নবম শ্রেণী ইতিহাস সপ্তম অধ্যায় | ১ নম্বরের প্রশ্ন উত্তর | জাতিসংঘ এবং সম্মিলিত জাতিপুঞ্জ

1

নবম শ্রেণী ইতিহাস সপ্তম অধ্যায়|১ নম্বরের প্রশ্ন উত্তর|জাতিসংঘ এবং সম্মিলিত জাতিপুঞ্জ

১ নম্বরের উত্তর জাতিসংঘ এবং সম্মিলিত জাতিপুঞ্জ

প্রিয় নবম শ্রেণীর ছাত্র ছাত্রীরা, 

আজকে আমি আলোচনা করব নবম শ্রেণী ইতিহাস সপ্তম অধ্যায়|১ নম্বরের প্রশ্ন উত্তর|জাতিসংঘ এবং সম্মিলিত জাতিপুঞ্জ|নবম শ্রেনী সপ্তম অধ্যায় থেকে ১ ও ২ নম্বরের প্রশ্ন ও উত্তর পেয়ে যাবে|ইতিহাস প্রশ্নোত্তর|ইতিহাস মক টেস্ট|নবম শ্রেনী সপ্তম অধ্যায় ৪ নম্বরের প্রশ্ন ও উত্তর|নবম শ্রেনী সপ্তম অধ্যায় নম্বরের প্রশ্ন ও উত্তর|History Short Questions & Answers|নবম শ্রেনী সপ্তম অধ্যায় নম্বরের প্রশ্ন ও উত্তর|এছাড়াও তোমরা itihas proshno O uttor|পেয়ে যাবে History Mock Test| Class 9 History Question and Answer|Nine History Examination|ইতিহাস ছোট প্রশ্নোত্তর|এই ওয়েবসাইটের মাধ্যমে নবম শ্রেনী তৃতীয় অধ্যায় ৪ নম্বরের প্রশ্ন ও উত্তর|এটি তোমাদের ফাইনাল পরিক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ন হবে।

তো বন্ধুরা নবম শ্রেনী সপ্তম অধ্যায় থেকে বহুবিকল্পভিত্তিক সংক্ষিপ্ত অতিসংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর MCQ Very Short Short Descriptive Question and Answer|তোমাদের এই পোস্টের মাধ্যমে নবম শ্রেনী সপ্তময অধ্যায় থেকে ১ নম্বরের প্রশ্ন ও উত্তর|সম্পর্কে আলোচনা করা আছে। আমাদের আশা এই প্রশ্নগুলি তোমাদের পরিক্ষায় খুবই কাজে আসবে।


নবম শ্রেণী ইতিহাস সপ্তম অধ্যায়|১ নম্বরের প্রশ্ন উত্তর|জাতিসংঘ এবং সম্মিলিত জাতিপুঞ্জ

1. রুজভেল্ট কে ছিলেন?

উঃ- আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি।

2. মস্কো ঘোষণাপত্র কবে প্রকাশিত হয়?

উঃ- ১৯৪৩ খ্রিস্টাব্দে

3. হল্যান্ড দেশটির বর্তমান নাম কী?

উঃ- নেদারল্যান্ডস।

4. মনিমিক লংমামের মতে সাধারণ আট সম্মিলিত জাতিপুঞ্জের প্রধান প্রশাসনিক কর্মকর্তা কে? 

উঃ- মহাসচিব।

5. সোভিয়েত রাশিয়া কবে জাতিসংঘের সদস্যপদ ত্যাগ করে?

উঃ- ১৯৩৪ খ্রিস্টাব্দে

6. বিজয়ী ও বিজিত শক্তিবর্গের মধ্যে প্রথম কোথায় মিত্রতা চুক্তি স্বাক্ষরিত হয়?

উঃ- সুইজারল্যান্ডের লোকার্নো শহরে

7. সানফ্রান্সিসকো সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল? 

উঃ- ২৫ এপ্রিল ১৯৪৫ খ্রিস্টাব্দ।

8. বর্তমানে সাধারণ সভার সদস্যসংখ্যা কত? 

উঃ- ১৯৩ জন

8. সাধারণ সভার কাজ ও অধিবেশন পরিচালনা কে করেন? 

উঃ- সাধারণ সভার সভাপতি।

9. বর্তমানে সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের সদস্যসংখ্যা কত?
উঃ- ১৫।

10. সাধারণ সভায় সভাপতিকে সহযোগিতা করার জন্য কত জন সহ সভাপতি নির্বাচিত হন? 

উঃ- ২১ জন।

11. বর্তমানে সম্মিলিত জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্যসংখ্যা কত?

উঃ- ৫৪

12. সম্মিলিত জাতিপুঞ্জের সদর দফতর কোথায় অবস্থিত?

উঃ- মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে

13. বছরে কমপক্ষে কতবার সাধারণ সভার অধিবেশন আহ্বান করা হত ? 

উঃ- ১ বার

14. সম্মিলিত জাতিপুঞ্জের সংবিধানকে কী বলে? 

উঃ- সনদ

15. বছরে কমপক্ষে কতবার লিগ পরিষদের অধিবেশন বসত? 

উঃ- ৩ বার

16. সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব বা সেক্রেটারি জেনারেল কে ছিলেন? 

উঃ- নরওয়ের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী ট্রিগভি লি।

17. প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে বিশ্বশান্তি রক্ষার উদ্দেশ্যে গঠিত সংস্থাটির নাম কী ? 

উঃ- জাতিসংঘ বা রাষ্ট্রসংঘ

18. অর্থনৈতিক ও সামাজিক পরিষদের ক-টি এজেন্সি আছে? 

উঃ- 14টি এজেন্সি

19. UNICEF-এর পুরো নাম কী?

উঃ- United Nations Children's Emergency Fund

20. আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত ? 

উঃ- নেদারল্যান্ডসের হেগ (The Hegue) শহরে অবস্থিত।

21. WHO বলতে কী বোঝায়? 

উঃ- বিশ্ব স্বাস্থ্য সংস্থা-কে।

22. সম্মিলিত জাতিপুঞ্জের কর্মদপ্তরের মুখ্য পরিচালক কে? 

উঃ- মহাসচিব।

23. প্রতিষ্ঠাকালে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্যসংখ্যা কত ছিল?

উঃ- ৫১

24. সানফ্রান্সিসকো সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল ?

উঃ- 1945 খ্রিস্টাব্দে

25. সম্মিলিত জাতিপুঞ্জের একটি নীতি

উঃ- কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে জাতিপুঞ্জ হস্তক্ষেপ করবে না।

26. নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যসংখ্যা কত? 

উঃ- ৫

27. সাধারণত বছরে কত বার লিগ পরিষদের অধিবেশন বসত ?

উঃ- তিন বার

28. সম্মিলিত জাতিপুঞ্জ মূলতুর্কোন্ কোন দেশের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়?

উঃ- ইংল্যান্ড, আমেরিকা ও সোভিয়েত রাশিয়া।

29. নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র কারা?

উঃ- আমেরিকা যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, ফ্রান্স, চিন এবং রাশিয়া

30. সাধারণ সভার প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয়েছিল ?

উঃ- 1946 খ্রিস্টাব্দের 17 জানুয়ারি

31. সম্মিলিত জাতিপুঞ্জ কবে প্রতিষ্ঠিত হয়?

উঃ- ২৪ অক্টোবর, ১৯৪৫ খ্রিস্টাব্দে।

32. নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যগণ কত বছরের জন্য নির্বাচিত হয়? 

উঃ- ২ বছরের

33. সম্মিলিত জাতিপুঞ্জের সর্বকনিষ্ঠ রাষ্ট্র কোনটি ?

উঃ- দক্ষিণ সুদান।

34. রাষ্ট্রসংঘ বা সম্মিলিত জাতিপুঞ্জ গঠনে কোন্ কোন্ দেশের বিশেষ ভূমিকা ছিল?

উঃ- মার্কিন যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ডের

35. দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাককালে জাতিসংঘের সদস্যসংখ্যা কত ছিল ?

উঃ- ৪৬।

36. সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব কে ছিলেন ?

উঃ- নরওয়ের বিদেশমন্ত্রী ট্রিগভি লি।

37. বান কি মুন জাতিপুঞ্জের কততম মহাসচিব? 

উঃ- অষ্টম।

38. দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্ব পর্যন্ত কতগুলি আন্তর্জাতিক নিরস্ত্রীকরণ সম্মেলন আহূত হয়?

