হরপ্পা সভ্যতা //Indus Valley Civilization Questions & Answers

1

হরপ্পা সভ্যতা //Indus Valley Civilization

হরপ্পা সভ্যতা //Indus Valley Civilization
  1. হরপ্পা কথার অর্থ কি?- পশুপতির খাদ্য/সমৃদ্ধ নগরী
  2. মহেঞ্জোদাড়ো?- ”মড়ার ঢিপি/মৃতের স্তুপ
  3. কে কবে সর্বপ্রথম হরপ্পা ঢিবির কথা পণ্ডিতমহলের গোচরে আনেন?- চার্লস ম্যাসন (1826 খ্রিঃ)
  4. কে সর্বপ্রথম সিন্ধু সিলমোহরের সন্ধান পান?- ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ আলেকজান্ডার কানিংহাম (1850 খ্রিঃ ও 1857 খ্রিঃ) 
  5.  কে কবে হরপ্পার প্রত্নক্ষেত্র আবিষ্কার করেন?- দয়ারাম সাহানী (1921 খ্রিঃ) 
  6. কে কবে মহেঞ্জোদাড়োর প্রত্নক্ষেত্র আবিষ্কার করেন?- রাখালদাস বন্দ্যোপাধ্যায় (1922 খ্রিঃ) 
  7. হরপ্পা সভ্যতাটি কোন প্রত্নতাত্ত্বিকের উদ্যোগে আবিষ্কৃত হয়?ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগের প্রধান স্যার জন মার্শালের উদ্যোগে
  8. হরপ্পা সভ্যতার পরিধি কত?- প্রায় 1550 কিমি.
  9. উত্তর -দক্ষিণে হরপ্পা সভ্যতা কতদূর পর্যন্ত বিস্তৃত?- উত্তরের জম্বুর মাণ্ডা থেকে দক্ষিণে গোদাবরীর দাইমাবাদ পর্যন্ত বিস্তৃত(উত্তর থেকে দক্ষিণে 1600 কিমি পরিধি)
  10. পূর্ব-পশ্চিমে হরপ্পা সভ্যতা কতদূর পর্যন্ত বিস্তৃত?- পূর্বে উত্তরপ্রদেশের মিরাট জেলার আলঙ্গিরপুর থেকে পশ্চিমে পাকিস্তানের বেলুচিস্তানে সুৎকাজেন্দর পর্যন্ত বিস্তৃত (পূর্ব থেকে পশ্চিমে 1100 কিমি )
  11.  হরপ্পা সভ্যতার আকৃতি কেমন?-প্রায় ত্রিভুজাকৃতির
  12. হরপ্পা সভ্যতাটি দৈর্ঘ্য- প্রস্থ কত কিলোমিটার চওড়া?- আনুমানিক 1350 কিমি লম্বা ও 1050 কিমি চওড়া 
  13. বিভিন্ন ঐতিহাসিকের মতে হরপ্পা সভ্যতার সময়কাল-
    1. স্যার জন মার্শাল – 3250-2750 খ্রিঃ পূর্বাব্দ
    2. সি. জে. গ্যাড - 2350-1750 খ্রিঃ পূর্বাব্দ (মতান্তরে 2500-1500 খ্রিঃ পূর্বাব্দ)। 
    3. স্টুয়ার্ট পিগট ও মার্টিমার হুইলার – 2500-1500 খ্রিঃ পূর্বাব্দ 
    4. ডব্লিউ. এ. ফেয়ার সার্ভিস – 2000- 1500 খ্রিঃ পূর্বাব্দ | 
    5. অলচিন দম্পতি – 2100-1700 খ্রিঃ পূর্বাব্দ 
    6. ড: রামশরণ শর্মা - 2500-1750 খ্রিঃ পূর্বাব্দ 
    7. ড: ফ্রেবি – 2800-2500 খ্রিঃ পূর্বাব্দ 
    8. ডঃ ফ্রাঙ্কফুট (তেল আসমারে প্রাপ্ত 2টি সিল পরীক্ষার ভিত্তিতে) – 2800 খ্রিঃ পূর্বাব্দ |
    9. রোমিলা থাপার – 2300-1750 খ্রিঃ পূর্বাব্দ 
    10. ডি. পি. আগরওয়াল - 2300-1750 খ্রিঃ পূর্বাব্দ 
    11. রেডিওকার্বন 14 পরীক্ষা – 2300-1750 খ্রিঃ পূর্বাব্দ 
    12.  ভিনসেন্ট স্মিথ – 2500-1500 খ্রিঃ পূর্বাব্দ
    13.  পসলকার – 2800-2200 খ্রিঃ পূর্বাব্দ। 
  14. ডেনড্রোক্রোনলজি পরীক্ষায় হরপ্পা সভ্যতার সময়কাল নির্ধারণ করা হয়েছে?-  খ্রিঃ পূর্ব 3000 থেকে 15** খ্রিঃ পূঃ  অব্দকেই মান্যতা দেওয়া হয়েছে। 
  15. হরপ্পা সভ্যতা কোন যুগের সভ্যতা ছিল?- ‘তাম্র- প্রস্তর যুগের সভ্যতা/ প্রাগৈতিহাসিক সভ্যতা
