CLASS-VI,GEOGRAPHY MODEL ACTIVITY TASK-2,2021//
মডেল অ্যাক্টিভিটি টাস্ক- ২, ২০২১
পরিবেশ ও ভূগােল
ষষ্ঠ শ্রেণি
CLASS-VI,GEOGRAPHY MODEL ACTIVITY TASK-2 |
নীচের প্রশ্নগুলির উত্তর লেখাে :
১. যে গ্রহ তার নিজের অক্ষের চারদিকে উত্তর থেকে দক্ষিণে ঘােরে তার নাম ও দুটি বৈশিষ্ট্য লেখাে।
২. আন্তর্জাতিক তারিখরেখা বাঁকিয়ে আঁকা হয়েছে কেন?
৩. কয়ালের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করাে।
৪. থর মরুভূমি জনবিরল কেন?
উত্তরসমূহ
১. যে গ্রহ তার নিজের অক্ষের চারদিকে উত্তর থেকে দক্ষিণে ঘােরে তার নাম ও দুটি বৈশিষ্ট্য লেখাে।
উঃ- যে গ্রহ তার নিজের অক্ষের চারদিকে উত্তর থেকে দক্ষিণে ঘােরে তার নাম - ইউরেনাস
বৈশিষ্ট্যঃ-
i.সূর্য থেকে দূরত্ব ২৮৭ কোটি কিমি।
iv.তাপমাত্রা : -২১৬° সেলসিয়াস, শীতলতম গ্রহ।
ii.মিথেন গ্যাস বেশি থাকায় রং সবুজ।
v.আবর্তন : প্রায় ১৭ ঘন্টা।
vi.পরিক্রমণ : প্রায় ৮৪ বছর।
২. আন্তর্জাতিক তারিখরেখা বাঁকিয়ে আঁকা হয়েছে কেন?
উঃ- আন্তর্জাতিক তারিখ রেখা বা 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা সােজা টানা হলে কতগুলি দ্বীপের উপর দিয়ে যাচ্ছিল (যেমন চ্যাথাম)। কিন্তু এই দ্বীপ গুলি বিভিন্ন দেশের অংশ। ঐ রেখার দুদিকে দুরকম তারিখ হয়। একদিকে পয়লা বৈশাখ হলে অপরদিকে দোশরা বৈশাখ হবে। একই দেশে বা অঞ্চলে দুরকম তারিখ বেমানান এবং কাজ করতে অসুবিধা। এজন্য তারিখ রেখা ঐদ্বীপ গুলিকে এড়িয়ে বাঁকিয়ে টানা হয়েছে।
৩. কয়ালের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করাে।
উঃ- কয়ালের দুটি বৈশিষ্ট্য হলাে :
I. মালাবার উপকূলের উপহ্দ হল কয়াল ।
II.কয়ালের একদিক সমুদ্রের দিকে উন্মুক্ত।
III.কয়ালের জল লবণাক্ত হয়।
৪. থর মরুভূমি জনবিরল কেন?
উঃ- থর মরুভূমি জনবিরল কারণ- এখানকার জলবায়ু চরমভাবাপন্ন, এখানে বৃষ্টিপাতের পরিমাণ ২০ সেন্টিমিটারের কম, আবহাওয়া শুষ্ক প্রকৃতির এবং লবণাক্ত মৃত্তিকা থাকায় এখানকার মাটি অনুর্বর চাষাবাদের অনুপযোগী।
আমাদের পাশে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।
দ্রুত আপডেট পেতে আমাদের ইউটুব চ্যানেলটিকে
সাবস্ক্রাইব করে নাও