ফিরোজ শাহ তুঘলক :
[Firuz Shah Tughlag] (1351-1388 খ্রীঃ) এবং পরবর্তী তুঘলক শাসকগণ [Later Tughlag
rulers]
ফিরোজ শাহ তুঘলক : [Firuz Shah Tughlag] |
1. ফিরোজ শাহ তুঘলক কবে দিল্লির সিংহাসনে বসেন?-
23শে মার্চ 1351 খ্রিস্টাব্দে
2. কোন স্থানে থাকাকালীন ফিরোজ শাহ তুঘলক সুলতান
নির্বাচিত হয়েছিলেন?- সিন্ধুর সেনাছাউনিতে
3. মুহাম্মদ বিন তুঘলক এর সিন্ধু অভিযানে কোন
মোঙ্গল নেতা দায়িত্বপূর্ন পদে ছিলেন?- মোঙ্গলে
নেতা তোরমাশিরিনের জামাই নওরোজ
4. মহাম্মদ বিন তুঘলক এর মৃত্যুর সঙ্গে সঙ্গে
কোন মঙ্গল নেতা সুলতানি বাহিনীকে সিন্ধু প্রদেশে আক্রমণ করে?- তোরমাশিরিনের জামাই নওরোজ
5. মুহাম্মদ বিন তুঘলকের এর ভগিনীর নাম কি?-
খুদাবন্দজাদা
6. মুহাম্মদ বিন তুঘলকের মৃত্যুর পর তার ভগিনী
খুদাবন্দজাদা কাকে সুলতান মনোনীত করেছিলেন?- পুত্র
দাওয়ার মালিককে
7. কার মতে ফিরোজ শাহ তুঘলক মহাম্মদ কতৃক মনোনীত
হয়েছিলেন?- জিয়াউদ্দিন বারনীর মতে
8. ফিরোজ শাহ তুঘলক কত দিনব্যাপী অনুষ্ঠানের
মাধ্যমে তার অভিষেক ক্রিয়া সম্পন্ন করেছিলেন?-25দিন
9. সুলতান ফিরোজ শাহ তুঘলক পিতার নাম কি?-সুলতান গিয়াসুদ্দিনের ভ্রাতা মালিক রজবের পুত্র
10. সুলতান ফিরোজ শাহ তুঘলকের মাতা ছিলেন?-
নীলাদেবী (ভাট্টি রাজপুত রাজা রণমলের কন্যা)
11. সুলতান ফিরোজ শাহ তুঘলকের প্রধানমন্ত্রীর
নাম কি?- খান-ই-জাহান মকবুল
12. ফিরোজ শাহ তুঘলক মহঃ বিন তুঘলক প্রবর্তিত
কত রকমের কর বাতিল করে দেন?- 24 রকমের (‘কেম্ব্রিজ
হিস্ট্রি অফ ইন্ডিয়া’ তে-25টি এবং ‘ফতোয়া ই ফিরোজশাহী’ তে 26 টি)
13. দিল্লীর কোন সুলতান প্রথম ধর্মাশ্রিত রাজতন্ত্রের
আদর্শ প্রবর্তন করেন এবং নিজেকে ‘খলিফার ভৃত্য’
আখ্যা দেন?- ফিরোজ শাহ তুঘলক
14. দিল্লির কোন সুলতান মহাম্মদ বিন তুঘলকের
আমলের ‘তকভি’ ঋণ মুকুব করে দিয়েছিলেন?-
ফিরোজ শাহ তুঘলক
15. ফিরোজ শাহ তুঘলক কিসের ভিত্তিতে কর নির্ধারণ
করার সিদ্ধান্ত নিয়েছিলেন?- উৎপাদনের ভিত্তিতে
16. ফিরোজ শাহ তুঘলক সারাদেশের জমি ও উৎপাদন
সম্পর্কে তথ্য সংগ্রহের ভার দিয়েছিলেন?- খাজা
হাসিমুদ্দিন জুনাইদ-এর উপর
17. জুনায়েদ প্রায় ছয় বছর সারা দেশে ভ্রমণ
করে বার্ষিক কর ধার্য করেছিলেন কত?- 6 কোটি
75 লক্ষ তঙ্কা (অনুমানের ভিত্তিতে)
18. ফিরোজ শাহ তুঘলক কোরান প্রবর্তিত কত রকমের
