মধ্যযুগের ভারতের ইতিহাস, তুঘলক বংশ (গিয়াসুদ্দিন তুঘলক (1320-1325 খ্রিঃ)

0

মধ্যযুগের ভারতের ইতিহাস, তুঘলক বংশ (গিয়াসুদ্দিন তুঘলক  (1320-1325 খ্রিঃ)

মধ্যযুগের ভারতের ইতিহাস, তুঘলক বংশ (গিয়াসুদ্দিন তুঘলক  (1320-1325 খ্রিঃ



1.       ‘গিয়াসউদ্দিন তুঘলককার উপাধী- গাজি মালিক

2.       ‘আমির খসরু তার তুঘলকনামাগ্রন্থে গাজি মালিককে কি বলে নামে অভিহিত করেছেন?- তুঘলক গাজি

3.       মহম্মদ-বিন-তুঘলককথার অর্থ হল?- তুঘলকের সন্তান মহম্মদ

4.       সামসি সিরাজ আফিফ তাঁরতারিখ--ফিরোজশাহিগ্রন্থে ‘গিয়াসউদ্দিন তুঘলকও মহম্মদ-বিন-তুঘলককে কি বলে উল্লেখ করেছেন?- ‘গিয়াসউদ্দিন তুঘলককে সুলতান তুঘলকএবং মহম্মদ-বিন-তুঘলককে  ‘সুলতান মহম্মদ

5.       ইবন বতুতা তার রেহালাগ্রন্থে তুঘলকদের তুর্কিস্থানের কোন গোষ্ঠীর লোক বলে অভিহিত করেছেন?- কোরানা গোষ্ঠীর’

6.       কোরানা গোষ্ঠীর লোকেরা কোথায় বসবাস করত?- সম্ভবত তুর্কিস্থান সিন্ধুর মধ্যবর্তী পার্বত্য অঞ্চলে

7.       ইতালীয় পর্যটক মার্কোপোলোকোরানা অর্থে কোন বংশকে বুঝিয়েছেন?- তাতারবংশীয়(তুর্কি) পিতা ভারতীয় মাতার সন্তানকে বুঝিয়েছেন

8.       কোরানা শব্দটির সংস্কৃত  সমার্থক শব্দকরনা অর্থ কি?- ক্ষত্রিয় পিতা শূদ্র মাতার বিবাহজাত সন্তান

9.       কোরা্না-তুর্কিরা ছিল মোঙ্গলদের একটি শাখা?- ইলিয়াস (Nay Elias)

10.    কার মতে গিয়াসউদ্দিনের পিতা ছিলেন তুর্কি ক্রীতদাস এবং মাতা ছিলেন লাহোরের জনৈকা জাঠ রমণী?- ফেরিস্তা

11.   কিসের সংকরজাতি বোঝাতেইকোরানাশব্দটি ব্যবহৃত হত?- ভারতবর্ষ, মধ্য-এশিয়া এবং পারস্য (মোঙ্গল বা তুর্কি পিতা এবং -তুর্কি মাতার মিলনজাত সন্তানকে বোঝায়)

 

গিয়াসউদ্দিন তুঘলক শাহ গাজি (1320-1325 খ্রিঃ)

1.       গিয়াসউদ্দিন তুঘলক পিতা ও মাতার দিক থেকে কোন জাতির ছিল বলে মনে করা হয়?- তুর্কি পিতা হিন্দু মাতার সন্তান ছিলেন

2.        গিয়াসউদ্দিন তুঘলক প্রথমে কার আমলে সামরিক বৃত্তিতে নিযুক্ত হন?- জালালউদ্দিন খলজির আমলে আফিফ ইবন বতুতার মতে

3.       জালালউদ্দিন খলজির মৃত্যুর পর গিয়াসউদ্দিন তুঘলক কার অধীনে চাকরি নেন?- আলাউদ্দিনের ভাই উলুঘ খাঁর অধীনে (খসরুর মতে)