  16. হরপ্পা সভ্যতায় কতটি কেন্দ্র আবিষ্কৃত হয়েছে?- প্রায় 1500
  17. হরপ্পা সভ্যতার নগর শহর গুলি কি কি ছিল?- হরপ্পা, মহেঞ্জোদাড়ো, চানহুদাড়ো, কোটদিজি, রূপার, আলমগীরপুর, লোথাল, রংপুর, রোজদি, সুরকোটরা, কালিবঙ্গন, বনওয়ালি প্রভৃতি।
  18. হরপ্পা সভ্যতার চারটি নগরের নাম বল?- মহেঞ্জোদাড়ো, হরপ্পা, লোথাল ও কালিবঙ্গান। 
  19.  হরপ্পা সভ্যতার কটা শ্রেণি লক্ষ্য করা যায় ও কি কি?- তিনটি শ্রেণির অস্তিত্ব ছিল যথা (1) শাসক শ্রেণি, (2) ধনী ব্যবসায়ী বা বণিক শ্রেণি, (3) শ্রমিক ও কারিগর শ্রেণি। 
  20. হরপ্পা সভ্যতার প্রাচীনতম বন্দর কোনটি?- লোথাল (গুজরাট) (বিশ্বের প্রাচীনতম বন্দর)
  21.  হরপ্পা সভ্যতার সঙ্গে বিশ্বের কোন কোন দেশের বাণিজ্য চলত?- সম্ভবত মিশর, মেসোপটেমিয়া, সুমের, আক্কাদ, পারস্য, বেলুচিস্তান, আফগানিস্থান প্রভৃতি 
  22. হরপ্পা সভ্যতায় কটি অক্ষর পাওয়া গেছে?-  270টি
  23. সম্প্রতি মুম্বই-এর টাটা ইন্সটিটিউট অব ফান্ডামেন্টাল রিসার্চ-এর প্রধান S.R RAO হরপ্পার কয়টি সিলমোহরের লিপির পাঠোদ্ধার করতে সক্ষম হয়েছেন?- 900টি
  24. আমদানিকৃত দ্রব্য 
    1. হিমালয়দেবদারু কাঠ
    2. দাক্ষিণাত্যদামী পাথর
    3. কাথিয়াওয়াড়শঙ্খ 
    4.  খোরাসান - টার্কোয়েজ 
    5. বেলুচিস্তান, মেসোপটেমিয়া- বিটুমিন
  25. রপ্তানিকৃত দ্রব্য - 
    1. ওমান ক্লোরাইট পাত্র, শাঁখ ও মুক্তো 
    2. বেলুচিস্থানরাজপুতানা  তামা, 
    3. আর্মেনিয়া, সুমের ও পারস্য (ইরান)-রূপো
    4. আফগানিস্থান (বাদাখশান ও শোৰ্তুগাই)ল্যাপিস-লাজুলি বা নীলকান্তমণি
    5. কর্ণাটক (মহীশূর) -সোনা
    6. রাজস্থানের ক্ষেত্রী- তামা,সীসা, চুনাপাথর
    7. মধ্য এশিয়া (তুর্কমেনিস্থান) –   জেড পাথর
    8. সৌরাষ্ট্র (পশ্চিম ভারত)কার্নলিয়ানের  মতো দামি পাথর 
  26. স্যার আলেকজান্ডার কানিংহামের মতে হরপ্পা নামটির উৎপত্তি কোথা থেকে- লোকমুখে প্রচলিত রাজা হরপাল (সপ্তম থেকে অষ্টম শতাব্দী)-এর নাম থেকে এসেছে।
  27. হরপ্পা ও মহেঞ্জোদাড়ো শহর দুটির মধ্যেকার দূরত্ব কতপ্রায় 640  কিলোমিটার। (মতান্তরে প্রায় 483 কিমি)। 
  28. মহেঞ্জোদাড়োতে প্রাপ্ত স্নানাগারটির আয়তন বাইরের দিকে মাপ ছিল কত?- 180 ফিট x 108 ফিট (58.86 মি. X 32.91 মি.)।
  29.  মহেঞ্জোদাড়োতে প্রাপ্ত স্নান করার জলাধারটির মাপ ছিল?-  39 ফিট x 23 ফিট (11.88 মি. X 7.01 মি.) এবং গভীরতা 8 ফিট (2.43 মি.)
  30. হরপ্পার প্রাপ্ত শস্যাগারটির আয়তন ছিল?-  লম্বায় 169 ফিট x 135 ফিট [51.51 মি. X 41.14 মি.] (মতান্তরে 200 ফিট x 150 ফিট  [ 60.96  মি. x 45.72 মি.)।
  31. হরপ্পা সভ্যতার ‘সিটাডেল’ বলতে কি বোঝ?- হরপ্পার প্রায় প্রতিটি নগরে যে উঁচু এলাকা ছিল সেটি  সিটাডেল নামে পরিচিত।
  32. হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রের সিটাডেলটি ছিল অতন্ত বিস্ময়কর?- ঢোলাভিরার
