CLASS-III,AMADER PORIBESH, MODEL ACTIVITY TASK-2// মডেল অ্যাক্টিভিটি টাস্ক- ২,২০২১ আমাদের পরিবেশ তৃতীয় শ্রেণি।

0

                             CLASS-III,AMADER PORIBESH, MODEL ACTIVITY TASK-2//

মডেল অ্যাক্টিভিটি টাস্ক- ২,২০২১

আমাদের পরিবেশ 

তৃতীয় শ্রেণি।


CLASS-III,AMADER PORIBESH, MODEL ACTIVITY TASK-2



নীচের প্রশ্নগুলির উত্তর লেখাে :

১ নিমপাতা খেলে কী উপকার পাওয়া যায়? 

২. “কাঁচা থাকলে আনাজ কিন্তু পাকলে ফল” - এমন দুটো উদাহরণ দাও। 

৩. প্যাকেট করা তৈরি খাবার খাওয়ার আগে কী দেখে নেওয়া দরকার ও কেন? 

৪. শিম্পাঞ্জির সঙ্গে মানুষের কোন কোন বিষয়ে মিল আছে লেখাে। 

৫. দুধ থেকে তৈরি করা যায় এমন তিনটি খাবারের নাম লেখাে




উত্তরসমূহ


১ নিমপাতা খেলে কী উপকার পাওয়া যায়? 


উঃ- নিমপাতা খাওয়ার উপকারিতাঃ-

 i.নিমপাতা খেলে গায়ে খােস-পাচড়া হয় না

 

২. “কাঁচা থাকলে আনাজ কিন্তু পাকলে ফল” - এমন দুটো উদাহরণ দাও। 


উঃ-কাঁচা থাকলে আনাজ কিন্তু পাকলে ফল’ - এমন দুটি উদাহরণ হল- এঁচোড় বা কাঁঠাল ও পেঁপে

 

৩. প্যাকেট করা তৈরি খাবার খাওয়ার আগে কী দেখে নেওয়া দরকার ও কেন?


উঃ- প্যাকেট করা তৈরি খাবার খাওয়ার আগে প্যাকেটের উপর লেখা তারিখটি আগে ভালাে করে দেখে নিতে হবে

 

কারণঃ-

প্যাকেট করা খাবার দু-তিন মাস ভালাে থাকে। তাই তারিখ দেখে জেনে নিতে হবে কত দিনের মধ্যে খাবারটি খাওয়া উচিত। তা না হলে ওই নির্দিষ্ট সময়টি পার হয়ে যাওয়া খাবার খেলে আমাদের নানা রকম অসুখ হতে পারে

 

৪. শিম্পাঞ্জির সঙ্গে মানুষের কোন কোন বিষয়ে মিল আছে লেখাে। 


উঃ- শিম্পাঞ্জি ও মানুষের মধ্যে মিল:-

 i.মানুষের মত শিম্পাঞ্জিরও দুটো হাত আছে  

ii.এরা এদের হাত দুটো মানুষের মত ব্যবহার করে খাবার খেতে পারে

iii..মানুষের মত শিম্পাঞ্জিরও দুটো পা আছে। 

iv.এরা মানুষের মত এদের পায়ের ওপর ভর দিয়ে দাঁড়াতে পারে

v.শিম্পাঞ্জিরও বুদ্ধি অনেকটা মানুষের মত

 

৫. দুধ থেকে তৈরি করা যায় এমন তিনটি খাবারের নাম লেখাে


উঃ- দুধ থেকে তৈরি করা যায় এমন তিনটি খাবারের নাম হল- দই,আইসক্রিম এবং রসগােল্লা

 





একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top