বৈদিক সভ্যতা [The Vedic Civilization]
বৈদিক সভ্যতা [The Vedic Civilization] |
1.
“আর্য
শব্দটির মূল অর্থ হল?- সদবংশজাত ব্যক্তি বা
‘চাষকরা (To cultivate)
2. ‘আর্য’ শব্দটির প্রথম উল্লেখ পাওয়া যায়?-
ভারতের প্রাচীনতম গ্রন্থ ঋগ্ববেদ ও ইরানের
প্রাচীন জেন্দ আবেস্তা গ্রন্থে
3. ‘The Arctic Home in the Vedas' গ্রন্থটি
কার লেখা?- বিশিষ্ট ভারতীয় স্বাধীনতা সংগ্রামী
বালগঙ্গাধর তিলকের
4. আর্যরা কেন দ্বিজ নামে অভিহিত করা হয়?-
জন্ম ও উপনয়ন এই দুটি সূত্র হেতু আর্যদের
দ্বিজ নামে অভিহিত করা হয়
5.
ভারতের
স্থানীয় অধিবাসীদের আর্যরা কি বলত?- দাস বা
দস্যু।
6.
পূর্ব-ইউরোপের
কোন ভাষার সঙ্গে প্রাচীন আর্য ভাষায় ঘনিষ্ঠ সম্পর্ক দেখা যায?- লিথুনিয়ান ভাষার
7.
“ভারতবর্ষই
হল আর্যদের দেশ, বিদেশ থেকে তারা এইদেশে এসেছেন, এই উক্তিকে কে ‘আহম্মকের কথা,‘মিথ্যা,‘অন্যায়’
বলে নস্যাৎ করে দেন?- স্বামী বিবেকানন্দ
8.
দশরাজার
যুদ্ধের কথা কোথায় উল্লেখ আছে?- ঋকবেদের সপ্তম
মণ্ডলে
9.
দশরাজার
যুদ্ধ কোন নদীর তীরে সংঘটিত হয়েছিল?- পুরুস্বিনী
বা রাভী নদীর তীরে
10. দশরাজার যুদ্ধের কাদের মধ্যে হয়েছিল?- ভরতগোষ্ঠীর রাজা সুদাসের সঙ্গে দশটি আর্য উপজাতির
রাজার জোটের
11. রাজা সুদাসের পুরোহিত ছিলেন?- বিশ্বমিত্র
12. রাজা সুদাস বিশ্বমিত্রের জায়গায় স্থলভিক্ত
করেন?- বশিষ্ঠকে
13. দশ রাজার যুদ্ধ বিজয়ী হয়েছিলেন?- ভারত গোষ্ঠী রাজা সুদাস
14. কিসের উপর ভিত্তি করে বলা যায় যে, আর্য
ও ইরানীয়রা একই গোষ্ঠীভুক্ত ছিল?-ঋকবেদ ও
জেন্দাবেস্তার ভাষা এবং দুই গ্রন্থে বর্ণিত ধর্মীয় রীতিনীতির ভিত্তিতে
15. কার মতে আর্যরা দুটি দলে বা দুবারে ভারতে
এসেছিল?- কেমব্রিজ ইতিহাস গোষ্ঠীর লেখক র্যাপসনের
মতে
16. বৈদিক বা আর্য সভ্যতার স্রষ্টা কারা?- আর্যগন
17. আর্যরা কবে সর্বপ্রথম লিপির ব্যবহার শেখে?- আনুমানিক 700 খ্রীষ্ট-পূর্বাব্দে
18. আর্যরা প্রথম কি ধরনের লিপি সৃষ্টি করেন?- রৈখিক লিপি
19. দ্বিজ নামে কারা পরিচিত?- ব্রাহ্মণ , ক্ষত্রিয় , বৈশ্য এই তিন সম্প্রদায়কে
ঋক বৈদিক
যুগ
1. বৈদিক সভ্যতার সময়কাল কত?- খ্রিস্টপূর্ব 1500 থেকে 600 খ্রিস্টপূর্ব
2. ঋক বৈদিক যুগের সময়কাল কত?- 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ
3. পরবর্তী বৈদিক যুগের সময়কাল কত?- 1000 থেকে 6000 খ্রিস্টপূর্বাব্দ
4.
ঋক
বৈদিক যুগে সমাজে বর্ণভেদ বা জাতিভেদ প্রথার প্রচলন কেমন ছিল?- বিশেষ
ছিল না
5. ঋক বৈদিক যুগে আর্য সমাজ মূলত কয়টি শ্রেণিতে
বিভক্ত ছিল?- তিনটি শ্রেনী যথা (1) যোদ্ধা
বা রাজন্য, (2) ব্রাত্মণ বা পুরোহিত (3) বৈশ্য বা সাধারণ আর্য
6. ঋক বৈদিক যুগের আর্য সমাজ দেহের বর্ণ অনুসারে
কয়টি শ্রেণিতে বিভক্ত ছিল?- 2টি যথা (1) শ্বেতকায়
আর্য, (1) কৃষ্ণকায় আর্য এই দুই শ্রেণিতে বিভক্ত ছিল
7. বৈদিক যুগের কোথায় চতুবর্ণ ব্যবস্থার প্রতীকী
উল্লেখ পাওয়া যায়?- ঋকবেদের দশম মণ্ডলের
পুরুষ সুক্ত নামক স্তোত্রে
8.