উঃ- ৩টি

39. সানফ্রান্সিসকো সম্মেলন কখন অনুষ্ঠিত হয়? 

উঃ- 1945 খ্রিস্টাব্দের 25 এপ্রিল থেকে 26 জুন পর্যন্ত

40. লিগের (জাতিসংঘের) প্রথম সচিব কে ছিলেন ?

উঃ- স্যার জেমস এরিক ডুমন্ড।

41. বর্তমানে জাতিপুঞ্জের সদস্যসংখ্যা কত?

উঃ- ১৯৩টি।

42. দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বশান্তি প্রতিষ্ঠার জন্য যে আন্তর্জাতিক প্রতিষ্ঠান গড়ে উঠেছিল তার নাম কী? 

উঃ- সম্মিলিত জাতিপুঞ্জ

43. সম্মিলিত জাতিপুরে কোন পরিষদের সদস্যগণ ভেটো ক্ষমতা প্রয়োগ করতে পারেন? 

উঃ- নিরাপত্তা পরিষদের

44. লন্ডন সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল? 

উঃ- 1941 খ্রিস্টাব্দে।

45. প্রাথমিক পর্যায়ে লিগ কাউন্সিল-এ স্থায়ী সদস্য কারা ছিল?

উঃ- ইংল্যান্ড, ফ্রান্স, ইটালি ও জাপান।

46. তেহরান সম্মেলনে কোন্ কোন্ গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ যোগদান করেন ? 

উঃ- জোসেফ স্ট্যালিন (রাশিয়া), চার্চিল (ইংল্যান্ড) এবং রুজভেল্ট (আমেরিকা যুক্তরাষ্ট্র)

47. সম্মিলিত জাতিপুঞ্জের হৃৎপিণ্ড বলা হয় কোন সংস্থাকে? 

উঃ- নিরাপত্তা পরিষদকে

48. রাশিয়া কবে জাতিসংঘের সদস্যপদ পেয়েছিল ? 

উঃ- 1934 খ্রিস্টাব্দে।

49. প্রাথমিক পর্বে জাতিসংঘের স্থায়ী আন্তর্জাতিক আদালতে বিচারপতির সংখ্যা কত ছিল?

উঃ- ৯।

50. জেনেভা প্রোটোকলে কোন বিষয়টিকে আন্তর্জাতিক অপরাধ’ বলা হয়েছে?

উঃ- আক্রমণাত্মক যুদ্ধকে

51. সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভার সদস্য কারা ?

উঃ- সম্মিলিত জাতিপুঞ্জের প্রত্যেক সদস্য রাষ্ট্রই

52. রাশিয়া কবে জাতিসংঘের সদস্যপদ ত্যাগ করে ? 

উঃ- 1939 খ্রিস্টাব্দে।

53. প্রথম বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কোন সংস্থা প্রতিষ্ঠিত হয়?

উঃ- জাতিসংঘ

54. জেনেভা প্রোটোকল’ কী ?

উঃ- ১৯২৪ খ্রিস্টাব্দে গ্রিস ও চেকোশ্লোভাকিয়ার প্রতিনিধিদ্বয় রচিত একটি দলিল।

55. অর্থনৈতিক ও সামাজিক পরিষদের অধীনে ক-টি আঞ্চলিক অর্থনৈতিক কমিশন আছে? 

উঃ- 5টি

56. UNESCO-এর পুরো নাম কী ?

উঃ- United Nations Educational Scientific and Cultural Organisation

57. আটলান্টিক চার্টার (সনদ) কবে স্বাক্ষরিত হয়েছিল ? 

উঃ- 1941 খ্রিস্টাব্দের ৩ আগস্ট

58. UNO-এর পুরো নাম কী? 

উঃ- ইউনাইটেড নেশনস্ অর্গানাইজেশন।

59. সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভায় সর্বশেষ কোন্ রাষ্ট্রটি যোগদান করে ?

উঃ- দক্ষিণ সুদান।

60. বিশ্বশান্তি প্রতিষ্ঠার প্রথম আন্তর্জাতিক প্রতিষ্ঠানটির নাম কী ?

উঃ- জাতিসংঘ।

61. নিরাপত্তা পরিষদের সদস্যরা কার দ্বারা নির্বাচিত হন? 

উঃ- সাধারণ সভার

62. জাপান ও ইটালি কবে জাতিসংঘের সদস্যপদ ত্যাগ করে ?

উঃ- জাপান ১৯৩১ খ্রিস্টাব্দে এবং ইটালি ১৯৩৫ খ্রিস্টাব্দে

63. সম্মিলিত জাতিপুঞ্জের সনদের 1 নম্বর ধারায় ক-টি মৌলিক উদ্দেশ্যের কথা বলা হয়েছে?

উঃ- একটি

64. বর্তমান নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য ক-টি ?

উঃ- দশটি।

65. নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কত?

উঃ- ১৫ জন।

66. জাতিসংঘের সাধারণ সভার কাজ কী ছিল? 

উঃ- বিশ্বশান্তি, নিরাপত্তা, সংখ্যালঘু, রাজনৈতিক সমস্যা ইত্যাদি বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ।

67. সম্মিলিত জাতিপুঞ্জের সনদে প্রথমে ক-টি দেশ স্বাক্ষর? 

উঃ- 51টি

68. প্রতিষ্ঠার সময় নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য - ক-টি ছিল ? 

উঃ- ছ-টি।

69. নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হন? 

উঃ- ২ বছরের

70. জাতিসংঘের সাধারণ সভায় সদস্য রাষ্ট্রের কতজন করে প্রতিনিধি থাকে?

উঃ- তিনজন

71. সম্মিলিত জাতিপুঞ্জের সংবিধানকে কী বলা হয়? 

উঃ- সনদ

72. প্রতিষ্ঠার সময় জাতিসংঘের কতজন সদস্য ছিল ? 

উঃ- 40 জন

73. নিউ ফাউন্ডল্যান্ড দ্বীপ কোন্ মহাদেশে অবস্থিত? 

উঃ- আমেরিকা মহাদেশ।

74. জাতিসংঘের সাধারণ সভা কাদের নিয়ে গঠিত হত ? 

উঃ- লিগের চুক্তিপত্রে স্বাক্ষরকারী প্রত্যেক সদস্য রাষ্ট্রের প্রতিনিধি নিয়ে

75. সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিব কে? 

উঃ- পোর্তুগালের প্রাক্তন প্রধানমন্ত্রী অ্যান্টোনিয়ো গুতেরেজ।

76. প্রতিবছর কোন সময় জাতিসংঘের অধিবেশন বসত ?

উঃ- সেপ্টেম্বর মাসে।

77. দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক্কালে জাতিসংঘের কাউন্সিলের স্থায়ী সদস্যসংখ্যা কত ছিল?

উঃ- ২

78. জাতিসংঘের সনদ অনুযায়ী ক-টি প্রধান সংস্থা নিয়ে জাতিসংঘ গঠিত হয়েছিল?

উঃ- তিনটি

79. সম্মিলিত জাতিপুঞ্জের গঠন ও রূপরেখা নিয়ে কোথায় আলোচনা হয়? 

উঃ- ওয়াশিংটনের কাছে ডাম্বারটন

80. প্রতিটি সদস্যরাষ্ট্র থেকে একসঙ্গে কতজন সদস্য রাষ্ট্র আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতি থাকতে পারে?

উঃ- একজন করে।

81. জার্মানি কবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে?

উঃ- ১৯২৬ খ্রিস্টাব্দে

82. জাতিসংঘের সদর দপ্তর বা প্রধান কার্যালয় কোথায় ছিল? 

উঃ- সুইজারল্যান্ডের জেনেভা শহরে।

83. সম্মিলিত জাতিপুঞ্জের কোন সংস্থার সাফল্যের ওপর জাতিপুঞ্জের সাফল্য নির্ভর করে?

উঃ- সচিবালয়ের

84. প্রতি তিন বছর অন্তর কতজন করে বিচারপতি অবসর নেন ?

উঃ- 5 জন করে।

85. জাতিসংঘের স্থায়ী আন্তর্জাতিক আদালত কোথায় ছিল?

উঃ- হেগ শহরে।

86. জাতিসংঘের লিগ পরিষদে প্রথমে কত জন স্থায়ী সদস্য ছিল ? 

উঃ- ৫ জন

87. সম্মিলিত জাতিপুঞ্জের কোন সংস্থা সব দেশের মানুষের অধিকার ও স্বাধীনতা রক্ষা, বেকার সমস্যার সমাধান ইত্যাদি কাজ করে থাকে? 