  33. হরপ্পা সভ্যতার কোন নগরীতে ছিল একমাত্র সিটাডেল বিহীন?- চানহুদাড়ো 
  34. মহেঞ্জোদাড়ো শহরের প্রধান পথটি কত মিটার চওড়া ছিল?-10.4 মিটার অর্থাৎ প্রায় 34 ফিট চওড়া। 
  35. হরপ্পা সভ্যতায় বাড়িঘরগুলি কি পদ্ধতিতে নির্মিত হত?- গ্রিড পদ্ধতি বা জালকাকার পদ্ধতি।
  36. হরপ্পা সভ্যতার সমাজ প্রধানত কটি  শ্রেণিতে বিভক্ত ছিল?-
    1. শাসকশ্রেণি 
    2. ব্যবসায়ী ও কারিগর শ্রেণি
    3. শ্রমিক, কৃষক ও সাধারণ মানুষ।
  37. খনন কার্যের ফলে মহেঞ্জোদাড়োতে ও হরপ্পাতে কটি করে সভ্যতার স্তর পাওয়া গেছে?- 9টি (মতান্তরে 7টি) হরপ্পায় 8টি (মতান্তরে 6টি)
  38. হরপ্পা সভ্যতায় ব্যাবসাবাণিজ্যের সঙ্গে যুক্ত বণিকগণ কি নামে পরিচিত ?- “পণি’ 
  39. অধ্যাপক নয়নজ্যোতি লাহিড়ীর মতে প্রধান ছয়টি গুরুত্বপূর্ণ শহর কি কি?-
    1. হরপ্পা
    2. মহেঞ্জোদাড়ো 
    3. চানহুদাড়ো 
    4. লোথাল,
    5. কালিবঙ্গন
    6. বানাওয়ালি
  40. Cosmological Principles” কি?- জ্যাকমেন মনে করেন হরপ্পার শহরগুলির পরিকল্পনার মূল ভিত্তি মহাকাশের গ্রহ নক্ষত্রের অবস্থান থেকে সংগৃহীত। একে তিনি “Cosmological Principles” বলে আখ্যায়িত করেন।
  41. হরপ্পাবাসীরা কোন কোন গাছকে পুজো করত?- অশ্বথগাছ ও পিপলবৃক্ষ (বটগাছ)
  42. সিন্ধুর মানুষ সূর্যপূজার প্রতীক হিসাবে যে চিহ্ন ব্যবহার করতেন তা হল ?- “স্বস্তিক চিহ্ন”
  43. হরপ্পা সভ্যতায় বছরে কতব আর চাষ করত?- দুবার-একবার খরিফশস্য ভাদ্র-আশ্বিন (শরৎকাল) মাসে আরেকবার রবিশস্য ফাঙ্গুন-চৈত্র (বসন্তকাল) মাসে। | 
  44. কালিবঙ্গানে শব্দটির অর্থ হল?-কালোবালা
  45. গুজরাতি ভাষায় লোথাল শব্দের অর্থ ?- মৃতের স্থান। 
  46. লোথালবাসীদের সমুদ্রের প্রধান প্রধান দেবী ছিলেন?- ভানুমতী সিকোটারিমাতা
  47.  হরপ্পার লিপির প্রকৃতি কিরূপ?- চিত্র লিপি বর্ণ লিপি নয়
  48. হরপ্পার লিপিতে কতখানি চিহ্ন রয়েছে?- 375-400 
  49. হরপ্পার স্থানীয় অধিবাসীদের প্রধান খাদ্য কি ছিল?-  গম ও যব।
  50. হরপ্পার কোথায় একটি ওজন যন্ত্র পাওয়া গেছে?- লোথালে
  51. হরপ্পায় ওজনের সময় অল্প ওজনের ক্ষেত্রে কোন পদ্ধতি ব্যবহার করা হত?- দ্বণুক পদ্ধতি’ (2, 4, 8, 16 ইত্যাদি) 
  52. হরপ্পায় ওজনের সময় ঊধ্বর্তম ওজনের ক্ষেত্রে কোন পদ্ধতি ব্যবহার করা হত?-  তৃতীয় ভগ্নাংশ ও দশমিক পদ্ধতি 
  53. হরপ্পা সভ্যতার বাটখারাগুলি আকৃতি কেমন ছিল?- ঘনকের মত।
  54. হরপ্পা সভ্যতার বাটখারাগুলি সাধারণত কোন পাথর দ্বারা নির্মিত ছিল?- চুনাপাথর ও স্টিটাইট
  55.  সিন্ধু উপত্যকায় প্রাপ্ত সিলমোহরগুলি কি দিয়ে তৈরী ছিল?- পোড়ামাটি, তামা ও ব্রোঞ্জ দ্বারা নির্মিত।
  56.  সিন্ধু সভ্যতার অস্তিত্বের কথা সর্বপ্রথম সারা বিশ্বে জ্ঞাত হয় মাধ্যমে?- স্যার জন মার্শালের  সচিত্র বিবরণ 1924 সালে 'London Illustrated News’ পত্রিকায় প্রকাশিত হওয়ার পর।
