প্রতিবাদী ধর্ম আন্দোলন( বৌদ্ধ ও জৈন ধর্ম) Questions & Answers with Pdf

প্রতিবাদী ধর্ম আন্দোলন( বৌদ্ধ ও জৈন ধর্ম)  Questions & Answers

( বৌদ্ধ ও জৈন ধর্ম)

প্রতিবাদী ধর্ম আন্দোলন( বৌদ্ধ ও জৈন ধর্ম)

1.   কোন সময়ে প্রতিবাদী ধর্মের উত্থান হয়েছিল?- খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে

2.  কোন ধর্মের বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে বৌদ্ধ ও জৈন ধর্মের উত্থান ঘটেছিল?- বৈদিক ব্রাহ্মণ ধর্মের বিরুদ্ধে

3.    খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে কতগুলি প্রতিবাদী ধর্মের উত্থান হয়েছিল?- প্রায় 63টি

4.  কয়েকটি প্রতিবাদী ধর্ম হল?- বৌদ্ধ জৈন ও আজীবিক

5.  প্রতিবাদী সম্প্রদায়গুলোর মধ্যে সবথেকে প্রাচীন কারা?- আজীবিক সম্প্রদায়

গৌতম বুদ্ধ ও বৌদ্ধ ধর্ম

1.   প্রথম বুদ্ধ কবে কোথায় জন্মগ্রহণ করেন?- 663 খ্রিস্টপূর্বাব্দে কপিলাবস্তুর লুম্বিনী গ্রামে (সিংহলী মতে 566 খ্রীষ্টপূর্বাব্দে)

2.  গৌতম বুদ্ধের পিতা মাতার নাম কি?- গৌতম বুদ্ধের পিতা শাক্য গোষ্ঠীর নেতা শুদ্ধোদন এবং  মায়াবতী হচ্ছে কৌশল রাজকন্যা তার মাতা।

3.  গৌতম বুদ্ধ কবে কাকে বিবাহ করেন?- 16 বছর বয়সে যশোধরাকে বিবাহ করেন  (শাক্য বংশ)।

4.  গৌতম বুদ্ধের পুত্রের নাম কি?- রাহুল (29 বছর বয়সে তাঁর পুত্র জন্মগ্রহণ করেন)

5.  গৌতম বুদ্ধ কোথায় কোন গাছের নিচে সাধনায় বসেছিলেন?- উরুবিল্ব নামক এক স্থানে অশ্বথ গাছের নিচে সাধনায় বসে।

6.  গৌতম বুদ্ধ কার কাছ থেকে পায়েশ সাধনায় বসেছিলেন?- সুজাতা নামে এক গোপ কন্যার কাছ থেকে

7.  বুদ্ধ কত বছর বয়সে বোধিসত্ত্ব লাভ করেছিলেন?- 35 বছর বয়সের নৈরঞ্জনা নদীর তীরে অশ্বথ গাছের নিচে বোধিসত্ত্ব লাভ করেছিলেন 49 দিনের মাথায়।

8.  গৌতম বুদ্ধ প্রথম কার কাছে তার ধর্ম প্রচার করেছিলেন?- বারানসির কাছে সারনাথে গৌতম তার ভূতপূর্ব 5 সঙ্গীর নিকট তার ধর্ম মত প্রথম প্রচার করেন। এরা হল অশ্ব জিৎ, বাষ্প, মহানা্‌ম, কৌন্ডিল্য ভদ্রিক।

9.  গৌতম বুদ্ধ প্রথম কোথায় ধর্ম প্রচার করেছিলেন?- ঋষিপত্তনে যার বর্তমান নাম সারনাথ

10. গৌতম বুদ্ধ প্রথম কোথায় ধর্ম প্রচার করেছিলেন?- ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত।

11. গৌতম বুদ্ধ কোশল রাজ্যে কত বছর তার ধর্ম প্রচার করেছিলেন?- গৌতম বুদ্ধ প্রায় 21 বছর কৌশল দেশে ধর্ম প্রচার করেছিলেন