4.       ‘উলুঘ খাঁ মৃত্যুর পর গিয়াসউদ্দিন তুঘলক কার অধীনে নিযুক্ত হন?- আলাউদ্দিনের অধীনে(পাঞ্জাবের শাসন কর্তা)

5.       কবে গিয়াসউদ্দিন তুঘলক আলাউদ্দিন খলজির নজরে পড়েন?- রনথম্বোর দুর্গ অবরোধের সময়

6.       কোন মোঙ্গল নেতার বিরুদ্ধে সাফল্য অর্জনের পর পুরস্কার হিসেবে গিয়াসউদ্দিন তুঘলক দীপালপুরের ইকতা লাভ করেন?- ইকবালমন্দের বিরুদ্ধে

7.       “গিয়াসউদ্দিন তুঘলক উনত্রিশবার মোঙ্গল আক্রমণ প্রতিহত করার কৃতিত্ব অর্জন করেছেন”- ইবন বতুতা মতে

8.       “গিয়াসউদ্দিন তুঘলক আঠারোবার মোঙ্গল আক্রমণ প্রতিহত করার কৃতিত্ব অর্জন করেছেন”- খসরুর মতে

9.    কবে কাকে হত্যা করে গাজি  মালিক সিংহাসনে আরোহণ করেন?- 8 সেপ্টেম্বর, 1320 খ্রিঃ নাসিরুদ্দিন খসরু শাহকে হত্যা করে

10.  গিয়াসউদ্দিন তুঘলকের সময় কে থাট্টাও নিম্ন-সিন্ধুর কিছু অংশ দখল করেছিল?- সিন্ধুর শাসক অমর

11.  গিয়াসউদ্দিন তুঘলকের সময় কে বাংলার সোনারগাঁও, লখনৌতি দখল করে প্রায় স্বাধীন শাসনের সূচনা করেছিলেন- বাংলাদেশে প্রাক্তন শাসক সামসুদ্দিন ফিরোজের পুত্র বাহাদুর শাহ

12.  গিয়াসউদ্দিন তুঘলকের সময় ত্রিহূত ,জাজনগর (উড়িষ্যা) প্রভৃতি অঞ্চলে কাদের কর্তৃত্ব বৃদ্ধি পেয়েছিল?- হিন্দু জমিদারদের

13.   “অন্যের যে কাজ সম্পন্ন করতে কয়েক বছর লেগে যায়, সেখানে তিনি কয়েকদিনেই তা সমাধান করতে পারেন”- বারাণীর মতে

14.  দিল্লীর কোন সুলতান আলাউদ্দিনের কঠোর নীতি কিংবা মুবারক খলজির অতিনমনীয় শাসননীতি পরিহার করে মধ্যপন্থা অবলম্বন করেন?- গিয়াসউদ্দিন তুঘলক

15.  দিল্লীর কোন সুলতান শাসক হিসেবে দৃঢ় অথচ নমনীয় বা Kick and kiss' নীতি গ্রহণ করেছিলেন?- গিয়াসউদ্দিন তুঘলক

16. কোন সুফি সাধক সুলতানের কাছ থেকে প্রাপ্ত ধনসম্পদ প্রত্যর্পণের অক্ষমতা জ্ঞাপন করেন?- শেখ নিজামউদ্দিন আউলিয়া

17. আলাউদ্দিন খলজির রাজস্ব ব্যবস্থার সাথে জড়িত ছিল কয়টি শ্রেনী ও কি কি?-  তিনটি শ্রেণি—  সাধারণ কৃষক (বলাহার), গ্রামপ্রধান (মুকদ্দম) এবং প্রাদেশিক শাসক (মুকতি)

18. গিয়াসউদ্দিন তুঘলক হুকুম-ই-মাসাহাত (জমি-জরিপের) ভিত্তিতে রাজস্ব নির্ধারণের পরিবর্তে কৃষি-জমিতে কোন ব্যবস্থা  চালু করেন?- রাজস্ব কর্মীর উপস্থিতিতে উৎপন্ন ফসল ভাগ করার (হুকুম--হাসিল) চালু করেন

