165টি প্রাচীন, মধ্য, আধুনিক ভারত ও ইউরোপের ইতিহাস প্রশ্ন ও উত্তর(Part-4)

0

165টি প্রাচীন, মধ্য, আধুনিক ভারত ও  ইউরোপের ইতিহাস 

প্রশ্ন ও উত্তর(Part-4)

165টি প্রাচীন, মধ্য, আধুনিক ভারত ও  ইউরোপের ইতিহাস   প্রশ্ন ও উত্তর(Part-4)


1.       কালো গান্ধি(Black Gandhi)- কাকে বলে?

উত্তরঃ-ড. নেলসন মেন্ডেলা

2.       কে ইটালিতে ইলচে বা একনায়ক হিসাবে পরিচিত?

উত্তরঃ-মুসোলিনি

3.       কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে?

উত্তরঃ-স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়

4.       কার আমলে জার্মানিতে শিল্পবিপ্লব ঘটে?

উত্তরঃ-ফ্রেডারিখ তৃতীয়

5.       কার উদ্যোগে রাশিয়ার তাসখন্দে ভারতের কমিউনিস্ট পার্টি গঠিত হয়?

উত্তরঃ-মানবেন্দ্রনাথ রায়

6.       কাই- জার- হিন্দ উপাধিতে কে ভূষিত হন?

উত্তরঃ-মহাত্মা গান্ধি

7.       কে নাইট উপাধি ত্যাগ করেন?

উত্তরঃ-রবীন্দ্রনাথ ঠাকুর

8.       কে নিজেকে ইলদুচে হিসেবে ঘোষণা করেন?

উত্তরঃ-মুসোলিনি

9.       কে প্রথম পাকিস্তান গঠনের প্রস্তাব দেন?

উত্তরঃ-মহম্মদ ইকবাল

10.    কে প্রথম মুসলমান রাষ্ট্রের ধারণা ব্যক্ত করেন?

উত্তরঃ-মহম্মদ ইকবাল

11.    কে ব্ল্যাকশার্ট বাহিনী গঠন করে?

উত্তরঃ-মুসোলিনি

12.    কে বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন?

উত্তরঃ-প্রফুল্লচন্দ্র রায়

13.    কে ভারতের মহান বৃদ্ধ নামে পরিচিত?

উত্তরঃ-দাদাভাই নওরোজি

14.    কে মুসোলিনিকে কে প্রধান মন্ত্রী হিসাবে নিযুক্ত করেন?

উত্তরঃ-ভিক্টর ইমানুয়েল

15.    ৪৯৬. কে রাখিবন্দন উৎসব প্রবর্তন করেন?

উত্তরঃ-রবীন্দ্রনাথ ঠাকুর

16.    কে শুদ্ধি আন্দোলন প্রবর্তন করেন?

উত্তরঃ-স্বামী দয়ানন্দ সরস্বতী

17.    কে শের--বঙ্গাল নামে পরিচিত?

উত্তরঃ-আব্দুল কাসেম ফজলুল হক  

18.    কে সিবাজি গণপতি উৎসবের সূচনা করেন?

উত্তরঃ-বাল গঙ্গাধর তিলক

19.    কেশরী পত্রিকার সম্পাদক কে?

উত্তরঃ-বাল গঙ্গাধর তিলক

20.    কোণ দেশে প্রথম শিল্প বিপ্লব হয়েছিল?

উত্তরঃ-ইংল্যান্ড

21.    কোথায় প্রথম আণবিক বোমা ফেলা হয়?

উত্তরঃ-হিরোশিমায়

22.    কোন অধিবেশনে সুভাষচন্দ্র বসু প্রথম জাতীয় কংগ্রেসের সভাপতি হিসেবে নির্বাচিত হয়?

উত্তরঃ-ত্রিপুরি কংগ্রেসের অধিবেশনে

23.    কোন আইনে ব্রিটিশ কোম্পানি সর্বপ্রথম শিক্ষাখাতে বার্ষিক একলক্ষ টাকা ব্যয়ের নির্দেশ দেয়?