12. গৌতম বুদ্ধ কৌশল রাজ্যের কোথায় বসবাস করত?- তিনি কৌশলের জেতবন নামে একটি উদ্যানের কুটিরে বসবাস করত, পরে এটি জেতবন বিহার-এ পরিণত হয়।

13. গৌতম বুদ্ধের সমসাময়িক কোন রাজা ও রানী তার শিষ্য ও শিষ্যা ছিলেন?- মগধের রাজা বিম্বিসার, সারিপুন্ত, মৌদগল্যায়ন, কৌশল রাজ প্রসেনজিৎ এবং রানী মল্লিকা ছিলেন তাঁর শিষ্য শিষ্যা।

14. জেতবন বিহার গৌতম বুদ্ধ কে দান করেছিল?- অনাথপিন্ডক নামক এক বনিক এবং তার শিষ্য।

15. বুদ্ধদেব ধ্যানের পদ্ধতি এবং উপনিষদের ব্রাহ্মণ বিদ্যা আয়ত্ত করেন কার কাছ থেকে?- আলারা কালামা নামক ঋষির সংস্পর্শে।

16. গৌতম বুদ্ধ কোন রাজ্যে ধর্ম প্রচার করতে যেতে রাজি হননি?- অবন্তী রাজ্যে

17. প্রথম বুদ্ধ কবে কোথায় তার দেহত্যাগ করেন?- গৌতম বুদ্ধ 483 খ্রিস্টপূর্বাব্দে 80 বছর বয়সে কুশিনগর(মল্ল)এ  দেহত্যাগ করেন

18. গৌতম বুদ্ধের দেহত্যাগ এর ঘটনা কি নামে পরিচিত?- মহাপরিনির্বাণ নামে পরিচিত।

19. ‘সকল দেহের ক্ষয় হয়, জন্মের সহিত মৃত্যু অনিবার্য’ গৌতম বুদ্ধ একথা কাকে বলেছিলেন?- তার শিষ্য আনন্দকে

20.আসক্তি বিনাশের জন্য বুদ্ধ কয়টি পথের কথা বলেছেন?- আটটি যা অষ্টাঙ্গিক মার্গ নামে পরিচিত

21. গৌতম বুদ্ধের মতে মুক্তি বা মোক্ষলাভ করতে প্রয়োজন?- অষ্টাঙ্গিক মার্গ অনুশীলন,আর্য সত্য পালন, মধ্য পন্থা অনুসর, ত্রিপিটক অনুশীলন।

22.বৌদ্ধ সংঘে ভর্তি হতে গেল নূন্যতম বয়স লাগত?- 8/৮ বছর বছর

23.ত্রিপিটক হল তিনটি?- বিনয় পিটক, সুত্তপিটক ও অভিধর্ম পিটক।

24.ত্রিপিটক কোন ভাষায় লেখা?- পালি ভাষায়

25.বিনয় পিটকে লিপিবদ্ধ আছে?- বৌদ্ধ সন্ন্যাসীদের বা বৌদ্ধ ভিক্ষুদের মঠ জীবন বিধান ও পরিচালনার নিয়মসমূহ পাওয়া যায়।

26.সুত্ত পিঠকে লিপিবদ্ধ আছে?- বৌদ্ধ ধর্মের নৈতিক বিষয়গুলি আছে।

27.অভিধর্ম পিটকে লিপিবদ্ধ আছে?-  বৌদ্ধ ধর্মের আধ্যাত্মিক ও দার্শনিক দিক আলোচিত হয়েছে

28.গৌতম বুদ্ধের ভাই-এর নাম?- দেব দত্ত

29.গৌতম বুদ্ধের গুরু কারা?- প্রথম গুরু অসিত, দ্বিতীয় গুরু আলারা কালামা, তৃতীয় গুরু হলো রাজগৃহের উদ্রক রামপুত্রক।

30.বুদ্ধের ঘোড়া নাম?-কন্টক

31. গৌতম বুদ্ধের সারথির নাম– ছন্ন

32.গৌতম বুদ্ধের চিকিৎসকের নাম ছিল- জীবক চিন্তামণি

33.গৌতম বুদ্ধে শেষ উপদেশ দিয়েছিলেন?- সুভদ্রা নামের সন্ন্যাসিনী এবং তার প্রিয় শিষ্য আনন্দকে।