ঋকবেদের
দশম মণ্ডলের পুরুষ সুক্ত নামক স্তোত্রে যে চতুবর্ণ ব্যবস্থার প্রতীকীর উল্লেখ আছে সেখানে
কি বলা হয়েছে?- বলা আছে ব্রহ্মার মুখ থেকে
ব্রাত্মণ, বাহু থেকে ক্ষত্রিয়, ঊরু থেকে বৈশ্য ও পদদ্বয় থেকে শূদ্রের উৎপত্তি
9. ব্রাহ্মনদের কাজ কি ছিল ?- যাগযজ্ঞ ও পূজার্চনা করা
10. ক্ষত্রিয়দের কাজ কি ছিল?- দেশশাসন ও দেশরক্ষা
করা
11. বৈশ্যদের কাজ কি ছিল?- ব্যবসা-বানিজ্য, পশুপালন অও কৃষিকাজ করা
12. শুদ্রদের কাজ কি ছিল?- ব্রাহ্মন, ক্ষত্রিয় ও বৈশ্যদের সেবা করা
13. ঋকবেদে ক্ষত্রিয় শব্দটির পরিবর্তে ব্যবহৃত
হয়?- রাজন্য
14. বৈদিক যুগে রাষ্ট্রের ভিত্তি ছিল?- পরিবার
15. ঋক বৈদিক যুগে পরিবার প্রকৃতি কেমন ছিল?-
যৌথ একান্নবর্তী পিতৃতান্ত্রিক
16. ঋক বৈদিক যুগে পরিবারকে বলা হত?- ‘কুল’
17. পরিবারের প্রধানকে বলা হত?- 'গৃহপতি’, ‘কুলপা’ বা ‘কুলপতি’
18. ঋক বৈদিক যুগের কয়েকজন বিদূষী নারী হলেন?-
বিশ্ববারা, অপালা,ঘোষা, ললাপামুদ্রা,বিশাখা
প্রমুখ
19. ঋক বৈদিক যুগের কয়েকজন যোদ্ধ্রী নারী হলেন?-
ইন্দ্রসেনা, বিশপলা, মুদগলানী
20. ঋক বৈদিক যুগে ধর্মীয় সাধনায় সাফল্য লাভ
করে এমন নারীরা হলেন?- লোমশা, জুহু, পৌলমী
ও কামায়নী
21. ব্রাহ্মন
ক্ষত্রিয় ও বৈশ্যদের জীবন কয়টি পর্যায়ে বিভক্ত?- চারটি (চতুরাশ্রম প্রথা)
22. চতুরাশ্রম
এর পর্যায় গুলি হল?- ব্ৰত্মচর্য, গার্হস্থ্য,
বানপ্রস্থ ও সন্ন্যাস
23. চতুরাশ্রমের
উল্লেখ কোন উপনিষদে রয়েছে?- জবালা উপনিষদে
24. আর্যদের পরিহিত পোশাক তিনটি অংশে বিভক্ত
ছিল?- 3টি নিবি(অন্তর্বাস), বাস (বর্হিবাস) ও অধিবা (উর্ধাঙ্গের পোশাক)
25. আর্যরা খাদ্য হিসাবে প্রধানত গ্রহন করত?-
যব, ধান
26. আর্যদের প্রিয় খাদ্য ছিল?- পুরোডাশ বা পিঠা ছিল
27. ঋকবেদে গাভীকে বলা হত?-‘অগ্ন্যা’
28. ঋকবেদে অতিথিরূপে বর্ণনা করা হয়েছে?-অগ্নিদেবকে
29. ঋকবেদে কোন কোন বন্য পশুর উল্লেখ নেই?-
‘বাঘ’, ‘হাতী’-র উল্লেখ নেই
30. ঋকবৈদিক যুগে আর্যদের রাষ্ট্রব্যবস্থা ছিল
প্রধানত?- উপজাতি কেন্দ্রিক (Tribal)
31. আর্যদের মৃৎপাত্রের রং ছিল?- ধূসর
32. ঋগবেদে কোন নদী ও পর্বতের নাম অনুল্লিখিত?-
নর্মদা নদী ও বিন্ধ্য পর্বতের নাম
33. ঋগবেদে বর্ণিত সবচেয়ে বিখ্যাত নদী?- সরস্বতী
34. ঋগবেদে কোন নদীকে ‘নদীতমা’আখ্যা দেওয়া হয়েছে?-
সরস্বতীকে
35. বৈদিক যুগে স্তোত্র রচয়িতা ও সাধিকা রূপে খ্যাতিমান মহিলারা হলেন- রোমশা, পৌলমী, জুহু ও কামায়নী, শ্রদ্ধা,
36. ঋগ, সাম, যজুর্বেদে সংকলিত স্তোত্রগুলিকে একত্রে বলে?- ত্রয়ী বিদ্যা
