165টি প্রাচীন, মধ্য, আধুনিক ভারত ও ইউরোপের ইতিহাস প্রশ্ন ও উত্তর(Part-6)

0

 165টি প্রাচীন, মধ্য, আধুনিক ভারত ও  ইউরোপের ইতিহাস  প্রশ্ন ও উত্তর(Part-6)



 165টি প্রাচীন, মধ্য, আধুনিক ভারত ও  ইউরোপের ইতিহাস  প্রশ্ন ও উত্তর(Part-6)




1.       মনিপুরের কোন্ রাজা ভারত ইউনিয়নের সঙ্গে মনিপুরের অন্তর্ভুক্তির দলিলে স্বাক্ষর করেন?

উত্তরঃ-বোধচন্দ্র সিংহ

2.       বক্সারের যুদ্ধ কত সালে হয়?

উত্তরঃ- 1764 সালে

3.       মনিপুর কবে পূর্ণ রাজ্যের মর্যাদা পায়?

উত্তরঃ-1972 খ্রিঃ

4.       মনিপুর কবে ভারত ইউনিয়নে যোগ দেয়?

উত্তরঃ-1949 খ্রিঃ 21 সেপ্টেম্বর

5.       মনিরাম দেওয়ানকে কত খ্রিঃ ফাঁসি দেওয়া হ্য?

উত্তরঃ-1858 খ্রিঃ 26 শে জানুয়ারি

6.       মিউনিখ চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?

উত্তরঃ-ইংল্যান্ড-ফ্রান্স-ইটালি-জার্মানি

7.       মিজো ন্যাশনাল ফ্রন্ট কে গঠন করেন?

উত্তরঃ-লাল ডেঙ্গা

8.       মিজোরাম কখন পূর্ণ রাজ্যের মর্যাদা পায়?

উত্তরঃ-1986

9.       মিত্র শক্তি জোট কত সালে গঠিত হয়?

উত্তরঃ-1940 খ্রি 12 অক্টোবর

10.   মিত্রমেলা কারা গঠন করেন?

উত্তরঃ-1899 খ্রিঃ, গণেশ সাভারকর বিনায়ক সাভারকর

11.   মিরাট ষড়যন্ত্র মামলার দুজন ব্রিটিশ কমিউনিস্ট নেতার নাম লেখো

উত্তরঃ-ফিলিপ স্ক্র্যাট, বেঞ্জামিন

12.   মিশর কবে স্বাধীনতা লাভ করে?

উত্তরঃ-1956 খ্রিঃ

13.   রুশ-জার্মান অনাক্রমণ চুক্তি কবে স্বাক্ষরিত হয়?

উত্তরঃ-23 আগস্ট-1939 খ্রিঃ

14.   রসিদ আলি দিবস কবে পালিত হয়?

উত্তরঃ-1946 খ্রিঃ 12 ফেব্রুয়ারি

15.   রাওলাট আইন কবে পাশ হয়?

উত্তরঃ-1919 খ্রিঃ

16.   রাখিবন্দন উৎসব কে প্রবর্তন করেন?

উত্তরঃ-রবীন্দ্রনাথ ঠাকুর

17.   রাজ্য সভায় কে সভাপতিত্ব করেন?

উত্তরঃ-উপরাষ্ট্রপতি

18.   রাজ্যপালকে কে নিযুক্ত করেন?

উত্তরঃ-রাষ্ট্রপতি

19.   রাজ্যসভায় কতজন সদস্য রাষ্ট্রপতি কর্তৃক মন মনোনীত হন?

উত্তরঃ-12 জন

20.   রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন?

উত্তরঃ-উপরাষ্ট্রপতি

21.   রাজ্যের নিয়মতান্ত্রিক শাসক কাকে বলা হয়?

উত্তরঃ-রাজ্যপাল

22.   রাজ্যের পধান বিচারালয় কোনটি?

উত্তরঃ-হাইকোর্ট

23.   রাজ্যের শাসন তান্ত্রিক প্রধান কে?

উত্তরঃ-রাজ্যপাল

24.   রাজ্যের সর্বোচ্য শাসক কে?

উত্তরঃ-রাজ্যপাল

25.   রাজ্যের সর্বোচ্য  শাসককে কে নিযুক্ত করেন?

উত্তরঃ-রাজ্যপাল

26.   রাজ্যের সর্বোচ্চ আদালত কোনটি?