উত্তরঃ-1813 খ্রিঃ সনদ আইনে

24.    কোন আন্দোলনের সময় গান্ধিজি ব্রিটিশ প্রদত্ত কাইজার--হিন্দ খেতাব বর্জন করেন?

উত্তরঃ-1921 খ্রিঃ খিলাফত আন্দোলনের প্রাক্কালে

25.    কোন গ্রন্থটিকে নাৎসিবাদের বাইবেল বলা হয়?

উত্তরঃ-মেইন ক্যাম্প

26.    কোন দেশ প্রথম পরমাণু বোমা ব্যবহার করে?

উত্তরঃ-আমেরিকা

27.    কোন্ পত্রিকাকে কেন্দ্র করে বাংলায় একটি বিপ্লবী দল গড়ে অথেছিল?

উত্তরঃ-যুগান্তর পত্রিকা

28.    কোন্ পত্রিকায় প্রথম বয়কট আন্দোলনের ডাক দেওয়া হয়?

উত্তরঃ-সঞ্জীবনী পত্রিকায়

29.    কোন্ বছর ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়?

উত্তরঃ-1942 খ্রিঃ

30.    কোন্ ব্রিটিশ প্রধানমন্ত্রী সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা করেন?

উত্তরঃ-রামসে ম্যাকডোনাল্ড

31.    কোন বিপ্লবী চার্লস টেগার্টকে হত্যা করতে ভুলবশত আর্নেস্ট ডে কে হত্যা করেন?

উত্তরঃ-গোপীনাথ সাহা

32.    কোন যুদ্ধে প্রথম পারমানবিক বোমা ব্যবহার করা হয়?

উত্তরঃ-দ্বিতীয় বিশ্বযুদ্ধে

33.    কোন সনদ আইনে ভারতে শিক্ষাবিস্তারের জন্য বার্ষিক 1 লক্ষ টাকা মঞ্জুর করা হয়?

উত্তরঃ- 1813 খ্রিঃ  

34.    কোন সন্ধিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ নিহিত ছিল?

উত্তরঃ- ভার্সাই সন্ধি

35.    কোন সাম্রাজ্যবাদী দেশ প্রথম পরমাণু বোমা ব্যবহার করে?

উত্তরঃ- আমেরিকা

36.    কোলকাতা এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে?

উত্তরঃ- স্যার উইলিয়াম জোন্স

37.    কোলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়?

উত্তরঃ- 1857 খ্রিঃ

38.    কোলকাতা মাদ্রাসা কবে প্রতিষ্ঠিত হয়?

উত্তরঃ- 1781 খ্রিঃ

39.    কোলকাতা মেডিক্যাল কলেজ কবে স্থাপিত হয়?

উত্তরঃ- 1857 খ্রিঃ

40.    খিলাফত দিবস কবে পালিত হয়?

উত্তরঃ- 1919 খ্রিঃ 17 অক্টোবর

41.    খোদা--খিদমদঙ্গার দলের প্রতিষ্ঠাতা কে?

উত্তরঃ- খান আব্দুল গফর খান

42.    গণপতি সিবাজি উৎসব কে চালু করেন?

উত্তরঃ- বাল গঙ্গাধর তিলক

43.    গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতির নাম কী?

উত্তরঃ- . রাজেন্দ্র প্রসাদ

44.    গণপরিষদের প্রথম সদস্য সংখ্যা কত ছিল?

উত্তরঃ- 389 জন

45.    গণেশ বিসু পিংলে কে ছিলেন?

উত্তরঃ- গদর পার্টির একজন নেতা

46.    ‘গদরকথার অর্থ কী?

উত্তরঃ- বিপ্লব

47.    গদর পার্টি কোথায় (কোন দেশে) প্রতিষ্ঠিত হয়েছিল?