19. গিয়াসউদ্দিন তুঘলক উৎপন্ন ফসলের শতাংশ রাজস্ব নির্ধারণ করেন?- এক-পঞ্চমাংশ

20. গিয়াসউদ্দিন তুঘলক কালক্রমে সর্বাধিক কতভাগ রাজস্ব বৃদ্ধির অনুমোদন দেন?- 1/10 বা 1/11 ভাগ

21. গিয়াসউদ্দিন তুঘলকের সময় কাদের উপর রাজস্ব সংগ্রহের দায়িত্ব ন্যস্ত করেছিলেন?- মুকদ্দমদের হাতে

22. মাক্তারা প্রদেশের আদায়ীকৃত রাজস্বের কত ভাগ রেখে বাকিটা কেন্দ্রীয় কোষাগারে পাঠাতে বাধ্য ছিল?- 1/15 ভাগ

23.  কারকুন বা মুতাশরিফ প্রমুখ প্রতিনিধিরা হাজার প্রতি কত টঙ্কা কমিশন হিসেবে নিতে পারতেন?- 5 টঙ্কা

24.    গিয়াসউদ্দিন তুঘলক অনাবৃষ্টির হলে কৃষকদের  কোন ঋণ দেওয়ার ব্যবস্থা করেন?- তাকাবি

25.  গিয়াসউদ্দিন তুঘলক কবে কার নেতৃত্বে দক্ষিনের বরাঙ্গলে বিরুদ্ধে অভিযান পাঠিয়েছিলেন?- 1321  খ্রিস্টাব্দে তার জ্যেষ্ঠ পুত্র ফকরউদ্দিন মহম্মদ জুনা খাঁ(উলুঘ খা) নেতৃত্বে

26. জুনা খাঁর বরাঙ্গল আক্রমনের সময় সেখানকার শাসক ছিলেন?- প্রতাপ রুদ্রদেব

27. বরাঙ্গল অবরোধের পর কোন নেতা সুলতানের মৃত্যুসংবাদ-প্রচার করে সুলতানী বাহিনীর মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেন?- উবাইদ (বারনীর মতে)  

28. বরাঙ্গল অবরোধের পর জুনা খাঁ নিজেই সিংহাসন দখলের জন্য তার মৃত্যুসংবাদ-প্রচার করে সুলতানী বাহিনীর মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেন?- ইবন বতুতার মতে ( স্যার উলসী হেগ এই মত সমর্থন করেন)

29.  জুনা খাঁ বঙ্গলের বিরুদ্ধে দ্বিতীয় অভিযানে যান?- 1323 খ্রীষ্টাব্দে

30.  জুনা খাঁ বঙ্গল জয় করে নাম দেন?-সুলতানপুর

31.  “দিল্লিতে পোছেই অপমানে দগ্ধ রাই প্রতাপরুদ্র আত্মহত্যা করে জীবন বিসর্জন দেন”- . সাক্সেনার মতে

32.  “প্রতাপরুদ্রদেব সুলতানের নজরবন্দি  হিসেবে বাকি জীবনটা কাটিয়ে দিতে বাধ্য হন”- . রমেশচন্দ্র মজুমদারের মতে,  

33. বরঙ্গল দিল্লির অন্তর্ভুক্ত হওয়ার পর সেখানকার শাসক নিযুক্ত হন?-জুনা খাঁ

34.  বঙ্গল অভিযানের পর জুনা খাঁ কোন রাজ্য আক্রমন করেন ?- উড়িষ্যার জাজনগর

35. উড়িষ্যার জাজনগর জুনা খাঁ কবে আক্রমন করেন?- 1324 খ্রীষ্টাব্দে

36. জুনা খাঁর জাজনগর আক্রমনের সময় রাজা কে ছিলেন?- ভানুদেব (1306-1328 খ্রিঃ)