উঃ- অর্থনৈতিক ও সামাজিক পরিষদ

88. নিরাপত্তা পরিষদের মোট সদস্যসংখ্যা কত ?

উঃ- 15 জন (5 জন স্থায়ী + 10 জন অস্থায়ী)।

89. জাতিসংঘের সাধারণ সভার সমাপ্তি অধিবেশন কবে অনুষ্ঠিত হয়েছিল?

উঃ- ১৯৪৬ খ্রিষ্টাব্দে।

90. জাতিসংঘের প্রথম সেক্রেটারি জেনারেল বা মহাসচিব কে ছিলেন ? 

উঃ- স্যার জেমস এরিক ডুমন্ড।

91 সম্মিলিত জাতিপুঞ্জের কত নম্বর ধারায় অছিপরিষদের উল্লেখ পাওয়া যায়?

উঃ- 7 নম্বর

92. নিরাপত্তা পরিষদের বর্তমান স্থায়ী সদস্যসংখ্যা কত?

উঃ- পাঁচটি।

93. জাতিসংঘের সাধারণ সভার কাজকর্ম পরিচালনার জন্য কয়টি স্থায়ী কমিটি ছিল?

উঃ- সাতটি

94. জাতিসংঘের প্রথম অধিবেশনে ক-টি সদস্য রাষ্ট্র যোগদান করেছিল? 

উঃ- ৪২টি

95. সম্মিলিত জাতিপুঞ্জের অন্যতম গুরুত্বপূর্ণ সংস্থা কোনটি?

উঃ- সচিবালয়।

96. দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাককালে (1939) জাতিসংঘের সদস্যসংখ্যা কত হয়েছিল ?

উঃ- 46

97. জাতিসংঘের সাধারণ সভার কাজকর্ম পরিচালনার জন্য কতজন সহ-সভাপতি নিয়োগের ব্যবস্থা ছিল? 

উঃ- ১৫ জন

98. জাতিসংঘের নির্বাচনে সদস্য রাষ্ট্রগুলি ক-টি ভোট দিতে পারত?

উঃ- ১টি করে

99. অর্থনৈতিক ও সামাজিক পরিষদ কতজন সদস্য নিয়ে গঠিত?

উঃ- 54 জন

100. PCIJ-এর পুরো নাম কী?

উঃ- Permanent Court of International Justice

101. United Nations’ শব্দটি কার কবিতা থেকে নেওয়া হয়েছে ? 

উঃ- বায়রনের চাইল্ড হেরল্ডস পিলগ্রিমেজ

102. UNESCO বলতে কী বোঝায়? 

উঃ- জাতিপুঞ্জের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (United Nations Educational, Scientific and Cultural Organization)

103. সম্মিলিত জাতিপুঞ্জ’ নামটি কে প্রস্তাব করেন ?

উঃ- মার্কিন রাষ্ট্রপতি ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট

104. জার্মানি কবে জাতিসংঘের স্থায়ী সদস্য পদ পায় ?

উঃ- 1926 খ্রিস্টাব্দে।

105. জাতিসংঘের সাধারণ সভার কাজকর্ম পরিচালনা করে কে? 

উঃ- সচিবালয়।

106. জাতিসংঘের জনক কাকে বলা হয় ? 

উঃ- উড্রো উইলসনকে

107. সম্মিলিত জাতিপুঞ্জ কথাটি কোথা থেকে নেওয়া হয়েছে?

উঃ- লর্ড বায়রনের ‘চাইল্ড হেরাল্ড’ কবিতা থেকে

108. জাতিসংঘের স্বাস্থ্যসংস্থার কী কী কাজ ছিল ? 

উঃ- কুষ্ঠ, ম্যালেরিয়া, পীতজ্বর প্রভৃতি

109. জাতিসংঘের সাধারণ সভার অধিবেশন কোথায় আহূত হত?

উঃ- সুইজারল্যান্ডের জেনেভা শহরে।

110. জাতিসংঘের চূড়ান্ত গৌরবের যুগ কোন্ সময়কালকে বলা হয় ?

উঃ- ১৯২৪ থেকে ১৯৩০ খ্রিস্টাব্দ সময়কালকে

111. সম্মিলিত জাতিপুঞ্জ কত খ্রিস্টাব্দে নোবেল শান্তি পুরস্কার লাভ করে?

উঃ- 2001 খ্রিস্টাব্দে

112. জাতিসংঘের সাধারণ সভার অধিবেশন কোথায় আহূত হত? 

উঃ- জেনেভা শহরে

113. জাতিসংঘের সাধারণ সভাতে প্রত্যেক সদস্যরাষ্ট্র ক-টি করে ভোট দিতে পারত ? 

উঃ- 1টি করে।

114. জাতিসংঘের কর্ম পরিচালনার মূল দায়িত্ব ছিল কার উপর ? 

উঃ- লিগ পরিষদের

115. সনদের কত নং ধারায় সদস্যপদ বাতিলের কথা বলা হয়েছে? 

উঃ- 5 ও 6নং ধারায়

116. জাতিসংঘের সাধারণ সভায় সদস্য রাষ্ট্রের কত জন করে প্রতিনিধি থাকে? 

উঃ- ৩ জন করে।

117. জাতিসংঘের সাধারণ সভাতে প্রত্যেক দেশ থেকে সর্বাধিক কতজন করে প্রতিনিধি থাকত ? 

উঃ- তিনজন।

118. জাতিসংঘের অবসানের সূত্রপাত হয় কখন? 

উঃ- ১৯৩৯ খ্রিস্টাব্দের ১ সেপ্টেম্বর

119. লিগ কভেন্ট কাকে বলে?

উঃ- লিগের গঠনতন্ত্র রচনার দায়িত্বে থাকা সমিতি যে খসড়া সংবিধান রচনা করে

120. জাতিসংঘের সাধারণ সভায় প্রতিটি সদস্যরাষ্ট্রের কয়টি ভোট ছিল? 

উঃ- একটি

121. জাতিসংঘের সরকারি ভাষা কী ?

উঃ- ইংরেজি, স্প্যানিশ ও ফ্রেঞ।

122. জাতিসংঘ প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য কী ছিল?

উঃ- বিশ্বশান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করা।

123. লিগ কভেনান্টে ধারার সংখ্যা কত ছিল?' 

উঃ- 26

124. জাতিসংঘের সাধারণ সভায় প্রতিটি সদস্য রাষ্ট্রের কয়টি ভোট ছিল? 

উঃ- ১টি।

125. জাতিসংঘের মোট কতগুলি অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল ?

উঃ- 107টি

126. জাতিসংঘ প্রতিষ্ঠার কত বছরের মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয়?

উঃ- ২০ বছরের

127. লিগ কভেনান্ট কত খ্রিস্টাব্দে প্রস্তুত করা হয় ?

উঃ- 1919 খ্রিস্টাব্দে

128. জাতিসংঘের সাধারণ সভায় প্রতি সদস্যরাষ্ট্র সর্বাধিক কতজন প্রতিনিধি প্রেরণ করতে পারত? 

উঃ- তিনজন

129. জাতিসংঘের প্রধান কার্যালয় কোথায় ?

উঃ- সুইটজারল্যান্ডের জেনেভা শহরে।

130. জাতিসংঘ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?

উঃ- ১৯১৯ খ্রিস্টাব্দে

131. লিগ অফ নেশনস-এর সদর দপ্তর পরবর্তীকালে প্যারিস থেকে কোথায় স্থানান্তরিত হয়েছিল? 

উঃ- জেনেভায়

132. জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? 

উঃ- সুইজারল্যান্ডের জেনেভা শহরে।

133. জাতিসংঘের প্রধান ক-টি বিভাগ ছিল ? 

উঃ- 3টি

134. জাতিপুঞ্জের মূল আধার কাকে বলা হয়?

উঃ- জাতিপুঞ্জের সনদকে।

135. মহাসচিব কীভাবে নির্বাচিত হন? 

উঃ- সনদের 97 নং ধারা অনুসারে নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে

136. জাতিসংঘের শেষ মহাসচিব কে ছিলেন?

উঃ- সিন লেস্টার।

137. জাতিসংঘের প্রতিষ্ঠায় উদ্যোগী হলেও কোন দেশ জাতিসংঘের সদস্যপদ গ্রহণ করেনি ? 

উঃ- মার্কিন যুক্তরাষ্ট্র।

138. জাতিপুঞ্জের কোন্ সভাকে সমগ্র বিশ্বের একটি সংক্ষিপ্ত রূপ বলা হয় ? 