উত্তরঃ- আমেরিকার সানফ্রানসিসকো শহরে

48.    গদর পার্টির প্রতিষ্ঠাতা কে?

উত্তরঃ- লাল হরদলার

49.    গান্ধি-আর উইন চুক্তি কবে স্বাক্ষরিত হয়?

উত্তরঃ-1931খ্রিঃ

50.    গান্ধিজি কখন দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে প্রত্যাবর্তন করেন?

 উত্তরঃ-১৯১৫ খ্রিঃ

51.    গান্ধিজি কবে কাইজার--হিন্দ খেতাব বর্জন করেন?

উত্তরঃ-অসহযোগ আন্দোলনের সময়

52.    গান্ধী বুড়ী কাকে বলা হয়?

উত্তরঃ-মাতঙ্গিনী হাজরা

53.    গান্ধীজীর রাজনৈতিক গুরু কে?

উত্তরঃ-গোপাল কৃষ্ণ গোখলে

54.    চম্পারন সত্যাগ্রহ (১৯১৭) কার নেতৃত্বে সংগঠিত হয়?

উত্তরঃ- মহত্মা গান্ধি

55.    চাপেকার ভ্রাতৃদ্বয় কারা?

উত্তরঃ- দামোদরহরি চাপেকার বালকৃষ্ণ চাপেকার

56.    চার্চিল কে ছিলেন?

উত্তরঃ-ইংল্যান্ডের প্রধানমন্ত্রী

57.    চার্লস উড কে ছিলেন?

উত্তরঃ-বোর্ড অব কন্ট্রোলের সভাপতি

58.    জাতি সংঘের প্রতিষ্ঠা দিবস কবে?-

উত্তরঃ- ১৯২০ খ্রি, ১০ জানুয়ারি

59.    জাতিপুঞ্জের শিক্ষা, বিজ্ঞান, এবং সংস্কৃতি বিষয়ক সংস্থা সংক্ষেপে কি নামে পরিচিত?

উত্তরঃ- অর্থনৈতিক সামাজিক পরিষদ

60.    জাতীয় কংগ্রেসের অধিবেশনের তৃতীয় অধিবেশনের সভাপতি কে ছিলেন?

উত্তরঃ-বদরুদ্দিন তায়েজি

61.    জাতীয় কংগ্রেসের কোন্ অধিবেশনে জন গন মন অধিনায়ক গানটি গাওয়া হয়?

উত্তরঃ-১৯১১ খ্রিঃ 27 ডিসেম্বর, কোলকাতা অধিবেশনে

62.    জাতীয় কংগ্রেসের প্রতিস্থাতা কে ছিলেন?

 উত্তরঃ-এ. . হিউম

63.    জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেন?

উত্তরঃ-উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়

64.    জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতির নাম কী?

উত্তরঃ-অ্যানিবেসান্ত

65.    জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে?

উত্তরঃ-উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়

66.    জাতীয় কংগ্রেসের লাহোর (1929) সভাপতি কে ছিলেন?

উত্তরঃ-জওহরলাল নেহেরু

67.    জাতীয় শিক্ষা পরিষদ কবে গঠিত হয়?

উত্তরঃ-1906খ্রিঃ

68.    জাতীয় শোকদিবস পালন করা হয় কোন্ ঘটনার পরিপ্রেক্ষিতে?

উত্তরঃ-বঙ্গভঙ্গের পরিপ্রেক্ষিতে

69.    জাপান কবে চীনের মাঞ্জুরিয়া দখল করেন?

উত্তরঃ-1931 খ্রিঃ

70.    জাপান কবে পার্ল হারবারে বােমা বর্ষণ করেন?

উত্তরঃ-1942 খ্রিঃ,7ডিসেম্বর

71.    জাপান কবে মাঞ্চুরিয়া দখল করে?

উত্তরঃ-1931 খ্রিঃ

72.    জাপানের হিরোশিমা নাগাসাকিতে পারমানবিক বোমা কোন দেশ নিক্ষেপ করেছিল?