উত্তরঃ-হাইকোর্ট

27.   রাজা তৃতীয় ভিক্টর ইমানুয়েল কাকে প্রধানমন্ত্রী নিযুক্ত করেন?

উত্তরঃ-মুসোলিনিকে

28.   রাজা রামমোহন রায় কবে ব্রাহ্মসমাজ গঠন করেন?

উত্তরঃ-1828 খ্রিঃ

29.   রামকৃষ্ণ মিশন কবে কে প্রতিষ্ঠা করেন?

উত্তরঃ-স্বামী বিবেকানন্দ

30.   রায়তসভা- কে প্রতিষ্ঠা করেন?

উত্তরঃ-এন. জি. রঙ্গ

31.   রাশিয়ায় কার নেতৃত্বে সমাজতান্ত্রিক বিপ্লব হয়?

উত্তরঃ-লেনিন

32.   রাশিয়ার সেনাবাহিনী কী নামে পরিচিত ছিল?

উত্তরঃ-লাল ফৌজ

33.   রাষ্ট্রসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?

উত্তরঃ-নিউইউর্ক

34.   রাষ্ট্রপতি কাদেরকে নিয়োগ করে থাকেন?

উত্তরঃ-প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভার সদস্যদের

35.   রাষ্ট্র সংঘ বা সম্মিলিত জাতিপুঞ্জ কত খ্রিঃ প্রতিষ্ঠিত হয়?

উত্তরঃ-1945 খ্রিঃ 28 অক্টোবর

36.   রোম-বার্লিন-অক্ষচুক্তি কত খ্রিষ্টাব্দে স্বাক্ষরিত হয়?

উত্তরঃ-1936 খ্রিঃ

37.   লক্ষণৌ চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?

উত্তরঃ-মুসলিম লিগ কংগ্রেসের মধ্যে

38.   লক্ষণৌ চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল?

উত্তরঃ-1916 খ্রিঃ

39.   লক্ষণৌ চুক্তি কাদের মধ্যে হয়েছিল?

উত্তরঃ-কংগ্রেস মুসলিম লিগ এর মধ্যে

40.   লন্ডনে অনুষ্ঠিত দ্বিতীয় গোলটেবিল বৈঠকে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিনিধি কে?

উত্তরঃ-মহাত্মা গান্ধি

41.   লন্ডনে ইন্ডিয়া হাউস এর প্রতিষ্ঠাতা কে?

উত্তরঃ-শ্যামজি কৃষ্ণ বর্মা

42.   লন্ডনেইন্ডিয়া হাউসএর প্রতিষ্ঠাতা কে?

উত্তরঃ-শ্যামজী কৃষ্ণ বর্মা

43.   লর্ড পেথিক লরেন্স কোন্ মিশনের সদস্য ছিলেন?

উত্তরঃ-ক্যাবিনেট মিশন

44.   লাঙ্গল পত্রিকার সম্পাদক কে?

উত্তরঃ-কাজি নজরুল ইসলাম

45.   লাল বাংলা কী?

উত্তরঃ-একটি ইস্তাহার

46.   লাল- বাল- পাল কাদের বলা হয়?

উত্তরঃ-লালা লাজপত রায়- বাগঙ্গাধর তিলক বিপিনচন্দ্র পাল

47.   লালকোর্তা বাহিনী কে গঠন করেন?

উত্তরঃ-খান আব্দুল গফর খান

48.   লাহোর কংগ্রেসের সভাপতি কে ছিলেন?

উত্তরঃ-জওহর লাল নেহেরু

49.   লাহোর প্রস্তাবের অপর নাম কি?

উত্তরঃ-পাকিস্তান প্রস্তাব

50.   লাহোর ষড়যন্ত্র মামলার প্রধান আসামি হিসাবে কাকে অভিযুক্ত করা হয়?

উত্তরঃ-ভগতসিং

51.   লিগ অব নেশনস কবে প্রতিষ্ঠিত হয়?

উত্তরঃ-1919খ্রিঃ

52.   লোকসভায় কে সভাপতিত্ব করেন?

উত্তরঃ-স্পিকার

53.   . লোকহিত বাদী নামে কে প্রিচিত?

উত্তরঃ-গোপাল হরি দেশমুখ

54.   কার্নো চুক্তি কবে স্বাক্ষরিত হয়?