উঃ- সাধারণ সভাকে

139. মস্কো ঘোষণায় কোন্ কোন্ রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীরা মিলিত হন? 

উঃ- আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন ও সোভিয়েত

140. জাতিসংঘের প্রধান রূপকার কে ছিলেন?

উঃ- লর্ড রর্বাট সিসিল ও জ্যান স্মাটস।

141. জাতিসংঘের কাউন্সিলের অস্থায়ী সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হতেন ?

উঃ- তিন বছরের জন্য

142. জাতিপুঞ্জের অছি পরিষদের অন্তর্ভুক্ত অধিকাংশ দেশই কোন্ মহাদেশে অবস্থিত?

উঃ- আফ্রিকা মহাদেশে অবস্থিত।

143. WHO-এর সম্পূর্ণ নামটি 

উঃ- World Health Organisation

144. IMF-এর পুরো নাম কী?

উঃ- International Monetary Fund।

145. UNICEF কবে থেকে তাদের কার্যক্রম শুরু করেছে ? 

উঃ- 1953 খ্রিস্টাব্দ থেকে।

146.  IMF বলতে কী বোঝায়?

উঃ- আন্তর্জাতিক অর্থভাণ্ডার (International Monetary Fund)

147. মস্কো ঘোষণাপত্র কবে স্বাক্ষরিত হয়? 

উঃ- 1943 খ্রিস্টাব্দের 30 অক্টোবর

148. জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন?

উঃ- স্যার এরিক ডুমন্ড।

149. জাতিসংঘের কাউন্সিল স্থাপনের সময় কতজন অস্থায়ী সদস্য ছিল ?

উঃ- চারজন

150. কোন্ সম্মেলনে সম্মিলিত জাতিপুঞ্জের সনদ গৃহীত হয়? 

উঃ- সানফ্রান্সিসকো সম্মেলনে (১৯৪৫ খ্রি.)

151. প্যালেস্টাইন কৰে জাতিপুঞ্জের সাধারণ সভার পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা লাভ করে?

উঃ- 2012 খ্রিস্টাব্দের 29 নভেম্বর

152. জাতিসংঘের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন?

উঃ- মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন।

153. জাতিসংঘের কাউন্সিল স্থাপনের সময় ক-জন সদস্য ছিল ?

উঃ- ন-জন

154. কোন্ সংস্থাকে জাতিপুঞ্জের হৃৎপিণ্ড’ বলা হয়?

উঃ- নিরাপত্তা পরিষদকে

155. নিরস্ত্রীকরণের ক্ষেত্রে দুটি চুক্তির নাম

উঃ- SALT (Stra tegic Arms Limitation Treaty) এবং CTBT(Comprehensive Test Ban Treaty)

156. জাতিসংঘের প্রথম অধিবেশনে কয়টি সদস্যরাষ্ট্র ছিল?

উঃ- ৪২টি

157. জাতিসংঘের অধীন নিরস্ত্রীকরণ সম্মেলন কবে আহুত হয়েছিল ?

উঃ- 1932-33 খ্রিস্টাব্দে।

158. কোন্ রাষ্ট্রের সংবিধানের অনুকরণে সম্মিলিত জাতিপুঞ্জেরসংবিধানের প্রস্তাবনা রচিত হয়েছিল? 

উঃ- আমেরিকা যুক্তরাষ্ট্রের

159. তেহেরান ঘোষণাপত্র কৰে স্বাক্ষরিত হয়? 

উঃ- 1943 খ্রিস্টাব্দের 1 ডিসেম্বর

160. জাতিসংঘের প্রথম অধিবেশন কবে বসেছিল?

উঃ- ১০ জানুয়ারি, ১৯২০ খ্রিষ্টাব্দে।

161. জাতিসংঘকে ইংরেজিতে কী বলে ?

‘League of Nations'

162. কোন্ দিনটিকে সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন করা হয় ? 

উঃ- ২৪ অক্টোবর

163. জেনেভা প্রোটোকল কী? 

উঃ- 1924 খ্রিস্টাব্দে চেকোশ্লোভাকিয়া ও গ্রিসের প্রতিনিধিদের দ্বারা রচিত একটি দলিল

164. জাতিসংঘের দ্বিতীয় মহাসচিব কে ছিলেন?

উঃ- জোসেফ অ্যাভেনল।

165. জাতিপুঞ্জের সাধারণ সভার কাজ পরিচালনার জন্য কতজন সভাপিত থাকেন ?

উঃ- একজন

166. কোন্ দিনটি জাতিসংঘের প্রতিষ্ঠা দিবস হিসেবে পরিচিত?

উঃ- ১৯১৯ খ্রিস্টাব্দের ২৮ এপ্রিল

167. জেনেভা প্রোটোকল কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয় ? 

উঃ- 1924 খ্রিস্টাব্দে

168. জাতিসংঘের দুটি প্রধান শাখা সংগঠনের নাম

উঃ- সাধারণ সভা ও পরিষদ।

179. জাতিপুঞ্জের সাধারণ সভার অধিবেশন কে আহ্বান করে থাকেন ?

উঃ- মহাসচিব

170. কোন্ ঘটনাকে সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ বলা হয় ?

উঃ- আটল্যান্টিক সনদ ঘোষণার ঘটনা

171. জাতিসংঘের সদস্য গুলি কী নামে পরিচিত ছিল ?

উঃ- আদি বা মূল প্রতিষ্ঠাতা সদস্য এবং সাধারণ সদস্য

172. জাতিসংঘের জনক’ নামে কে পরিচিত?

উঃ- মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন

173. জাতিপুঞ্জের সাধারণ সভায় প্রতিটি সদস্যরাষ্ট্র কতগুলি ভোট দিতে পারে ? 

একটি করে

174. কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সাধারণ সভার কতজনের সমর্থন প্রয়োজন? 

উঃ- সাধারণ সভায় উপস্থিত এবং ভোটপ্রদানকারী সদস্যদের দুই তৃতীয়াংশের

175. জাতিসংঘের যে-কোনো একটি সহযোগী সংস্থার নাম

উঃ- নিরস্ত্রীকরণ কমিশন।

176. জাতিসংঘের জনক কাকে বলা হয়? 

উঃ- উড্রো উইলসনকে।

177. জাতিপুঞ্জের সাধারণ সভায় জাতিপুঞ্জের সদস্য রাষ্ট্ররা কতজন প্রতিনিধি প্রেরণ করতে পারে ?

উঃ- পাঁচ জন

178. কোন সম্মেলনে সম্মিলিত জাতিপুঞ্জের উদ্দেশ্য, নীতি ও গণতন্ত্র নিয়ে আলোচনা করা হয় ?

উঃ- ১৯৪৫ খ্রিস্টাব্দের সানফ্রান্সিসকো

179. জাতিসংঘের মন্ত্রণা পরিষদ মোট কটি সদস্য রাষ্ট্র দ্বারা গঠিত ছিল?

উঃ- আটটি

180. জাতিসংঘের কার্যকরী সভাকে কী বলে?

উঃ- জাতিসংঘের কার্যকরী সভাকে

181. জাতিপুঞ্জের সবথেকে শক্তিশালী সংস্থা কোনটি ?

উঃ- নিরাপত্তা পরিষদ।

182. কোন সম্মেলনে জাতিসংঘ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে?

উঃ- প্যারিসের শান্তি সম্মেলনে

183. জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন? 

উঃ- স্যার এরিক ড্রামন্ড।

184. জাতিসংঘের কার্যকরী সভা কোনটি? 

উঃ- পরিষদ (League Council)।

185. জাতিপুঞ্জের সনদের খসড়া কোথায় রচিত হয়েছিল ? 

উঃ- ডাম্বারটন ওকস সম্মেলনে

186. কোন বছর সম্মিলিত জাতিপুঞ্জ নোবেল শান্তি পুরস্কার পেয়েছিল?

উঃ- ২০০১ খ্রিস্টাব্দে

187. ILO-এর পুরো নাম কী? 

উঃ- International Labour Organisation

188.জাতিসংঘের কার্যাবলি রূপায়ণের জন্য গঠিত সাধারণ সভা কি মুখ্য সংস্থা নাকি সহযোগী সংস্থা?

উঃ- মুখ্য সংস্থা।

189. জাতিসংঘের দ্বিতীয় মহাসচিবের নাম কী? 

উঃ- জোসেফ এভেনল।

190. জাতিসংঘের কার্যকরী সভা কোনটি?