উত্তরঃ-আমেরিকা

73.    জার্মান একটি পরিতৃপ্ত দেশ- কথাটি কে বলেছিলেন?

উত্তরঃ-বিসমার্ক

74.    জার্মানির আইনসভার নাম কী?

উত্তরঃ-রাইখ স্ট্যাগ

75.    জার্মানির নাৎসি নেতার নাম কী?

উত্তরঃ-হিটলার

76.    জালিয়ানওয়ালাবাগ কোথায় অবস্থিত?

উত্তরঃ-পাঞ্জাবে

77.    জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের নায়ক কে?

উত্তরঃ-জেনারেল ডায়ার

78.    ৫৬৭. জেনারেল কমিটি অব পাবলিক ইন্সট্রাকশন কবে গঠিত হয়?

উত্তরঃ-1823 খ্রিঃ

79.    জেনারেল ফ্রাঙ্ক কে ছিলেন?

উত্তরঃ-স্পেনের গৃহযুদ্ধের নেতা

80.    জোটনিরপেক্ষ আআন্দোলনের অন্যতম স্রষ্টা কে ছিলেন?

উত্তরঃ-জহরলাল নেহেরু

81.    জোটনিরপেক্ষ দেশগুলির প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?

উত্তরঃ-1961 খ্রিঃ

82.    ঝাঁসির রানি ব্রগেডের নেতৃত্বে কে ছিলেন?

উত্তরঃ-লক্ষ্মী স্বামিনাথন

83.    ট্রম্যান কে ছিলেন?

উত্তরঃ-মার্কিন রাষ্ট্রপতি

84.    টিকেন্দ্রজিৎ কে ছিলেন?

উত্তরঃ-মনিপুরের রাজকুমার পরে মনিপুরের স্বাধীনতা সংগ্রামী

85.    ঠাকুর চন্দ্র কে ছিলেন?

উত্তরঃ-কৃষক বিদ্রোহের একজন নেতা

86.    ঠাণ্ডা যুদ্ধ কথাটি প্রথম কে ব্যবহার করেন?

উত্তরঃ-বার্নাড বারুচ

87.    ঠাণ্ডা যুদ্ধ কাকে বলে?

উত্তরঃ-মার্কিন-সোভিয়েত যুদ্ধ পরিস্থিতিকে

88.    ঠাণ্ডাযুদ্ধে পরস্পর বিবধমান রাষ্ট্রের নাম কি?

উত্তরঃ-মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া

89.    ঠান্ডাযুদ্ধ কোন সময় থেকে শুরু হয়?

উত্তরঃ-1947খ্রিঃ  

90.    ডন সােসাইটির প্রতিষ্ঠাতা কে? সতীশচন্দ্র বসু

91.    ডান্ডি অভিযান কী?

উত্তরঃ-লবণ আইন ভঙ্গ আন্দোলন

92.    ডিরোজিও এর পুরো নাম কী?

উত্তরঃ-হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও

93.    ডিরোজিও কে ছিলেন?

উত্তরঃ-হিন্দু কলেজের একজন অধ্যক্ষ নব্য বঙ্গ আন্দোলনের প্রবক্তা

94.    তত্ত্বাবোধিনী পত্রিকার সম্পাদক কে?

উত্তরঃ-দেবেন্দ্র নাথ ঠাকুর

95.    তুফু-উল-মুয়ার্দিনকার রচনা?

উত্তরঃ-রাজা রামমোহন রায়

96.    তুরস্ক প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা কে?

উত্তরঃ-কামাল আতাতুর্ক

97.    ত্রিপুরা কত খ্রিষ্টাব্দে পূর্ণরাজ্যের মর্যাদা পায়?

উত্তরঃ-1972 খ্রিঃ

98.    ত্রিপুরা রাজ্য কবে ভারতের সাথে যোগদান করে?

উত্তরঃ-1949 খ্রিঃ 15অক্টোবর

99.    ত্রিপুরা রাজ্যের নানা অজানা তথ্য লিপিবদ্ধ করা হয়েছে?

