171টি প্রাচীন, মধ্য, আধুনিক ভারত ও ইউরোপের ইতিহাস প্রশ্ন ও উত্তর(Part-5)

0

 


171টি প্রাচীন, মধ্য, আধুনিক ভারত ও  ইউরোপের ইতিহাস   প্রশ্ন ও উত্তর(Part-5)



1.       নাৎসি দলের গুপ্তবাহিনির নাম কী ছিল?

উত্তরঃ-স্টর্ম ট্রুপার্স বা ঝটিকাবাহিণী

2.       প্রথম বিশশ্বযুদ্ধের পর কোন্ আন্তর্জাতিক সংগঠন স্থাপিত হয়?

উত্তরঃ-জাতিসঙ্ঘ

3.       নরমপন্থী নেতাদের নীতি কী নামে সমধিক পরিচিত?

উত্তরঃ-প্লিজ-প্রে-পিটিসন

4.       প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানির সম্রাট কে ছিলেন?

উত্তরঃ-কাইজার দ্বিতীয় উইলিয়াম

5.       পৃথিবীতে প্রথম আন্তর্জাতিক নিরস্ত্রীকরণ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?

উত্তরঃ-জেনেভায়

6.       নাৎসিদল কবে প্রতিষ্ঠিত হয়?  

উত্তরঃ-1919 খ্রিঃ

7.       পঞ্চশীল বলতে কী বোঝ?

উত্তরঃ- চীনের সঙ্গে ভারতের

8.       প্রথম বিশ্বযুদ্ধের সময়কাল কত?

উত্তরঃ-1914-1918খ্রিঃ

9.       পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ কোনটি?

উত্তরঃ-সোভিয়েত রাশিয়া

10.   নাৎসিবাদের তাত্ত্বিক প্রতিষ্ঠাতা কে?

উত্তরঃ-যোসেফ গোয়েবলস

11.   নাৎসি দলের বাইবেল কাকে বলা হয়?

উত্তরঃ-মেইন কেষ্য

12.   পন্থ প্রস্তাব-এর রচনাকার কে ছিলেন?

উত্তরঃ-গোবিন্দবল্লভ পন্থ

13.   নাৎসিবাদের প্রতিষ্ঠাতা কে?

উত্তরঃ-হিটলার

14.   পূর্ব এশিয়ার স্বাধীনতা সংগ্রামের জনক কে?

উত্তরঃ-রাসবিহারী বসু

15.   পুনা চুক্তি কবে, কাদের মধ্যে হয়েছিল?

উত্তরঃ-1932 খ্রিঃ কংগ্রেসের পক্ষে রাজেন্দ্রপ্রসাদ অনুন্নত সম্প্রদায়ের পক্ষে বি.আর. আম্বেদকরের মধ্যে

16.   পুর্বে শ্রীলঙ্কার কী নাম ছিল?

উত্তরঃ-সিংহল

17.   পরাধীন ভারতে আসামের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন?

উত্তরঃ-গোপিনাথ বর দলুই

18.   প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে?

উত্তরঃ-ড. আত্মারাম পাণ্ডুরঙ্গ

19.   পলাশীর যুদ্ধ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?

উত্তরঃ-নবীনচন্দ্র সেন

20.   পাকিস্তান শব্দের অর্থ কী?

উত্তরঃ-পবিত্রভূমি

21.   পাঞ্জাব কেশরী নামে কে পরিচিত?

উত্তরঃ-লালা লাজপত রায়

22.   পার্লহার্বার কোথায় অবস্থিত?

উত্তরঃ-প্রশান্ত মহাসাগরের তীরে

23.   পি.এন.ঠাকুর কার ছদ্মনাম?

উত্তরঃ-রাসবিহারী বসু

24.   ফকির-অব-জংঘিরা কাব্যগ্রন্থটি কে রচনা করেন?

উত্তরঃ-হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও

25.   ফুয়েরার কথার অর্থ কী? উত্তরঃ-একচছত্র নায়ক

26.   ফুয়েরার কে?

উত্তরঃ-হিটলার

27.   ফ্যাসিবাদ শব্দটি কে প্রথম ব্যবহার করেন?

উত্তরঃ-মুসোলিনি

28.   ফ্যাসিবাদ শব্দটি কোন্ শব্দ থেকে উদ্ভভ হয়েছে?

উত্তরঃ-রোমান শব্দ থেকে

29.   ফ্যাসিবাদের জনক কে?