37.  কোন সাফল্যের জন্য গিয়াসউদ্দিন জুনা খাকে জগতের নেতা (Khan of the World) নামে সম্মানিত করেছিলেন?- উড়িষ্যার জাজনগর দখলের জন্য (একটি সমসাময়িক মুদ্রা থেকে জানা যায় )

38.  গিয়াসউদ্দিন তুঘলক সময় কার নেতৃত্বে মোঙ্গলরা সিন্ধু অতিক্রম করে ভারতে ঢুকে পড়ে?- শের মুঘুল-এর নেতৃত্বে

39.  গিয়াসউদ্দিন তুঘলক সময় সীমানার শাসক ছিলেন?- গুরুসাস্প

40.   গুরুসাস্প গিয়াসউদ্দিন তুঘলকের কাছে মোঙ্গল আক্রমনের জন্য সাহায্যের আবেদন  জানালে, গিয়াসউদ্দিন কাকে  প্রেরণ করেন?- মালিক সাদি খাঁকে

41.   গিয়াসউদ্দিন তুঘলক সময়  মোঙ্গলদের পরাজিত বিতাড়িত করেন কারা?- গুরুসাস্প সাদি খাঁ

42.  গিয়াসউদ্দিন তুঘলক সময়  গুজরাটের বিদ্রোহ দমন করেন?- সাদি খাঁ (তবে বিদ্রোহীদের হাতে তিনি মৃত্যুবরণ করেন)

43.  বাংলাদেশকে দিল্লির অধীনস্থ করার  জন্য গিয়াসউদ্দিন তুঘলক কাকে পাঠিয়েছিলেন?-  সুলতান স্বয়ং বাংলাদেশের বিরুদ্ধে অভিযান করেন(1324 খ্রীষ্টাব্দে)

44.  বাংলাদেশকে দিল্লির অধীনস্থ করার  জন্য গিয়াসউদ্দিন তুঘলক কার উপর দিল্লীর ভার ন্যাস্ত করেছিলেন?- জুনা খাঁ

45.   “গিয়াসউদ্দিন দাক্ষিণাত্য বিজয়ের তুলনায় বাংলাদেশে কর্তৃত্ব স্থাপনকে বেশি গুরুত্ব দেন”- আগা মেহদী সেন 

46.  বাংলার শাসক ফিরোজ শাহ কে ছিলেন?- বলবনের পুত্র বুরা খাঁ’র বংশধর

47.  বলবনের পুত্র বুরা খাঁ’র বংশধর ফিরোজ শাহকে কবে মারা যান?-1322 খ্রিস্টাব্দে

48.  ফিরোজ শাহকে মারা গেলে কারা ক্ষমতা দখলের দ্বন্দ্বে লিপ্ত হন?- তার চার পুত্র শিহাবউদ্দিন, নাসিরুদ্দিন, গিয়াসউদ্দিন বাহাদুর কুতলু খাঁ

49.   গিয়াসউদ্দিন তুঘলকের সময় কে বাংলার সোনারগাঁও, লখনৌতি দখল করে প্রায় স্বাধীন শাসনের সূচনা করেছিলেন- বাংলাদেশে প্রাক্তন শাসক সামসুদ্দিন ফিরোজের পুত্র গিয়াসউদ্দিন বাহাদুর (কুতলুকে হত্যা করে এবং অপর দুই ভাইকে বিতাড়িত করে)

50.   গিয়াসউদ্দিন বাহাদুরকে পরাজিত বন্দি করে কাকে লখনৌতির শাসক নিযুক্ত করেন?- নাসিরুদ্দিনকে

51.   গিয়াসউদ্দিন তুঘলক সাতগাঁও এবং সোনারগাঁও এর শাসনভার ন্যাস্ত করেছিলেন?- তাতার খাঁর হাতে

52.  বাংলাদেশ থেকে প্রত্যাবর্তনের পথে গিয়াসউদ্দিন তুঘলক কোন রাজ্য আক্রমণ করেন?- তিরহূত (ত্রিহূত)( 1324 খ্রীষ্টাব্দে)