উত্তরঃ-রাজমালা

100.ত্রিপুরায় কবে রাজতন্ত্রের অবসান হয়? ১৯৪৯ খ্রিঃ ১৫ অক্টোবর

101.ত্রিপুরার প্রথম চীফ কমিশনার কে?

উত্তরঃ-রঞ্জিত কুমার রায়

102.ত্রিপুরার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন?

উত্তরঃ-শচীন্দ্র লাল সিংহ

103.ত্রিপুরার প্রথম রাজ্যপালের নাম কী?

উত্তরঃ-বি. কে. নেহেরু

104.ত্রিপুরার বর্তমান রাজ্যপালের নাম কি?

উত্তরঃ- দেবেন্দ্রনাথ কনওয়ার

105.ত্রিপুরার শেষ মহারানী কে ছিলেন?

উত্তরঃ-কাচন প্রভা দেবী

106.ত্রিপুরার সর্বশেষ মহারাজা কে ছিলেন?

উত্তরঃ-মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য বাহাদুর

107.ত্রিশ ক্তি চুক্তি কাদের মধ্যে সম্পন্ন হয়েছিল?

উত্তরঃ-জারমানি-ইতালি-অস্ত্রিয়া

108.ত্রি-শক্তি আঁতাত কোন্ কোন্ দেশ নিয়ে গঠিত হয়?

উত্তরঃ-ইংল্যান্ড- ফ্রান্স- রাশিয়া

109.তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক কে ছিলেন?

উত্তরঃ-সতীশচন্দ্র সামন্ত

110.তিলক সম্পাদিত দুটি পত্রিকার নাম লিখ?

উত্তরঃ-মারাঠা কেশরী

111.তেভাগা আন্দোলন কবে শুরু হয়?

উত্তরঃ-1946খ্রিঃ

112.দক্ষিণ আফ্রিকার প্রথম অশ্বেতাঙ্গ রাষ্ট্রপতি কে ছিলেন?

উত্তরঃ-ড. নেলসন মেন্ডেলা

113.দুজন চরম পন্থী নেতার নাম করো

উত্তরঃ-বিপিনচন্দ্র পাল অশ্বিনীকুমার দত্ত

114.দ্বি-জাতি তত্ত্বের প্রকৃত প্রবর্তক কে?

উত্তরঃ-স্যার সৈয়দ আহমদ খান

115.দ্বিতীয় গোলটেবিল বৈঠক (1932) জাতীয় কংগ্রেসের প্রতিনিধি কে ছিলেন?

উত্তরঃ-মহাত্মা গান্ধি

116.দ্বিতীয় গোলটেবিল বৈঠক (1932)ভারতিয় মহিলা প্রতিনিধি কে ছিলেন?

উত্তরঃ-সরোজিনী নাইডু

117.দ্বিতীয় বিশ্ব যুদ্ধ কবে শুরু হয়?

উত্তরঃ-1939খ্রিঃ

118.দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর কোন্ আন্তর্জাতিক সংগঠন স্থাপিত হয়?

উত্তরঃ-সম্মিলিত জাতিপুঞ্জ

119.দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত বছর স্থায়ী ছিল?

উত্তরঃ-1939-1945 খ্রিঃ  

120.দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয়?

উত্তরঃ-1939 খ্রিঃ 3 রা সেপ্টেম্বর

121.দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শেষ হয়?

উত্তরঃ-1945খ্রিঃ

122.দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোন্ আন্তর্জাতিক সংগঠন স্থাপিত হয়?

উত্তরঃ-রাষ্ট্রসংঘ বা সম্মিলিত জাতিপুঞ্জ

123.দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্থায়িত্বকাল কতদিন ছিল?

উত্তরঃ-1939-1945 খ্রিঃ  

124.দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইংলন্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন?