উত্তরঃ-মুসোলিনি

30.   ফ্যাসিস্ট দল কে গঠন করেন?

উত্তরঃ-মুসোলিনি

31.   ফ্যাসিস্ট শব্দের অর্থ কী?

উত্তরঃ-স্বৈরতন্ত্র

32.   ফুয়েরার কথার অর্থ কী?

উত্তরঃ-একচ্ছত্র নেতা

33.   ফ্রাংকো কে ছিলেন?

উত্তরঃ-স্পেনের গৃহ যুদ্ধের নায়ক

34.   ফরাসি বিপ্লবের কোন্ আদর্শ জাতিয়তবাদকে উদ্ভুদ্ধ করে?

উত্তরঃ-সাম্য-মৈত্রী- স্বাধীনতা

35.   ফরোয়ার্ড ব্লক নামে নতুন দল কখন গঠিত হয়?

উত্তরঃ-1939 খ্রিঃ

36.   ফাদার মার্টিন কার ছদ্ম নাম?

উত্তরঃ-মানবেন্দ্রনাথ রায়

37.   ফেডারেশন হল বা মিলন মন্দির কে প্রতিষ্ঠা করেন?

উত্তরঃ-আনন্দমমোন বসু

38.   ফোর্টউইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?

উত্তরঃ-1800 খ্রিঃ

39.   বঙ্গভঙ্গ কে রদ করেন?

উত্তরঃ-সম্রাট পঞ্চম জর্জ

40.   বঙ্গভঙ্গের সময় ভারতের বড়লাট কে ছিলেন?

উত্তরঃ-লর্ড কার্জন

41.   বন্দেমাতরম পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উত্তরঃ-অরবিন্দ ঘোষ

42.   বন্দেমাতরম মহামন্ত্র কোন্ উপন্যাসের অন্তর্গত?

উত্তরঃ-আনন্দমঠ উপন্যাস

43.   বন্দেমাতরম সঙ্গীতের রচয়িতা কে?

উত্তরঃ-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

44.   বর্ণপরিচয় কে রচনা করেন?

উত্তরঃ-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

45.   বর্তমান ভারত গ্রন্থটির রচয়িতা কে?

উত্তরঃ-স্বামী বিবেকানন্দ

46.   বর্তমানে রাষ্ট্রসংঘের মহাসচিব কে?

উত্তরঃ-বান কি মুন

47.   ব্রহ্মদেশ কবে স্বাধীনতা লাভ করে?

উত্তরঃ-1948 খ্রিঃ

48.   ব্রাহ্মসভা কে প্রতিষ্ঠা করেন?

উত্তরঃ-রাজা রামমোহন রায়

49.   ব্রাহ্মসমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

উত্তরঃ-রাজা রামমোহন রায়

50.   ব্রিটিশ ভারতীয় সেনারা কত খ্রিষ্টাব্দে মুম্বাইতে বিদ্রোহ ঘোষণা করেন?

উত্তরঃ-1946 খ্রিঃ

51.   বরিশালে কে স্বদেশ বান্দব সমিতি গঠন করেন?

উত্তরঃ-অশ্বিনী কুমার দত্ত

52.   ব্ল্যাক্সার্ট শার্ট কী?

উত্তরঃ-ফ্যাসিস্ট দলের সদস্যদের ব্লাশার্ট বলা হয়

53.   ব্লাক্সার্ট শার্ট বাহিনী কে গঠন করেন?

উত্তরঃ-মুসোলিনি

54.   বাংলার প্রথম বিপ্লবী শহীদের নাম কি?

উত্তরঃ-ক্ষুদিরাম বসু

55.   বাংলার প্রথম বিপ্লবী সমিতির নাম কী?

উত্তরঃ-অনুশীলন সমিতি

56.   বাংলার বিপ্লববাদের জনক কাকে বলা হয়?

উত্তরঃ-প্রমথ নাথ মিত্র

57.   বাংলার মুকুট হীন রাজা নামে কে পরিচিত?

উত্তরঃ-সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়

58.   বান্দুং কোন দেশে অবস্থিত?

উত্তরঃ-ইন্দোনেশিয়ার রাজধানী।।

59.   বান্দুং সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?

উত্তরঃ-1955 খ্রিঃ

60.   ‘বার্লিন ওয়াল’  কবে তৈরী হয়েছিল?