উঃ- জাতিসংঘের কার্যকরী সভা ছিল পরিষদ বা লিগ কাউন্সিল।

191. জাতিপুঞ্জের সনদ সংশোধনের ক্ষমতা কোন সংস্থার আছে?

উঃ- সাধারণ সভার

192. কেলগ-ব্রিয়াঁ চুক্তি অপর কী নামে পরিচিত?

উঃ- ১৯২৮ খ্রিস্টাব্দের প্যারিসের চুক্তি

193. জাতিসংঘের জনক কাকে বলা হয় ?

উঃ- উড্রো উইলসনকে।

194. জাতিসংঘের কাউন্সিলকে বছরে অন্তত কয়টি অধিবেশন আয়োজন করতে হয়? 

উঃ- ৩টি

195. জাতিপুঞ্জের শাখা বা মোট সংখ্যা ক-টি ?

উঃ- ছ-টি শাখা।

196. কারা নতুন সদস্য হিসেবে লিগ পরিষদে যোগদান করে?

উঃ- জার্মানি ও সোভিয়েত রাশিয়া

197. জাতিসংঘের কার্যাবলি রূপায়ণের জন্য মূলত কটি সংস্থা গঠন করা হয়েছিল?

উঃ- তিনটি

198. জাতিসংঘের কাউন্সিলকে বছরে অন্তত কয়টি অধিবেশন আয়োজন করতে হত ?

উঃ- ৩টি।

199. জাতিপুঞ্জের মুখ্য প্রশাসনিক সংস্থা কোনটি ?

উঃ- মহাসচিবের সদর দপ্তর বা প্রশাসনিক কার্যালয়।

200. কবে সাধারণ সভার বার্ষিক অধিবেশন শুরু হয়?

উঃ- প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার

201. জাতিসংঘকে কার মানস কন্যা’ বলা হয়? 

উঃ- উড্রো উইলসনের।

202. জাতিপুঞ্জের মহাসচিবের কার্যকালের মেয়াদ কত ? 

উঃ- পাঁচ বছর।

203. কবে সম্মিলিত জাতিপুঞ্জের সনদ স্বাক্ষরিত হয়?

উঃ- ১৯৪৫ খ্রিস্টাব্দের ২৬ জুন

204. জাতিসংঘ প্রথম থেকেই দুর্বল ছিল কেন ?

উঃ- মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত রাশিয়া দুই শক্তিধর দেশ জাতিসংঘের সদস্য হয়নি।

205. জাতিপুঞ্জের সাধারণ সভার সদস্য রাষ্ট্র কারা 

উঃ- জাতিপুঞ্জের সব সদস্যরাষ্ট্র।

206. জাতিপুঞ্জের মহাসচিবের কর্মদপ্তর কোথায় অবস্থিত ? 

উঃ- নিউইয়র্কে

207. কতগুলি দেশ কেলগ-ব্রিয়াঁ চুক্তি স্বাক্ষর করে? 

উঃ- ৬২টি দেশ

208. জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 

উঃ- 1920 খ্রিস্টাব্দের 10 জানুয়ারি

209. জাতিপুঞ্জের সাধারণ সভার প্রধান কাজ কী?

উঃ- বিশ্ব জনমত প্রতিফলিত করা।

210. জাতিপুঞ্জের বর্তমান সদস্যসংখ্যা কত?

উঃ- 193টি রাষ্ট্র।

211. কত জন সদস্য নিয়ে সম্মিলিত জাতিপুরে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ গঠিত হয়েছিল?

উঃ- ১৮ জন

212. জাতিপুরে সচিবালয়েকজন সহকারী মহাসচিব থাকেন?

উঃ- আটজন

213. জাতিপুঞ্জের সাধারণ সভা কাদের নিয়ে গঠিত?

উঃ- জাতিপুঞ্জের সমস্ত সদস্য রাষ্ট্রের

214. জাতিপুঞ্জের বর্তমান মহাসচিব কে?

উঃ- মহাসচিব এ গাটেরেস।

215. কত খ্রিস্টাব্দে লোকার্নো চুক্তি স্বাক্ষরিত হয়?

উঃ- ১৯২৫ খ্রিস্টাব্দে

216. জাতিপুরে সচিবালয় কবে প্রতিষ্ঠিত হয় ?

উঃ- 1946 খ্রিস্টাব্দের 1 ফেব্রুয়ারি

217. জাতিপুঞ্জের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্থা কোনটি?

উঃ- নিরাপত্তা পরিষদ।

218. জাতিপুঞ্জের প্রথম পরিবেশ সংক্রান্ত সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল ? 

উঃ- 1972 খ্রিস্টাব্দের জুন মাসে।

219. কত খ্রিস্টাব্দে লিগের প্রথম অধিবেশন বসে?

উঃ- ১৯২০ খ্রিস্টাব্দের ১০ জানুয়ারি

220. জাতিপুঞ্জের সনদের কত নং ধারায় উদ্দেশ্যগুলি বর্ণিত

উঃ- 1নং ধারায়

221. জাতিপুঞ্জের মহাসচিবের কার্যকালের মেয়াদ কত বছর?

উঃ- ৫ বছর।

222. জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের সদস্যরা ক-টি করে ভোটদানের অধিকারী ? 

উঃ- একটি করে।

223. কত খ্রিস্টাব্দে লিগ কভেন্ট প্রস্তুত করা হয়?

উঃ- ১৯১৯ খ্রিস্টাব্দে

224. জাতিপুঞ্জের সনদে ক-টি ধারা আছে? 

উঃ- 111 টি

225. জাতিপুঞ্জের মহাসচিবের কার্যকালের মেয়াদ কত বছর? 

উঃ- ৫ বছর।

226. জাতিপুঞ্জের নতুন সদস্য নির্বাচনের ক্ষমতা কার হাতে ন্যস্ত আছে? 

উঃ- সাধারণ সভার

227. কত খ্রিস্টাব্দে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যসংখ্যা বৃদ্ধি করে ১০ করা হয় ? 

উঃ- ১৯৬৫ খ্রিস্টাব্দে

228. IMF কথাটির পুরো অর্থ কী?

উঃ- আন্তর্জাতিক অর্থভাণ্ডার।

229.  ILO বলতে কী বোঝায়?

উঃ- আন্তর্জাতিক শ্রমিক সংস্থা

230. জাতিপুঞ্জের সনদে ক-টি অধ্যায় আছে? 

উঃ- 19 টি

231. জাতিপুঞ্জের বর্তমান মহাসচিব বান কি মুন কোন্ দেশের নাগরিক?

উঃ- দক্ষিণ কোরিয়ার।

232. জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্যরা কাদের দ্বারা কতদিনের জন্য নির্বাচিত হয় ? 

উঃ- সাধারণ সভার দ্বারা তিন বছরের জন্য।

233. কত খ্রিস্টাব্দে তেহরান সম্মেলন হয়?

উঃ- ১৯৪৩ খ্রিস্টাব্দে

234. জাতিপুঞ্জের সদর দপ্তরটি কোন্ শহরে অবস্থিত? 

উঃ- নিউইয়র্ক শহরে

235. জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যসংখ্যা কত? 

উঃ- ৫ জন।

236. জাতিপুঞ্জে কবে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্যসংখ্যা প্রথমবারের জন্য বৃদ্ধি করা হয় ? 

উঃ- 1965 খ্রিস্টাব্দে

237. কত খ্রিস্টাব্দে ডাম্বারটন ও সম্মেলন অনুষ্ঠিত হয়?

উঃ- ১৯৪৪ খ্রিস্টাব্দে

238. জাতিপুঞ্জের মুখ্য প্রশাসক কে? 

উঃ- সচিবালয়ের প্রধান বা মহাসচিবকে

239. জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদ ক-টি দেশের প্রতিনিধি নিয়ে গঠিত?

উঃ- (৫টি স্থায়ী সদস্য রাষ্ট্র ও ১০টি অস্থায়ী সদস্য রাষ্ট্র) মোট ১৫টি রাষ্ট্রের প্রতিনিধি নিয়ে

240. জাতিপুঞ্জে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের বর্তমান সদস্যসংখ্যা কত ?

উঃ- 54

241. কত খ্রিস্টাব্দে জেনেভা প্রোটোকল স্বাক্ষরিত হয়?

উঃ- ১৯২৪

242. জাতিপুঞ্জের মহাসচিবের কার্যকালের মেয়াদকতবছর?

উঃ- 5 বছর।

243. জাতিপুঞ্জের কার্যনির্বাহক কমিটি কাকে বলে?