কর চালু করেন?- 4 ধরনের যথা : খারাজ, খামস,
জাকাৎ, জিজিয়া।
19. খারাজ কি ধরনের কর ছিল?- চাষের জমির ওপর ধার্য কর (10 ভাগের 1 ভাগ)
20. খামস্ কি ধরনের কর ছিল? – লুণ্ঠিত দ্রব্যের ওপর ধার্য অংশ (5 ভাগের 1 ভাগ)
21. জাকাৎ
কি ধরনের কর ছিল?-মুসলিমরা তাদের আয়ের
2.5 শতাংশ দান করত।
22. জিজিয়া কি ধরনের কর ছিল?-অ-মুসলমানদের ওপর ধার্য কর।
23. ফিরোজ শাহ তুঘলক কৃষকদের কাছ থেকে উৎপন্ন
ফসলের কত অংশ সাব বা সেচকর আদায় করতেন?-10
ভাগের 1 ভাগ
24. দিল্লির কোন সুলতান প্রথম ব্রাহ্মণদের ওপরেও
জিজিয়া কর প্রবর্তন করেছিলেন?- ফিরোজ শাহ
তুঘলক
25. ফিরোজ শাহ তুঘলক দেশে অবাধ বাণিজ্যের স্বার্থে
কোন কর তুলে দিয়েছিলেন?-‘চুঙ্গিকর’
26. দিল্লীর কোন সুলতান প্রথম বেকার সমস্যা
সমাধানের জন্য সর্বপ্রথম তিনি কর্মনিয়োগ দপ্তর বা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু করেন?-
ফিরোজ শাহ তুঘলক
27. ফিরোজ শাহ তুঘলক বেকার যুবকদের একটি তালিকা
প্রস্তুত করার জন্য কাকে নির্দেশ দিয়েছিলেন- দিল্লির কতোয়ালকে
28. দরিদ্র মুসলমান কন্যাদের বিবাহ এবং অনাথ
ও বিধবাদের ভরণপোষণের জন্য ফিরোজ শাহ তুঘলক কোন বিভাগ প্রতিষ্ঠা করেন?- ‘দেওয়ান-ই-খয়রাত’
29. ফিরোজ শাহ তুঘলক সুযোগ্য
ব্যক্তিদের অর্থ সাহায্যার্থে কোন দপ্তর প্রতিষ্ঠা করে?- ‘দেওয়ান-ই-ইস্তিহক’
30. দরিদ্রদের চিকিৎসাকল্পে ফিরোজ দিল্লিতে
কি নামে একটি দাতব্য চিকিৎসালয় স্থাপন করেন?-‘দার-উল-সাফা’
নামক
31. সুলতান ফিরোজ শাহ কত সংখ্যক ক্রীতদাস সংগ্রহ
করেছিলেন?- প্রায় 1 লক্ষ 80 হাজার
32. কত সংখ্যক ক্রীতদাস দক্ষ কারিগর হিসেবে
উৎপাদনের কাজে দক্ষতা দেখায়?-1200 কৃতদাশ
33. ফিরোজ শাহ তুঘলকের ক্রীতদাসরা কি নামে পরিচিত?-
‘ফিরোজী ক্রীতদাস’
34. ফিরোজ শাহ তুঘলক ক্রীতদাসদের
জন্য যে পৃথক বিভাগের প্রচলন করে তা কি নামে পরিচিত?- ‘দেওয়ান-ই-বন্দেগান’
35. ফিরোজ শাহ তুঘলকের টাকশালের অধ্যক্ষ ছিলেন?-
তাতার খাঁ
36. ফিরোজ শাহ তুঘলকের সেনাপ্রধান(দেওয়ান-ই-আরজ)ছিলেন?-
ইমাদ-উল-মুলক
37. ফিরোজ শাহ তুঘলকের আমলে কারখানাগুলি কয়টিভাগে
বিভক্ত ছিল?- 2টি 1) রতিবি—মানুষ ও পশুর জন্য
খাদ্যসামগ্রী তৈরির কারখানা, 2) গয়ের রতিবি—পোশাক পরিচ্ছদ ও অন্যান্য সামগ্রী তৈরি
হত।
38. ফিরোজ শাহ তুঘলক কোন কোন মুদ্রার প্রচলন