উত্তরঃ-1925 খ্রিঃ

55.   শুদ্ধি আন্দোলন শুরু করেছিলেন কে?

উত্তরঃ-স্বামী দয়ানন্দ সরস্বতী

56.   শের--বাঙ্গাল কাকে বলা হয়?

উত্তরঃ-আব্দুল কাশেম ফজলুল হক

57.   সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক কে?

উত্তরঃ-ঈশ্বরচন্দ্র গুপ্ত

58.   সংবিধান সভার সভাপতি কে ছিলেন?

উত্তরঃ-. রাজেন্দ্রপ্রসাদ

59.   সংবিধানের 42 তম সংশোধন কবে হয়?

উত্তরঃ-1946 খ্রিঃ

60.   সুকর্ন কে ছিলেন?

উত্তরঃ-ইন্দোনেশিয়ার রাষ্ট্রপ্রধান

61.   স্কুল বুক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়?

উত্তরঃ-1817 খ্রিঃ

62.   স্কুলবুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন?

উত্তরঃ-ডেভিড হেয়ার

63.   সত্যবোধক সমাজ কে গঠন করেন?

উত্তরঃ-জ্যোতিবা ফুলে

64.   সত্যাগ্রহ কে প্রবর্তন করেন?

উত্তরঃ-মহাত্মা গান্ধি

65.   সত্যার্থ প্রকাশ গ্রন্থটি কে রচনা করেন?

উত্তরঃ-স্বামী দয়ানন্দ সরস্বতী

66.   সতীদাহ প্রথা কে রদ করেন?

উত্তরঃ-রাজারামমোহন রায়

67.   সন্ধ্যা পত্রিকার সম্পাদক কে?

উত্তরঃ-উপেন্দ্রনাথ ব্রহ্মচারী

68.   স্বদেশী ভাণ্ডার কে গঠন করেন?

উত্তরঃ-রবীন্দ্রনাথ ঠাকুর

69.   স্বরাজ আমার জন্মগত অধিকার- কথাটির বক্তা কে?

উত্তরঃ-বাল গঙ্গাধর তিলক

70.   স্বরাজ পার্টি কবে প্রতিষ্ঠিত হয়?

উত্তরঃ-1923 খ্রিঃ

71.   স্বরাজ্য দলের প্রতিষ্ঠাতা কে?

উত্তরঃ-চিত্তরঞ্জন দাশ

72.   স্বরাজ্য দলের প্রথম সভাপতি কে ছিলেন?

উত্তরঃ-দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ

73.   স্বস্তিকা -কোন্ দলের প্রতীক চিহ্ন ছিল?

উত্তরঃ-নাতসিদলের

74.   স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?

উত্তরঃ-. সুকর্ন

75.   স্বাধীন ভারতে নির্বাচিত প্রথম রাষ্ট্রপতির নাম কি?

উত্তরঃ-. সর্বপল্লি রাধাকৃস্নান

76.   স্বাধীন ভারতে প্রথম কখন সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়?

উত্তরঃ-1951-52 খ্রিঃ

77.   স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে?

উত্তরঃ-লর্ড মাউন্ট ব্যাটেন

78.   স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে?

উত্তরঃ-জহরলাল নেহেরু

79.   স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন?

উত্তরঃ-চক্রবর্তী রাজা গোপালাচারি

80.   স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?

উত্তরঃ-. রাজেন্দ্রপ্রসাদ

81.   স্বাধীনতা সাম্য মৈত্রী কোন বিপ্লবের মুল মন্ত্র?

উত্তরঃ-ফরাসি বিপ্লব।।

82.   সুভাষচন্দ্র বসু আন্দামান-নিকবর দ্বীপপুঞ্জ দুটির কী নাম রেখেছিলেন?

উত্তরঃ-স্বরাজ দ্বীপ শহীদ দ্বীপ

83.   সুভাষসচন্দ্র বসু ভারতের অভ্যন্তরে প্রথম কোথায় ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলন করেন?

উত্তরঃ-মনিপুরের ইম্ফলে

84.   সম্মিলিত জাতিপুঞ্জ কবে প্রতিষ্ঠিত হয়?

উত্তরঃ-1945 খ্রিঃ 24 অক্টোবর

85.   সম্মিলিত জাতিপুঞ্জ নামটি কোন্ বিখ্যাত বিখ্যাত কবির কবিতা থেকে চয়ন করা হয়েছে?