34.কোন গনিকা গৌতম বুদ্ধের আশীর্বাদ পেয়েছিল?- গণিকা আম্রপালি বা অম্বপালি

35.পাবাপুরিতে গৌতম বুদ্ধ কোথায় বসবাস করতেন?- এক গরীব কর্মকারের বাড়িতে

36.পাবাপুরিতে গৌতম বুদ্ধ কি খেয়ে অসুস্থ হয়ে পড়েন?- মাশরুম এবং শুকরের মাংস খেয়ে

37.চৈনিক মতে বুদ্ধের মহাপরিনির্বাণ ঘটে?- 486 খ্রিস্টপূর্বাব্দ

38.চৈত হল- উপাসনা গৃহ।

39.সর্বাস্তিবাদী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন- রাহুল ভদ্র

40.সৌতান্ত্রিক সম্প্রদায়ের মধ্যে উল্লেখযোগ্য ছিলো- অশ্বঘোষ নাগার্জুন

41. মহাসাঙ্ঘিক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হলেন?- মহাকাশ্যপ

42.বৌদ্ধ ধর্মের কোন শাখায় বুদ্ধকে দেবতার আসনে বসিয়েছেন ?- মহাযান ধর্মে ( তারা বুদ্ধের মূর্তি পূজা করত)

43.বৌদ্ধ ধর্মের কোন শাখায় বুদ্ধকে দেবতার আসনে বসায়নি ?- হীনযান ধর্মে ( তাদের মতে বুদ্ধ ছিলেন সর্বজ্ঞ পুরুষ এবং সত্য)

44.কাদের আক্রমনে বৌদ্ধ ধর্মের পতন ঘটে?- আরব ও তুর্কি আক্রমণে

45.শিষ্য ও সন্ন্যাসীদের সংবদ্ধ করার জন্য বুদ্ধ কি গঠন করেছিলেন?- সংঘ ব্যবস্থা ( সংঘগুলি ছিল স্বয়ং শাসিত স্বয়ং সম্পুর্ন)

46.ভিক্ষু ও ভিক্ষুনীরা সমবেত হত প্রতিমাসের কত তারিখে?- প্রতিমাসের 8,14,15 তারিখের(স্থানীয় বিহারের অধীনস্থ জায়গায়)

47.বুদ্ধদেবের উপদেশ গুলি কোন ভাষায় রচিত?- প্রাকৃত বা অর্ধমাঘধি ভাষায়

48.জাতক হল?- বুদ্ধদেবের পূর্বজন্মের কাহিনী (সুত্তপিটকের পঞ্চম নিকায় অবলম্বন করে জাতক গুলি রচিত হয়েছে)

49.জাতকের সংখ্যা হচ্ছে?- 550 টি

50.বুদ্ধদেবের একজন নাপিত শিষ্য হল?- উপালি

51. বুদ্ধদেবের একজন ক্ষত্রিয় শিষ্য হল?- আনন্দ

52.বুদ্ধদেবের একজন ব্রাহ্মন শিষ্য?- মহাকাশ্যপ

53.বুদ্ধদেবের প্রধান দুই জন শিষ্য হল?- অভয় রাজকুমার ও রুপালি

54.বুদ্ধদেবের বণিক শিষ্য হল?- শ্রাবস্তীর অনাথ পিন্ডক

55.বুদ্ধদেবের গৃহবধু শিষ্যা হল?- বিশাখা

56.বৌদ্ধ ধর্মমত কয়টি তত্ত্বের ওপর ভীত্তিতে প্রতিষ্ঠিত?- আর্য সত্য, অষ্টাঙ্গিক মার্গ এবং কার্যকারণ নীতির উপর।

