সপ্তম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় 2 নম্বরের প্রশ্ন ও উত্তর
1.ইতিহাসের উপাদান বলতে কী বােঝাে ?
যে-সমস্ত বিষয় বা সূত্র থেকে অতীত দিনের কথা জানা যায় তাকেই বলা হয়, ইতিহাসের উপাদান। ইতিহাসের উপাদানগুলিকে নানা ভাগে ভাগ করা যায় যেমন— লেখ, মুদ্রা, স্থাপত্য ভাস্কর্য ও লিখিত উপাদান।
2.প্রত্নতাত্ত্বিক উপাদান কী ?
মাটি খুঁড়ে যে-সমস্ত ‘প্রত্ন’ বা প্রাচীন নথিপত্রগুলি পাওয়া যায়, তাকেই বলা হয় ইতিহাসের প্রত্নতাত্ত্বিক উপাদান
3.লিখিত উপাদান বলতে কী বােঝাে ?
প্রাচীন যুগের ইতিহাস জানতে গেলে কিছু লেখ বা লিপি এবং সাহিত্যমূলক গ্রন্থের ওপর নির্ভর করতে হয়। এই উপাদানগুলিকেই বলা হয় লিখিত উপাদান।
দশম শতকের শেষভাগে অজ্ঞাতনামা এক লেখকের ‘হুদুদ অল্ আলম রচিত গ্রন্থে হিন্দুস্থান শব্দ দ্বারা সমগ্র ভারতকে বােঝানাে হয়েছে।
5.সাধারণভাবে ইতিহাসের সময়কালকে ক-টি এবং কী কী ভাগে ভাগ করা হয় ?
সাধারণভাবে ইতিহাসের সময়কালকে তিনটি ভাগে। ভাগ করা হয়। যথা—প্রাচীনযুগ, মধ্যযুগ ও আধুনিকযুগ।
6.শীলালিপি কী ?
প্রাচীনকালের রাজারা তাঁদের রাজ্যবিস্তার, শাসনব্যবস্থা ও কৃতিত্ব সম্পর্কে মানুষকে জানানাের জন্য কিছু কথা পাথরের গায়ে লিপির আকারে খােদাই করে গেছেন এই লিপিগুলিকেই বলা হয় শিলালিপি।
7.ইতিহাস বলতে কী বােঝাে ?
মানুষের জীবনযাত্রা ও মানবসভ্যতার ক্রমবিকাশের কাহিনিই হল ইতিহাস।
আমরা ইতিহাস পড়ি, অতীতের মানবসভ্যতার কাহিনি তথা মানবসভ্যতার ক্রমবিকাশের কাহিনি জানার জন্য।
তর ইতিহাসের সময় মাপার হিসাব বা এককগুলি হল, মাস, সাল, শতাব্দী, সহস্রাব্দ ইত্যাদি।
10.প্রাচীন ভারতের দুটি তাম্ৰলেখ-এর নাম লেখ?
প্রাচীন ভারতের দুটি তাম্রলেখ হল খালিমপুর তাম্ৰলেখ’ ও ‘গৌড় তাপট
11.প্রাচীন ভারতের দুটি শিলালেখ-এর নাম লেখাে?
প্রাচীন ভারতের দুটি শিলালেখ-এর নাম ‘এলাহাবাদ শিলালেখ’ (প্রশস্তি) এবং ‘আইহােল’ শিলালেখ (প্রশস্তি)।
12.সুলতানি বা মােগল যুগে ‘বিদেশি’ কাদের বলা হত ?
সুলতানি বা মােগল যুগে গ্রাম বা শহরের বাইরে থেকে আসা যে-কোনাে লােককেই ‘বিদেশি’ বলা হত।