উত্তরঃ-লর্ড বায়রনের চাইল্ড হেরাল্ড থেকে

86.   সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরাষ্ট্রের সংখ্যা কত?

উত্তরঃ-5 জন

87.   সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিবের নাম কী?

উত্তরঃ-বান কি মুন

88.   স্যাডলার কমিশনে ভারতীয় সদস্য কে ছিলেন?

উত্তরঃ-স্যার আশুতোষ মুখোপাধ্যায় . গিয়াসউদ্দিন আহমেদ

89.   স্যার চার্লস উড কে ছিলেন?

উত্তরঃ-লর্ড ডালহৌসির আমলে শিক্ষা সংক্রান্ত বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি

90.   সুয়েজ খাল জাতীয়করণে কোন্ দেশের নেতার নেতার উল্লেখ যোগ্য ভূমিকা ছিল?

উত্তরঃ-মিশর

91.   সুর্যসেনের ফাঁসি কত খ্রিষ্টাব্দে হ্য?

উত্তরঃ-1934 খ্রি 12 জানুয়ারি

92.   সুরাট কংগ্রেসের অধিবেশন কবে হয়?

উত্তরঃ-1907 খ্রিঃ

93.   সুরেন্দ্রনাথ কবে জাতীয় কংগ্রেসে যােগ দেন?

উত্তরঃ-1886 খ্রিঃ

94.   সাইমন কমিশন কবে ভারতে আসে?

উত্তরঃ-1927 খ্রিঃ

95.   সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কে কবে ঘোষণা করেন?

উত্তরঃ-র্যামসে ম্যাকডনাল্ড, 1932 খ্রিঃ

96.   সাম্প্রদায়িক ভাটোয়ার নীতি কে প্রবর্তন করেন?

উত্তরঃ-ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড

97.   সায়েন্টিফিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন?

উত্তরঃ-স্যার সৈয়দ আহমদ খান

98.   সারা ভারত কিষান সভা কবে গঠিত হয়?

উত্তরঃ-1936 খ্রিঃ

99.      সারা ভারত কিষান সভার প্রথম সাধারণ সম্পাদক কে?

উত্তরঃ-স্বামী দয়ানন্দ সরস্বতী

100.   সি.আর.মার্টিন কার ছদ্মনাম?

উত্তরঃ-মানবেন্দ্রনাথ রায়

101.   সিংহল (বর্তমান শ্রীলঙ্কা) এর প্রথম রাষ্ট্রনায়কের নাম কী ছিল?

উত্তরঃ-ডি.এস. সেনাপতি

102.   সিঙ্গাপুরে আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠা কে করেন?

উত্তরঃ-রাসবিহারী বসু

103.   সীমান্ত গান্ধি কাকে বলা হয়?

উত্তরঃ-খান আব্দুল গফর খান

104.   সেফটিভাল্ব তত্ত্ব প্রথম কে উত্থাপন করেন?

উত্তরঃ-এলান অক্টোভিয়ান হিউম

105.   সের--বাঙ্গাল কাকে বলা হয়?

উত্তরঃ-ফজলুল হক

106.   সেরাজেভো হত্যা কান্ড কবে সংঘটিত হয়?

উত্তরঃ-1914 খ্রিঃ 28 শে জুন

107.   সেরাজেভোর হত্যাকাণ্ডে অস্ট্রিয়ার কোন্ যুবরাজ নিহত হয়েছিল?

উত্তরঃ-ফার্দিনান্দ

108.   সৈয়দ আহমদ কে ছিলেন?

উত্তরঃ-মুসলিম সমাজের নবজাগরণের নেতা

109.   হরিজন পত্রিকার সম্পাদক কে?

উত্তরঃ-মহাত্মা গান্ধি

110.   হরিজন সেবক সংঘ কে প্রতিষ্ঠা করেন?

উত্তরঃ-মহাত্মা গান্ধি

111.   হান্টার কমিশন কবে গঠিত হয়?

উত্তরঃ-1882 খ্রিঃ

112.   হান্টার কমিশন কবে গঠিত হয়?

উত্তরঃ-1882 খ্রিঃ

113.   হিটলার কবে অস্ট্রিয়াকে জার্মানির সঙ্গে যুক্ত করেন?