37. ঋগবেদের যোদ্বা নারীরা হলেন ?- বিশপলা ও মুদগলানী।
38. প্রাচীন ভারতের কোন মহিলা যুদ্ধক্ষেত্রে শত্রু নিধন করেন?- রানি বিশপলা
39. প্রাচীন ভারতের কোন মহিলা যুদ্ধক্ষেত্রে স্বামীর রথের সারথি ছিলেন?- মুদগলানী
40. ঋকবৈদিক যুগের কয়েকটি উপাজাতি গোষ্ঠীর নাম
হল?- ভরত, যদু, সঞ্জয়, অনু, পুরু, দুহুৎ,
তুবর্স প্রভৃতি
41. উপজাতির প্রধানকে বলা হত?- রাজা বা রাজন
42. রাজা বা রাজনকে শাসনকার্যে সাহায্য করতেন?-
গ্রামণী, দূত, সেনানী, পুরোহিত, গুপ্তচর প্রমুখ
43. বৈদিকযুগে রাজপদ ছিল?- বংশানুক্রমিক
44. ঋকবেদে রাজা ‘গোপতি’কে আক্ষরিক অর্থে কি
বলা হত?- গবাদি সম্পদের প্রভু
45. ঋকবৈদিক যুগে বিদথ নামে যে প্রতিষ্ঠানের
উল্লেখ আছে তার সদস্য হতেন?- রাজা ও বিশেষ
সদস্যরা
46. বৈদিক যুগের কয়েকটি যজ্ঞের নাম হল?- অশ্বমেধ, রাজসূয়, বাজপেয় যজ্ঞ প্রভৃতি
47. ঋকবৈদিক যুগে রাজার প্রধান কাজ ছিল?- শাসন পরিচালনা, যুদ্ধ পরিচালনা, ধর্মরক্ষা, কর
আদায় প্রভৃতি
48. বৈদিক যুগে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হল?
- ‘সভা’ও ‘সমিতি?
49. ‘সভা’গঠিত ছিল?- প্রাচীন ও অভিজ্ঞ বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের নিয়ে গঠিত
50. ‘সমিতি’ গঠিত হত?- রাজ পরিবারের বিভিন্ন ব্যক্তি ও সাধারণ প্রজাদের
নিয়ে
51. ঋকবৈদিক যুগে সামরিক বাহিনী কয়টি ভাগে বিভক্ত
ছিল?- তিনটি যথা : পদাতিক, অশ্বারোহী ও রথারোহী
52. ঋকবৈদিক যুগে সৈন্যরা কয়টি ভাগে বিভক্ত
ছিল?- তিনটিঃ সাধা, গণ ও ব্রত
53. ঋকবৈদিক যুগে প্রধান যুদ্ধাস্ত্র ছিল?-
তীর ধনুক
54. ‘সভার’উল্লেখ পাওয়া যায়?- ঋকবেদের ষষ্ঠ ও অষ্টম মণ্ডলে
55. ‘সমিতির’উল্লেখ পাওয়া যায়?-ঋকবেদের প্রথম, নবম ও দশম মণ্ডলে
56. কার মতে “গণরাজ্যগুলিতে সভা অপেক্ষা সমিতি
বেশি ক্ষমতার অধিকারী ছিল”- রোমিলা থাপার
57. বৈদিক আর্যদের প্রধান জীবিকা ছিল?- কৃষি ও পশুপালন
58. বৈদিক যুগে কর্ষিত ভূমিকে বলা হত?- ‘ক্ষেত্র’ বা ‘উর্বর’ বা ‘খিল্য
59. বৈদিক যুগে কৃষককে বলা হত?- কৃষ্টি
60. বৈদিক যুগের সমাজে প্রধান সম্পদ ছিল?- গবাদি পশু (গোরু ছিল সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ)
61. ঋকবেদে ‘শত অনিত্ৰ নৌ’ বলতে বোঝানো হয়েছে?-
শতদাড় বিশিষ্ট নৌকা
62. ঋকবেদে ‘পণি বলতে’ বলতে বোঝানো হয়েছে?-
ধনী বণিকদের (পণি-রা ছিল অনার্য)
63. বৈদিক যুগে লাঙলকে বলা হত?- ‘শীর’
64. বৈদিক যুগে জমিতে লাঙলের যে রেখা পড়ত তাকে
বলা হত?- ‘সীতা’
