কর্ণসুবর্ণ নগর এর সংক্ষিপ্ত বিবরণ দাও

2

 কর্ণসুবর্ণ নগর এর সংক্ষিপ্ত বিবরণ দাও

 কর্ণসুবর্ণ নগর এর সংক্ষিপ্ত বিবরণ দাও


উত্তর:- গৌড়ের রাজা শশাঙ্কের রাজধানী ছিল কর্ণসুবর্ণ এটি কানসােনা’ নামেও পরিচিত

অবস্থান:- পশ্চিমবঙ্গের মুরশিদাবাদ জেলার চিরুটি রেলস্টেশনের কাছে গৌড়ের রাজধানী কর্ণসুবর্ণের ধ্বংসাবশেষ পাওয়া গেছে স্থানীয়ভাবে এটি রাজা কর্ণের প্রাসাদ নামেও পরিচিত

ঐতিহাসিক প্রত্নস্থল:- বর্তমান চিরুটি রেলস্টেশনের কাছে রাজবাড়িডাঙায় আবিষ্কৃত হয়েছে চিনা পর্যটক হিউয়েন সাঙ(সুয়ান জাং) একেলাে-টো-মাে-চিহ’বলেছেন এর পাশেই গৌড়ের রাজধানী কর্ণসুবর্ণ নগরের প্রত্নস্থল আবিষ্কৃত হয়েছে

জলবায়ু:- কর্ণসুবর্ণ অঞ্চলের জমি নীচু ও আর্দ্রতাই এখানে কৃষিকাজ ভালাে হয় এখানে প্রচুর ফুল ও ফল পাওয়া যায় এখানকার জলবায়ু নাতিশীতােয়

অধিবাসীদের বিবরণ:- হিউয়েন সাঙ (সুয়ান জাং)-এর বিবরণ থেকে জানা যায় যে, এখানকার মানুষের চরিত্র খুব ভালাে, শিক্ষাদীক্ষার পৃষ্ঠপােষক এবংতারা অত্যন্ত সমৃদ্ধ কর্ণসুবর্ণ নগরে বৌদ্ধ ও শৈব উভয় ধর্মের মানুষ বসবাস করত

ব্যাবসাবাণিজ্য:- কর্ণসুবর্ণ সেকালে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও প্রশাসনিক কেন্দ্র ছিলরক্তমৃত্তিকা বৌদ্ধবিহারের ধ্বংসাবশেষ শশাঙ্কর রাজত্বের আগে থেকেই এখানের সঙ্গে দক্ষিণ-পূর্ব এশিয়ার বাণিজ্যিক যােগাযােগ ছিল রক্তমৃত্তিকা থেকে একজন বণিক দক্ষিণ-পূর্ব এশিয়ার মালয় দ্বীপে ব্যাবসা করতে গিয়েছিলেন তার প্রমাণ পাওয়া গেছে

কর্ণসুবর্ণ নগরের পতন:- শশাঙ্কের মৃত্যুর পর কামরূপের রাজা ভাস্করবর্মা কর্ণসুবর্ণ আক্রমণ ও দখল করেন তারপর রাজা জয়নাগ কর্ণসুবর্ণ শহরে রাজধানী প্রতিষ্ঠা করেছিলেন এর পরবর্তীকালে কর্ণসুবর্ণ নগরের অবক্ষয় ও অবসান ঘটে

File Details -

PDF Name / Book Name কর্ণসুবর্ণ নগর এর সংক্ষিপ্ত বিবরণ দাও 
Language : Bengali
Size : 136 kb
Download Link : Click Hereto Download





একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
To Top