57.গৌতম বুদ্ধ কোথায় সর্বাধিক ধর্মীয় উপদেশ বিতরণ করেছিলেন?- শ্রাবস্তীতে

58.বৌদ্ধ ধর্মের বেদ ও বেদান্তে সত্য প্রচার করেছিলেন?- কুমারিল ভট্ট ও শংকরাচার্য

 

4টি বৌদ্ধ সম্মেলন সম্পর্কে কিছু গুরত্বপূর্ন তত্ত্ব

সম্মেলন

স্থান

নেতৃত্ব

সভাপতি

সময়কাল

ফলাফল

প্রথম

রাজগৃহ

অজাত শস্ত্রু মতান্ত্ররে মহাকাশ্যপ

মহাকাশ্যপ

483 খীষ্ট-পূর্বাব্দে

হর্যঙ্ক বংশের সময়

এ সময় বুদ্ধের শিষ্য আনন্দ সূত্র পিটক সংকলন করেন এবং উপালী বিনয় পিটক সংকলন করেন

দ্বিতীয়

বৈশালী

কালাশোক

সাবাকাসি/যশ

383 খীষ্ট-পূর্বাব্দে

শিশুনাগ বংশের সময়

এই সময় ভারতের বৌদ্ধ ভিক্ষুগণ দুই ভাগে ভাগ হয়ে যায় পশ্চিম ভারতীয় ভিক্ষুগণ থেরবাদ বা স্থবিরবাদ এবং পূর্ব ভারতীয় ভিক্ষুগণ মহাসঙ্ঘিকা বা আচার্যবাদ নামে পরিচিতি লাভ করে

শেষ পর্যন্ত থেরবাদীরা 11 টি মহাসঙ্ঘিকায় এবং আচার্য বাদীরা 7 টি সম্প্রদায়ের ভাগ হয়ে যায়

তৃতীয়

পাটলিপুত্র

অশোক(জলন্ধর কুন্দলবন বিহার)

মোগলিপুত্ত তিস্য

251 খীষ্ট-পূর্বাব্দে

মৌর্য বংশের সময়

অভিধর্ম পিটক এই সম্মেলনের সংকলিত হয়

চতুর্থ

কাশ্মির

কনিষ্ক

বসুমিত্র(সহ-সভাপতি ছিলেন অশ্বঘোষ)

98 খীষ্টাব্দে কুষান বংশের সময়

এই সম্মেলনে বৌদ্ধ ধর্মাবলম্বীরা দুটি ভাগে ভাগ হয়ে যায় মহাযান ও হীনযান

বৌদ্ধ পন্ডিত পার্শ্ব এই সম্মেলনে গৃহীত সিদ্ধান্তের আলোকে বৌদ্ধশাস্ত্রগুলি সংস্কৃত ভাষায় সংকলন করেন। পার্শ্ব-এর রচনার নাম ছিল বিভাসাশাস্ত্র

বৌদ্ধ ধর্মের গুরুত্বপূর্ণ কিছু বিষয়

                                      

1.   সূত্র পিটক এর মূল্য সবচেয়ে বেশি এবং বিনয় পিটকের সবচেয়ে কম। বিনয় পিটকের সমস্ত বক্তব্য বুদ্ধের নিজস্ব নয়।

2.  বৌদ্ধ ধর্মে বলা হয়েছে আত্মা বলে কিছু নেই, কর্মফল বাদের কথাটা এখানে শিকার করা হয়েছে।

3.  গৌতম বুদ্ধের জীবনের পাঁচটি গুরুত্বপূর্ণ ঘটনা ও তার প্রতীক-

1.   জন্ম- পদ্ম ও ষাড়

2.  মহাভিনিষ্ক্রমন- ঘোড়া

3.  নির্বান লাভ- বোধীবৃক্ষ

4.  প্রথম ধর্মপ্রচার-ধর্মচক্র

5.  মহাপরিনির্বান/মৃত্যু-স্তুপ

6.  বুদ্ধদেবের জন্ম ও মৃত্যু হয়-বৈশাখী পূর্ণিমায়।

7.  বুদ্ধদেব জাতিভেদ প্রথা মানতেন না

জৈন ধর্ম ( Jainism)

1.   জৈন শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে এসেছে?- জিন নামক শব্দ থেকে