উত্তরঃ-1961

61.   বার্লিন কংগ্রেসের সভাপতি কে ছিলেন?

উত্তরঃ-বিসমার্ক

62.   বার্লিন দেওয়াল কবে ভেঙ্গে ফেলা হয়?

উত্তরঃ-1989 খ্রিঃ 9 নভেম্বর

63.   বি- বা- দি কাদের বলা হয়?

উত্তরঃ-বিনয় বাদল দীনেশ

64.   বিধবা বিবাহকে কত খ্রিঃ আইনসম্মত বলে ঘোষণা করা হয়?

উত্তরঃ-1858 খ্রিঃ

65.   বিধান মণ্ডল আছে এমন একটি রাজ্যের নাম লেখো?

উত্তরঃ-কর্ণাটক

66.   বিনয়-বাদল-দীনেশ কোন্ দলের কর্মী ছিলেন?

উত্তরঃ-বেঙ্গল ভলান্টিয়ার্স

67.   বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কোন ঘটনার প্রতিবাদ স্বরূপ নাইট উপাধি ত্যাগ করেন?

উত্তরঃ-জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড

68.   বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠা হয়?

উত্তরঃ-1921 খ্রিঃ

69.   বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন?

উত্তরঃ-রবীন্দ্রনাথ ঠাকুর

70.   বিসমার্ক কোন দেশের সঙ্গে রি-ইনসিওরেন্স চুক্তি স্বাক্ষর করেন?

উত্তরঃ-রাশিয়ার

71.   বেঙ্গলি পত্রিকা কে রচনা করেন?

উত্তরঃ-সুরেন্দ্রনাথ বসু

72.   বেথুন কলেজ কে প্রতিষ্ঠা করেন?

উত্তরঃ-ড্রিঙ্ক ওয়াটার বেথুন

73.   ভগত সিং এর রাজনৈতিক দলের নাম কি?

উত্তরঃ-নওজোয়ান ভারতসভা

74.   ভগবত চতুষ্পঠীর প্রতিষ্ঠাতা কে?

উত্তরঃ-সতীশ চন্দ্র মুখোপাধ্যায়

75.   ভবানী মন্দির গ্রন্থটির লেখক কে?

উত্তরঃ-অরবিন্দ ঘোষ

76.   ভাইমার প্রজাতন্ত্র কে প্রতিষ্ঠা করেন?

উত্তরঃ-ফ্রেডারিক ইবার্ট

77.   ভাইমার প্রজাতন্ত্রের অবসান কে ঘটায়?

উত্তরঃ-অ্যাডলফ হিটলার

78.   ভাইমার প্রজাতন্ত্রের নেতা কে ছিলেন?

উত্তরঃ-ফ্রেডারিখ ইবার্ট

79.   ভাইমার প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা কে?

উত্তরঃ-ফ্রেডারিখ ইবার্ট

80.   ভাইমার প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্টের নাম কি?

উত্তরঃ-ফ্রেডারিখ ইবার্ট

81.   ভারত কোন্ পথে গ্রন্থের লেখক কে?

উত্তরঃ-জহরলাল নেহেরু

82.   ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়?

উত্তরঃ-1942খ্রিঃ

83.   ভারত ছাড়ো প্রস্তাবটি জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে গৃহীত হয়?

উত্তরঃ-বোম্বাই অধিবেশনে

84.   ভারত শাসন আইন কত খ্রিস্টাব্দে প্রবর্তিত হয়?

উত্তরঃ-1935 খ্রিঃ

85.   ভারত সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন?

উত্তরঃ-সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

86.   ভারতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন?

উত্তরঃ-উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়

87.   ভারতীয় গণপরিষদে ত্রিপুরার প্রতিনিধি কে ছিলেন?

উত্তরঃ-গিরিজা শঙ্কর গুহ

88.   ভারতীয় গণপরিষদের প্রতীক চিহ্ন কী?

উত্তরঃ-জাতীয় পতাকা

89.   ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা কালে ভারতের বড়লাট কে ছিলেন?

উত্তরঃ-লর্ড ডাফরিন

90.   ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতির নাম লেখো?

উত্তরঃ-অ্যানি বেসান্ত

91.   ভারতীয় প্রাচীন সাহিত্যে আর্যরা মঙ্গোলীয়দের (গোষ্ঠীভুক্তদের) কী নামে আখ্যায়িত করেন?