65. বৈদিক যুগে ধনীব্যক্তিকে বলা হত?- ‘গোমৎ’অর্থাৎ যিনি গোধনের অধিকারী ছিলেন
66. বৈদিক যুগে কি কি রাজস্ব আদায় করা হত?-
যথা— ‘ভাগ’,‘বলি’ও
‘শুল্ক
67. ঋকবৈদিক যুগে প্রচলিত স্বর্ণমুদ্রা হল?-
‘মনা’ও ‘নিস্ক’
68. ঋকবৈদিক যুগে আর্যদের ধর্ম বিশ্বাসের মূল
ভিত্তি ছিল?- প্রকৃতির উপাসনা
69. ঋকবৈদিক যুগে কোন কোন দেবতা গুরুত্বহীন
ছিল?- রুদ্র ও বিষ্ণু
70. ঋকবৈদিক যুগে আর্যদের প্রধান ও সর্বশক্তিমান
দেবতা ছিলেন?- ইন্দ্র যিনি ‘পুরন্দর’ বা নগর
ধ্বংসকারী রূপে চিহ্নিত (ঋকবেদের প্রায় 250টি স্তোত্র ইন্দ্রের রচিত হয়েছে)
71. ঋকবৈদিক যুগের দেবতাগণ হলেন?- অগ্নি, বরুণ, সোম, মরুৎ, পর্জন, সূর্য, যম প্রভৃতি
এবং দেবীরা হলেন অদিতি, উষা, সাবিত্রী, সরস্বতী
72. বৈদিক ধর্মাচরণের প্রধান অঙ্গ ছিল?- যজ্ঞ
73. ঋকবেদের তৃতীয় মণ্ডলে গায়েত্রী মন্ত্র
নিবেদন করা হয়েছে কার উদ্দ্যেশে?- সবিতৃ বা
সাবিত্রীর উদ্দেশ্যে
74. গায়েত্রী মন্ত্রের রচয়িতা হলেন?- মহামুনি বিশ্বামিত্র
75. ঋক বৈদিক যুগের রাজার আয়ের প্রধান উৎস ছিল?-
বলি নামক কর
76. বৈদিক যুগে যারা শাসনকার্যে সহায়তা করতেন
তাদের বলা হত?- রত্নিন
77. ঋক বৈদিক যুগে খুনের দায়ে দোষী সাব্যস্ত
হলে অপরাধীকে কি জরিমানা দেওয়া হত?-100টি গোরু
জরিমানা দিতে হতো
ঋক বৈদিক যুগের বিশেষ
কয়েকটি গুরুত্বপূর্নদিক
1.
ঋক
বৈদিক যুগে মেয়েদের পতি নির্বাচনের অধিকার ছিল
2.
বাল্য
বিবাহ ছিল না, পর্দা প্রথা ছিল না।
3.
বহুবিবাহ
অপ্রচলিত ছিল না
4.
পণপ্রথা
প্রচলিত ছিল।
5.
কন্যার
পিতা পণ পেতেন।
6.
সতীদাহ
প্রথা অজ্ঞাত ছিল না
7.
বিধবা
নারীরা সাধারণততার দেওরকে বিবাহ করতেন
8.
ঋগ্বেদ
উপনয়ন প্রথার উল্লেখ নেই
9.
স্ত্রী
ও পুরুষ উভয়ই মাথায় উষ্ণীষ বা পাগড়ি ব্যবহার করত।
10. গো-মাংস খাওয়া নিষিদ্ধ ছিল না।
11. তবে গাভী হত্যা নিন্দনীয় ছিল।
12. আর্যরা সোমরস ও সুরা নামক দুটি পানীয় ব্যবহার
করত
13. ঋকবেদে লবণের উল্লেখ নেই
14. বৈদিকযুগে নির্বাচিত রাজতন্ত্রের উল্লেখ
নেই।
15. ঋকবেদের নবম মণ্ডল সোমের জন্য নিবেদিত
16. বিষ্ণুর উদ্দেশ্যে 6টি স্তোত্র রচিত হয়েছে
17. অগ্নির উদ্দেশ্যে 200 স্তোত্র উৎসর্গীকৃত
18. ঋকবেদের দশমমণ্ডলে ব্ৰত্মা বা সৃষ্টিকর্তার
কল্পনা করা হয়
19. গ্রাম্যবাদিন এরা গ্রামের বিচারকের কাজ
করতেন
20. বৈদিক যুগেই সর্বপ্রথম গুপ্তচর প্রথার প্রচলন
হয়
21. বৈদিক যুগে পুরুষ দেবতার প্রাধান্য ছিল।
পরবর্তী বৈদিকযুগ
1. পরবর্তী বৈদিক যুগের সময়কাল কত?- 1000 থেকে 6000 খ্রিস্টপূর্বাব্দ
2.