2.  জিন কথাটির অর্থ কি?- বিজয়ী

3.  জৈনদের আদি নাম হল?- নির্গ্রন্থ

4.  জৈন ধর্মের প্রচারক গ্রন্থি নামে পরিচিত?- তীর্থঙ্কর

5.  জৈনধর্মে মোট তির্থঙ্করের সংখ্যা হল?- 24 জন

6.  জৈনধর্মের প্রথম তির্থঙ্করের নাম হল?- ঋষভদেব বা আদিনাথ

7.  জৈনধর্মের শেষ তির্থঙ্করের নাম হল?- মহাবীর

8.  জৈনধর্মের তেইশতম তির্থঙ্করের নাম হল?-পার্শ্বনাথ

9.  পার্শ্বনাথ ছিলেন?- বারানসির রাজা অশ্বসেনের পুত্র, ক্ষত্রিয় কুলে তার জন্ম হয়(জৈন শাহকার ভদ্রবাহুর রচনা থেকে জানা যায়)

10. তির্থঙ্ককেরা কি নামে পরিচিত?- জিন নামে (জিন কথার অর্থ হল জয়ী)

11. মহাবীরের অপর নাম?- বর্ধমান মহাবীর

12. মহাবীর কবে কোথায়গ্ন করেন?- 540 খ্রিস্টপূর্বাব্দে বৈশালির কাছে কুন্দগ্রামে জন্মগ্রহণ করেন।

13. মহাবীরের পিতার নাম?- সিদ্ধার্থ (জ্ঞাতৃক গোষ্ঠীর নেতা)

14. মহাবীরের মায়ের নামক কি?- ত্রিশলা লিচ্ছবি রাজা চেতকের বোন

15. মহাবীরের ভাইয়ের নাম কি?- নন্দী বর্মন

16. মহাবীরের সঙ্গে হর্যঙ্ক বংশের সম্পর্ক ছিল কিভাবে জানা যায়?- মগধের রাজা বিম্বিসার বৈশালীর লিচ্ছবি রাজা চেতকের কন্যা চেল্লনাকে বিবাহ করেন

17. মহাবীর প্রথম জীবনে কাকে বিবাহ করেন?- যশোদা নামে এক মহিলাকে

18. মহাবীরের কন্যার নাম কি?- আন্নোজা

19. মহাবীর কত বয়সে সংসার জীবন ত্যাগ করেন?- 30 বছর বয়সে

20.কত মাস নিরবিচ্ছিন্ন কঠোর তপস্যার পর তিনি নির্গ্রন্থ বা গ্রন্থি হিন বা বাঁধনহীন হন?-13 মাস(পরিধেয় বস্ত্র পরিত্যাগ করেন)

21. মহাবীর কত বয়সে কৈবল্য লাভ করেন?- 42 বছর বয়সে

22.মহাবীর কোন নদীর ও কোন গাছের নিচে কঠোর তপস্যা সময় তিনি সত্যজ্ঞান কৈবল্য প্রাপ্ত হন?- ঋজু পালিকা নদীর ধারে একটি বিশাল শাল গাছের নীচে

23.কৈবল্য প্রাপ্তির পর মহাবীরের নাম হয়?- কেবলিন বা সর্বজ্ঞ, জিন বা জিতেন্দ্রিয় এবং তিনি মহাবীর নামে পরিচিত হন।

24.কবে কোথায় মহাবীরের মৃতু হয়?- 468 মতান্তরে 469 খ্রিস্ট পুর্বাব্দে 72 বছর বয়সে রাজগৃহের নিকট পাবা নগরীতে

25.মহাবীরের গুরুর ছিলেন?- দেব চন্দ্র

26.জৈন ধর্মে কর্মফলের হাত থেকে মুক্তির জন্য কি পালনের কথা বলা হয়েছে?- ত্রিরত্ন অর্থাৎ সৎ বিশ্বাস, সৎ আচরণ, সৎ জ্ঞান

