জোলভেরেইন কি তা সংক্ষেপে আলোচনা কর | নবম শ্রেনী চতুর্থ অধ্যায় | শিল্প বিপ্লব উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ

0

জোলভেরেইন  কি? জোলভেরেইনের  গুরুত্ব ও কার্যাবলী আলোচনা করো

জোলভেরেইন  কি? জোলভেরেইনের  গুরুত্ব ও কার্যাবলী



জোলভেরেইন কি তা সংক্ষেপে আলোচনা কর

অথবা 

টীকা লেখ জোলভেরেইন



প্রিয় নবম শ্রেণীর ছাত্র ছাত্রীরা, 

আজকে আমি আলোচনা করব জোলভেরেইন কি তা সংক্ষেপে আলোচনা কর|নবম শ্রেনী চতুর্থ অধ্যায়|শিল্প বিপ্লব উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ|নবম শ্রেনী চতুর্থ অধ্যায় শিল্প বিপ্লব উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ থেকে ১ ও ২ নম্বরের প্রশ্ন ও উত্তর পেয়ে যাবে|জোলভেরেইন এর কার্যাবলী|Nine History Examination|জোলভেরেইন এর গুরুত্ব|নবম শ্রেনী তৃতীয় অধ্যায় ৪ নম্বরের প্রশ্ন ও উত্তর|জোলভেরাইন এর পটভূমি|এছাড়াও তোমরা ইতিহাস মক টেস্ট পেয়ে যাবে| History Mock Test|Class 9 History Question and Answer|এই ওয়েবসাইটের মাধ্যমে নবম শ্রেনী চতুর্থ অধ্যায় ৪ নম্বরের প্রশ্ন ও উত্তর|এটি তোমাদের ফাইনাল পরিক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ন হবে।

তো বন্ধুরা নবম শ্রেনী চতুর্থ অধ্যায় থেকে বহুবিকল্পভিত্তিক সংক্ষিপ্ত অতিসংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর MCQ Very Short Short Descriptive Question and Answer|তোমাদের এই পোস্টের মাধ্যমে নবম শ্রেনী চতুর্থ অধ্যায় থেকে টীকা লেখ জোলভেরেইন সম্পর্কে আলোচনা করা আছে। আমাদের আশা এই প্রশ্নগুলি তোমাদের পরিক্ষায় খুবই কাজে আসবে।


জোলভেরেইন কি তা সংক্ষেপে আলোচনা কর|নবম শ্রেনী চতুর্থ অধ্যায়|শিল্প বিপ্লব উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ


ভূমিকা:- জার্মানির জাতীয়তাবাদী আন্দোলন তথা ঐক্য আন্দোলনের পটভূমিকায় একটি তাৎপর্যপূর্ণ বিষয় ছিল জোলভেরেইন নামক একটি শুল্ক সংস্থা প্রতিষ্ঠা।


পটভূমি:- ফরাসি বিপ্লবের সময় থেকেই জার্মানি প্রায় 300টি ছােটোবড়াে রাজ্যে বিভক্ত ছিল। সেখানে বিদেশি শাসন বর্তমান ছিল এবং বিভিন্ন ধরনের আমদানি ও রপ্তানি শুল্ক চালু ছিল। কেবল প্রাশিয়ার অধীন জার্মানিতে 67 রকমের শুষ্ক চালু ছিল। এই অসুবিধা দূর করার জন্যই 1819 খ্রিস্টাব্দে জোলভেরেইন প্রতিষ্ঠিত হয়।


জোলভেরেইন কী:জোলভেরেইন হল জার্মানির একটি আন্তঃশুল্ক সংস্থা। এটি 1819 খ্রিস্টাব্দে জার্মানির রাজ্যগুলিকে নিয়ে প্রাশিয়ার নেতৃত্বে গড়ে ওঠে। এই ব্যবস্থার উদ্যোক্তা ছিলেন জার্মান অর্থনীতিবিদ ম্যাজেন


কার্যাবলি: 1850 খ্রিস্টাব্দের মধ্যে জার্মানির সমস্ত রাজ্যই এই শুল্কসংস্থায় যােগদান করে। ঠিক হয় বছরে একবার এই সংঘের বৈঠক বসবে এবং তারা বিনাশুল্কে অবাধে আন্তঃরাজ্য ব্যাবসাবাণিজ্য করতে পারবে।


গুরুত্ব:- অর্থনৈতিক সুবিধার জন্য এই সংস্থাটি গড়ে তােলা হলেও জার্মানরা পরােক্ষভাবে কিছু রাজনৈতিক সুযােগ সুবিধাও লাভ করে। 


যেমন- এর ফলে জার্মানির রাজ্যগুলির মধ্যে একটি অর্থনৈতিক ও ভাবগত ঐক্য গড়ে ওঠে। প্রাশিয়ার নেতৃত্বে জার্মানির ঐক্যের পথ প্রশস্ত হয়। তাই ঐতিহাসিক ম্যারিয়েট বলেছেন যে জার্মানদের জার্মানি করণের প্রথম ধাপ হল জোলভেরেইন।


File Details
File Name/Book Name জোলভেরেইন কি তা সংক্ষেপে আলোচনা কর
File Format PDF
File Language Bengali
File Size 44
File Location GOOGLE DRIVE
Download Link Click Here to Download



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top