পরবর্তী
বৈদিক যুগের কয়েকজন বিদূষী নারী হলেন?- গার্গী
ও মৈত্রেয়ী
3.
অনুলোম
বিবাহ কি?- অনুলোম বিবাহ হল উচ্চবর্ণের স্বামীর
সঙ্গে নিম্নবর্ণের স্ত্রীর বিবাহ
4. প্রতিলোম বিবাহ কি?- ব্রাত্মণ কন্যার সঙ্গে শূদ্র পাত্রের বিবাহ(অনুলোম
বিবাহের বিপরীত)
5.
পরবর্তী
বৈদিক যুগে গমকে বলা হত?- গোধূম
6.
পরবর্তী
বৈদিক যুগে চিরুনী বলা হত?-শলালী
7.
পরবর্তী
বৈদিক যুগে আয়না্কে বলা হত?- প্রকাশ
8.
বাজসনেয়ি
সংহিতায় শৈলুষ নামে যে একশ্রেণির শিল্পীর পরিচয় পাওয়া যায়, তাদের কি বলা হত?- নট বা অভিনেতা বলা হত
9.
পরবর্তী
বৈদিক যুগে যজ্ঞের সময় পরিধেয় পোশাকের মধ্যে উল্লেখযোগ্য ছিল?- ‘তার্প্য’ ও ‘উষাম’
10. শতপথ ব্রায়ণে কিসের তৈরী পাদুকার ব্যবহারের
কথা জানা যায়?- চামড়ার তৈরি
11. পরবর্তী বৈদিক যুগে রাষ্ট্রীয় সংগঠন ও
শাসন ব্যবস্থা ছিল কেমন ছিল?- গণতান্ত্রিক
12. পরবর্তী বৈদিক যুগে রাজারা কি কি উপাধি
ধারণ করতেন?- সম্রাট, একরাট, বিরাট, স্বরাট
প্রভৃতি
13. রাজার অনুগ্রহপুষ্ট আমলারা কি বলে বিবেচিত
হতেন?- ‘রত্ন’
14. পরবর্তী বৈদিক যুগে বিনিময়ের মাধ্যম রূপে
মনা ও নিস্ক ছাড়া কোন কোন মুদ্রার কথা জানা যায়?- কৃষ্ণল, শতমান নামক
15. পরবর্তী বৈদিক যুগে ‘শ্রেষ্ঠিন’ হল?- ধনী বণিক
16. পরবর্তী বৈদিক যুগে ‘কুসীদিন’ হল?- ঋণ প্রদানকারী ব্যক্তি
17. পরবর্তী বৈদিক যুগে কোন কোন দেবতা তার প্রাধান্য
হারায়?- ইন্দ্র ও অগ্নি
18. পরবর্তী বৈদিক যুগে কোন কোন দেবতা শ্রেষ্ঠ
আসন লাভ করে?- প্রজাপতি (ব্ৰহ্মা) বরুন (বিষ্ণু),
শিব (রুদ্র)
19. পরবর্তী বৈদিক যুগের নতুন দেবদেবীর মধ্যে
উল্লেখযোগ্য হল?- মীতুষী, জয়ন্ত, কুবের, গরুড়,
নারায়ন, বাসুদেব, উমা, হৈমবতী
20. পরবর্তী বৈদিক যুগে সংগ্রহিত্রী ছিলেন?-
কোষাধক্ষ্য
21. পরবর্তী বৈদিক যুগে ভাগদুখ ছিলেন?- রাজস্ব সংগ্রাহক
22. পরবর্তী বৈদিক যুগে শতপথি ছিলেন?- 100টি গ্রামের ভারপ্রাপ্ত
23. পরবর্তী বৈদিক যুগে কৃষ্ণল নামে যে মুদ্রা
ছিল তার ওজন ছিল?- একরতি
24. পরবর্তী বৈদিক যুগে শতমান ছিল?- একধরনের সোনার বাট
25. পরবর্তী বৈদিক যুগে কত কৃষ্ণলে একটি শতমান
হত?-একশত কৃষ্ণলে
26. এক শতমান = 320 রতি/নিষ্ক
27. বৈদিক দেবতা বরুণের সঙ্গে পারস্য ও গ্রীকের
কোন দেবতার মিল আছে?- পারস্যের আলোর দেবতা
আহুর মাজদা ও গ্রিকদেবতা ইউরেনাসের মিল পরিলক্ষিত হয়
28. কোন উপনিষদে সর্বপ্রথম জন্মান্তরের কথা
বলা হয়?- বৃহদারণ্যক উপনিষদে
29. পরবর্তী বৈদিক যুগের সর্বাপেক্ষা উন্নত
রাজ্য ছিল?- পাঞ্জাল
30. পরবর্তী বৈদিক যুগের দুটি উল্লেখযোগ্য নগর
হল?- অহিচ্ছত্র ও হস্তিনাপুর
31. পূর্ব ভারতে আর্যবসতি বিস্তারের এক পথিকৃৎ
হলেন?- বিদেঘ মাথব
32. বিদেহ রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন?- বিদেঘ মাথব
33. জড়বাদী তত্ত্ব প্রচার করেন?- ঋষি উদ্দালক
পরবর্তী বৈদিক যুগের কিছু
গুরুত্বপূর্ণ বিষয়
1.