27.জৈন ধর্ম প্রথম কোথয় প্রচারিত হয়?- পূর্ব ভারত অর্থাৎ অঙ্গরাজ্য বা ভাগলপুর জেলা, বিদেহ বা কৌশল রাজ্যে

28.মহাবীর কোথায় ধর্মপ্রচারের জন্য এলে লোকেরা তার প্রতি কুকুর লেলিয়ে দেয়?- রাঢ় দেশে

29.মগধরাজ কোন কোন রাজা জৈনকে ধর্ম সমর্থন করেন?- বিম্বিসার ও অজাতশত্রু

30.কোন মৌর্য সম্রাট শেষ জীবনে জৈন ধর্মের অনুরাগি হন?- চন্দ্রগুপ্ত মৌর্য

31. কোন মৌর্য সম্রাট মহীশুরের শ্রবলবেলগোলায় অনশনে দেহত্যাগ করেন?-চন্দ্রগুপ্ত মৌর্য

32.মহীশুরের শ্রাবনবেলগোলায় চন্দ্রগিরি নামে যে গুহা নির্মিত হয় তা কার স্মরনে নির্মিত?- চন্দ্রগুপ্ত মৌর্যের নাম স্মরনে

33.দিগম্বর কারা?- ভদ্র বাহুর নেতৃত্বে মহাবীরের অনুশাসন কঠোরভাবে যারা মেনে চলত এবং কোন গ্রন্থি বা বস্ত্র পরিধান করতেন না তাদের বলা হত দিগম্বর।

34.শ্বেতাম্বর কারা?- স্থুলভদ্রের নেতৃত্বে যারা শ্বেতবস্ত্র পড়তেন তাদের বলা হয় শ্বেতাম্বর।

35.জৈন ধর্মগ্রন্থ দ্বাদশ অঙ্গ ও ‘দ্বাদশ উপঅঙ্গ’ কোন ভাষায় লেখা?-অর্ধমাগধী বা প্রাকৃত ভাষায়

36.মহাবীর কোন কোন মহাজনপদে পরিভ্রমণ করেছিলেন?- কৌশল, মগধ, মিথিলা, ও চম্পা এই 4 টি

37.মহাবীরের প্রথম শিষ্যের নাম- জামেলি

38.প্রথম জৈন দর্শন হল?-কল্পসূত্র

39.হেমচন্দ্র ছিলেন?-1088 খ্রীষ্টাব্দের জৈন পন্ডিত।

40.মহাপুরান রচনা করেন?- জৈন পন্ডিত জিনসেন ও গুনভদ্র

41. জৈন ধর্মের দ্বিতীয় কেন্দ্র ছিল?- মথুরা

42.‘রত্ন মালিকা’ নামে একটি জৈন গ্রন্থ রচনা করেছিলেন?- রাষ্ট্রকূট রাজা অমোঘবর্ষ

43.গৃহীদের জন্য জৈনধর্মে কয়টি আচরণবিধির কথা বলেছে?-তিনটি অনুব্রত, গুণব্রত ও শিক্ষা ব্রত

44.সংঘ পরিচালনার ভার মহাবীর কাদের ওপর অর্পন করেন?- গুনধর বা শিষ্যদের দেন

45.কল্পসূত্র গ্রন্থ রচনা করেন?- ভদ্রবাহু

46.জৈন আগম বা জৈন সিদ্ধান্ত কয়টি ও কি কি?- পাঁচটি অঙ্গ,উপঅঙ্গ,প্রকীর্ন,ছেদসুত্র,মূল সূত্র

47.মহাবীরের দেহান্তর পর তার কোন শিষ্য জৈন সংঘের অধ্যক্ষ হন?- ইন্দ্রভূতি

48.জৈন মতে 24 জন তীর্থঙ্কর ও 11 জন গুনধরের পরে একমাত্র কে কেবল্য জ্ঞান লাভ করেন?- জম্বু

49.পার্শ্বনাথ কোথায় দেহত্যাগ করেন?- বিহারের হাজারীবাগ জেলার পরেশনাথ পাহাড় বা সম্বেত শিখরে 100 বছর বয়সে

