Ancient Indian history Mock Test-1 ( হরপ্পা সভ্যতা // Harappan Civilization)

Ancient Indian history Mock Test-1  (  হরপ্পা সভ্যতা // Harappan Civilization)

 

                        
Mock Test-1  (  হরপ্পা সভ্যতা // Harappan Civilization)


1. সিন্ধু সভ্যতায় কোন স্থানে বিখ্যাত বৃহৎ স্নানাগারটি রয়েছে?

(a) মহোঞ্জদাড়ো

(b) হরপ্পা

(c) লোথালি

(d) কালিবঙ্গান

2. সিন্ধু সভ্যতায় কোন্ দেবতার পূজা করা হত ?

(a) বিষ্ণ

(b) পশুপতি

(c) ইন্দ্র

(d) ব্রহ্মা

3. সিন্ধু সভ্যতায় কোন্ শহরে কোনাে দুর্গ ছিল না?

(a) কালিবঙ্গান

(b) হরপ্পা

(c) মহেঞ্জোদরাে

(d) চানহুদারাে

4. ‘হরপ্পা’ কথাটির অর্থ কী?

(a) মৃতের স্তুপ

(b) জনবেষ্টিত শহর

 (c) পশুপতির খাদ্য

(d) নিষিদ্ধ নগরী

5. সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর কোটি ছিল ?

(a) হরপ্পা।

(b) লোথাল

(c) ঢােলাভিরা

(d) সুরকোটাড়া

6. সাম্প্রতিক খননকার্য অনুসারে মান্দা, সিন্ধু সভ্যতার কোন্ অংশে অবস্থিত ?

(a) উত্তর প্রান্তে

(b) দক্ষিণ প্রান্তে

(c) পূর্ব প্রান্তে

(d) পশ্চিম প্রান্তে

7. হরপ্পার অন্যতম কেন্দ্র বনওয়ালী' ভারতের কোন রাজ্যে অবস্থিত?

(a) রাঙ্খান।

(b) গুজরাট

(c) হরিয়ানা

(d) পাঞ্জাব।

8. নীচের কোন্ বৈশিষ্ট্যের মাধ্যমে হরপ্পাকে সমকালীন অন্যান্য সভ্যতার থেকে আলাদা করা যায়?

(a) ধর্মীয় বিশ্বাস ও সামাজিক জীবন

(b) উন্নত বিজ্ঞান ও প্রযুক্তি

(c) নগর পরিকল্পনা, পয়ঃপ্রণালী ব্যবস্থা ও শৌচব্যবস্থা

(d) একক পরিমাপ, ওজন এবং বাণিজ্যিক যােগাযােগ

9. সিন্ধু সভ্যতার নিম্নলিখিত নিদর্শন স্থানগুলির মধ্যে কোনটি পাকিস্তানে অবস্থিত?

(a) লােথাল

(b) কালিবান

(c) আলমগীরপুর

(d) হরপ্পা

10. হরপ্পা সভ্যতার অন্যতম কেন্দ্র কালিবঙ্গান কোন নদীর তীরে অবস্থিত ছিল ?

(a) সিন্ধু

(b) শতদ্র

(c) আলমগীরপুর

(d) হরপ্পা

11. ইরানের সীমান্তে কোন হরপ্পার কেন্দ্র আবিষ্কৃত হয়েছে?

(a) সুকাজেনদাড়াে

(b) সুরকোটাদা

(c) কোটলা নিহাংখান

 (d) আলমগীরপুর

12. হরপ্পা থেকে প্রাপ্ত শিলালেখর মােট সংখ্যা হল

(a) 3000টি

(b) 3500টি

(c) 2500টি

(d) 2500-এর কম

 

13. হরপ্পা কোথা থেকে জেড (Jade) আমদানি করত?

(a) আরব ও মধ্য এশিয়া

(b) বদখশান ও ইরান

(c) মধ্য এশিয়া

(d) মহারাষ্ট্র

14. হরপ্পা সভ্যতার পয়ঃ প্রণালীকে বিশ্বের কোন সভ্যতার সঙ্গে তুলনা করা হয়েছে

(a) সুমেরীয়

(b) মেসোপটেমিয়ার

(c) রোমান

(d) গ্রিক

15. নীচের কোনটি সঠিকভাবে মেলানাে নেই ?