ব্রাত্মণ
ও ক্ষত্রিয়ের ক্ষমতা, মর্যাদা ও প্রভাব বৃদ্ধি পায়। বৈশ্য শূদ্রের মর্যাদা হ্রাস
পেতে থাকে
2.
শূদ্রদের
অবস্থা ছিল শোচনীয়।
3.
নারীর
মর্যাদা বহুল পরিমাণে খর্বিত হয়
4.
বাল্যবিবাহ,
বহুবিবাহ, পণপ্রথা, একসঙ্গে নারীর একাধিক স্বামীর অস্তিত্ব এযুগে পরিলক্ষিত হয।
5.
এই
সময় ব্রাত্য ও নিষাদ নামে 2টি নতুন গোষ্ঠীর উল্লেখ পাওয়া যায়
6.
পরবর্তী
বৈদিক যুগে অনুলোম ও প্রতিলোম বিবাহ চালু হয়
7.
পরবর্তী
বৈদিকযুগে বর্ণভেদ প্রথা বংশানুক্রমিক
হয়ে ওঠে
8.
পরবর্তী
বৈদিক যুগে সভা ও সমিতির গুরুত্ব হ্রাস পায়, পরিবর্তে রাজার ক্ষমতা বহুগুণ বৃদ্ধি
পায়
9.
পরবর্তী
বৈদিক যুগে বিদথের কথা পাওয়া যায় না
10. এই যুগে বংশানুক্রমিক বণিক সম্প্রদায়ের
আবির্ভাব ঘটে ও বণিক নিগম’ বা ‘গিল্ড’প্রতিষ্ঠিত হয়
11. পরবর্তী বৈদিক যুগে ‘কর্মফল’ও ‘জন্মান্তর বাদের
ধারণা জনপ্রিয় হয়
12. পরবর্তী বৈদিক যুগে একেশ্বরবাদী ধারণা দৃঢ়
হয়
13. পরবর্তী বৈদিক সাহিত্যে সরস্বতীকে বেদমাতা
বলে আখ্যা দেওয়া হয়েছে
14. পরবর্তী বৈদিক যুগে পূর্বের রাজারা ‘সম্রাট,
পশ্চিমের রাজন্যবর্গ ‘সভরৎ', উত্তরে ‘বিরাট’ও দক্ষিণের রাজারা ‘ভোজ’ নামে অভিহিত হত
বৈদিক যুগে শাসনতান্ত্রিক স্তর
SL NO |
স্তর |
প্রধানগণ |
1 |
পরিবার/কূল(সর্বনিম্ন স্তর/রাষ্ট্রব্যবস্থার
ভিত্তি) |
কূলপতি/কূলপা/কূলপ |
2 |
কয়েকটি পরিবারের সমন্বয়ে গোষ্ঠী/উপজাতি
(Tribe) |
|
3 |
ঋকবৈদিক যুগে কয়েকটি পরিবার অন্যমতে
গোষ্ঠীর সমন্বয়ে তৈরী হয় গ্রাম |
গ্রামণী |
4 |
কয়েকটি গ্রামের সমম্বয়ে তৈরী হয় বিশ |
বিশপতি |
5 |
কয়েকটি বিশের সমম্বয়ে তৈরী হয় জন |
গোপ (স্বয়ং রাজা) |
5 |
কয়েকটি জনের সমন্বয়ে তৈরী হয় রাষ্ট্র
বা দেশ |
|
6 |
ঋকবেদে গণ বা প্রজাতান্ত্রিক রাষ্ট্রের
উল্লেখ আছে। |
গণপতি’ বা জ্যেষ্ঠ |
বৈদিক যুগের দেবদেবী
SL NO |
দেবদেবীর নাম |
কিসের দেবতা/দেবী |
1 |
দৌ |
আকাশের দেবতা |
2 |
ইন্দ্র
|
যুদ্ধের
দেবতা |
3 |
অগ্নি
|
আগুনের
দেবতা |
4 |
বরুণ
|