  57. হরপ্পা-মেসোপটেমিয়া বাণিজ্য উপলক্ষ্যে যে তিনটি অঞলের কথা বারংবার উল্লেখ করা হয়ছে সেগুলি হল-দিলমুন বা  তিলমুন, মগন ও মেলুহা আধুনিক কালের বাহারিন ছিল সেকালের দিলমুন, মগনকে আগে মাকরান উপকূল বলে শনাক্ত করা হত। সম্প্রতি একে ওমান উপকূলের সঙ্গে তুলনা করা হচ্ছে। মেলুহা হল সিন্ধু অববাহিকা।
  58.  মহেঞ্জোদাড়োতেও হরপ্পার শস্যগারের তুলনায় যে শস্যাগার মিলেছে সেটির কত আয়তন কত?- দৈর্ঘ্য 45.71 মিটার X প্রস্থ 15.23 মিটার।
  59. হরপ্পা সভ্যতায় প্রথম অভিযান চালিয়েছিলেন?- মার্কিন প্রত্নতত্ত্ববিদ চার্লস ম্যাসন (1826 খ্রিঃ) 
  60. ‘সিন্ধু সভ্যতা’ কথাটি প্রথম ব্যবহার করেন?-  স্যার জন মার্শাল।
  61. হরপ্পা সভ্যতার কেন্দ্র গুলির মধ্যে শেষ আবিষ্কৃত কেন্দ্র কোনটি?- ঢোলাভিরা
  62. স্বাধীনতার পরবর্তীকাল প্রথম প্রত্নক্ষেত্রস্থল কোনটি ?- রূপার
  63. সিন্ধুসভ্যতায় প্রথম ধানের চাষ কোথায় হয়েছিল?- লোথালে (1800 খ্রিঃ) হয়েছিল বলে মনে করা হয়।
  64. লোথাল ছাড়া আর কোথায় ধানের  চাষ  হয়েছিল?- হরপ্পা, কালিবঙ্গান, রংপুরে 
  65. হরপ্পা সভ্যতার একমাত্র দুর্গ বিহীন শহর কেন্দ্র কোনটি?- চানহুদাররা ছিল একমাত্র স্থান যেটি ছিল কোন প্রকার দূর্গ অর্থাৎ সিটাডেল ছিল না।
  66. হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রে জলনিকাশী ব্যবস্থা সর্বাপেক্ষা সুন্দর ছিল?- চানদাড়োতে।
  67. হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রে  জলনিকাশী ব্যবস্থা অনুপস্থিত ছিল?- কালিবঙ্গানে
  68. হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রে মেয়েদের জন্য পৃথক সমাধিক্ষেত্রের কথা জানা যায়?- রাখিগড়াই 
  69. হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রে লাঙলের দাগ পাওয়া গেছে?- কালিবঙ্গনে
  70. হরপ্পা সভ্যতায় কোন কেন্দ্রকে  প্রবেশদ্বার’ আখ্যা দেওয়া হয়?- হরপ্পাকে
  71. ভারতের সীমান্তভুক্ত বৃহত্তম হরপ্পা সভ্যতার কেন্দ্রস্থল গুলি হল - ঢোলাভিরা (গুজরাট), রাখিগড়ি (হরিয়ানা)
  72. হরপ্পার পুরুষ দেবতাকে স্যার জন মার্শাল কি বলে অবিহিত করেছেন?-পশুপতি শিব 
  73. হরপ্পার পুরুষ দেবতাকে ব্যাসাম কি বলে অবিহিত করেছেন?- ‘আদি শিব’ 
  74. হরপ্পা সভ্যতায় উৎখননের দ্বারা প্রায় কতটি সমাধিক্ষেত্রের সন্ধান মিলেছে?- 5718 
  75. মৃতদেহকে সাধারণত কবরস্থানের উত্তর থেকে দক্ষিণ দিকে শায়িত করার নিয়ম ছিল। শবের মাথা উত্তরদিকে
  76. রাখা হত। 
  77.  কে মহেঞ্জোদাড়ো শহরের পশ্চিম এলাকায় একটি বৃহৎ আকৃতির বাড়িকে কলেজ বাড়ি’ আখ্যাদেন?- আর্নেস্ট ম্যাকে
  78. কে মহেঞ্জোদাড়ো শহরের পশ্চিম এলাকায় একটি বাড়িকে “সভাগৃহ” বলে বর্ণনা করেছেন?- স্যার জন মার্শাল।
  79. হরপ্পা সংস্কৃতির মানুষদের গড় আয়ু ছিল?-  30 বছর। 
  80. হরপ্পা সভ্যতায় কোথায় সমাধিক্ষেত্রের সন্ধান মিলেছে মহেঞ্জোদাড়ো, হরপ্পা, লোথাল, কালিবঙ্গান। 