(a) মহেঞ্জোদরাে : সিন্ধু সভ্যতার সর্ববৃহৎ কেন্দ্র

(b) ঢােলাভিরা : সিন্ধু সভ্যতার সর্ববৃহৎ ভারতীয় কেন্দ্র

(c) সুরকোটাদা : যেখানে ঘােড়ার দেহাবশেষ পাওয়া গেছে

(d) চানদারাে : জমিতে লাঙলের প্রমাণ মেলে

16. মহেঞ্জদাড়ো কোথায় অবস্থিত?

(a) পাঞ্জাবের মন্টেগোমারী জেলায় 

(b) সিন্ধুর লারকানা প্রদেশে

(c) জম্মুর মান্ডায়

(d) হরিয়ানার হিসারে

17. কালিবাগান শব্দের অর্থ কি?

(a) কালির বাগান

(b) কালো পাহাড়

(c) কালো বালা

(d) সুন্দর চূড়া

18. মহেঞ্জোদাড়োতে একটি নৃত্যরত রমণীর মূর্তি পাওয়া যায় . এটি কি দিয়ে তৈরি?
(a)  পাথর
(b) পোড়া মাটি
(c) লোহা
(d) ব্রোঞ্জ

19. হরপ্পা সভ্যতার আকৃতি কেমন?

(a) প্রায় ত্রিভুজাকৃতির

(b) চতুর্ভুজাকৃতি

(c) আয়াতাকার

(d) গোল

20. হরপ্পান যুগে নিচের কোন শহরে একটি উন্নত জল নিকাশী ব্যবস্থা ছিল?

(a) ঢোলাভিরা

(b) কালিবঙ্গান

(c) রংপুর

(d)লোথাল

 

প্রশ্ন গুলির Download করতে Click here to Download-এ ক্লিক কর..... আর Online Mock Test দিতে ......তার নীচে দেখ...


 File Details -

PDF Name / Book Name Ancient Indian history Mock Test-1  (  হরপ্পা সভ্যতা // Harappan Civilization)

Language : Bengali
Size : 1261 kb
Download Link : Click Here to Download 


YOU CAN GIVE MOCK TEST HERE

 

 

 For More Questions Download Link are bellow

 File Details -

PDF Name / Book Name :165টি প্রাচীন, মধ্য, আধুনিক ভারত ও  ইউরোপের ইতিহাস  প্রশ্ন ও উত্তর(Part-6)

Language : Bengali
Size : 562 kb
Download Link : Click Here to Download 





 File Details -

PDF Name / Book Name :171টি প্রাচীন, মধ্য, আধুনিক ভারত ও  ইউরোপের ইতিহাস  প্রশ্ন ও উত্তর(Part-5)

Language : Bengali
Size : 572 kb
Download Link : Click Here to Download 


  File Details -

PDF Name / Book Name :165টি প্রাচীন, মধ্য, আধুনিক ভারত ও  ইউরোপের ইতিহাস  প্রশ্ন ও উত্তর(Part-4)

Language : Bengali
Size : 574 kb
Download Link : Click Here to Download 


File Details -

PDF Name / Book Name :190টি প্রাচীন, মধ্য, আধুনিক ভারত ও  ইউরোপের ইতিহাস  প্রশ্ন ও উত্তর(Part-3)

Language : Bengali
Size : 435 kb
Download Link : Click Here to Download 


File Details -

PDF Name / Book Name 176টি প্রাচীন, মধ্য, আধুনিক ভারত ও  ইউরোপের ইতিহাস প্রশ্ন ও উত্তর(Part-2)
Language : Bengali
Size : 540 kb
Download Link : Click Here to Download 



File Details -

PDF Name / Book Name 200টি প্রাচীন, মধ্য ও আধুনিক ভারতের ইতিহাস  প্রশ্ন ও উত্তর (Part-1)
Language : Bengali
Size : 424 kb
Download Link : Click Here to Download 


 

 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url