জলের
দেবতা |
5 |
সোম |
গাছের
দেবতা |
6 |
মরুৎ
|
ঝড়ের
দেবতা |
7 |
বায়ু
|
বাতাসের
দেবতা |
8 |
মিত্র
|
সন্ধি
শপথ ও প্রতিজ্ঞার দেবতা |
9 |
পর্জন্য
|
বৃষ্টির
দেবতা |
10 |
রুদ্র |
ধ্বংসের
দেবতা |
11 |
সাবিত্রী
|
সূর্য
মন্ডলের অধিষ্ঠাত্রী ও প্রানদাত্রীদেবী |
12 |
সরস্বতী |
নদীর
দেবী |
13 |
ঊষা |
প্রত্যুষের
দেবী |
14 |
বৃহস্পতি
|
প্রার্থনার
দেবতা |
বৈদিক যুগের কিছু শব্দার্থ
SL NO |
শব্দ |
বাংলা অর্থ |
1 |
কৃষ্টি |
কৃষক/হলকর্ষক |
2 |
কুল
|
পরিবার |
3 |
কুসীদ
|
ঋন |
4 |
কুসীদিন
|
ঋনদাতা |
5 |
শ্রেষ্ঠীন/শ্রেষ্ঠী
১ |
ধনী
বনিক |
5 |
নিগম
|
বাজার |
6 |
বিষক
বা ভীষক |
চিকিৎসক |
7 |
বাবাতা |
রাজার
প্রিয়তম রানী |
8 |
ঋষিকা
|
নারি
ঋষি |
9 |
নবনীত |
মাখন |
10 |
শতদার |
একশোটি
গোরু |
11 |
শলালী |
চিরুনী |
12 |
কুল্যা |
কৃত্রিম
জলপ্রনালী |
13 |
মহিষী |
প্রধান
রানী |
14 |
গোধন |
গোরু |
15 |
নারিস্তা
|
সভা |
16 |
গোধুম
|
গোরু |
17 |
শীর
|
লাঙল |
18 |
ব্রীহি |
ধান |
19 |
রথমুষল |
অস্ত্রবিশেষ
|
20 |
মৌলি/
উষ্ণীষ |
পাগড়ী |
21 |
ক্ষেত্র/উর্বরা/খিল্য |
কর্ষিত
ভুমি |
22 |
নীবি |
অন্তর্বাস/কোমর
বন্ধনী |
23 |
দুকুল |
মীহি
রেশমবস্ত্র |
24 |
পুরোডাশ |
পিঠা |
25 |
পত্তি
|
পদাতিক
সেনা |
26 |
পনি |
অনার্য
বনিক |
27 |
আয়স |
লোহা |
28 |
গোঘ্ন |
অতিথির
অপর নাম |
29 |
এপু |
টিন |
30 |
বাস
|
বাইরের
পরিধেয় পোষাক |
আর্যদের আদি বাসস্থান
প্রকৃত বিভিন্ন মতবাদ
S.L No |
মতবাদকারী |
মতবাদ |
1 |
বি.
বি. লাল |
উত্তর-পশ্চিম সীমান্ত অঞ্চল |
2 |
মারিয়া
গিমবুটাস(Gimbutas) |
ইউক্রেনের দক্ষিণে |
3 |
ই.
হের্জফেল্ড (E. Herzfeld) |
আমুদরিয়া ও সিরদরিয়া নদীদ্বয় বিধৌত সুবিস্তৃত সমতল ভূখণ্ডে |
4 |
এস.
জি. পারগিটার |
পুরাণের ওপর ভিত্তি করে ভারতবর্ষ ছিল আর্যদের আদিবাসস্থান। |
5 |
গঙ্গানাথ
ঝা |
গঙ্গা যমুনার সঙ্গমস্থল পর্যন্ত বিস্তৃত ‘ব্ৰত্মর্ষিদেশ’ |
6 |
ড:
ডি. এস. ত্রিবেদী |
মূলতানের দৈইকা |
7 |
এল.