উত্তরঃ-1838-14 মার্চ

114.   হিটলার কবে পোল্যান্ড আক্রমণ করেন?

উত্তরঃ-1939খ্রিঃ 3রা সেপ্টেম্বর

115.   হিটলারের আত্মজীবনী মূলক গ্রন্থটির নাম কী?

উত্তরঃ-মেইন ক্যাম্ফ

116.   হিটলারের প্রচার সচিব কে ছিলেন?

উত্তরঃ-গয়েবলস্

117.   হিন্দু কলেজের বীত্মান নাম কী?

উত্তরঃ-প্রেসিডেন্সি কলেজ

118.   হিন্দু কলেজ কত খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয়?

উত্তরঃ-1817 খ্রিঃ

119.   হিন্দু পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উত্তরঃ-হরিশ্চন্দ্র মুখার্জি

120.   হিন্দু পেত্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উত্তরঃ-হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়

121.   হিন্দ স্বরাজ গ্রন্থের লেখক কে?

উত্তরঃ-মহাত্মা গান্ধি

122.   হিন্দুকলেজ কবে প্রতিস্থিত হয়?

উত্তরঃ-1817খ্রিঃ

123.   হিন্দুপেত্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উত্তরঃ-হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়

124.   হিন্দুমহাসভা কবে প্রতিষ্ঠিত হয়?

উত্তরঃ-1915খ্রিঃ

125.   হো-চিমিন কে ছিলেন?

উত্তরঃ-উত্তর ভিয়েতনামের নেতা

126.   হোমরুল শব্দের অর্থ কী?

উত্তরঃ-স্বায়ত্তশাসন

127.   শশাঙ্কের উপাধি কি ছিল ?

উত্তরঃ-মহাসামন্ত

128.   পাল বংশের প্রতিষ্ঠাতার নাম কি ?

উত্তরঃ-গোপাল

129.   সেন বংশের সর্বপ্রথম সার্বভৌম রাজা কে ছিলেন ?

উত্তরঃ-বিজয় সেন

130.   কবে গৌড়রাজ্য প্রতিষ্ঠিত হয় ?

উত্তরঃ-606 সালে

131.   কবে পাল সাম্রাজ্যের বিলুপ্তি ঘটে ?

উত্তরঃ-1124 খ্রিষ্টাব্দে

132.   মৌর্য যুগে বড় বণিকদের কি বলা হত ?

উত্তরঃ-শ্ৰেষ্ঠী

133.   পৃথিবীর মানচিত্র প্রথম অঙ্কন করেন ?

উত্তরঃ-গ্রীক বিজ্ঞানীরা

134.   রোমের প্রধান দেবতার নাম কি ?

উত্তরঃ-জুপিটাস

135.   গৌড়ের স্বাধীন নরপতি কে ছিলেন ?

উত্তরঃ-শশাঙ্ক

136.   শশাঙ্কের রাজধানী ছিল ?

উত্তরঃ-কর্ণসুবর্ণ

137.   কোন মুঘল সাম্রাজ্ঞীর নামে মুদ্রা চালু ছিল ?

উত্তরঃ-নূরজাহান

138.   ইসলামের সর্বপ্রথম ঘর ?

উত্তরঃ-কাবা

139.   কোথায় শাং রাজারা সভ্যতা গড়ে তোলে ?

উত্তরঃ-হোয়াংহো নদীর তীরে

140.   শশাঙ্কের পর গৌড় রাজ্য দখল করেন কে ?

উত্তরঃ-হর্ষবর্ধন

141.   আবররা সিন্ধু আক্রমন করে কত খ্রিষ্টাব্দে ?

উত্তরঃ-712 খ্রিষ্টাব্দে

142.   ইসলামের কবে আবির্ভাব ঘটেছিল ?

উত্তরঃ-সপ্তম শতাব্দিতে

143.   সভ্যতার ইতিহাসে ফিনিশীয়দের সবচেয়ে বড় অবদান কি ?

উত্তরঃ-বর্ণমালার উদ্ভাবন

144.   গৌর রাজ্যের রাজধানীর নাম কি?

উত্তরঃ-কর্ণসুবর্ণ

145.   সারা ভারত কৃষাণসভা কংগ্রেস প্রতিষ্ঠিত হয় কত সালে ?

উত্তরঃ-1936 সালে 11 এপ্রিল

146.   কাকে ভারতের লৌহ মানব বলা হয় ?