করেছিলেন?- স্বল্প মুল্যের মুদ্রা জিতল, অর্ধজিতল বা আধা এবং সিকি জিতল বা বিখ মুদ্রা
চালু করেন।
39. বর্তমানে ফিরোজাবাদ শহরের অংশবিশেষ বলে
পরিচিত?- নিউ দিল্লির ফিরোজ শাহ কোটলা
40. ফিরোজের যমুনার তীরে গড়ে ওঠা প্রিয় নগর
ফিরোজাবাদ কার আক্রমনে ধ্বংশ হয়?- তৈমুর লংয়ের
আক্রমণে
41. ফিরোজ শাহ তুঘলকের আমলের নির্মিত খাল গুলি
হল-
1. যমুনা
থেকে হিসার(150 মাইল)
2. শতদ্রু
থেকে ঘর্ঘরা(96 মাইল)
3. সিরমুর
থেকে হান্সী
4. ঘর্ঘরা
থেকে ফিরোজাবাদ
5. যমুনাবাদ
থেকে ফিরোজাবাদ
42. নির্মাতা হিসবে সুলতান ফিরোজ শাহ তুঘলক-
150টি কূপ, 100টি হাসপাতাল, 100টি সরাইখানা,
100টি সাধারণ স্নানাগার, 150টি সেতু, 50টি বাঁধ, 40টি মসজিদ, 30টি কলেজ, 50টি মাদ্রাসা,
36টি কারখানা, 30টি মহাবিদ্যালয়, 20টি রাজপ্রাসাদ, 5টি স্মৃতিসৌধ, 1200 ফলের বাগান,
5টি সমাধিসৌধ নির্মাণ করেছিলেন
43. কে নির্মাতা হিসাবে ফিরোজ শাহ তুঘলককে রোমান
সম্রাট অগাস্টসের সঙ্গে তুলনা করেছেন?- স্যার
উলসী হেগ
44. ফিরোজ শাহ তুঘলকের প্রধান স্থপতি ছিলেন?-
মালিক গাজী সাহানা
45. ফিরোজশাহী মাদ্রাসা প্রতিষ্ঠা করেন?-ফিরোজ শাহ তুঘলক
46. বজ্রাঘাতে ক্ষয়প্রাপ্ত কুতুবমিনারের সংস্কার
করেছিলেন?- ফিরোজ শাহ তুঘলক
47. কুতুবমিনারের উচ্চতা আরও বৃদ্ধি করেন?-ফিরোজ শাহ তুঘলক 15 ফুট বর্ধিত করেন (ইলতুৎমিসের
আমলে 225 ফুট উচ্চতা ছিল)
48. ফিরোজ শাহ তুঘলক কর্তৃক মৃত্যুদণ্ড রদ করার
রীতি কি নামে পরিচিত?- ‘সিয়াস্ত’ বা (সিয়াসত
প্রথা)
49. ফিরোজ কোন কোন মন্দির ধ্বংশ করেছিলেন?-
পুরীর জগন্নাথদেবের মন্দির ও কাংড়ায় জ্বালামুখী
মন্দির
50. ফিরোজ শাহ তুঘলক কবে নাগরকোট(কাংড়া)অভিযান
করেছিলেন?-1361 খ্রীষ্টাব্দে
51. ফিরোজ শাহ তুঘলক নাগরকোট অভিযান থেকে প্রাপ্ত
300টি সংস্কৃত পুস্তকের কয়েকটি কাকে ফারসিতে অনুবাদের দায়িত্ব দিয়েছিলেন?- আজাজউদ্দিন খালিদ ঘানী নাম্নীকে
52. নাগরকোট অভিযানের পর ফিরোজ শাহ তুঘলক কোথায়
অভিযান চালিয়েছিলেন?- নিম্ন সিন্ধু ও থাট্টার
বিরুদ্ধে
53. ফিরোজ শাহ জনৈক আজাজউদ্দিন খালিদ ঘানী নামে
পণ্ডিতকে দিয়ে নাগরকোট অভিযান থেকে প্রাপ্ত 300টি সংস্কৃত পুস্তকের যে কয়েকটি ফার্সীতে
অনুবাদ করান তা কি নামে পরিচিত?- ‘দ্য লাইন-ই-ফিরোজশাহী’
54. ফিরোজ শাহ তুঘলকের আমলের স্থাপত্য শিল্পে
