CLASS-VII, GEOGRAPHY, MODEL ACTIVITY TASK-2, 2021//
মডেল অ্যাক্টিভিটি টাস্ক-২, ২০২১
পরিবেশ ও ভূগােল
সপ্তম শ্রেণি
CLASS-VII, GEOGRAPHY, MODEL ACTIVITY TASK-2, 2021 |
নীচের প্রশ্নগুলির উত্তর লেখাে :
১. পৃথিবীর অপসূর ও অনুসূর অবস্থানের একটি চিহ্নিত চিত্র অঙ্কন করাে।
২. ভারতীয় স্থানীয় সময়ের গুরুত্ব নিরূপণ করাে।
৩. বায়ুচাপের তারতম্যে জলীয় বাষ্পের ভূমিকা ব্যাখ্যা করাে।
৪. অক্ষাংশগত বিস্তৃতি ও সমুদ্র থেকে দূরত্ব কীভাবে এশিয়ার জলবায়ুকে প্রভাবিত করে?
উত্তরসমূহ
১. পৃথিবীর অপসূর ও অনুসূর অবস্থানের একটি চিহ্নিত চিত্র অঙ্কন করাে।
উঃ-
পৃথিবীর অপসূর ও অনুসূর অবস্থানের চিত্র |
২. ভারতীয় স্থানীয় সময়ের গুরুত্ব নিরূপণ করাে।
উঃ- 24 ঘণ্টায় একবার সূর্যকে পশ্চিম থেকে পূর্বে আবর্তন করে। তাই প্রতিটি দ্রাঘিমারেখাই 24 ঘণ্টায় একবার করে সূর্যের সামনে আসে। সূর্য যখন যে দ্রাঘিমারেখার ওপর অবস্থান করে তখন সেখানে লম্বভাবে কিরণ দেয় এবং সেই দ্রাঘিমার সর্বত্র মধ্যাহ্ন সূচিত হয়। এই মধ্যাহ্ন অনুসারে ওই দ্রাঘিমার স্থানীয় সময় সূচিত হয়। তাই একই দ্রাঘিমারেখায় অবস্থিত জায়গাগুলির স্থানীয় সময় এক হয়।
৩. বায়ুচাপের তারতম্যে জলীয় বাষ্পের ভূমিকা ব্যাখ্যা করাে।
উঃ- বায়ুতে জলীয় বাষ্পের তারতম্য:- বাষ্পের পরিমাণ বায়ুচাপ নিয়ন্ত্রণ করে। জলীয় বাষ্প সাধারণ বায়ু অপেক্ষা হালকা বলে বায়ুতে জলীয় বাষ্প বেশি থাকলে বায়ুর চাপ কমে। এই কারণে বর্ষাকালে বায়ুর চাপ কম হয়।
৪. অক্ষাংশগত বিস্তৃতি ও সমুদ্র থেকে দূরত্ব কীভাবে এশিয়ার জলবায়ুকে প্রভাবিত করে?
উঃ- অক্ষাংশগত বিস্তৃতি:- এশিয়া মহাদেশ 10° দক্ষিণ অক্ষাংশ থেকে 77°44° উত্তর অক্ষাংশ অর্থাৎ, নিরক্ষরেখা থেকে প্রায় মেরু অঞ্চলের কাছাকাছি পর্যন্ত বিস্তৃত। নিরক্ষরেখা, কর্কটক্রান্তিরেখা ও সুমেরুবৃত্ত এই মহাদেশের মধ্য দিয়ে গেছে। ফলে এই মহাদেশের দক্ষিণাংশ , উত্তরাংশ হিমমণ্ডলে এবং মধ্যাংশ নাতিশীতােয় মণ্ডলে অবস্থিত। ফলে এশিয়া মহাদেশের বিভিন্ন অংশে বিভিন্ন রকম জলবায়ু লক্ষ করা যায়।
সমুদ্র থেকে দূরত্ব:- এশিয়ার 2,500 কিমি দূরে অবস্থিত। পশ্চিম দিকে ভূমধ্যসাগর ছাড়া কোনাে বিশাল সমুদ্র নেই। ফলে সমুদ্রের প্রভাব এখানে পৌছাতে পারে না। তাই মহাদেশের অভ্যন্তরে শুষ্ক মহাদেশীয় বা চরম জলবায়ু বিরাজ করে অর্থাৎ, এখানে শীতকালে প্রচণ্ড ঠান্ডা এবং গরমকালে খুব গরম থাকে।