  81. হরপ্পাবাসীদের ধর্মবিশ্বাসে কিসের স্থান ছিল না?- মন্দির বা দেবালয়ের
  82. হরপ্পায় বাড়িগুলির ইটের মাপ ছিল?-  11 ইঞ্চি লম্বা, 5.5 ইঞ্চি চওড়া ও 2.75 ইঞ্চি পুরু। 
  83. লোথাল শব্দের অর্থ কি?- মৃতের স্থান।
  84. হরপ্পা সভ্যতায় কোন কোন আত্মরক্ষামূলক অস্ত্রের সন্ধান মেলেনি?- ঢাল, বর্ম, শিরস্ত্রান প্রভৃতি  
  85. হরপ্পা সভ্যতার প্রধান শিল্প ছিল?- বস্ত্রবয়ন শিল্প 
  86. সিন্ধু সভ্যতা সম্পর্কে মন্তব্যকারি সমূহ-
    1. “আমাদের জ্ঞাত সর্বাপেক্ষা সুপ্রাচীন সভ্যতার অন্যতম দুটি কেন্দ্র হরপ্পা ও মহেঞ্জোদাড়ো”- স্যার জন মার্শাল 
    2. “এই সভ্যতা নীলনদের তীরে গড়ে ওঠা মিশরীয় সভ্যতা অপেক্ষা প্রাচীন।” - উইল ডুরান্ড
    3. “রোমান সভ্যতা ভিন্ন অন্য কোন প্রাচীন সভ্যতার নগর ব্যবস্থায় এত উন্নত পয়ঃপ্রণালীর ব্যবস্থা ছিল না।” - এ. এল. ব্যাসাম
    4. “স্নানাগারটি ধর্মীয় কারণে ব্যবহৃত হত এবং ঘরগুলি ছিল পুরোহিতদের আবাসস্থল।” -মার্টিমার হুইলার
    5. “অভিজাতদের জলকেলির জন্য এটি ব্যবহৃত হত এবং ঘরগুলি অনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হত।”- ডি. ডি. কোশাম্বী
    6. হরপ্পা শস্যাগারকে রাষ্ট্রীয় ব্যাংকের সঙ্গে তুলনা করেছেন। “- এ. এল. ব্যাসাম 
    7. পরিকল্পনা ও নির্মাণ কৌশলে এই শস্যভাণ্ডারটি—তুলনা এত প্রাচীন, যে পৃথিবীর কোথাও পাওয়া যায় না।” -মার্টিমার হুইলার
    8. এই সভ্যতার পৌরকর্তারা বাড়ি তৈরির নিয়মকানুন মেনে চলতেন। তাই এখানকার ঘরবাড়ি ছিল এত সুন্দরভাবে সাজানো”- অধ্যাপক গর্ডনচাইল্ড
    9. “সিন্ধু নগরগুলির অধিবাসীরা ছিল বাণিজ্যজীবী বুর্জোয়া।” -মার্টিমার হুইলার
    10. “সিন্ধুবাসীরা বিশ্বে প্রথম তুলা উৎপাদন করেছিল।”- রামশরণ শর্মা
    11. “সিন্ধু উপত্যকায় উদার স্বৈরতান্ত্রিক শাসনব্যবস্থা প্রচলিত ছিল।” -ড. এইচ. ডি. শাখালিয়া
    12.  “সিন্ধু অঞলে সম্ভবত ধর্মাশ্রয়ী শাসন চালু ছিল, যার প্রধান ছিলেন পুরোহিত রাজা (Priest King)” -  মার্টিমার হুইলার
    13. “শহরের জীবনযাত্রায় ধনতান্ত্রিক সভ্যতার প্রকাশ পরিলক্ষিত হয়।”-মার্টিমার হুইলার
    14. “হরপ্পা ও মহেঞ্জোদাড়োর প্রতিটি বণিক পরিবারে পৃথক সিলমোহর ছিল।”- এ. এল. ব্যাসাম
    15.  ‘হরপ্পা সভ্যতার সঙ্গে মধ্য এশিয়ার ঘনিষ্ঠ যোগাযোগগ ছিল।”- বোনগার্ড লেভিন
    16.  ‘হরপ্পা সভ্যতা সমকালীন সভ্যতাগুলির মধ্যে ছিল সর্বোত্তম, সুমের ও মিশরীয় সভ্যতার প্রভাব সত্ত্বেও স্বকীয়তায় এই সভ্যতা ছিল সমুজ্জ্বল।”-  স্যার জন মার্শাল 
    17. “এই শহরগুলিতে ব্যাপক ক্রীতদাস প্রথা প্রচলিত ছিল।”- ডঃ ইরফান হাবিব
    18. ‘হরপ্পায় শ্রেণিবিভাজন থাকলেও শ্রেণিবৈষম্য ছিল না।”- গর্ডন চাইল্ড
    19. “প্লাবন সিন্ধু সংস্কৃতিকে ভাসিয়ে নিয়ে যায়।”- এম. আর সাহানি
    20. “ভূস্তরে চলনজনিত যে স্পন্দন দেখা দিয়েছিল তার প্রভাবে ভূপৃষ্ঠ অশান্ত হয়ে ওঠে এবং সিন্ধু সভ্যতার পতন ঘটে।”- ডি. এন মিশ্র