উত্তরঃ-সর্দার বল্লভভাই প্যাটেল

147.   কবে কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয়েছিল ?

উত্তরঃ-1835 সালে

148.   বাংলায় পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?

উত্তরঃ-গোপাল

149.   কোন পাল রাজা বিক্রমশীল উপাধি গ্রহণ করেন ?

উত্তরঃ-ধর্মপাল

150.   কৈবর্ত বিদ্রোহের নায়ক কে ছিলেন ?

উত্তরঃ-দিব্য

151.   "উত্তরাপথ স্বামী" বলে কাকে অভিহিত করা হয় ?

উত্তরঃ-ধর্মপালকে

152.   রত্নাবলী প্রিয়দর্শিকা' নাটক কে রচনা করেন ?

উত্তরঃ-হর্ষবর্ধন

153.   বিজয় প্রশস্তি' রচয়িতা কে?

উত্তরঃ-শ্রী হর্ষ

154.   কে 'গৌড়েশ্বর' উপাধি ধারণ করেছিলেন ?

উত্তরঃ-লক্ষণ সেন

155.   কে 'কৌলীন্য প্রথা' প্রবর্তন করেন ?

উত্তরঃ-বল্লাল সেন

156.   চোল বংশের শ্রেষ্ঠ রাজার নাম কি ?

উত্তরঃ-প্রথম রাজেন্দ্র চোল

157.   কোণারকের সূর্য মন্দিরটি কে নির্মান করেন ?

উত্তরঃ-প্রথম নরসিংহ বর্মণ

158.   মুঘল সাম্রাজ্যের পতনের জন্য কে দায়ী?

উত্তরঃ-ঔরঙ্গজেব

159.   কার রাজসভায় অষ্টপ্রধান ছিলেন?

উত্তরঃ-শিবাজী

160.   মালিক কাফুর কে ছিলেন?

উত্তরঃ-আলাউদ্দিন খলজির সেনাপতি

161.   বিজয়নগর এর প্রতিষ্ঠাতা কে?

উত্তরঃ-হরিহর

162.   সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে?

উত্তরঃ-খিজির খান

163.   ভারত সভা কত সালে স্থাপিত হয়?

উত্তরঃ-1876 সালে

164.   আলিপুর বোমা মামলায় প্রধান আসামী কে ছিলেন?

উত্তরঃ-অরবিন্দ ঘোষ

165.   সন্ধ্যা পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উত্তরঃ-ব্রহ্মবান্ধব উপাধ্যায়

 File Details -

PDF Name / Book Name :165টি প্রাচীন, মধ্য, আধুনিক ভারত ও  ইউরোপের ইতিহাস  প্রশ্ন ও উত্তর(Part-6)

Language : Bengali
Size : 562 kb
Download Link : Click Here to Download 




For More Questions Download Link are bellow

 File Details -

PDF Name / Book Name :171টি প্রাচীন, মধ্য, আধুনিক ভারত ও  ইউরোপের ইতিহাস  প্রশ্ন ও উত্তর(Part-5)

Language : Bengali
Size : 572 kb
Download Link : Click Here to Download 


  File Details -

PDF Name / Book Name :165টি প্রাচীন, মধ্য, আধুনিক ভারত ও  ইউরোপের ইতিহাস  প্রশ্ন ও উত্তর(Part-4)

Language : Bengali
Size : 574 kb
Download Link : Click Here to Download 


File Details -

PDF Name / Book Name :190টি প্রাচীন, মধ্য, আধুনিক ভারত ও  ইউরোপের ইতিহাস  প্রশ্ন ও উত্তর(Part-3)

Language : Bengali
Size : 435 kb
Download Link : Click Here to Download 


File Details -

PDF Name / Book Name 176টি প্রাচীন, মধ্য, আধুনিক ভারত ও  ইউরোপের ইতিহাস প্রশ্ন ও উত্তর(Part-2)
Language : Bengali
Size : 540 kb
Download Link : Click Here to Download 



File Details -

PDF Name / Book Name 200টি প্রাচীন, মধ্য ও আধুনিক ভারতের ইতিহাস  প্রশ্ন ও উত্তর (Part-1)
Language : Bengali
Size : 424 kb
Download Link : Click Here to Download 


 

 

 

 

 

 

 

 

 

 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top