উত্তরঃ-কিরাত

92.   ভারতীয় পার্লামেন্টের নিম্ন কক্ষের নাম কি?

উত্তরঃ-লোকসভা

93.   ভারতীয় ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন?

উত্তরঃ-কেশবচন্দ্র সেন

94.   ভারতীয় বিপ্লববাদের জননী কে?

উত্তরঃ-মাদাম কামা

95.   ভারতীয় যুক্তরাষ্ট্রীয় আদালত কোনটি?

উত্তরঃ-সুপ্রিমকোর্ট

96.   ভারতীয় রাষ্ট্র ঐক্যের স্বরূপ কোন্ সঙ্গীত?

উত্তরঃ-জনগণ মনঃ

97.   ভারতীয় সংবিধান কবে কার্যকর হয়?

উত্তরঃ-1950 সালের 26 শে জানুয়ারি

98.   ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন?

উত্তরঃ-ড.বি.আর.আম্বেদকর

99.   ভারতীয় সংবিধানের জনক কে ছিলেন?

উত্তরঃ-ড.বি.আর.আম্বেদকর

100.            ভারতীয় সংবিধানের রূপকার কে?

উত্তরঃ-ড. বি. আর আম্বেদকর

101.   ভারতীয় সংসদের নিম্ন কক্ষের নাম কী?

উত্তরঃ-লোকসভা

102.   ভারতীয় স্বাধীনতা আইন কবে চালু হয়?

উত্তরঃ-1947খ্রিঃ

103.   ভারতে ওয়াহাবি আন্দোলনের সূচনা কে করেছিলেন?

উত্তরঃ-রায়বেরিলির সৈয়দ আহমদ খান

104.   ভারতে কবে প্রথম স্বাধীনতা দিবস পালন করা হয়?

উত্তরঃ-1930 খ্রিঃ

105.   ভারতে কে প্রথম দ্বিজাতিতত্ত্বের প্রবর্তন করেছিলেন?

উত্তরঃ-স্যার সৈয়দ আহমদ খান

106.   ভারতে দ্বিজাতিতত্ত্বের প্রবর্তক কে?

উত্তরঃ-স্যার সৈয়দ আহমদ খান

107.   ভারতে প্রথম কত খ্রিষ্টাব্দে মে দিবস পালন করা হয়?

উত্তরঃ-1927 খ্রিঃ

108.   ভারতে প্রথম কে দ্বিজাতিতত্ত্ব প্রচার করেন?

উত্তরঃ-স্যার সৈয়দ আহমদ খান

109.   ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেন?

উত্তরঃ-ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়

110.   ভারতের জাতীয় কংগ্রেস কত খ্রিষ্টাব্দে গঠিত হয়?

উত্তরঃ-1885 খ্রিঃ

111.   ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে সর্বপ্রথম জনগণ গানটি গাওয়া হয়?

উত্তরঃ-19210খ্রিঃ কলকাতার বিশেষ অধিবেশনে

112.   ভারতের জাতীয় কংগ্রেসের কোলকাতা অধিবেশনে কে জনগণ মন অধিনায়ক গানটি প্রথম গেয়েছিলেন?

উত্তরঃ-রবীন্দ্রনাথ ঠাকুর

113.   ভারতের জাতীয় প্রতীক কোনটি?

উত্তরঃ-অশোকচক্র

114.   ভারতের জাতীয় সঙ্গীত কে রচনা করেন?

উত্তরঃ-রবীন্দ্রনাথ ঠাকুর

115.   ভারতের প্রজাতন্ত্র দিবস প্রথম কবে অনুষ্ঠিত হয়?

উত্তরঃ-1950 সালের 26 শে জানুয়ারি

116.   ভারতের প্রথম আধুনিক মানুষ কাকে বলা হয়?

উত্তরঃ-রাজা রামমোহন রায় কে

117.   ভারতের প্রথম উপরাষ্ট্রপতির নাম কী?

উত্তরঃ-সর্দার বল্লভভাই প্যাটেল

118.   ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন?

উত্তরঃ-সুকুমার সেন

119.   ভারতের প্রথম প্রধান মন্ত্রী কে ছিলেন?

উত্তরঃ-জহরলাল নেহেরু

120.   ভারতের প্রথম ভাইসরয় কে?

উত্তরঃ-লর্ড ক্যানিং

121.   ভারতের প্রথম মহিলা গ্র্যাজুয়েট কে?

