SANTALI MEDIUM SSC PRELIMINARY EXAM QUESTION PAPER 2021

 SANTALI MEDIUM SSC PRELIMINARY EXAM QUESTION PAPER 2021

স্মৃতি থেকে সংগৃহীত কিছু প্রশ্ন



ইতিহাস

1, তাজমহল কে তৈরি করেন?

2. সতীদাহ প্রথা কে রদ করেন?

3. ভারত ছাড়াে আন্দোলন গান্ধীজি কবে শুরু করেন?

4. আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে?

5. পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়?

6. পলাশীর যুদ্ধ কবে হয়?

7. Wings of Fire বইটি কে লেখেন? ?

8. Discovery of India বইটি কে লেখেন? ?

9. Frontier Gandhi কাকে বলা হয়? ?

ভূগােল

11, চম্বল কোন নদীর অংশ?

12. বিন্ধ্য ও সাতপুরা পর্বতের মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত?

13. Indian river originate হয়েছে কোথায়? ?

14, অলকানন্দা ও গঙ্গা কোথায় মিলিত হয়েছে?

15. বায়ুমন্ডলের সর্বনিম্ন স্তর কোনটি?

16. ভারতের কোথায় প্রথম তাপবিদ্যুৎ ইন্ট্রোডিউস করা হয়েছিল?

17. ইন্দিরা পয়েন্ট কোথায় অবস্থিত?

18. Rice Research কেন্দ্র ভারতের কোথায় অবস্থিত?

19. সবচেয়ে বেশি বার্লি উৎপাদনকারী দেশ কোনটি?

সংবিধান

20. সংবিধানের প্রস্তাবনার চেয়ারম্যান কে ছিলেন?

21, কোন দেশ সকলের ভােটের সমান অধিকার অস্বীকার করে না?

22. চিপ কমিশনারকে কে নিয়ােগ করেন?

Physical science

23. লেড পেন্সিল এ কি যুক্ত থাকে?

24, জলের উপর স্তর সাবমেরিন থেকে কিসের মাধ্যমে দেখা যায়?

Life science

25. প্রথম কোন প্রাণীর ক্লোন তৈরি করা হয়?

26. মানুষের দেহে ক্রোমােজোমের সংখ্যা কয়টি?

Festival

27, ওনাম কোন রাজ্যের উৎসব?

Awards

28. রবীন্দ্রনাথ কিসের জন্য নােবেল পুরস্কার পান?

29. অমর্ত্য সেন কিসের জন্য নােবেল পান?

30. নবেল প্রাইজ কোন কোন ক্ষেত্রে দেওয়া হয়?

31. সাহিত্যে নােবেল পুরস্কার 2020 সালে কে পান?

32. Federation prize কোন ফিল্ডের সাথে সম্পর্কিত? ?

Sports

33. আমজাদ আলী খান কিসের সাথে জড়িত?

34. Greto Garbo কোন খেলর সাথে জড়িত?

35. Dr Kurien কোন ফিল্ডের সাথে জড়িত?

36. 2020 সালে আইপিএল লিগ এর উপস্থাপনা করে কোন দেশ?

Genal knowledgeer

37. গ্যালিলিও কি আবিষ্কার করেন?

38. সবুজ বিপ্লব কবে হয়?

39. হিটলার হাজার 1933 সালে যে পাটি গঠন করেন তার নাম কি?

40. Indian television centre কোথায় অবস্থিত? ?

41. শার্লক হােমস এর সৃষ্টিকর্তা কে?

42. Lady with the lamp কাকে বলা হত? ?

43. 2020 সালে পশ্চিমবঙ্গে যে বিধ্বংসী ঝড় হয়েছিল তার নাম কি?

44. Fire Temple কোন ধর্মাবলম্বীদের জন্য?

45. কোভিড ধরা পড়ে প্রথম কোন দেশে?

46. Entomology বলতে কোন শিল্পকে বােঝায়? ?

47. জলদাপাড়া কোথায় অবস্থিত?

