGAN, MODEL ACTIVITY TASK-1,2021 |
নীচের প্রশ্নগুলির উত্তর লেখাে :
১. একটি বস্তুর উয়তা 40°C হলে ফারেনহাইট স্কেলে তার মান কত হবে নির্ণয় করাে।
২. ম্যারাসমাস রােগের ক্ষেত্রে কী কী লক্ষণ দেখা যায় ?
৩. তঁতের জলীয় দ্রবণে একটা লােহার পেরেক ডুবিয়ে দিলে কিছুক্ষণ পরে কী পরিবর্তন দেখবে? এটি কী ধরনের বিক্রিয়া? বিক্রিয়ার সমীকরণ দাও।
৪. তােমার দেহ থেকে কোন কোন উপায়ে জল বাইরে বেরিয়ে যায় ব্যাখ্যা করাে।
উত্তরসমূহ
১. একটি বস্তূর উয়তা 40°C হলে ফারেনহাইট স্কেলে তার মান কত হবে নির্ণয় করাে।
উঃ-
২. ম্যারাসমাস রােগের ক্ষেত্রে কী কী লক্ষণ দেখা যায় ?
উঃ- মাংসপেশির শীর্ণতা:- অবক্ষয় ঘটে। বিভিন্ন স্থানের চামড়া কুঁচকে যায়।
দেহের পরিবর্তন:- বাইরে থেকে বুকের পাঁজর ও হাড় দেখা যায়। হাত পা-গুলাে খুব সরু সরু হয়ে যায়।
মুখ ও ত্বকের পরিবর্তন:- মুখ শুকিয়ে যায়। মুখমণ্ডল বয়স্কদের মতাে দেখায়।
উদরাময়ঃ- ঘনঘন পেটের অসুখ হয়।
৩. তুঁতের জলীয় দ্রবণে একটা লােহার পেরেক ডুবিয়ে দিলে কিছুক্ষণ পরে কী পরিবর্তন দেখবে? এটি কী ধরনের বিক্রিয়া? বিক্রিয়ার সমীকরণ দাও।
উঃ- তুঁতের জলীয় দ্রবণে একটা লোহার পেরেক ডুবিয়ে রাখলে দেখা যায় লোহার টুকরোর গায়ে লাল আস্তরণ পড়েছে
কারণঃ- তুঁতে (CuSO4) লোহার সঙ্গে প্রতিস্থাপন বিক্রিয়া করে, CuSO4 থেকে ধাতব ও কপারকে অধঃক্ষিপ্ত করে এবং ফেরাস সালফেট উৎপন্ন হয়।
এটি একটি প্রতিস্থাপন বিক্রিয়া
Fe+ CuSO4= FeSO4+ cu↓
৪. তােমার দেহ থেকে কোন কোন উপায়ে জল বাইরে বেরিয়ে যায় ব্যাখ্যা করাে।
উঃ- আমার দেহ থেকে ঘাম, মূত্র, অশ্রু , রক্ত ইত্যাদির মাধ্যমে জল বেরিয়ে যায়।