মূলত কয় ধরনের শৈলী পরিলক্ষিত হয়- দুই প্রকার
1)‘বাত্তার’ 2) ‘চাজ্জা’
55. ফিরোজ শাহ তুঘলক সময় ‘বাত্তার’ ও ‘চাজ্জা’ শৈলী অনুসরণে নির্মিত
হয়?- কালান মসজিদ ও খিরকি মসজিদ
56. ফিরোজ শাহ তুঘলক কবে বাংলাদেশের বিরুদ্ধে
প্রথম সামরিক অভিযান প্রেরণ করেন?-1353 খ্রীষ্টাব্দে
(1355 খ্রীঃ ফিরে আসতে বাধ্য হন)
57. ফিরোজ শাহ তুঘলকের প্রথম বাংলা অভি্যানের
সময় বাংলার শাসক ছিলেন?- ‘সুলতান সামসউদ্দিন
ইলিয়াস শাহ’
58. ফিরোজ শাহ তুঘলক বাংলা আক্রমন করলে সামসউদ্দিন
ইলিয়াস শাহ কোথায় আশ্রয় নিয়েছিলেন?- একডালা
দুর্গে
59. ফিরোজ শাহ তুঘলক কবে বাংলাদেশের বিরুদ্ধে
দ্বিতীয়বার সামরিক অভিযান প্রেরণ করেন?- 1359
খ্রিঃ (ইলিয়াস শাহের পুত্র সিকান্দার শাহের আমলে)
60. ফিরোজ শাহ তুঘলক কবে জৌনপুর নামক শহরটি
পত্তন করেন?- দ্বিতীয়বার বাংলা আক্রমনের সময়
61. ফিরোজ শাহ তুঘলক কবে জাজনগর বা উড়িষ্যা
আক্রমণ করেছিলেন?-1359-60 খ্রীষ্টাব্দে
62. ফিরোজ শাহ তুঘলক জাজনগর বা উড়িষ্যা আক্রমণকালে
জাজনগরের রাজা ছিলেন?-তৃতীয় ভানুদেব
63. ফিরোজ শাহ তুঘলক জাজনগর বা উড়িষ্যা আক্রমণ
করে কোন মন্দির ধ্বংশ করেছিলেন?- জগন্নাথ মন্দির
64. ফিরোজ শাহ তুঘলক কেন উড়িষ্যা বা জাজনগর
আক্রমণ করেছিলেন?- উড়িষ্যার বিখ্যাত জগন্নাথ
মন্দির ধ্বংস করা, অবিশ্বাসীদের শাস্তি দেওয়া এবং খাতি সংগ্রহের জন্য (আফিফ ও আইন-উল-মূলক
এর মতে)
65. কোন অভিযান থেকে প্রত্যাবর্তন কালে ফিরোজ
শাহ তুঘলক পথ হারিয়ে গভীর জঙ্গলে অসহায় ভাবে 6 মাস অতিবাহিত করেছিলেন?- জাজনগর বা উড়িষ্যা (আফিফ এর মতে)
66. ফিরোজ শাহের আমলে দিল্লিতে এক মন গমের দাম
ছিল?- 8/৮ জিতল
67. ফিরোজ শাহের আমলে দিল্লিতে এক মন ছোলা ও
যবের দাম ছিল?- 4 জিতল
68. কোন কোন ঐতিহাসিক মুঘল সম্রাট আকবরের সঙ্গে তুলনা করে ফিরোজকে ‘সুলতানি যুগের আকবর’ বলে অভিহিত করেছে?-
হেনরি এলিয়ট ও এলফিনস্টোন
69. ফিরোজ শাহ তুঘলক সৈন্যদের নগদ বেতনের পরিবর্তে
কিসে বেতন দিতেন?- ‘ইকতা বা জমি’ বন্দোবস্তের
মাধ্যমে
70. কোন ঐতিহাসিক ফিরোজ শাহ তুঘলককে সুলতানি
সাম্রাজ্যের শেষ প্রতিনিধি (Last of the Notable Sultan of Delhi)বলে উল্লেখ করেছেন?-
ডঃ রমেশচন্দ্র মজুমদার
71. ফিরোজের সর্বশেষ সামরিক অভিযান ছিল?- কাটিহার (রোহিলাখণ্ড) রাজ্য আক্রমণ
