CLASS-III,BENGALI, MODEL ACTIVITY TASK-1// মডেল অ্যাক্টিভিটি টাস্ক- ১,২০২১ বাংলা তৃতীয় শ্রেণি

0

                                       CLASS-III,BENGALI, MODEL ACTIVITY TASK-1//

মডেল অ্যাক্টিভিটি টাস্ক- ১,২০২১

বাংলা

তৃতীয় শ্রেণি


CLASS-III,BENGALI, MODEL ACTIVITY TASK-1



নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখাে :

১ খুব ভালাে বৃষ্টি হওয়ায় ‘সত্যি সােনা’ গল্পে কী ঘটল ? 

২. ‘আমরা চাষ করি আনন্দে কবিতায় ‘সকল ধরা’ কীভাবে হেসে ওঠে? 

৩. ‘নিজের হাতে নিজের কাজ’ গল্পে ডাক্তারবাবু কীভাবে ‘উচিত শিক্ষা’ পেলেন? 

৪. ‘দেয়ালের ছবি’ গল্পে বাঘ শিকারীকে সবশেষে কী বলেছিল? 

৫. ‘সারাদিন’ কবিতায় শিশুটির দিন কীভাবে কাটে?



উত্তরসমূহ




১ খুব ভালাে বৃষ্টি হওয়ায় ‘সত্যি সােনা’ গল্পে কী ঘটল ? 


উঃ- খুব ভালো বৃষ্টি হওয়ার ফলে ” সত্যি সোনা ” গল্পে খুব অল্প দিনের মধ্যে ফসলে ক্ষেত ভরে গেল। মাঠ ভরা পাকা সোনালী ধানের রাশি দেখে মনে হল সত্যি কে জানো সোনা ঢেকে দিয়েছে।


২. ‘আমরা চাষ করি আনন্দে কবিতায় ‘সকল ধরা’ কীভাবে হেসে ওঠে? 


উঃ- গ্রীষ্মে পর বর্ষা আসে। মাঠে মাঠে ধানের ছোট চারা জেগে ওঠে।  এরপর ফসল যখন বেড়ে ওঠে তখন সারা মাঠ সবুজ হয়ে যায়।  ধানের শীষ বেরোলে চাষির মনে পুলক জাগে। ক্রমশ ফসল পাকতে থাকে।  ইতিমধ্যে অঘ্রান মাস এসে যায়। ধানের শীষ সোনালী হয়। অঘ্রানের রোদে এবং পূর্ণিমার চাঁদের আলোয় সারা পৃথিবী যেন হাসতে থাকে।


৩. ‘নিজের হাতে নিজের কাজ’ গল্পে ডাক্তারবাবু কীভাবে ‘উচিত শিক্ষা’ পেলেন? 


উঃ- ডাক্তারবাবু ট্রেন থেকে নেমে তার ব্যাগটি বইতে যখন অসম্মানিত হচ্ছিলেন, তখন একটি কুলি তার ব্যাগটি বয়ে নিয়ে তাকে পালকিতে তুলে দিলেন।  ডাক্তারবাবু তাকে তার পারিশ্রমিক হিসাবে কিছু পয়সা দিতে গেলে সে বলে যেহেতু ডাক্তার বাবু তার ব্যাগটি নিয়ে বিপদে পড়েছিলেন তাই তিনি তাকে সাহায্য করেছেন। তার নাম ঈশ্বরচন্দ্র শর্মা। নামটি শুনে ডাক্তারবাবুর চমকে উঠলেন কারণ ডাক্তারবাবু থেকে সম্মানে ওই ব্যক্তি অনেক বড়। ডাক্তারবাবু লজ্জিত হয়েছিলেন এবং সেদিন তার উচিত শিক্ষা হলো। 


৪. ‘দেয়ালের ছবি’ গল্পে বাঘ শিকারীকে সবশেষে কী বলেছিল? 


উঃ- ‘দেয়ালের ছবি‘ গল্পে বাঘ শিকারিকে সবশেষে বলেছিলো ছবিটি যদি কোন বাঘের আঁকা হতো তাহলে অন্যরকম হতো। কারণ ছবিটি যদি কোনো বাঘ আঁকতো তাহলে একটা বাঘ ঝাঁপিয়ে পড়ে একজন শিকারিকে ধরতো এমন দৃশ্য ছবিটিতে দেখা যেত। 


৫. ‘সারাদিন’ কবিতায় শিশুটির দিন কীভাবে কাটে?


উঃ- ‘সারাদিন‘ কবিতায় শিশুটির একটি ছবি আঁকা খাতা আছে। সেই খাতায় সে তার হিজিবিজি ভাবনাগুলিকে ছবি করে এঁকে রাখে। হাতি, ঘোড়া, গাছ, পাখি সবকিছুরই ছবি সে এই খাতায় একে আঁকে। এতকিছু এঁকেও তার কিছুতেই মন ভরে না।  তারমন ওই খাতাতেই আটকে থাকে।  প্রকৃতপক্ষে ওই খাতাটিই শিশুটির সারাদিনের সঙ্গী।  সারাদিন শিশুটি ছবি এঁকেই দিন কাটায়।





একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top