উঃ- নিরাপত্তা পরিষদকে।

244. জাতিপুঞ্জ প্রতিষ্ঠার সময় অর্থনৈতিক ও সামাজিক পরিষদের ক-টি সদস্যরাষ্ট্র ছিল ? 

উঃ- 18টি

245. কত খ্রিস্টাব্দে জার্মানি জাতিসংঘে যোগদান করে ?

উঃ- ১৯২৬ খ্রিস্টাব্দে

246. জাতিপুঞ্জের বিশ্ব পার্লামেন্ট কোন্ বিভাগকে বলা হয়?

উঃ- সাধারণ সভাকে

247. জাতিপুঞ্জের আন্তর্জাতিক বিচারালয়ে মোট বিচারপতির সংখ্যা কত? 

উঃ- ১৫ জন।

248. জাতিপঞ্জের অছিব্যবস্থা কে সম্পাদন করে থাকে ?

উঃ- নিরাপত্তা পরিষদ।

249. কত খ্রিস্টাব্দে জাপান জাপান মারিয়া দখল করে?

উঃ- ১৯৩১ খ্রিস্টাব্দে

250. জাতিপুঞ্জের প্রধান উদ্দেশ্য কী?

উঃ- আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠা করা ও বিশ্ববাসীর নিরাপত্তা রক্ষা করা।

252. জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের অধীনে কয়টি সংস্থা আছে?

উঃ- ১৩টি।

253. কোফি আন্নান কে ছিলেন? 

উঃ- বান-কি-মুনের পূর্ববর্তী জাতিপুঞ্জের মহাসচিব।

254. কত খ্রিস্টাব্দে জাতিপুঞ্জের চুক্তিপত্রটি গৃহীত হয় ? 

উঃ- ১৯১৯ খ্রিস্টাব্দের ২৮ এপ্রিল

255. জাতিপুঞ্জের প্রথম মহাসচিব কে ছিলেন? 

উঃ- নরওয়ের তৎকালীন প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী ট্রিগভি লি

256. জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ কতগুলি সদস্যরাষ্ট্র নিয়ে গঠিত? 

উঃ- ৫৪টি।

257. কোন্ সম্মেলনে নিরাপত্তা পরিষদের স্থায়ী রাষ্ট্রের নাম ঠিক করা হয়েছিল ?

উঃ- 1945-এর ইয়াল্টা সম্মেলনে।

258. কত খ্রিস্টাব্দে কেলগ-ব্রিয়াঁ চুক্তি স্বাক্ষরিত হয়? 

উঃ- ১৯২৮ খ্রিস্টাব্দে

259. জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কত?

উঃ- 5

260. জন্মলগ্নে জাতিপুঞ্জের সদস্যরাষ্ট্র কতগুলি ছিল?

উঃ- ৫১টি।

261. কোন্ বছর জাতিপুঞ্জে সবথেকে বেশি রাষ্ট্র একত্রে সদস্যপদ পেয়েছিল ? 

উঃ- 1960 খ্রিস্টাব্দে 17টি রাষ্ট্র।

262. কত খ্রিস্টাব্দে ‘লন্ডন ঘোষণাপত্র গৃহীত হয় ?

উঃ- ১৯৪১ খ্রিস্টাব্দে

263. জাতিপুঞ্জের কোন বিভাগ সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত ?

উঃ- অর্থনৈতিক ও সামাজিক পরিষদ

264. কোন্ সম্মেলনে জাতিসংঘ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে?

উঃ- প্যারিস শান্তি সম্মেলনে।

265. কোন্ দেশ প্রথম জাতিসংঘের সদস্যপদ ত্যাগ করে ?

উঃ- কোস্টারিকা

266. ওয়াশিংটন সম্মেলনে ক-টি দেশের প্রতিনিধিবর্গ যোগদেয় ?

উঃ- ২৬টি

267. জাতিপুঞ্জের কার্যনির্বাহক কমিটি কাকে বলা হয় ?

উঃ- নিরাপত্তা পরিষদকে

268. কোন্ বছর জার্মানি জাতিসংঘের সদস্যপদ ত্যাগ করে?

উঃ- ১৯৩৩ খ্রিস্টাব্দে

269. কোন সন্ধির অন্যতম অঙ্গ ছিল জাতিসংঘ?

উঃ- ভার্সাই সন্ধির

270 ওয়াশিংটন সম্মেলন কবে আহত হয়?

উঃ- ১৯৪২ খ্রিস্টাব্দে

271. FAO-এর পুরো নাম কী ? 

উঃ- Food and Agricultural Organisation

272. 1931 খ্রিস্টাব্দে জাতিসংঘের সচিবালয়ের সদস্য সংখ্যা কত ছিল?

উঃ- 707

273. ইউনাইটেড নেশনস’ শব্দটি কে চয়ন করেন ?

উঃ- ‘রুজভেল্ট।

274. ILO'-এর কাজ কী ?

উঃ- শ্রমিক ও শ্রম সংক্রান্ত বিষয়ে তত্ত্বাবধান করা।

275. কোন্ বিশ্বযুদ্ধ জাতিসংঘের ব্যর্থতাকে চূড়ান্তভাবে প্রমাঙ্গ কারেছিল?

উঃ- দ্বিতীয় বিশ্বযুদ্ধ

276. কোন্ দিনটি প্রতি বছর জাতিপুঞ্জ দিবস হিসাবে পালিত হয়?

উঃ- ২৪ অক্টোবর।

177. কোন দেশটি সর্বশেষ জাতিসংঘের সদস্যপদ পেয়েছিল ? 

উঃ- মিশর

278. উড্রো উইলসনের চোদ্দো দফা শর্তের চোদ্দোতম শর্তে কী বলা হয়েছিল? 

উঃ- একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান গঠনের প্রস্তাব

279. কোন্ কোন্ দেশ জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য?

উঃ- মার্কিন যুক্তরাষ্ট্র, রুশ প্রজাতন্ত্র, ব্রিটেন, ফ্রান্স ও চিন

280. কোন বিশ্বযুদ্ধ চলাকালীন অবস্থায় মিত্রশক্তিবর্গ একটি আন্তর্জাতিক শান্তি সংগঠন প্রতিষ্ঠার কাজে আত্মনিয়োগ করেছিল? 

উঃ- দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন

281. কোন চুক্তি স্বাক্ষরের পর জার্মানি জাতিসংঘের সদস্যপদ পায় ?

উঃ- 1925-এর লোকার্নো চুক্তি স্বাক্ষরের পর।

282. উড্রো উইলসন কে ছিলেন?

উঃ- আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি।

27.   কোথায় জাতিসংঘের বার্ষিক বাজেট পেশ করা হত ?

উঃ- সাধারণ সভাতে।

283. কে জাতিসংঘের খসড়া কমিটির সভাপতি ছিলেন ?

উঃ- মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন

284. কবে সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়? 

উঃ- ১৯৪৫ খ্রিস্টাব্দে ২৪ অক্টোবর

285. উড্রো উইলসন কবে ‘চোদ্দো দফা শর্ত’ ঘোষণা করেছিলেন? 

উঃ- ১৯১৮ খ্রিস্টাব্দের ৮ জানুয়ারি

286. কীভাবে জাতিপুঞ্জের সনদ সংশোধন করা হয়? 

উঃ- নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের অনুমোদনক্রমে সাধারণ সভায় উপস্থিত ও ভোটদানকারী সদস্যদের দুই- তৃতীয়াংশের ভোটে

287. কার চোদ্দো দফা নীতির ওপর ভিত্তি করে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় ?

উঃ- মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসনের

288. কবে লিগ অফ নেশনস্ বা জাতিসংঘের চুক্তিপত্র ও গঠনতন্ত্র প্রস্তুত হয়েছিল? 

উঃ- ১৯১৯ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারিতে

289. উড়ো উইলসনের চোদ্দো দফা শর্তের কত নম্বর শর্তে জাতিসংঘ গঠনের কথা উল্লেখ করা হয় ? 

উঃ- চোদ্দো নম্বর

290. কারা মহাসচিব পদের প্রার্থী হবেন না?

উঃ- নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্রের কোনো নাগরিক

291. কাদের মধ্যে আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয়েছিল ?

উঃ- রুজভেল্ট ও চার্চিলের মধ্যে

292. কবে জাতিসংঘের প্রথম অধিবেশন বসে?

উঃ- ১০ জানুয়ারি, ১৯২০ খ্রিস্টাব্দে

293. ইয়াল্টা সম্মেলনে কারা গুরুত্বপূর্ণ ভূমিকা নেন ?