53. তিরহুতের শাসনভার গিয়াসউদ্দিন তুঘলক কার হাতে ন্যস্ত করেছিলেন?- আহমেদ খাঁর

54.  গিয়াসউদ্দিন তুঘলকের রাজধানীর নাম নাম কি?- তুঘলকাবাদ

55. বাংলাদেশ থেকে রাজধানী তুঘলকাবাদের উদ্দেশ্যে প্রত্যাবর্তনের সময় গিয়াসউদ্দিন তুঘলক কোথায় রাত্রিকালীন অস্থায়ী বিশ্রামের ব্যবস্থা করেছিলেন?- আফগানপুর নামক এক ছোট্ট গ্রামে

56. গিয়াসউদ্দিন তুঘলকের মৃত্যু হয় কিভাবে?- বাংলাদেশ থেকে রাজধানী তুঘলকাবাদের উদ্দেশ্যে প্রত্যাবর্তনের সময় আফগানপুর নামক এক ছোট্ট গ্রামে বিশ্রামের সময় অকস্মাৎ প্রাসাদটি ভেঙে পড়ায় গিয়াসউদ্দিন তুঘলকের মৃত্যু হয়।

57.  গিয়াসউদ্দিন তুঘলকের মৃত্যু প্রসঙ্গে কে বলেছেন এক আকস্মিক বজ্রাঘাতে অস্থায়ী মণ্ডপটি ধসে পড়েছিল”?- জিয়াউদ্দিন বারাণী

58. গিয়াসউদ্দিন তুঘলকের মৃত্যু প্রসঙ্গে কে বলেছেন “দুর্ঘটনার কয়েকবছর পরে (1333 খ্রিঃ) জুনা খাঁ ভারতে আসেন?-  ইবন বতুতা

59. গিয়াসউদ্দিন তুঘলকের মৃত্যুর  প্রত্যক্ষদর্শী হলেন?- শেখ রুকনউদ্দিন

60. গিয়াসউদ্দিন তুঘলকের মৃত্যুর জন্য জুনা খাঁ দূরভিসন্ধির ছাপ স্বীকার করা হয়েছে কোন কোন গ্রন্থে?- ইয়াহিয়া বিন আহমেদ-এরতারিখ- মুবারকশাহি” নিজামউদ্দিন আহমেদেরতাবাক-ই-আকবরীএবং বাউনির  মুক্তাখাব-উৎ-তোয়ারিখগ্রন্থ সমূহে

61. গিয়াসউদ্দিন তুঘলক কোন সুফি সাধকের প্রতি সুলতান অসন্তুষ্ট ছিলেন?- নিজামউদ্দিন আউলিয়া

62. নিজামউদ্দিন আউলিয়া র প্রতি সুলতান অসন্তুষ্ট ছিলেন কারণ?- সুলতান আগের দান করা সম্পত্তি ফেরত চাইলে নিজামউদ্দিন তা দিতে অস্বীকার করেছিলেন

63. দিল্লি বহু দূর (দিল্লি হনুজ দূর অস্ত) কার উক্তি?- নিজামউদ্দিন আউলিয়া

64.  গিয়াসউদ্দিন তুঘলকের মৃত্যুর জন্য জুনা খাঁকে দায়ী করেননি কোন কোন ঐতিহাসিক?- ফেরিস্তা,  ঐতিহাসিক  রাই বৃন্দাবন প্রমুখ (তারা মনে করেন, প্রাকৃতিক বিপর্যয়ের ফলেই দুর্ঘটনা সংঘটিত হয়েছিল)

65.  . মেহদী হোসেন কোন গ্রন্থ থেকে প্রমান করেছেন গিয়াসউদ্দিন তুঘলকের মৃত্যুর ঘটনাটি ঘটেছিল 1325 সালের 15মে?-  আইন--মুলুক রচিতইনসা--মবরুগ্রন্থ থেকে

66.   গিয়াসউদ্দিন তুঘলকের উজিরের নাম কি?- মালিকজাদা আহমদ-বিন্-আয়াজ (যিনি মণ্ডপ নির্মাণের দায়িত্বে ছিলেন)

