CLASS-VI, GEOGRAPHY,MODEL ACTIVITY TASK-1,2021// মডেল অ্যাক্টিভিটি টাস্ক-১ পরিবেশ ও ভূগােল ষষ্ঠ শ্রেণি

           CLASS-VI, GEOGRAPHY,MODEL ACTIVITY TASK-2,2021//

মডেল অ্যাক্টিভিটি টাস্ক-১ 

পরিবেশ ও ভূগােল

ষষ্ঠ শ্রেণি

CLASS-VI, GEOGRAPHY,MODEL ACTIVITY TASK-1,2021




নীচের প্রশ্নগুলির উত্তর লেখাে :

১. চাঁদের পরিবেশ সম্পর্কে চন্দ্র অভিযানকারী দলের অভিজ্ঞতার বিবরণ দাও। 

২. “পৃথিবীর প্রকৃত আকৃতি পৃথিবীরই মতাে” –যুক্তি সহকারে বক্তব্যটির ব্যাখ্যা দাও। 

৩. একটি বৃত্ত অঙ্কন করে পাঁচটি গুরুত্বপূর্ণ অক্ষরেখা মানসহ চিহ্নিত করাে। 

৪. তােমার দেশের উত্তরের সমভূমি অঞ্চল ঘন বসতিপূর্ণ হওয়ার কারণ ব্যাখ্যা করাে।




উত্তরসমূহ



১. চাঁদের পরিবেশ সম্পর্কে চন্দ্র অভিযানকারী দলের অভিজ্ঞতার বিবরণ দাও। 


উঃ- চাঁদে কোথাও গাছপালা নেই, এবড়াে-খেবড়াে জমি, বিশালাকার গর্ত ও ধূসর ধুলােয় চারিদিক  ভরতি। সূর্যের আলাে ওই গর্তগুলোতে পৌছতে পারে না, তাই পৃথিবী থেকে এগুলােকে চাদের গায়ে কালাে কালাে দাগের মতাে দেখায়। বাতাস না থাকায় সূর্যের আলাের বিচ্ছুরণ হয় না। ফলে কোনাে রং নেই। সবকিছুই আলাে পড়লে সাদা আর না পড়লে কালাে দেখায়।আর আকাশটা আদ্র নীল নয়, ঘন কালাে দেখায়। দিনের বেলাতেও আকাশে তারা ঝলমল করছে। মনে হয় যেন কালাে আকাশে ঝুলছে পৃথিবী প্রকাণ্ড সাদা আর নীল গােলকের মতাে। সূর্যের তাপে পাথর ভীষণ গরম হয়ে ওঠে (প্রায় ১১৭° সে) আবার রাতও চলে দুসপ্তাহ ধরে। তখন ভীষণ ঠান্ডা, তাপমাত্রা প্রায় হিমাঙ্কের ১৫০° সে, নীচে নেমে যায়।


২. “পৃথিবীর প্রকৃত আকৃতি পৃথিবীরই মতাে” –যুক্তি সহকারে বক্তব্যটির ব্যাখ্যা দাও। 


উঃ- পৃথিবী নিজের কারে চারিদিকে অনেক দ্রুত ঘােরে। তাই ওপর-নীচ কিছুটা চাপা, আর মাঝ বরাবর কিছুটা

স্ফীত। তাই পৃথিবী পুরােপুরি গােল নয়। কমলালেবু বা ন্যাসপাতির সঙ্গে পৃথিবীর আকৃতির কিছুটা মিল থাকলেও আসলে " পৃথিবীর আকৃতি পৃথিবীর মতাে।


৩. একটি বৃত্ত অঙ্কন করে পাঁচটি গুরুত্বপূর্ণ অক্ষরেখা মানসহ চিহ্নিত করাে। 



৪. তােমার দেশের উত্তরের সমভূমি অঞ্চল ঘন বসতিপূর্ণ হওয়ার কারণ ব্যাখ্যা করাে।


উঃ- উত্তরের সমভূমি অঞ্চল ঘন বসতিপূর্ণ হওয়ার কারণঃ-


i.উত্তরের সমভূমি অঞ্চলের মাটি উর্বর তাই - চাষবাস ভালাে হয়।


ii.উত্তরের সমভূমি অঞ্চলে"প্রচুর পরিমাণে কল কারখানা


iii.উত্তরের সমভূমি অঞ্চলের এলাকা গুলির মধ্যে যােগাযােগ ব্যবস্থা উন্নত।


iv.উত্তরের সমভূমি অঞ্চলে উন্নতমানের স্কুল-কলেজ, বিদ্যালয় অবস্থান করে। 

v.ব্যবসা-বাণিজ্যের সুযােগ সুবিধা রয়েছে তাই উত্তরের সমভূমি অঞ্চল ঘনবসতিপূর্ণ হয়েছে।

আমাদের পাশে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ

দ্রুত আপডেট পেতে আমাদের ইউটুব চ্যানেলটিকে 

সাবস্ক্রাইব করে নাও 








Next Post Previous Post
No Comment
Add Comment
comment url