উঃ- স্ট্যালিন, চার্চিল ও রুজভেল্ট

294. কাদের নিয়ে জাতিসংঘের সভা গঠিত ছিল?

উঃ- জাতিসংঘের সমস্ত সদস্য রাষ্ট্র নিয়ে

295. কাদের একমাত্র ভেটো (VETO) ক্ষমতা আছে ?

উঃ- নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের

296. কবে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের বিলুপ্তি ঘোষণা করা হয়?

উঃ- ১৯৪৬ খ্রিস্টাব্দে

297. ইয়াল্টা সম্মেলন কত খ্রিস্টাব্দে আহুত হয় ?

উঃ- ১৯৪৫ খ্রিস্টাব্দে

298. কাকে রাষ্ট্রসংঘের দূত বলা হয় ? 

উঃ- মহাসচিবকে

299. কবে থেকে ILO জাতিপুঞ্জের সংস্থা হিসেবে কাজ করতে শুরু করে ?

উঃ- 1946 খ্রিস্টাব্দ থেকে।

300. কবে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের অবলুপ্তি ঘঘাষণা করা হয়?

উঃ- ১৯৪৬ খ্রিষ্টাব্দে।

301. কবে জাতিসংঘের প্রথম অধিবেশন বসে? 

উঃ- 1920 খ্রিস্টাব্দের 10 জানুয়ারি, প্যারিসে।

302. কবে জাতিসংঘের চুক্তিপত্রটি গৃহীত হয়?

উঃ- 1919 খ্রিস্টাব্দের 28 এপ্রিল

303. কতগুলি সদস্যদেশ নিয়ে জাতিসংঘের যাত্রা শুরু হয়েছিল?

উঃ- ৪২টি।

304. আন্তর্জাতিক শ্রমিক সংস্থার প্রধান কার্যালয় কোথায় ছিল? 

উঃ- সুইজারল্যান্ডের জেনেভা শহরে।

305. কবে জাতিসংঘের আনুষ্ঠানিক বিলুপ্তি হয় ?

উঃ- 1946 খ্রিস্টাব্দের 29 এপ্রিল

306. কতগুলি সদস্য রাষ্ট্র নিয়ে জাতিপুঞ্জের সাধারণ সভা গঠিত?

উঃ- ১৯৩টি।

307. কতখ্রিস্টাব্দে জাতিসংঘের সদস্য সংখ্যা ছিল সর্বাধিক?

উঃ- 1934 খ্রিস্টাব্দে

308. আন্তর্জাতিক শ্রমিক সংস্থার (ILO) প্রথম পরিচালক কে ছিলেন?

উঃ- অ্যালবার্ট টমাস।

309. কত খ্রিস্টাব্দে লিগের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়?

উঃ- 1920 খ্রিস্টাব্দের 10 জানুয়ারি

310. কত খ্রিস্টাব্দে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় ?

উঃ- 1919 খ্রিস্টাব্দের 28 এপ্রিল।

311. উড্রো উইলসন কবে মার্কিন সেনেট-এ ‘বিশ্বশান্তির জন্য সংঘ’ গড়ে তোলার প্রস্তাব দেন? 

উঃ- উড্রো উইলসন

312. আন্তর্জাতিক বিচারালয়ের প্রধান কার্যালয় কোথায় ছিল?

উঃ- হল্যান্ডের হেগ শহরে।

313. ‘সনদ সদস্য’ (Charter Member) কাদের বলা হয়? 

উঃ- ১৯৪৫ খ্রিস্টাব্দে সম্মিলিত জাতিপুঞ্জের সনদে যে ৫১টি দেশ প্রথম স্বাক্ষর করেছিল,

314. 1915 খ্রিস্টাব্দে হাওয়ার্ড ট্যাফটের নেতৃত্বে আমেরিকা যুক্তরাষ্ট্রে যে গোষ্ঠীর পত্তন ঘটেছিল সেটি কী নামে পরিচিত? 

উঃ- ‘লিগ টু এনফোর্স পিস’

315. ‘জাতিপুঞ্জের সাধারণ সভা কূটনীতিবিদদের সম্মেলন’

উঃ- উক্তিটি কার? - রাষ্ট্রবিজ্ঞানী সুম্যান-এর।

316. 1932-33 খ্রিস্টাব্দে নিরস্ত্রীকরণ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল ? 

উঃ- সুইটজারল্যান্ডের জেনেভা শহরে।

317. কখন জাতিপুঞ্জের সাধারণ সভার অধিবেশন বসে ?

উঃ- প্রতি বছর সেপ্টেম্বর মাসে

318. ইয়াল্টা সম্মেলনে কী নিয়ে আলোচনা হয় ? 

উঃ- ‘ভেটো সমস্যা

319. ইয়াল্টা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 

১৯৪৫ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে

320. আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের অবসান কবে হয় ?

উঃ- ১৯৪৬ খ্রিস্টাব্দে

321. উ থান্ট কে ছিলেন ?

উঃ- জাতিপুঞ্জের মহাসচিব।

322. ইয়াল্টা সম্মেলন কৰে অনুষ্ঠিত হয়েছিল? 

উঃ- 1945 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে

323. ইকোমাস কী?

উঃ- জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদকে

324. আধুনিক বিশ্বের প্রথম আন্তর্জাতিক সংগঠন কোনটি?

উঃ- জাতিসংঘ।

325. ইয়াল্টা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল ?

উঃ- 1945 খ্রিস্টাব্দে

326. ইউনিসেফ (Unisef) কথাটির অর্থ কী?

উঃ- আন্তর্জাতিক শিশু উন্নয়ন বিষয়ক জরুরি তহবিল।

327. আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত?

উঃ- নেদারল্যান্ডসের হেগ শহরে

328. আটল্যান্টিক সনদ কোথায় স্বাক্ষরিত হয়? 

উঃ- আটল্যান্টিক মহাসাগরের উপর ‘প্রিন্স অফ ওয়েলস’ নামক যুদ্ধজাহাজে

329. ইউনাইটেড নেশনস কথাটি কোথা থেকে নেওয়া হয়েছে?

উঃ- ইংরেজ কবি লর্ড বায়রনের লেখা চাইল্ড হেরাল্ড’ নামক কবিতা থেকে

330. আন্তর্জাতিক শ্রমসংস্থার সদস্য কারা ছিল ?

উঃ- জাতিসংঘের সমস্ত সদস্যরাষ্ট্র।

331. আন্তর্জাতিক বিচারালয় কতজন বিচারপতিনিয়ে গঠিত?

উঃ- 15 জন

332. আটল্যান্টিক সনদ কারা ঘোষণা করেন?

উঃ- আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি রুজভেল্ট এবং ইংল্যান্ডের 

উঃ- প্রধানমন্ত্রী চার্চিল

333. আন্তর্জাতিক শ্রমসংস্থার প্রথম পরিচালক কে ছিলেন ?

উঃ- অ্যালবার্ট টমাস।

334. আন্তর্জাতিক বিচারালয় কতজন বিচারপতি নিয়ে গঠিত হয় ?

উঃ- 15 জন

335. আন্তর্জাতিক আদালতের কাজ কী?

উঃ- আন্তজাতিক আইনের পরিপ্রেক্ষিতে বিভিন্ন দেশের মধ্যে বিরোধের মীমাংসা করা।

336. আটল্যান্টিক সনদ কবে ঘোষিত হয় ? 

উঃ- ১৯৪১ খ্রিস্টাব্দের ১৪ আগস্ট

337. আন্তর্জাতিক শ্রমসংস্থার আর্থিক দিকটি কে নিয়ন্ত্রণ করত ?

উঃ- সাধারণ সভা।

338. আনুষ্ঠানিকভাবে জাতি সংঘের প্রতিষ্ঠা দিবস কবে?

উঃ- ২৮ এপ্রিল।

339. আটলান্টিক সনদে কারা স্বাক্ষর করেন?

উঃ- মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল

340. অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্যগণ কীভাবে নির্বাচিত হন ? 

উঃ- সাধারণ সভা কর্তৃক

341. সানফ্রান্সিসকো সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 

উঃ- ১৯৪৫ খ্রিস্টাব্দের ২৫ এপ্রিল থেকে ২৬ জুন পর্যন্ত

342. সাধারণ সভার সর্বশেষ যোগদানকারী রাষ্ট্রের নাম কী ? 

উঃ- দক্ষিণ সুদান

343. সাধারণ সভার অধিবেশনে কতজন সহ-সভাপতি নির্বাচিত হন? 