67.    “গিয়াসউদ্দিন তুঘলক ছিলেন কোমল হৃদয় প্রজাদরদী শাসক”- ঈশ্বরীপ্রসাদের মতে

68.   আলাউদ্দিন রক্তপাত, ষড়যন্ত্র এবং নিপীড়নের মাধ্যমে যে সাফল্য অর্জন করেছিলেন ; গিয়াসউদ্দিন তুঘলক মাত্র চার বছরে মিথ্যাচার, কঠোরতা বা হত্যাকাণ্ড ছাড়াই তা অর্জন করেছিলেন”- জিয়াউদ্দিন বারাণী

69.   গিয়াসউদ্দিন  তুঘলকদিল্লির সন্নিকটে যে নতুন প্রাসাদময় শহরটি নির্মাণ শুরু করেছিলেন তার নাম কি?- 'তুঘলকাবাদ

70. 'তুঘলকাবাদ শহরটির নির্মান কার্য সমাপ্ত হয়?-1321 খ্রীঃ( তেলেঙ্গানা বিজয়ের বছরে)

71.   গিয়াসউদ্দিন তুঘলক নির্মিত স্মৃতিসৌধটি  কি দিয়ে তৈরী?- লাল পাথর আর সাদা মার্বেলে তৈরি

72.   গিয়াসউদ্দিন তুঘলকের নানা গুণের কথা স্বীকার করেও কারা  মনে করেন যে, হিন্দুদের প্রতি আচরণে তিনি সমদর্শী ছিলেন না”- . রমেশচন্দ্র মজুমদার, . ঈশ্বরীপ্রসাদ প্রমুখ

73.   গিয়াসউদ্দিন তুঘলক আমলে হিন্দুদের প্রতি কঠোর আচরণ করা হত এবং রাজনীতিতে মর্যাদাহীনতার গ্লানি ভোগ করতে হত”- . ঈশ্বরীপ্রসাদ 

 File Details -

PDF Name / Book Name মধ্যযুগের ভারতের ইতিহাস, তুঘলক বংশ (গিয়াসুদ্দিন তুঘলক  (1320-1325 খ্রিঃ)

Language : Bengali
Size : 373 kb
Download Link : Click Here to Download 


For More Questions Download Link are bellow

 File Details -

PDF Name / Book Name :165টি প্রাচীন, মধ্য, আধুনিক ভারত ও  ইউরোপের ইতিহাস  প্রশ্ন ও উত্তর(Part-6)

Language : Bengali
Size : 562 kb
Download Link : Click Here to Download 





 File Details -

PDF Name / Book Name :171টি প্রাচীন, মধ্য, আধুনিক ভারত ও  ইউরোপের ইতিহাস  প্রশ্ন ও উত্তর(Part-5)

Language : Bengali
Size : 572 kb
Download Link : Click Here to Download 


  File Details -

PDF Name / Book Name :165টি প্রাচীন, মধ্য, আধুনিক ভারত ও  ইউরোপের ইতিহাস  প্রশ্ন ও উত্তর(Part-4)

Language : Bengali
Size : 574 kb
Download Link : Click Here to Download 


File Details -

PDF Name / Book Name :190টি প্রাচীন, মধ্য, আধুনিক ভারত ও  ইউরোপের ইতিহাস  প্রশ্ন ও উত্তর(Part-3)

Language : Bengali
Size : 435 kb
Download Link : Click Here to Download 


File Details -

PDF Name / Book Name 176টি প্রাচীন, মধ্য, আধুনিক ভারত ও  ইউরোপের ইতিহাস প্রশ্ন ও উত্তর(Part-2)
Language : Bengali
Size : 540 kb
Download Link : Click Here to Download 



File Details -

PDF Name / Book Name 200টি প্রাচীন, মধ্য ও আধুনিক ভারতের ইতিহাস  প্রশ্ন ও উত্তর (Part-1)
Language : Bengali
Size : 424 kb
Download Link : Click Here to Download 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top