ডি. কাল্লা |
কাশ্মীর ও হিমালয় সংলগ্ন স্থান |
8 |
পণ্ডিত
লক্ষ্মীধর শাস্ত্রী |
হিমালয়ের পাদভূমি |
9 |
ড:
অবিনাশ চন্দ্র দাস |
পাঞ্জাবের সপ্তসিন্ধু অঞ্চল |
10 |
অধ্যাপক
গাইলস |
দক্ষিণ-পূর্ব ইউরোপের অস্ট্রিয়া-হাঙ্গেরি-বোহেমিয়া অঞ্চল |
11 |
অধ্যাপক
হার্ট (Hirt) |
ভিস্টুলা নদীর অববাহিকা অঞ্চল |
12 |
কাল
পেনকা ও রাইস |
স্ক্যান্ডিনেভিয়া। |
13 |
সেরগী
জাবরোওস্কি |
উত্তর আফ্রিকা। |
14 |
বালগঙ্গাধর
তিলক |
উত্তর মেরু(আর্কটিক অঞ্চল) |
15 |
ম্যাক্সমুলার,ইয়েকবি
|
মধ্য এশিয়া |
16 |
এডওয়ার্ড
মেয়ার |
পামির উপত্যকা (কীথ ও ওল্ডেনবার্গ সমর্থন করেন)। |
17 |
ডি
স্রডার |
দক্ষিণ রাশিয়ার তৃণভূমি অঞল |
18 |
অধ্যাপক
নেহরিং |
দক্ষিণ রাশিয়া ও ইউক্রেন |
19 |
কুলকে,
ব্ৰতীন্দ্রনাথ মুখোপাধ্যায় |
ইউরেশীয় তৃণভূমি। |
20 |
অধ্যাপক,
এ. এল. ব্যাসাম |
পোল্যান্ড থেকে মধ্য এশিয়া পর্যন্ত বিস্তৃত বৃহৎ শুষ্ক তৃণভূমি অঞ্চল |
21 |
ডঃ রমেশচন্দ্র, মজুমদার
গর্ডনচাইল্ড |
দক্ষিণ রাশিয়া। |
22 |
রাজবলি
পাণ্ডে |
মধ্যদেশ (বর্তমানে উত্তরপ্রদেশ)। |
23 |
ব্রান্ডেনস্টাইন
|
উরাল পর্বতের দক্ষিণে অবস্থিত কিরখিজ তৃণভূমি |
24 |
স্বামী
দয়ানন্দ সরস্বতী |
তিব্বত |
25 |
কলিন
রেনফু |
আনাতোলিয়া (বর্তমান তুরস্ক) |
26 |
অসকোপারপোলা
|
অবিভক্ত রাশিয়ার দক্ষিণ প্রান্তীয় তৃণাঞ্চল(বলখ এবং মার্গিয়ানা অঞল) |
27 |
ডঃ
রামশরণ শর্মা। |
ককেশাস পর্বতমালার দক্ষিণে,বর্তমান
জর্জিয়া, আর্মেনিয়া ও আজারবাইজান অঞল। |
28 |
এ.
এল ব্যাসাম |
পোল্যান্ড থেকে মধ্য এশিয়া পর্যন্ত বিস্তৃত বৃহৎশুষ্ক তৃণভূমি অঞ্চল
|
29 |
সাধারণ
মত |
মূলতানের দেবকী নদী অঞল/কাশ্মীর/পাঞ্জাবের সপ্তসিন্ধু অঞ্চল। |
PDF Name / Book Name : প্রাচীন ভারতের ইতিহাস, বৈদিক সভ্যতা [The Vedic Civilization] Questions & Answers
Language : Bengali
Size : 2 MB
Download Link : Click Here to Download
For More Questions Download Link are bellow
File Details -
PDF Name / Book Name : প্রাচীন ভারতের ইতিহাস, হরপ্পা সভ্যতা //Indus Valley Civilization Questions & Answers
Language : Bengali
Size : 348 kb
Download Link : Click Here to Download
File Details -
PDF Name / Book Name : মধ্যযুগের ভারতের ইতিহাস, ফিরোজ শাহ তুঘলক : [Firuz Shah Tughlag] (1351-1388 খ্রীঃ) এবং পরবর্তী তুঘলক শাসকগণ [Later Tughlag rulers]
Language : Bengali
Size : 589 kb
Download Link : Click Here to Download
File Details -
PDF Name / Book Name :165টি প্রাচীন, মধ্য, আধুনিক ভারত ও ইউরোপের ইতিহাস প্রশ্ন ও উত্তর(Part-6)
Language : Bengali
Size : 562 kb
Download Link : Click Here to Download
File Details -
PDF Name / Book Name :171টি প্রাচীন, মধ্য, আধুনিক ভারত ও ইউরোপের ইতিহাস প্রশ্ন ও উত্তর(Part-5)
Language : Bengali
Size : 572 kb
Download Link : Click Here to Download
File Details -
PDF Name / Book Name :165টি প্রাচীন, মধ্য, আধুনিক ভারত ও ইউরোপের ইতিহাস প্রশ্ন ও উত্তর(Part-4)
Language : Bengali
Size : 574 kb
Download Link : Click Here to Download
File Details -
PDF Name / Book Name :190টি প্রাচীন, মধ্য, আধুনিক ভারত ও ইউরোপের ইতিহাস প্রশ্ন ও উত্তর(Part-3)
Language : Bengali
Size : 435 kb
Download Link : Click Here to Download
File Details -
PDF Name / Book Name : 176টি প্রাচীন, মধ্য, আধুনিক ভারত ও ইউরোপের ইতিহাস প্রশ্ন ও উত্তর(Part-2)
Language : Bengali
Size : 540 kb
Download Link : Click Here to Download
File Details -
PDF Name / Book Name : 200টি প্রাচীন, মধ্য ও আধুনিক ভারতের ইতিহাস প্রশ্ন ও উত্তর (Part-1)
Language : Bengali
Size : 424 kb
Download Link : Click Here to Download