উঃ- ২১ জন

344. সাধারণ সভায় প্রত্যেক সদস্য রাষ্ট্র ক-টি ভোট দিতে পারে? 

উঃ- ১টি

345. সম্মিলিত জাতিপুরে সদর দপ্তর কোথায় অবস্থিত?

উঃ- আমেরিকা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে

346. সম্মিলিত জাতিপুঞ্জের সনদের কত নম্বর ধারায় সাধারণ এ সভার ভোটদান পদ্ধতির কথা আলোচিত হয়েছে?

উঃ- ১৮নং ধারায়

347. সম্মিলিত জাতিপুঞ্জের সনদের কত নং ধারায় ৬টি সংস্থার কথা বলা হয়েছে? 

উঃ- ৭নং ধারায় ৬টি সংস্থার কথা

348. আন্তর্জাতিক বৌদ্ধিক সংস্থার প্রথম সম্পাদক কে ছিলেন ? 

উঃ- ফ্রান্সের দার্শনিক হেনরি বার্জনস

349. আটলান্টিক সনদ কোথায় স্বাক্ষরিত হয়েছিল? 

উঃ- নিউ ফাউন্ডল্যান্ডের কাছে উত্তর আটলান্টিক মহাসাগরে প্রিন্স অফ ওয়েলস’ নামে এক যুদ্ধজাহাজে

350. আটলান্টিক সনদ কোথায় স্বাক্ষরিত হয়?

উঃ- আটলান্টিক মহাসাগরে প্রিন্স অফ ওয়েলস নামক যুদ্ধজাহাজে

351. WTO-এর পুরো নাম কী?

উঃ- World Trade Organisation

352.  সম্মিলিত জাতিপুঞ্জের সনদে কয়টি ধারা আছে? 

উঃ- ১১১টি

353. সম্মিলিত জাতিপুঞ্জের সনদে কয়টি অধ্যায় আছে? 

উঃ- ১৯টি

354. সম্মিলিত জাতিপুঞ্জের সনদে আদি স্বাক্ষরকারী সদস্য কতজন ছিলেন? 

উঃ- ৫০ জন (পরে পোল্যান্ড এতে স্বাক্ষর করলে ৫১ জন হয়)।

355. সম্মিলিত জাতিপুঞ্জের সনদ সংসগোধনের ক্ষেত্রে কোন সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ? 

উঃ- নিরাপত্তা পরিষদ

356. সম্মিলিত জাতিপুঞ্জের সনদ কবে থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকরী হয়?

উঃ- ১৯৪৫ খ্রিস্টাব্দের ২৪ অক্টোবর

357. সম্মিলিত জাতিপুঞ্জের সচিবালয়ের প্রধানকে কী বলে? 

উঃ- মহাসচিব।

358. সম্মিলিত জাতিপুঞ্জের সংবিধানটি কী নামে পরিচিত? 

উঃ- সনদ (Charter)

359. সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিবের কার্যকালের মেয়াদ কত বছর? 

উঃ- ৫ বছর।

360. সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান সদস্যসংখ্যা কত? 

উঃ- ১৯৩

361. সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিবের নাম কী?

উঃ- অ্যান্টোনিও গুটারেস।

362. আন্তর্জাতিক বিচারালয়ের মোট বিচারপতির সংখ্যা কত ?

উঃ- 15 জন।

363. আটলান্টিক সনদ কৰে স্বাক্ষরিত হয়?

উঃ- 1941 খ্রিস্টাব্দে

364.  আটলান্টিক সনদ আইন কবে স্বাক্ষরিত হয়?

উঃ- ১৯৪১ খ্রিস্টাব্দের ১৪ আগস্ট

365. সম্মিলিত জাতিপুঞ্জের প্রধান সংস্থাগুলির মধ্যে সর্বাপেক্ষা বেশি প্রতিনিধিত্বমূলক সংস্থা কোনটি ?

উঃ- সাধারণ সভা।

366. সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব কে ছিলেন? 

উঃ- ট্রিগভি হার্ভডান লি।

367. সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদ প্রথমে কত সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত হয়েছিল? 

উঃ- ১১টি (৫টি স্থায়ী ও ৬টি অস্থায়ী)

368. সম্মিলিত জাতিপুঞ্জের চালিকাশক্তি’ কাকে বলা হয় ? 

উঃ- নিরাপত্তা পরিষদকে।

369. সম্মিলিত জাতিপুঞ্জের কোন্ সংস্থাকে ‘বিশ্ব নাগরিক সভা বলা হয় ? 

উঃ- সাধারণ সভাকে

370. সম্মিলিত জাতিপুঞ্জের আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিদের কার্যকালের মেয়াদ কত বছর?

উঃ- ৯ বছর।

371. সম্মিলিত জাতিপুঞ্জের আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত? 

উঃ- নেদারল্যান্ডের হেগ শহরে

372. সম্মিলিত জাতিপুঞ্জের আন্তর্জাতিক বিচারালয় কত জন বিচারপতি নিয়ে গঠিত?

উঃ- ১৫ জন

373. সম্মিলিত জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হন?

উঃ- ৩ বছরের

374. সম্মিলিত জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদে প্রতি ৩ বছর অন্তর কতজন সদস্যকে পদত্যাগ করতে হয়?

উঃ- ১৮ জন (এক-তৃতীয়াংশ)

375. আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিরা কীভাবে নিযুক্ত হন? 

উঃ- নিরাপত্তা পরিষদের সদস্যদের দ্বারা

376. অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্যরা কীসের ভিত্তিতে নির্বাচিত হন?

উঃ- ভৌগোলিক অবস্থানের

377. অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর?

উঃ- ৩ বছর।

378. UNRRA-এর পুরো নাম কী?

উঃ- United Nations Relief and Rehabilitation Administration

379. সম্মিলিত জাতিপুঞ্জের অছি পরিষদের অধীনে থাকা সর্বশেষ দেশটির নাম কী ? 

উঃ- পালাউ।

380. সম্মিলিত জাতিপুঞ্জে কারা ‘ভেটো ক্ষমতা প্রয়োগ করতে পারে?

উঃ- নিরাপত্তা পরিষদের পাঁচজন স্থায়ী সদস্য

381. সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠার ব্যাপারে প্রধান ভূমিকা কে পালন করেছিলেন?

উঃ- ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট।

382. সম্মিলিত জাতিপুঞ্জ কোন্ আন্তর্জাতিক সংগঠনের উত্তরসূরি ? 

উঃ- জাতিসংঘ-এর

383. সম্মিলিত জাতিপুঞ্জ কয়টি প্রধান সংস্থা নিয়ে গঠিত? 

উঃ- ৬টি

384. সম্মিলিত জাতিপুঞ্জ কবে প্রতিষ্ঠিত হয়?

উঃ- ১৯৪৫ খ্রিস্টাব্দের ২৪ অক্টোবর

385. লোকার্নো চুক্তি কোন্ কোন্ দেশের মধ্যে স্বাক্ষরিত হয়? 

উঃ- ফ্রান্স ও জার্মানির মধ্যে

386. লিগ পরিষদের স্থায়ী সদস্য কারা? 

উঃ- ইংল্যান্ড, ফ্রান্স, ইটালি, জাপান ও আমেরিকা।

387. লিগ কভেলান্ট বা লিগের সনদে ক-টি ধারা ছিল ?

উঃ- ২৬টি

388. লিগ কভেনান্ট’ কী ?

উঃ- জাতিসংঘের খসড়া সংবিধান।

389. আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিদের কারা নির্বাচিত করত ? 

উঃ- সাধারণ সভার প্রতিনিধিরা।

390. অর্থনৈতিক ও সামাজিক পরিষদের দুটি বিশেষজ্ঞ সংস্থা বা এজেন্সির নাম 

উঃ- WHO এবং IMF

391. ‘ভেটো’শব্দের অর্থ কী ? 

উঃ- ‘নিষেধাজ্ঞা।

392. ‘UNESCO' কথাটির পুরো অর্থ কী?

উঃ- সম্মিলিত জাতিপুঞ্জের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা।

393. ‘জাতিপুঞ্জের সাধারণ সভা কূটনীতিবিদদের সম্মেলন’—উক্তিটি কার?

উঃ- রাষ্ট্রবিজ্ঞানী সুম্যান।


File Details
File Name/Book Name নবম শ্রেণী ইতিহাস সপ্তম অধ্যায় ১ নম্বরের প্রশ্ন উত্তর
File Format PDF
File Language Bengali
File Size 348 KB
File Location GOOGLE DRIVE
Download Link Click Here to Download




একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
To Top