48, ভারতের প্রাচীনতম বন্দর কোনটি?

49. Covid-19 ছড়িয়ে পড়লে কোন সংস্থা একে প্যানডেমিক হিসেবে ঘােষণা করে?

50, সাহিত্য পুরস্কার সাঁওতালি ভাষার জন্য কে পান?

51, প্রথম ইন্দো কিউই ওম্যান যিনি নিউজিল্যান্ডের প্রেসিডেন্ট হন তিনি কে?

52. Art of love কোন মন্দিরের গায়ে প্রদর্শনী হিসেবে রয়েছে

53. সর্বপ্রথম এটমিক রিঅ্যাক্টর কোনটি?

54. ইউএসএ এর 46 তম প্রেসিডেন্ট ইলেকশনে জয়ী কে হন?

55. ভারতের সংবিধানের নিম্নলিখিত কোন স্বাধীনতার কথা বলা হয়নি?

56. সংস্কৃত ব্যাকরণ কে রচনা করেন?

35. Dr Kurien কোন ফিল্ডের সাথে জড়িত?

36. 2020 সালে আইপিএল লিগ এর উপস্থাপনা করে কোন দেশ?

General knowledge

37. গ্যালিলিও কি আবিষ্কার করেন?

38. সবুজ বিপ্লব কবে হয়?

39. হিটলার হাজার 1933 সালে যে পাটি গঠন করেন তার নাম কি?

40. Indian television centre কোথায় অবস্থিত? ?

41. শার্লক হােমস এর সৃষ্টিকর্তা কে?

42. Lady with the lamp কাকে বলা হত? ?

43. 2020 সালে পশ্চিমবঙ্গে যে বিধ্বংসী ঝড় হয়েছিল তার নাম কি?

44. Fire Temple কোন ধর্মাবলম্বীদের জন্য?

45. কোভিড ধরা পড়ে প্রথম কোন দেশে?

46. Entomology বলতে কোন শিল্পকে বােঝায়? ?

47. জলদাপাড়া কোথায় অবস্থিত?

48, ভারতের প্রাচীনতম বন্দর কোনটি?

49. Covid-19 ছড়িয়ে পড়লে কোন সংস্থা একে প্যানডেমিক হিসেবে ঘােষণা করে?

50, সাহিত্য পুরস্কার সাঁওতালি ভাষার জন্য কে পান?

51, প্রথম ইন্দো কিউই ওম্যান যিনি নিউজিল্যান্ডের প্রেসিডেন্ট হন তিনি কে?

52. Art of love কোন মন্দিরের গায়ে প্রদর্শনী হিসেবে রয়েছে

53. সর্বপ্রথম এটমিক রিঅ্যাক্টর কোনটি?

54. ইউএসএ এর 46 তম প্রেসিডেন্ট ইলেকশনে জয়ী কে হন?

55. ভারতের সংবিধানের নিম্নলিখিত কোন স্বাধীনতার কথা বলা হয়নি?

56. সংস্কৃত ব্যাকরণ কে রচনা করেন?

জিকে এন্ড কারেন্ট অ্যাফেয়ার্স মােট 70টি প্রশ্ন

ম্যাথ - 40টি প্রশ্ন

1. সরল সুদ দুইটি

2. গর 2 টি

3. বীজগণিত একটি

4, লসাগু একটি

5, সময় ও কাজ একটি

6. সময় ও দূরত্ব একটি

7. বর্গ একটি

8. সংখ্যার অংক দুটি

9. অনুপাত 7 টি

10. পরিমিতি সাতটি

11. শতাংশ দশটি

ইংরেজি মােট 40 টি প্রশ্ন

1. Preposition (fill in the blanks) - 46

2. Article (fill in the blanks) - 16

3. One word substitution - 96

5. Synonym-5 টি

6. Tense (fill in the blanks)- 2 6

7. Error connection - 16




Next Post Previous Post
No Comment
Add Comment
comment url