50.পার্শ্বনাথের তপশ্চর্যার কততম দিনে সাধনা পূর্ণ হয়েছিল অর্থাৎ কৈবল্য লাভ করেছিলেন?- 84তম দিনে

51. পার্শ্বনাথের বিবাহ করেছিলেন?- অযোধ্যার রাজকন্যা প্রভাবতীর সঙ্গে

52.পার্শ্ব্ব্বনাথ চরিত করনা করেন?- ভবদেবসুরি

53.কাদের একদন্ডী কি বলা হত?- আজীবিক সন্ন্যাসীদের হাতে বাঁশের লাঠি থাকত বলে তাদের একদন্ডী  বলা হত

54.আজীবিক ধর্মের প্রতিষ্ঠাতা ছিলেন?- গোশাল মংখলিপুত্ত

55.প্রথম জীবনে গোশাল মংখলিপুত্ত কার সাক্ষ্য শিষ্য ছিলেন?- মহাবীরের

56. গোশাল মংখলিপুত্তের মৃত্যু হয়?- সম্ভবত মহাবীর এর মৃত্যুর 16  বছর পূর্বে  (484 খ্রীষ্ট পুর্বাব্দে) নিয়তিবাদ বলা হয়?- আজীবিকরা যে ধর্মমত প্রচার করেন তাকে নিয়তিবাদ বলা হয়? 

57.আজীবিক দের পর্বতগুহা দান করেছিলেন?- সম্রাট অশোক ও দশরথ

 

 

2টি জৈন সম্মেলন ও তার বিস্তারিত বিবরন

সম্মেলন

সময়

নেতা

স্থানে

ফলাফল

প্রথম জৈন সম্মেলন

খ্রিস্টপূর্ব তৃতীয় শতক

স্থুল ভদ্র

পাটলিপুত্রে

এই সভায় নানা ভাবে বিচার করে 12 টি অনুশাসন গ্রহন করা হয় এবং পূর্বের 14 টি পর্ব বাতিল করা হয় তার নাম হয় দ্বাদশ অঙ্গ

দ্বিতীয় জৈন সম্মেলন

পঞ্চম শতাব্দিতে

দেবার্ধি কাশন্য

গুজরাতের বলভীতে

এই সম্মেলনে আরও 12টি অনুশাসন যোগ করা হয়। শেষ পর্যন্ত এর নাম হয় ‘দ্বাদশ উপঅঙ্গ’ জৈন ধর্ম

 

জৈন ধর্মের কয়টি গুরুত্বপূর্ণ বিষয়

1.   জৈন ধর্মে কর্মফলে বিশ্বাস করা হয়

2.  জৈনদের প্রাচীনত সাহিত্যের নাম হল পূর্ব

3.  জৈনদের ধর্মশস্ত্রকে বলা হয় আগম

4.  কলিঙ্গ খারবেল এবং চালুক্য সিদ্ধরাজ জৈন ধর্মের অনুরাগী ছিলেন।

5.  পার্শ্বনাথ বুদ্ধদেবের প্রায় 200 বছর পূর্বে জন্মগ্রহণ করেছিল।

6.  জৈন ধর্ম মত অনুসারে পুদগল সংগ্রহ করে আত্মা দেহ গড়ে তোলে। পুদগল পরমাণুর সমষ্টি।

7.  মহাবীর যে ধর্মমত প্রচার করেন তার মূলভিত্তি হল পার্শ্বনাথ প্রবর্তিত চতুর্যাম(অহিংসা, সত্য, অচৌর্য ও অপরিগ্রহ

8.  (প্রাণী হত্যা না করার, মিথ্যা কথা না বল্‌ অন্যের জিনিস জোর করে না নেওয়া, নিজের জন্য সম্পত্তি সঞ্চয় না করা।

9.  পঞ্চমহাব্রত?- মহাবীর চতুরযাম নীতির সঙ্গে ব্রহ্মচর্য যুক্ত করেন একে পঞ্চমহাব্রত বলা হয়।