উত্তরঃ-কাদম্বিনী গাঙ্গুলি

122.   ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম কি?

উত্তরঃ-ড. রাজেন্দ্রপ্রসাদ

123.   ভারতের প্রথম শ্রমিক সংঘ কোনটি?

উত্তরঃ-মাদ্রাজ শ্রমিক সংগঠন

124.   ভারতের প্রথম শিক্ষা কমিশন কোটি?

উত্তরঃ-হান্টার কমিশন

125.   ভারতের প্রধানমন্ত্রী কার দ্বারা নিযুক্ত হয়?

উত্তরঃ-রাষ্ট্রপতি

126.   ভারতের পার্লামেন্টের নিম্ন কক্ষের নাম কি?

উত্তরঃ-লোকসভা

127.   ভারতের পার্লামেন্ট উচ্চ কক্ষে কে সভাপতিত্ব করেন? উত্তরঃ-উপরাষ্ট্রপতি

128.   ভারতের পার্লামেন্টের উচ্চ কক্ষের নাম কী?

উত্তরঃ-রাজ্যসভা

129.   ভারতের বর্তমান সুপ্রিমকোর্ট এর প্রধান বিচারপতি কে?

উত্তরঃ-আল্টামাস কবির

130.   ভারতের বিদেশনীতি কি নামে পরিচিত?

উত্তরঃ-জোটনিরপেক্ষ নীতি

131.   ভারতের বিপ্লব বাদের জনক কাকে বলা হয়?

উত্তরঃ-বাসুদেব বলবন্ত ফাদকে

132.   ভারতের বিপ্লববাদের জননী কাকে বলা হয়?

উত্তরঃ-মাদাম কামা

133.   ভারতের বিমার্ক কাকে বলা হয়?

উত্তরঃ-সর্দার ভু ভাই পেটেল

134.   ভারতের মহান বৃদ্ধ নামে কে পরিচিত?

উত্তরঃ-দাদাভাই নৌরজী

135.   ভারতের মহান বৃদ্ধ(grand old man) নামে কে পরিচিত?

উত্তরঃ-দাদাভাই নৌরজি

136.   ভারতের রাষ্ট্রপতি নির্বাচন প্রার্থীর নুন্যতম বয়স কত হওয়া আবশ্যক?

উত্তরঃ-35 বছর

137.   ভারতের শ্রমিক শ্রেণির প্রথম সর্বভারতীয় সংগঠনের নাম কি?

উত্তরঃ-নিখিল ভারত শ্রমিক ইউনিয়ন (AITUC)

138.   ভারতের শিক্ষা ব্যবস্থার মহাসনদ বলতে কী বোঝ

উত্তরঃ-উডের ডেসপ্যাচ

139.   ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন?

উত্তরঃ-চক্রবর্তী রাজাগপালাচারি ।।

140.   ভারতের শেষ ব্রিটিশ গভর্নর জেনারেল কে ছিলেন?

উত্তরঃ-লর্ড মাউন্ট ব্যাটেন

141.   ভারতের শেষ ভাইসরয় কে?

উত্তরঃ-লর্ড মাউন্টব্যাটেন

142.   ভারতের সংগ্রামী জাতীয়তাবাদের জনক কে?

উত্তরঃ-বাসুদেব বলবন্ত ফাদকে

143.   ভারতের সংবিধান কবে কার্যকরী হয়?

উত্তরঃ-1950সালের 26 শে নভেম্বর

144.   ভারতের সংবিধান কবে গৃহীত হয়?

উত্তরঃ-1949সালের 26নভেম্বর

145.   ভারতের স্বাধীনতা আইন কবে পাশ হয়?

উত্তরঃ-1947 খ্রি 18 জুলাই

146.   ভারতের স্বাধীনতা লাভের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন?

উত্তরঃ-এটলি

147.   ভারতের সর্বোচ্চ আদালত কোনটি?

উত্তরঃ-সুপ্রিম কোর্ট

148.   ভারতের সস্বাধীনতা আইন কবে পাশ হয়?

উত্তরঃ-1947 খ্রিঃ

149.   ৮০৫. ভার্সাই সন্ধি কবে স্বাক্ষরিত হয়?

উত্তরঃ-1919 খ্রিঃ

150.   ভিয়েতনামের জনক কাকে বলা হয়?

উত্তরঃ-হো-চি-মিন

151.   মন্টেগু চেমস্ ফোর্ড সংস্কার আইন কত খ্রিষ্টাব্দে প্রবর্তিত হয়?