 

হরপ্পা সভ্যতার কেন্দ্র,আবিস্কারক ও কেন্দের অবথান

 

Sl.

কেন্দ্র

আবিস্কারক

বর্তমান স্থান

দেশ

রাজ্য

জেলা

সাল

নীকটবর্তি নদী

1

হরপ্পা

দয়ারাম সাহানী

 

পাকিস্তান

পাঞ্জাব

মন্টগোমারি (পাঞ্জাব,

1921

 

রাভী (ইরাবতী)

2

মহেঞ্জোদাড়ো

রাখালদাস বন্দ্যোপাধ্যায়

 

পাকিস্তা

সিন্ধুপ্রদেশ

লারকানা

1922

সিন্ধু নদ

3

সুৎকাজেনদাড়ো

স্যার অরেলস্টেইন জর্জ ডালেস

 

পাকিস্থান

বেলুচিস্তান

 

1931 & 1962

 

সিন্ধুনদ

4

চানহুদাড়ো

ননীগোপাল মজুমদার (আ)। ই. জে. এইচ ম্যাকে (খ)

মহেঞ্জোদাড়ো থেকে 80 মাইল দূরে (সিন্ধুপ্রদেশ, পাঞ্জাব)

 

 

 

1931

1935

ভাদর (মতান্তরে মাহার নদী)

5

রংপুর

এম. এস. ভ্যাটস্ (আ)  এস. আর. রাও (খ)

আমেদাবাদ (গুজরাট, ভারত)

 

 

 

1931

1953-54

শতদ্র 

6

রোপার

যোগদত্ত শর্মা (খ) |

পাঞ্জাব (ভারত)

 

 

 

1953

ঘর্ঘরা

7

কালিবঙ্গান

অমলানন্দ ঘোষ (আ) বি. কে. থাপার (খ) 

গঙ্গানগরের হনুমানগড় (রাজস্থান, ভারত)

 

 

 

1953

1961

সিন্ধুনদ

8

কোটদিজি

ফজল আহমেদ খান (খ) ঘাউরি (আ)

সিন্ধুপ্রদেশ, থাইপুর (পাকিস্তান)

 

 

 

1955

1957

1935

ভোগাবর নদ

9

লোথাল

এস. আর. রাও (আ)

আমেদাবাদ (গুজরাট, ভারত)

 

 

 

1953

মতান্তরে 1957

হিনদান

10

আলমগীরপুর

পাঞ্জাব বিশ্ববিদ্যালয় (আ) যোগদত্ত শর্মা

মীরাট (উত্তরপ্রদেশ, ভারত)

 

 

 

1958

1974

 

11

সুরকোটাডা

জগৎপতি যোশী (খ)

কচ্ছ (গুজরাট, ভারত)

 

 

 

1964

 

12

বানাওয়ালি

আর. এস. বিস্ত (খ)

 হিসার (হরিয়ানা, ভারত)

 

 

 

1973 

1974

সরস্বতীর শাখানদী রঙ্গোই

 

13

মান্ডা

-

জম্বুর পশ্চিম দিকে।

 

 

 

1979

1980

পীরপাঞ্জালের পাদদেশ চিনাব নদী

 

14

ঢোলভিরা

জগৎপতি যোশী (আ) আর, এস. বিস্ত (খ)

কচ্ছের নিকটবর্তী (গুজরাট, ভারত)

 

 

 

1967

1990-91

 

15

গনভেরিবল

রফিকমুঘল

পাকিস্তান

 

 

 

 

 

16

রাখিগড়ি

অমরেন্দ্রনাথ (মতান্তরে আচার্য ভগবানদেব)

হিসার জেলা, হরিয়ান (ভারত)

 

 

 

1963

ঘর্ঘরা

 

 

17

আমরি

ননীগোপাল মজুমদার (আ) |

 সিন্ধুপ্রদেশ। (পাকিস্তান)

 

 

 

1929 মতান্তরে 1935

সিন্ধু

18

দিসালপুর

পি. পি. পাণ্ডে এবং এম. এ. ডাকী (আ)

ভুজজেলা (গুজরাট, ভারত) 

 

 

 

 

ভাদর

 

19

মিথাথাল

সূরজভান (আ)

 ভিয়ানি (হরিয়ানা ভারত)

 

 

 

1968

 

20

বালাকোট

জর্জ এফ. ডালেস (আ)

করাচির লাসবেলা উপত্যকা (পাকিস্থান)

 

 

 

1963-1976 মতান্তরে 1979

করাচির সোমানি উপসাগর

 

 

21

দাইমাবাদ

এস. আর. রাও ও বি. পি. রোপারদিকার (আ)

মহারাস্ট্র (ভারত)

 

 

 

1974

প্রভারা

 

 

 

 

 

 

হরপ্পা সভ্যতার বিভিন্ন কেন্দে প্রাপ্ত নিদর্শন সমূহ

 