72. ফিরোজ শাহ তুঘলকের কাটিহার (রোহিলাখণ্ড)অভিযানের সময় সেখানকার শাসক
ছিলেন?- খরকু বদাউন
73. ফিরোজ শাহ তুঘলক সিংহাসনে বসার কত বছরের
মধ্যে 2বার খলিফার স্বীকৃতি অর্জন করেন?- ছয়
বছরের মধ্যে
74. দিল্লির কোন সুলতান প্রথম নিজেকে ‘খলিফার প্রতিনিধি’ বা ‘খলিফার নায়েব’ বলে ঘোষণা করেছিলেন?- ফিরোজ শাহ তুঘলক
75. ফিরোজ শাহ তুঘলক মুসলিম সম্প্রদায়কে কয়টি
শ্রেণীতে বিভক্ত করেছেন?- 2টি শ্রেনীতে (সুন্নি
মুসলমান ও অ-মুসলমান)
76. ফিরোজ শাহ তুঘলক ব্রাহ্মণদের পরিবার, বৃদ্ধ
ও প্রতিবন্ধীদের প্রদেয় জিজিয়ার হার কমিয়ে কত করেছিলেন?- বার্ষিক 10 তংকা 50 জিতল করেন
77. ফিরোজ শাহ তুঘলকের নির্মিত 36টি কারখানাগুলির
মধ্যে প্রধান ছিল?- ফরাসখানা (ফরাস ও কার্পেট
তৈরি), জামদার খানা(শীতবস্ত্র তৈরি),
আলম খানা (রাজকীয় প্রতীক তৈরি)।
78. কবে ফিরোজ শাহ তুঘলক মৃত্যু বরণ করেন?-
20 সেপ্টেম্বর 1388 খ্রি:
79. ফিরোজ শাহ তুঘলক তার সময় হিসার অঞ্চলে বহু
‘খরক’ স্থাপন করেন; খরক বলতে কি বোঝানো হয়েছে?- পশুশালাকে
80. ‘রাজদর্পণ’-র ফার্সি অনুবাদ করেছিলেন?-
স্বয়ং ফিরোজ শাহ তুঘলক
81. ফিরোজ শাহ তুঘলক রচিত তার আত্মজীবনী মূলক
গ্রন্থের নাম কি?-‘ফুতুহা-ই-ফিরোজশাহী’
82. সুলতানি যুগের কোন শাসক দিল্লির নিকটবর্তী
তোপরা গ্রাম এবং মিরাট থেকে দুটি অশোকস্তম্ভ লেখ দিল্লীতে নিয়ে আসেন?- ফিরোজ শাহ তুঘলক
83. ফিরোজ শাহ তুঘলকের কোন পুত্র তার জীবিত
অবস্থায় মারা যান?- জ্যেষ্ঠ পুত্র ফতে খাঁ
84. সুলতান ফিরোজ শাহ তুঘলক তার জীবনের শেষ
পর্যায়ে কোন পুত্রের উপর নির্ভরশীল হয়ে পড়েন?- তার পুত্র নাসিরুদ্দিন মহম্মদের উপর
85. ফিরোজ শাহ তুঘলক তাঁর মৃত্যুর পূর্বে কাকে
উত্তরাধিকারী নির্বাচন করেছিলেন?- তাঁর পৌত্র
তুঘলক শাহকে (ফতে খাঁর পুত্র) (1388-1389 খ্রীঃ)
(যিনি দ্বিতীয় গিয়াসুদ্দিন তুঘলক উপাধি নিয়েছিলেন)
86. দ্বিতীয় গিয়াসুদ্দিন তুঘলককের পর সিংহাসনে
বসেন?- ফিরোজের তৃতীয় পুত্র জাফর খাঁর পুত্র
আবু বকর (1389-1390 খ্রীঃ)
87. আবু বকরের পর সিংহাসনে বসেন?- ফিরোজের পুত্র
নাসিরুদ্দিন মহম্মদ (1390-1394 খ্রিঃ)
88. ফিরোজের পুত্র নাসিরউদ্দিন মহাম্মদ আবু
আবু বকরকে কোথায় বন্দি করে রেখে ছিলেন?- মিরাট
দুর্গে
89. নাসিরুদ্দিন মহাম্মদের মৃত্যুর পর সিংহাসনে
বসেন?-
তার পুত্র হুমায়ুন শাহ (আলাউদ্দিন সিকান্দার শাহ) (1394-1413 খ্রীঃ)
