ইতালির ঐক্য আন্দোলনে গ্যারিবন্ডির অবদান আলােচনা করাে
ইতালির ঐক্য আন্দোলনে গ্যারিবন্ডির অবদান আলােচনা |
প্রিয় নবম শ্রেণীর ছাত্র ছাত্রীরা,
আজকে আমি আলোচনা করব ইতালির ঐক্য আন্দোলনে গ্যারিবন্ডির অবদান আলােচনা করাে|নবম শ্রেনী তৃতীয় অধ্যায়|ঊনবিংশ শতকের ইউরোপ: রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত|নবম শ্রেনী তৃতীয় অধ্যায় ঊনবিংশ শতকের ইউরোপ থেকে ১ ও ২ নম্বরের প্রশ্ন ও উত্তর পেয়ে যাবে|ইতালির ঐক্য আন্দোলনে গ্যারিবন্ডির ভূমিকা আলােচনা করাে।|ইতালির ঐক্য আন্দোলনে গ্যারিবন্ডির কার্যকলাপ আলােচনা করাে।|নবম শ্রেনী তৃতীয় অধ্যায় ৪ নম্বরের প্রশ্ন ও উত্তর |লালকোর্তা বাহিনী|এছাড়াও তোমরা ইতিহাস মক টেস্ট পেয়ে যাবে History Mock Test| Class 9 History Question and Answer|Nine History Examination|এই ওয়েবসাইটের মাধ্যমে নবম শ্রেনী তৃতীয় অধ্যায় ৪ নম্বরের প্রশ্ন ও উত্তর|এটি তোমাদের ফাইনাল পরিক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ন হবে।
তো বন্ধুরা নবম শ্রেনী তৃতীয় অধ্যায় থেকে বহুবিকল্পভিত্তিক সংক্ষিপ্ত অতিসংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর MCQ Very Short Short Descriptive Question and Answer|তোমাদের এই পোস্টের মাধ্যমে নবম শ্রেনী তৃতীয় অধ্যায় থেকে ইইতালির ঐক্য আন্দোলনে গ্যারিবন্ডির কার্যকলাপ সম্পর্কে আলোচনা করা আছে। আমাদের আশা এই প্রশ্নগুলি তোমাদের পরিক্ষায় খুবই কাজে আসবে।
ইতালির ঐক্য আন্দোলনে গ্যারিবন্ডির অবদান আলােচনা করাে| নবম শ্রেনী তৃতীয় অধ্যায়|ঊনবিংশ শতকের ইউরোপ: রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত
ইতালির ঐক্য আন্দোলনে গ্যারিবন্ডির অবদান আলােচনা করাে।
অথবা
ইতালির ঐক্য আন্দোলনে গ্যারিবন্ডির ভূমিকা আলােচনা করাে।
অথবা
ইতালির ঐক্য আন্দোলনে গ্যারিবন্ডির কার্যকলাপ আলােচনা করাে।
ভূমিকা: উনিশ শতকের দ্বিতীয় ভাগে ইতালির ঐক্য আন্দোলন আধুনিক ইউরােপের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ অধ্যায়। ইতালির ওই কার জন্য তিনি গড়ে তোলেন একটি মুক্তিবাহিনী যাকে বলা হয় লালকোর্তা ইতালির জাতীয়তাবাদী নেতাদের দেশপ্রেম ও নেতৃত্বে 1870 খ্রিস্টাব্দে ইতালি ঐক্যবদ্ধ হয়। ইতালির ঐক্য আন্দোলনের শেষ পর্বে জোসেফ গ্যারিবল্ডি ছিলেন অন্যতম নেতা।
ইতালির ঐক্য আন্দোলনে গ্যারিবন্ডির কার্যকলাপ:
আদর্শ ও লক্ষ্য:- জোসেফ গ্যারিবন্ডি ছিলেন ম্যাসিনির সুযােগ্য শিষ্য। তিনি ছিলেন দক্ষিণ ইতালিতে মুক্তিযুদ্ধের নায়ক। তাঁর জীবনের লক্ষ্য ছিল ইটালি থেকে বিদেশি শাসন উচ্ছেদ করে ইটালিকে ঐক্যবদ্ধ করা।
রোম অভিযান:- এরপর তিনি সেখানে একটি প্রজাতান্ত্রিক সরকার স্থাপন করেন এবং রােম অভিযানের পরিকল্পনা গ্রহণ করেন। এই পরিকল্পনায় ক্যাভুর প্রমাদ গােনেন। কারণ প্রজাতন্ত্র সম্পর্কে ইউরােপীয় রাজন্যবর্গের দারুণ অনীহা ছিল। তাই তিনি রাজা ভিক্টর ইমান্যুয়েলকে দক্ষিণ ইটালি অভিযানে পাঠান।
সিসিলি জয়:- ইতিমধ্যে দক্ষিণ ইতালির নেপলস ও সিসিলিতে অত্যাচারী বুরবো বংশীয় শাসকের বিরুদ্ধে বিদ্রোহ দানা বাঁধে। এই অবস্থায় নেপলস ও সিসিলিবাসীর অনুরােধে তিনি লাল কোর্তা বাহিনী নিয়ে জেনােয়া থেকে সিসিলি পদার্পণ করেন এবং দ্বিতীয় ফার্দিনান্দকে পরাজিত করেন।
ইতালির ঐক্য:- এই অবস্থায় গ্যারিবল্ডি গৃহযুদ্ধের সম্ভাবনা এড়িয়ে নেপক্স ও সিসিলি তাঁর হাতে তুলে দেন। এইভাবে রােম ও ভেনিসিয়া বাদে ইতালির ঐক্য সম্পন্ন হয়। এই ঐক্যবদ্ধ রাজ্যের রাজা হন ভিক্টর ইমান্যুয়েল।
মূল্যায়ন:- ইটালির ঐক্য ক্যাভুর দেখে যেতে পারেননি। ঐক্যের দোরগোড়ায় এসে তিনি মাত্র 51 বছর বয়সে মারা যান। অন্য দিকে গ্যারিবল্ডিও ইতালির ঐক্য আন্দোলনের সাফল্য উপভোগ করার আগেই রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নেন।
File Details | |
---|---|
File Name/Book Name | ইতালির ঐক্য আন্দোলনে গ্যারিবন্ডির অবদান আলােচনা করাে |
File Format | |
File Language | Bengali |
File Size | 47 KB |
File Location | GOOGLE DRIVE |
Download Link | Click Here to Download |