SL

প্রত্নকেন্দ্র

প্রাপ্ত নিদর্শন সমূহ

1

মহেঞ্জোদাড়ো

স্নানাগার, শস্যভাণ্ডার, বহুসংখ্যক স্তম্ভের উপরে গড়ে ওঠা সভাগৃহ, নৃত্যরত মহিলার ব্রোঞ্জ মূর্তি, ব্রোঞ্জ নির্মিত মোষের মূর্তি, গম ও যবের দানা, সিলমোহর, সুতা কাটার চরকা, পুরোহিত রাজার মূর্তি, ভ্যানিটি কেস, সিংহের ল্যাজ বিশিষ্ট কাল্পনিক এক শৃঙ্গ অশ্বের চিত্র (Unicorn)। 

2

হরপ্পা

বৃহৎ শস্যাগার, দূর্গ জাতীয় ঘেরা জায়গার ধ্বংসাবশেষ, পাথরের লিঙ্গ, কার্পাস, সিলমোহর, তামার শিকল, ষাঁড়ের মূর্তি, সমাধিক্ষেত্র R-37, সমাধিক্ষেত্র H, কালো ধূসর পাথরের নটরাজ মূর্তি।

3

লোথাল

সামুদ্রিক পোতাশ্রয় বা বন্দর (প্রথম), জাহাজ মেরামতির কারখানা, গুদামঘর, ধানচাষের প্রমাণ মেলে, যুগ্ম কবর, নক্সা করা মৃৎপাত্র, দাবার ছক বোর্ড, পুঁটি, ইট পোড়াবার চুল্লি (অগ্নিবেদী), পোড়ামাটির তৈরি অশ্বমূর্তি, মিশরীয় মমির পোড়ামাটির অনুকৃতি, ওজনযন্ত্র (দাঁড়িপাল্লা), প্রতিরক্ষাদূর্গ | (The acropolis), পূতি তৈরির কারখানা।

4

সুরকোটা 

অশ্বের অস্থি (সম্ভবত 2000 খ্রিঃ পূর্বাব্দে অশ্বের অস্থি আবিষ্কৃত হয়েছে)

5

বানওয়ালি

একটি লাঙলের খেলনার সংস্করণ, সিটাডেল, ঢাকনা দেওয়া ম্যানহোল, পাথরের বাটখারা, হোমকুণ্ড, উৎকৃষ্ট বার্লি।  

6

কালিবঙ্গান

কাঠের লাঙল (প্রাচীনতম নিদর্শন), গম ও যবের দানা, দূর্গের ধ্বংসাবশেষ, ইট পোড়াবার চুল্লি (অগ্নিবেদী), উটের অস্থি, উপরের স্তরে ঘোড়ার কঙ্কাল, হাতির পায়ের হাড়, কূপ, কালো বালা, হাতির দাঁতের চিরুনি, পাথরের শিবলিঙ্গ। 

7

চানহুদাড়ো

প্রচুর ঝিনুকের খোলনির্মিত অলঙ্কারের দোকান, ধাতব সামগ্রী ও পুঁতি নির্মিত সামগ্রীর দোকান, তামার তৈরি যন্ত্রপাতি, কালির দোয়াতের মতো সামগ্রী, ডানা মেলা ঈগল পাখির ছাপযুক্ত দুটি  সিলমোহর, রেশমগুটি নির্মাণ, লিপস্টিক জাতীয় প্রসাধনী সামগ্রী পাওয়া গেছে। 

8

ঢোলাভিরা 

লিপিসমন্বিত সাইনবোর্ড, গুদামঘর, ত্রিভুজাকার দূর্গ, কূপ, দর্শকাসন বিশিষ্ট ক্রীড়াঙ্গন।

9

রূপার 

মানুষের সঙ্গে একটি কুকুরকে কবরস্থ করা হয়েছে।

10

দিসালপুর

বৃহদাকার দূর্গ।

11

রংপুর 

ধানের তুষ, ছয় ধরনের মৃৎপাত্র।

12

সুকাজেনদাড়ো 

বৃহৎ দূর্গ, তামার কুঠার, পাখির ছাপযুক্ত মৃৎপাত্র।

13

আলমুরাদ 

লাল এবং কালো মৃৎপাত্র।

14

সুকুর আমরি

 ফ্লিন্ট পাথরের ছুরি

16

হরপ্পা

গণ্ডারের চিত্র

 

 

 

হরপ্পা সভ্যতার ধ্বংশ সম্পর্কে বিভিন্ন মতামত

 

SL

যারা মনে করেন

মতামত

1

মার্টিমার হুইলার, স্টুয়াট পিগট, গর্ডনচাইল্ড, রেমন্ড অলচিন ও ব্রিজেৎ অলচিন (অচিন দম্পতি) 

বহিঃশত্রুর আক্রমণ (আর্যদের আক্রমণ)

2

রবার্ট এল রাইকস, জর্জ ডেলস, আর্নেস্ট ম্যাকে, এস. আর. রাও, মার্শাল, এম. আর সাহানী, রফিক মুঘল 

