CLASS-VI, PORIBESH & BIGGAN, MODEL ACTIVITY TASK-1, 2021// মডেল অ্যাক্টিভিটি টাস্ক- ১, ২০২১ পরিবেশ ও বিজ্ঞান। ষষ্ঠ শ্রেণি

                  CLASS-VI, PORIBESH & BIGGAN, MODEL ACTIVITY TASK-1, 2021//

মডেল অ্যাক্টিভিটি টাস্ক- ১, ২০২১

পরিবেশ ও বিজ্ঞান।  

ষষ্ঠ শ্রেণি

   CLASS-VI, PORIBESH & BIGGAN, MODEL ACTIVITY TASK-1, 2021


নীচের প্রশ্নগুলির উত্তর লেখাে :

১. ভৌত ও রাসায়নিক পরিবর্তনের তিনটি পার্থক্য লেখাে। 

২. রাসায়নিক পরিবর্তন ঘটলে কী কী দেখে | অনুভব করে তা বােঝা যেতে পারে? 

৩. মৌটুসী কীভাবে পরাগমিলনে সাহায্য করে?

৪. বাড়িতে দই তৈরি করার জন্য কী কী করা হয় তা একটি রেখাচিত্রের সাহায্যে উপস্থাপন করাে।





উত্তরসমূহ



১. ভৌত ও রাসায়নিক পরিবর্তনের তিনটি পার্থক্য লেখাে। 


উঃ- ভৌত পরিবর্তনঃ- 


          i. ভৌত পরিবর্তনের শুধুমাত্র পদার্থের অবস্থার পরিবর্তন ঘটে ফলে নতুন কোন পদার্থ উৎপন্ন হয় না। 

         ii.ভৌত পরিবর্তন অস্থায়ী।

        iii.এখানে তাপের উদ্ভব বা শোষন হতে পারে আবার নাও হতে পারে।


      রাসায়নিক পরিবর্তন:- 


           i.রাসায়নিক পরিবর্তনে পদার্থের অণুর গঠন এর আমূল পরিবর্তন ঘটে ফলে নতুন পদার্থ উৎপন্ন হয়।

           ii.রাসায়নিক পরিবর্তন স্থায়ী। 

          iii.এখানে তাপের উদ্ভব বা শোষন অবশ্যই ঘটবে।


২. রাসায়নিক পরিবর্তন ঘটলে কী কী দেখে অনুভব করে তা বােঝা যেতে পারে? 


উঃ- রাসায়নিক পরিবর্তনে 

          i.পদার্থের অণুর গঠনের পরিবর্তন ঘটে এবং নতুন ধর্মবিশিষ্ট পদার্থের সৃষ্টি হয়। 

         ii. এই পরিবর্তন স্থায়ী, উৎপন্ন পদার্থকে কোনােভাবেই আগের মূল পদার্থে ফিরিয়ে আনা যায় না। 

        iii.এই পরিবর্তনের ক্ষেত্রে সবসময় তাপের পরিবর্তন ঘটে। 

        iv.এই পরিবর্তনের সময় উৎপন্ন পদার্থের ভর মূল পদার্থের ভরের চেয়ে কম বা বেশি হয়।


৩. মৌটুসী কীভাবে পরাগমিলনে সাহায্য করে?


উঃ- মৌটুসী ফুলের পরাগমিলনে সাহায্য করে। আসলে মৌটুসি পাখি ফুলের বিভিন্ন বর্ণে আকৃষ্ট হয় ও ফুলের মধু খাওয়ার জন্য ফুলের ওপর বসে এবং মাঝে মাঝে মকরন্দ সংগ্রহ করে। ওই সময় ফুলের পরাগরেণু মৌটুসি পাখির পা, চক্ষু এবং পালকে লেগে যায়। পরে যখন মৌটুসি পাখি অন্য ফুলে গিয়ে বসে, তখন ওই পরাগরেণু সেই ফুলের ওপর পড়ে পরাগমিলন ঘটায়।


৪. বাড়িতে দই তৈরি করার জন্য কী কী করা হয় তা একটি রেখাচিত্রের সাহায্যে উপস্থাপন করাে।


উঃ- দুধ গরম করে পাত্রে রাখা হয়

                           

অল্পপরিমান ইস্ট সংগ্রহ করা হয়

                           

দুধের পাত্রে পরিমান মত ইস্ট মেশানো হয়

                           

মিশ্রিত পাত্র ঢেকে রাখা হয়

আমাদের পাশে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ

দ্রুত আপডেট পেতে আমাদের ইউটুব চ্যানেলটিকে 

সাবস্ক্রাইব করে নাও 



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url