উত্তরঃ-1919 খ্রিঃ

152.   মহাত্মাগান্ধিজি সত্যাগ্রহ আন্দোলন প্রথম কোথা থেকে শুরু করেন?

উত্তরঃ-সবরমতি আশ্রম থেকে

153.   মহারাষ্ট্রের প্রথম বিপ্লবীর নাম কী?

উত্তরঃ-বাসুদেব বলবন্ত ফাদকে

154.   মাৎ সিনি কে?

উত্তরঃ-ইটালির ঐক্য আন্দোলনের নেতা

155.   মাদ্রাজ লেবার ইউনিয়নের প্রতিস্থাতা কে?

উত্তরঃ-চেল ভা পতি চেট্টি

156.   মানবসেবার ধর্ম কে প্রচার করেন?

উত্তরঃ-স্বামী বিবেকানন্দ

157.   মার্গারেট নোবেল নামে কে পরিচিত?

উত্তরঃ-ভগিনী নিবেদিতা

158.   মাস্টারদা নামে কে পরিচিত?

উত্তরঃ-সূর্য সেন

159.   মিউনিখ চুক্তি কবে স্বাক্ষরিত হয়?

উত্তরঃ-1938 খ্রিঃ

160.   মেইন ক্যাম্প কার রচনা?

উত্তরঃ-হিটলারের

161.   মেট্রোপলিটন ইন্সটিটিউশন কে প্রতিষ্ঠা করেন?

উত্তরঃ-ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর

162.   মেট্রোপলিটন ইন্সটিটিউশন(স্কুল) কে প্রতিষ্ঠা করেন?

উত্তরঃ-ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর

163.   মোপালা বিদ্রোহ কার নেতৃত্বে হয়েছিল?

উত্তরঃ-মহম্মদ হাজি

164.   রবীন্দ্রনাথ কাকে ভারত পথিক বলে অভিহিত করেন?

উত্তরঃ-রাজারামোহন রায়

165.   র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি কে গঠন করেন?

উত্তরঃ-মানবেন্দ্রনাথ রায়

166.   রুশ বিপ্লবে (1917) কে নেতৃত্ব দেন?

উত্তরঃ-লেনিন

167.   নিউইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে?

উত্তরঃ-বিপিন বিহারী গাঙ্গুলি

168.   পুনা সার্বজনিক সভা কত খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয়?

উত্তরঃ-বাসুদেব বলবন্ত ফাদকে

169.   প্রাক্ স্বাধীনতা যুগে স্বাধীনতা দিবস কবে পালিত হয়?

উত্তরঃ-26 শে জানুয়ারি

170.   ফ্যাসেস কথার অর্থ কী?

উত্তরঃ-এক বান্ডিল লাঠি

171.   বয়কট শব্দটি কোন ভাষা থেকে এসেছে?

উত্তরঃ-ইংরেজি শব্দ


 File Details -

PDF Name / Book Name :171টি প্রাচীন, মধ্য, আধুনিক ভারত ও  ইউরোপের ইতিহাস  প্রশ্ন ও উত্তর(Part-5)

Language : Bengali
Size : 572 kb
Download Link : Click Here to Download 

For More Questions Download Link are bellow

  File Details -

PDF Name / Book Name :165টি প্রাচীন, মধ্য, আধুনিক ভারত ও  ইউরোপের ইতিহাস  প্রশ্ন ও উত্তর(Part-4)

Language : Bengali
Size : 574 kb
Download Link : Click Here to Download 


File Details -

PDF Name / Book Name :190টি প্রাচীন, মধ্য, আধুনিক ভারত ও  ইউরোপের ইতিহাস  প্রশ্ন ও উত্তর(Part-3)

Language : Bengali
Size : 435 kb
Download Link : Click Here to Download 


File Details -

PDF Name / Book Name 176টি প্রাচীন, মধ্য, আধুনিক ভারত ও  ইউরোপের ইতিহাস প্রশ্ন ও উত্তর(Part-2)
Language : Bengali
Size : 540 kb
Download Link : Click Here to Download 



File Details -

PDF Name / Book Name 200টি প্রাচীন, মধ্য ও আধুনিক ভারতের ইতিহাস  প্রশ্ন ও উত্তর (Part-1)
Language : Bengali
Size : 424 kb
Download Link : Click Here to Download 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top