CLASS-III,AMADER PORIBESH, MODEL ACTIVITY TASK-1// মডেল অ্যাক্টিভিটি টাস্ক- ১,২০২১ আমাদের পরিবেশ তৃতীয় শ্রেণি।

0

                         CLASS-III,AMADER PORIBESH, MODEL ACTIVITY TASK-1//

মডেল অ্যাক্টিভিটি টাস্ক- ১,২০২১

আমাদের পরিবেশ 

তৃতীয় শ্রেণি।


CLASS-III,AMADER PORIBESH, MODEL ACTIVITY TASK-1



নীচের প্রশ্নগুলির উত্তর লেখাে :

১. দাঁত ভালাে রাখতে কী কী অবশ্যই করা উচিত? 

২. সাঁতারে আমাদের কী কী উপকার হয়? 

৩. খাবার খারাপ হয়ে যায় কী কী কারণে? 

৪. আগেকার দিনে মানুষ নদীর কাছাকাছি জায়গায় থাকত কেন?



উত্তরসমূহ


১. দাঁত ভালাে রাখতে কী কী অবশ্যই করা উচিত?

 

উঃ- দাত না মাজলে দাঁতে নােংরা জমে দাঁতে পােকা ও মুখে দুর্গন্ধ হতে পারে । তাই দাঁত ভালাে রাখতে

i.প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমাদের দাঁত মাজা উচিত। 

ii.নীচের দাঁতে তলা থেকে উপরে ব্রাশ টানতে হবে। 

iii.উপরের দাঁতে উপর থেকে নীচে ব্রাশ টানতে হবে ।



২. সাঁতারে আমাদের কী কী উপকার হয়? 


উঃ- সাঁতারের উপকারিতাঃ-

i.সাঁতার কাটলে খুব ভালাে ব্যায়াম হয়। ব্যায়াম করলে শরীর সুস্থ ও সবল থাকে । 

ii.সাঁতার কাটলে হাত নাড়া হয়।পা নাড়া হয়।বুকে পিঠে জলের ধাক্কা লাগে। ফলে কোথাও ব্যথা-বেদনা হতে পারে না। iii.আমাদের শরীরে কবজি, কনুই, কাঁধ, হাঁটু ইত্যাদি নানা জায়গায় হাড়ের জোড় আছে , সঁতার কাটলে এই জোড়গুলি সব একসঙ্গে নাড়াচাড়া হয়। ফলে জায়গাগুলাে সুস্থ থাকে। 

iv.সঁতার কাটলে বারবার লম্বা শ্বাস নিতে হয়। তাতেও শরীরের খুব উপকার হয় ও ফুসফুস ভালাে থাকে ।

                সুতরাং দেখা যাচ্ছে সাঁতার কাটলে এক সঙ্গে শরীরের সব জায়গার ভালাে ব্যায়াম হয় ও শরীর সুস্থ ও সবল থাকে ।



৩. খাবার খারাপ হয়ে যায় কী কী কারণে? 


উঃ- খাবার খারাপ হয়ে যাওয়ার কারণঃ-

আমাদের শরীর ঠিক রাখতে হলে পরিমাণমতাে ও টাটকা খাবার খাওয়া উচিত। কিন্তু বিভিন্ন কারণে খাবার খারাপ হয়ে যেতে পারে। যেমন-

i.ভ্যাপসা গরমে খাবার পচে গিয়ে খাবার খারাপ হয়ে যেতে পারে ।

ii.খাবার বাসি হয়ে ভিতরে ভিতরে খাবার খারাপ হয়ে যেতে পারে।

iii.খাবারে ছাতা পড়ে খাবার খারাপ হয়ে যেতে পারে। 

iv.খাবার খােলা অবস্থায় রেখে দিলে তার ওপর মশা, মাছি বসে অথবা কুকুর, বিড়ালে মুখ দিলেও খারাপ হয়ে যেতে পারে । 



৪. আগেকার দিনে মানুষ নদীর কাছাকাছি জায়গায় থাকত কেন?


উঃ- আগেকারদিনে মানুষ নদীর কাছাকাছি জায়গায় থাকত, কারণ-

i.নদী বা জলাভূমি থেকে তারা সহজেই জল পেত। 

ii.নদী বা জলাভূমি থেকে তারা সহজেই মাছ পেত । 

iii.জল পথেই তারা এক জায়গা থেকে অন্য জায়গায় যেত। 

iv.প্রয়োজনীয় খাদ্য-সামগ্রীও আসতাে এই জল পথেই। 

         তাই থাকার জন্য আগেকারদিনে মানুষ কাছাকাছি জায়গাই বেছে নিত ।





একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top