90. হুমায়ুন শাহের পরে সিংহাসনে বসেন ?- ফিরোজের কনিষ্ঠ পুত্র নাসিরুদ্দিন মামুদ শাহ
(তুঘলক বংশের শেষ শাসক)
91. নাসিরুদ্দিন মামুদ শাহের আমলেই বিক্ষুদ্ধ
আমীরগণ কাকে দিল্লির সুলতান বলে ঘোষনা করেছিলেন?- ফতে খাঁর পুত্র নসরৎশাহকে (নাসিরুদ্দিন মামুদ শাহ দিল্লিতে এবং নসরৎশাহ ফিরোজাবাদে
রাজত্ব করতে থাকেন)
92. দিল্লীর কোন সুলতান জায়গির প্রথা প্রথম
বংশানুক্রমিক করেছিলেন?- ফিরোজ শাহ তুঘলক
93. কে ফিরোজ শাহ তুঘলককে ‘নায়েবি বরকত’ উপাধিতে
ভূষিত করেছিলেন?- গিয়াসুদ্দিন তুঘলক
94. ‘দাগ’ ও ‘হুলিয়া’ প্রথা তুলে দিয়েছিলেন?-
ফিরোজ শাহ তুঘলক
95. হৌজ খাস নামে প্রমোদসৌধ নির্মান করেন?- ফিরোজ শাহ তুঘলক
96. ফিরোজ শাহ তুঘলকের সম-সাময়িক উল্লেখযোগ্য
ঐতিহাসিক হলেন- জিয়াউদ্দিন বারনী ও শামস-ই-সিরাজ
আফিফ
97. তৈমুর লং খিজির খাঁনকে কবে কোথাকার শাসক
নিযুক্ত করেন?- 1399 খ্রি: 6ই মার্চ মূলতান,
লাহোর ও দীপালপুরের
98. দিল্লীর কোন সুলতানের সময় সমরখন্দের অধিপতি
তৈমুর লং ভারতবর্ষ আক্রমণ করেন?- নাসিরুদ্দিন
মামুদ শাহের রাজত্বকালে (1398 খ্রি: এপ্রিল মাসে)
99. তৈমুর লং ভারত আক্রমণের জন্য প্রথমে কাকে
পাঠিয়েছিলেন ?- তার পৌত্র পীর মোহাম্মদকে
(1398 খ্রি: গোড়ার দিকে)
100. তৈমুর লং ভারত আক্রমণ করলে নাসিরউদ্দিন
মামুদ শাহ কার সঙ্গে মিলিত হয়ে সামান্য প্রতিরোধ গড়ে তুলেছিলেন?- তার মন্ত্রী ও পরামর্শদাতা মল্লু ইকবলের সাথে
101. তৈমুর লং ভারতবর্ষ আক্রমণ করলে মামুদ শাহ
পরাজিত হয়ে কোথায় পালিয়ে যান?- গুজরাটে
102. কবে নাসিরুদ্দিন মামুদ শাহ মৃত্যুবরণ করে?-1413 খ্রি:
103. তৈমুর লং কবে কোথায় জন্ম গ্রহন করেন?-1336 খ্রি: মধ্য এশিয়ার সমরখন্দেরর 50 মাইল দক্ষিণে
অবস্থিত ‘কেচ’(শহর-ই-শব্জ) শহরে
104. তৈমুরের একটি পা নষ্ট হওয়ার জন্য তিনি কি
নামে পরিচিত ছিলেন?- “লং ধা ‘খঞ্জ’ নামে পরিচিত
105. তৈমুরের পিতা আমির তাৰ্ঘি বারলা কোন সম্প্রদায়ভুক্ত
ছিলেন?- তুর্কী উপজাতিদের সুরগান বা চাঘতাই
তুর্কী
106. তৈমুর কবে সমরখন্দের সিংহাসনে বসে?- 1369 খ্রি: মাত্র 33 বছর বয়সে
107. তৈমুর লং এর ভারত অভিযানের(1398 খ্রি:)মূল
উদ্দেশ্য ছিল- 2টি (1) বিধর্মীদের নিশ্চিহ্ন
করে গাজী হওয়া, (2) বিধর্মীদের ধনসম্পত্তি ইসলামের সৈনিকদের সেবায় ব্যবহার করা