10. জৈন ধর্মে নারী ও পুরুষদের পৃথক সংগঠন ছিল।

11. মহাবীর পর ইন্দ্রভূতি-সুধর্মা-জাম্বু সংঘের অধিনায়ক হন।

12. মহাবীর ও বুদ্ধদেব উভয় পূর্ব ভারতের অধিবাসী ছিলেন।

13. অঙ্গ-আগরাঙ্গ সূত্র ও দৃষ্টিবাদসমেত 11 টি গ্রন্থ নিয়ে গঠিত।

14. উপঅঙ্গ-12 টি গ্রন্থ নিয়ে গঠিত।

15. প্রকীর্ন- 10টি গ্রন্থ নিয়ে গঠিত।

16. ছেদসুত্র- 6টি গ্রন্থ নিয়ে গঠিত

17. মূল সূত্র-4টি গ্রন্থ নিয়ে গঠিত

18. তীর্থঙ্কর ও তাদের সংশ্লিষ্ট চিহ্ন-  

            1.       ঋষভদেব বা আদিনাথ (1 নম্বর)- ষাড়

2.       অজিত (2 নম্বর)- হাতি

3.       সম্ভব (3 নম্বর)--ঘোড়া

4.       নমি (21 নম্বর)-নীল পদ্ম

5.       আগিও নেমি(22 নম্বর)- শাখ বা শঙ্খ

6.       পার্শ্বনাথ (23 নম্বর)-ফনাতোলা সাপ

7.       মহাবীর (24 নম্বর)- সিংহ

File Details -

PDF Name / Book Name : প্রতিবাদী ধর্ম আন্দোলন( বৌদ্ধ ও জৈন ধর্ম) Questions & Answers

Language : Bengali
Size : 772 kb
Download Link : Click Here to Download 



For More Questions Download Link are bellow

File Details -

PDF Name / Book Name : প্রাচীন ভারতের ইতিহাস,  হরপ্পা সভ্যতা  //Indus Valley Civilization Questions & Answers

Language : Bengali
Size : 348 kb
Download Link : Click Here to Download 




  File Details -

PDF Name / Book Name : মধ্যযুগের ভারতের ইতিহাস,  ফিরোজ শাহ তুঘলক : [Firuz Shah Tughlag] (1351-1388 খ্রীঃ) এবং পরবর্তী তুঘলক শাসকগণ [Later Tughlag rulers]

Language : Bengali
Size : 589 kb
Download Link : Click Here to Download 


 File Details -

PDF Name / Book Name :165টি প্রাচীন, মধ্য, আধুনিক ভারত ও  ইউরোপের ইতিহাস  প্রশ্ন ও উত্তর(Part-6)

Language : Bengali
Size : 562 kb
Download Link : Click Here to Download 





 File Details -

PDF Name / Book Name :171টি প্রাচীন, মধ্য, আধুনিক ভারত ও  ইউরোপের ইতিহাস  প্রশ্ন ও উত্তর(Part-5)

Language : Bengali
Size : 572 kb
Download Link : Click Here to Download 


  File Details -

PDF Name / Book Name :165টি প্রাচীন, মধ্য, আধুনিক ভারত ও  ইউরোপের ইতিহাস  প্রশ্ন ও উত্তর(Part-4)

Language : Bengali
Size : 574 kb
Download Link : Click Here to Download 


File Details -

PDF Name / Book Name :190টি প্রাচীন, মধ্য, আধুনিক ভারত ও  ইউরোপের ইতিহাস  প্রশ্ন ও উত্তর(Part-3)

Language : Bengali
Size : 435 kb
Download Link : Click Here to Download 


File Details -

PDF Name / Book Name 176টি প্রাচীন, মধ্য, আধুনিক ভারত ও  ইউরোপের ইতিহাস প্রশ্ন ও উত্তর(Part-2)
Language : Bengali
Size : 540 kb
Download Link : Click Here to Download 



File Details -

PDF Name / Book Name 200টি প্রাচীন, মধ্য ও আধুনিক ভারতের ইতিহাস  প্রশ্ন ও উত্তর (Part-1)
Language : Bengali
Size : 424 kb
Download Link : Click Here to Download 


 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url