CLASS-III,BENGALI, MODEL ACTIVITY TASK-2// মডেল অ্যাক্টিভিটি টাস্ক- ২,২০২১ বাংলা তৃতীয় শ্রেণি

0

                                          CLASS-III,BENGALI, MODEL ACTIVITY TASK-2//

মডেল অ্যাক্টিভিটি টাস্ক- ২,২০২১

বাংলা

তৃতীয় শ্রেণি


CLASS-III,BENGALI, MODEL ACTIVITY TASK-2




১. নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও : 

১.১ ‘মিছিমিছি আমায় খাটিয়ে মারলে।- কার সম্পর্কে একথা বলা হয়েছে? 

১.২ নাম শুনে ডাক্তারবাবু চমকে উঠলেন– কোন্ নাম ডাক্তারবাবু শুনেছেন?

১.৩ ‘বাঘ হাই তুলে বলল ...'—বাঘ হাই তুলে কী বলেছিল? 

১.৪ ‘মৌমাছিরা ছুটে এল মধু খেতে—মৌমাছিরা মধু খেতে কোথায় ছুটে এসেছিল ?

২. ঠিক বাক্যটির পাশে () এবং ভুলটির পাশে (X) দাও :

২.১ সারাদিন’কবিতাটি লিখেছেন সুকুমার রায়।

২.২ ফসল কাটার পর তা হাটে বিক্রি করে এক থলি টাকা পেল চাষির ছেলে

২.৩ পরিরা প্রথম পৃথিবীতে নেমে এসে দেখল চারদিক ফুলে ফুলে ভরা।

নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখাে :

৩.১ ‘দেয়ালের ছবি’ গল্পে বাঘ আর শিকারীর বন্ধুত্ব কীভাবে গড়ে উঠেছিল? 

৩.২ ফুলপরিরা ফুলের বীজ ছড়িয়ে দেওয়ার পর কী ঘটল?

 

 

 

উত্তরসমূহ

 

১ ) নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও : 

১.১ ) ‘ মিছিমিছি আমায় খাটিয়ে মারলে ‘ – কার সম্পর্কে এ কথা বলা হয়েছে ?

উঃ- চাষির ছেলে তার বাবার সম্পর্কে একথা বলেছিল। 

১.২ ) ‘ নাম শুনে ডাক্তারবাবু চমকে উঠলেন  ‘ – কোন নাম ডাক্তারবাবু শুনেছেন ?

উঃ- ডাক্তারবাবু ইশ্বরচন্দ্র শর্মার নাম শুনেছেন। 

১.৩ ) ‘ বাঘ হাই তুলে বলল..’ -বাঘ হাই তুলে কি বলেছিল ?

উঃ- বাঘ হাই তুলে বলেছিল – শিকারির বাড়ির দেওয়ালে যে ছবিটা টাঙ্গানো ছিল সেটি কার আঁকা। 

১.৪ ) ‘ মৌমাছিরা ছুটে এলো মধু খেতে ‘ – মৌমাছিরা মধু খেতে কোথায় ছুটে এসেছিল ?

উঃ- ফুল পরীদের আনা বীজ থেকে যখন গাছ গজালো আর সেই গাছে যখন সাদা, নীল, হলদে, লাল, বেগুনি ফুলে ছেয়ে যায় সেই ফুলে মৌমাছিরা মধু খেতে ছুটে এসেছিল। 

২ ) ঠিক বাক্যটির পাশে ( রাইট ) এবং ভুল বাক্যটির পাশে ( ক্রস ) দাও : 

২.১ ) ‘ সারাদিন ‘ কবিতাটি লিখেছেন সুকুমার রায় – ভুল। 

২.২ ) ফসল কাটার পর তা হাটে বিক্রি করে এক থলি টাকা পেল চাষির ছেলে – ঠিক।  

২.৩ ) পরীরা প্রথম পৃথিবীতে নেমে এসে দেখল চারদিক ফুলে ফুলে ভরা – ভুল।  

৩ ) নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখ :

৩.১ ) ‘ দেয়ালের ছবি ‘ গল্পে বাঘ আর শিকারির বন্ধুত্ব কিভাবে গড়ে উঠেছিল ?

উঃ- শিকারি সারাদিন বনে বনে ঘুরে বেড়াতো।  আর শিকার করত। এমন করে একদিন বনে ঘুরতে ঘুরতে এক বাঘের সাথে তার দেখা হয়েছিল। অনেকক্ষণ কথাবার্তা হওয়ার পর তারা দুজনেরই খুব বন্ধুত্ব হয়ে গিয়েছিল। 

৩.২ ) ফুলপরীরা ফুলের বীজ ছড়িয়ে দেওয়ার পর কী ঘটল ?

উঃ- অনেককাল আগে পৃথিবীতে কোন ফুল ছিল না।  ফুল পরীরা তাদের দেশ থেকে ফুলের বীজ নিয়ে এসেছিল। পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার পর  সেই বীজ থেকে গাছ গজালো। তারপর গাছে কুঁড়ি এল।  এবং সাদা, লাল, নীল, হলুদ, বেগুনি নানান ফুলে পৃথিবী ভরে গেল






একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top