বন্যা বা প্লাবন (উদা : মহেঞ্জোদাড়ো)

3

কে. ভি. আর কেনেডি

মহামারী (মতান্তরে প্রাকৃতিক দুর্যোগ)

4

স্যার জন মার্শাল ও রবার্ট এল রেইকস ও জর্জ ডেলস

ভূমিকম্প (উদা : ঢোলাভিরা)

5

অরেলস্টাইন, অমলানন্দ ঘোষ

জলবায়ুর পরিবর্তন (অনাবৃষ্টি)

6

মার্টিমার হুইলার 

 ক্রমিক অবক্ষয় (অবনগরায়ণ)/আর্য আক্রমণ 

7

ডব্লিউ. এ. ফেয়ার সার্ভিস 

বৃক্ষচ্ছেদন, সম্পদের ঘাটতি, পরিবেশগত ভারসাম্যহীনতা 

8

প্রত্নতত্ত্ববিদ গ্রেগোরি পোজে

উদ্ভিদ ও প্রাণীকুল ধ্বংসের ফলে খাদ্য সংকট দেখা দেয় এবং সভ্যতা বিলুপ্ত হয়। 

9

[এইচ. টি ল্যান্ত্রিক (H. T Lambrick)

সিন্ধু নদীর গতিপথ পরিবর্তন।

10

ইরফান হাবিব 

রাজনৈতিক কারণ 

11

আর্নেস্ট ম্যাকে 

বহিঃশত্রু আক্রমণকারীরা ছিল বেলুচিস্তানের ব্রাহুই উপজাতি। 

12

গুরদীপ সিংহ

শুষ্ক জলবায়ুর জন্য। 

13

 শিরীন রত্নাগর

মেসসাপটেমিয়ার সঙ্গে হরপ্পার লাপিস লাজুলি-সংক্রান্ত বাণিজ্যিক অবক্ষয়। 

14

রবার্ট এল রেইকস

সাধারণ বন্যা নয় ভূপৃষ্ঠের পরিবর্তনজনিত প্রলয়ংকর বন্যা এই সভ্যতাকে ধ্বংস করে।

 

এইচ. ডি. সাংখালিয়া।

কালিবঙ্গনে ঘর্ঘরা নদীর জল শুকিয়ে গেলে এই নগরটি  ধ্বংস হয়।

15

ডি. পি. আগারয়াল এবং সুদ।

শুস্কতা বৃদ্ধির কারনে নদীপদ শুকিয়ে যায় যা পতনকে তরান্বিত করে(উদাঃ- ঘর্ঘরা, দৃষদ্বতি ও স্বরস্বতী)

 

 File Details -

PDF Name / Book Name : প্রাচীন ভারতের ইতিহাস,  হরপ্পা সভ্যতা  //Indus Valley Civilization Questions & Answers

Language : Bengali
Size : 348 kb
Download Link : Click Here to Download 





  File Details -

PDF Name / Book Name : মধ্যযুগের ভারতের ইতিহাস,  ফিরোজ শাহ তুঘলক : [Firuz Shah Tughlag] (1351-1388 খ্রীঃ) এবং পরবর্তী তুঘলক শাসকগণ [Later Tughlag rulers]

Language : Bengali
Size : 589 kb
Download Link : Click Here to Download 


For More Questions Download Link are bellow

 File Details -

PDF Name / Book Name :165টি প্রাচীন, মধ্য, আধুনিক ভারত ও  ইউরোপের ইতিহাস  প্রশ্ন ও উত্তর(Part-6)

Language : Bengali
Size : 562 kb
Download Link : Click Here to Download 





 File Details -

PDF Name / Book Name :171টি প্রাচীন, মধ্য, আধুনিক ভারত ও  ইউরোপের ইতিহাস  প্রশ্ন ও উত্তর(Part-5)

Language : Bengali
Size : 572 kb
Download Link : Click Here to Download 


  File Details -

PDF Name / Book Name :165টি প্রাচীন, মধ্য, আধুনিক ভারত ও  ইউরোপের ইতিহাস  প্রশ্ন ও উত্তর(Part-4)

Language : Bengali
Size : 574 kb
Download Link : Click Here to Download 


File Details -

PDF Name / Book Name :190টি প্রাচীন, মধ্য, আধুনিক ভারত ও  ইউরোপের ইতিহাস  প্রশ্ন ও উত্তর(Part-3)

Language : Bengali
Size : 435 kb
Download Link : Click Here to Download 


File Details -

PDF Name / Book Name 176টি প্রাচীন, মধ্য, আধুনিক ভারত ও  ইউরোপের ইতিহাস প্রশ্ন ও উত্তর(Part-2)
Language : Bengali
Size : 540 kb
Download Link : Click Here to Download 



File Details -

PDF Name / Book Name 200টি প্রাচীন, মধ্য ও আধুনিক ভারতের ইতিহাস  প্রশ্ন ও উত্তর (Part-1)
Language : Bengali
Size : 424 kb
Download Link : Click Here to Download 


 

 

 

 


একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
To Top