108. তৈমুর লং কবে থেকে তার বিজয় অভিযান শুরু
করেছিলেন?-1370 খ্রি:
109. তৈমুর লং কবে দিল্লি দখল করেন?-1398 খ্রি: 18 ডিসেম্বর
110. তৈমুরের পুত্রের নাম কি?- শাহরুখ খান
111. তৈমুর লং-এর পৌত্রের নাম কি?- পীরমহম্মদ
112. তৈমুর লং কবে স্বদেশে প্রত্যাবর্তন করে?-
1399 খ্রি: 19শে মার্চ
113. তৈমুর বিশ্বের কোন কোন স্থান জয় করে অদ্বিতীয়
বীর রূপে খ্যাতি অর্জন করে?- পারস্য, মেসোপটেমিয়া,
আফগানিস্থান জয় করে
114. তৈমুরের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম হল?-
তুর্কি ভাষায় লিখিত ‘মালফুজাৎ-ই-তৈমুরী’ বা
‘তুজুক-ই-তৈমুরী
File Details -
PDF Name / Book Name : মধ্যযুগের ভারতের ইতিহাস, ফিরোজ শাহ তুঘলক : [Firuz Shah Tughlag] (1351-1388 খ্রীঃ) এবং পরবর্তী তুঘলক শাসকগণ [Later Tughlag rulers]
Language : Bengali
Size : 589 kb
Download Link : Click Here to Download
For More Questions Download Link are bellow
File Details -
PDF Name / Book Name :165টি প্রাচীন, মধ্য, আধুনিক ভারত ও ইউরোপের ইতিহাস প্রশ্ন ও উত্তর(Part-6)
Language : Bengali
Size : 562 kb
Download Link : Click Here to Download
File Details -
PDF Name / Book Name :171টি প্রাচীন, মধ্য, আধুনিক ভারত ও ইউরোপের ইতিহাস প্রশ্ন ও উত্তর(Part-5)
Language : Bengali
Size : 572 kb
Download Link : Click Here to Download
File Details -
PDF Name / Book Name :165টি প্রাচীন, মধ্য, আধুনিক ভারত ও ইউরোপের ইতিহাস প্রশ্ন ও উত্তর(Part-4)
Language : Bengali
Size : 574 kb
Download Link : Click Here to Download
File Details -
PDF Name / Book Name :190টি প্রাচীন, মধ্য, আধুনিক ভারত ও ইউরোপের ইতিহাস প্রশ্ন ও উত্তর(Part-3)
Language : Bengali
Size : 435 kb
Download Link : Click Here to Download
File Details -
PDF Name / Book Name : 176টি প্রাচীন, মধ্য, আধুনিক ভারত ও ইউরোপের ইতিহাস প্রশ্ন ও উত্তর(Part-2)
Language : Bengali
Size : 540 kb
Download Link : Click Here to Download
File Details -
PDF Name / Book Name : 200টি প্রাচীন, মধ্য ও আধুনিক ভারতের ইতিহাস প্রশ্ন ও উত্তর (Part-1)
Language : Bengali
Size : 424 kb
Download Link : Click Here to Download