উত্তরঃ-চার্চিল

125.দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র কোথায় আণবিক বোমা নিক্ষেপ করেছিলেন?

উত্তরঃ-জাপানের হিরোশিমা নাগাসাকিতে

126.দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাসিয়ার প্রধানমন্ত্রী কে ছিলেন?

উত্তরঃ-স্ট্যালিন

127.দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল উল্ল্যেখ করো

উত্তরঃ-1939-45খ্রিঃ

128.দ্যা ইন্ডিয়ান স্ট্রাল্ল- গ্রন্থটি কার রচনা?

উত্তরঃ-সুভাসচন্দ্র বসু

129.দিল্লি চললার আহ্বান কে করেছিলেন?

উত্তরঃ-সুভাসচন্দ্র বসু

130.দেশপ্রিয় নামে কে পরিচিত?

উত্তরঃ-যতীন্দ্রমোহন সেনগুপ্ত

131.দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কে প্রত্যাহার করেন?

উত্তরঃ-লর্ড রিপন

132.দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কে পাশ করেন?

উত্তরঃ-লর্ড লিটন

133.নতুন বিশ্ব নীতি কে ঘোষণা করেন?

উত্তরঃ-মিখাইল গর্বাচভ

134.নরম পন্থী নীতিকে রাজনৈতিক ভিক্ষাবৃত্তি বলে কে অভিহিত করেন?

উত্তরঃ-চরমপন্থী গন

135.নরমপন্থি-চরপন্থী বিচ্ছেদ কি নামে পরিচিত?

উত্তরঃ-সুরাট বিচ্ছেদ

136.নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস (AITUC) সভাপতি কে?

উত্তরঃ-লালা লাজপত রায়

137.নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়?

উত্তরঃ-1920খ্রিঃ

138.নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কত?

উত্তরঃ-5 জন

139.নীলদর্পণ নাটক কে রচনা করেন?

উত্তরঃ-দীনবন্ধু মিত্র

140.নেহেরু কমিটি কেন গঠিত হয়েছিল?

উত্তরঃ-সংবিধানের খসড়া রচনার জন্য

141.নৌ বিদ্রোহের সূচনা হয় কোন্ জাহাজে?

উত্তরঃ-তলোয়ার

142.পঞ্চশীল নীতির প্রবর্তক কে ছিলেন?

উত্তরঃ-জহরলাল নেহেরু

143.প্যারিস শান্তি সম্মেলনে অস্ট্রিয়ার সঙ্গে কোন্ সন্ধি স্বাক্ষরিত হয়েছিল?

উত্তরঃ-সেন্ট জার্মেইন চুক্তি

144.চেঞ্জার বা পরিবর্তন কামী কারা

উত্তরঃ-কংগ্রেসের চরমপন্থি

145.প্রথম দ্বিতীয় গোলটেবিল বৈঠক কবে অনুষ্ঠিত হয়?

উত্তরঃ-প্রথম-1930, দ্বিতীয়-1931খ্রিঃ

146.প্রথম জাতীয় স্কুল কোথায় স্থাপিত হয়?

উত্তরঃ-রংপুরে

147.প্রথম বিধবা বিবাহ কে করেন?

উত্তরঃ-বিদ্যাসাগরের পুত্র শ্রীশ্চন্দ্র বিদ্যারত্ন কালিমতি দেবী

148. প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয়?

উত্তরঃ-1914 খ্রিঃ

149.প্রথম বিশ্বযুদ্ধ কবে শেষ হয়?

উত্তরঃ-1918 খ্রিঃ

150.প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানিতে যে প্রজাতন্ত্র সৃষ্টি হয় তার নাম কী?

উত্তরঃ-ভাইমার প্রজাতন্ত্র

151.জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে?

উত্তরঃ-অ্যালান অক্টোভিয়ান হিউম

152.কার জন্মদিনটি আন্তর্জাতিক অহিংসা দিবস হিসাবে পালিত হয়?

উত্তরঃ-মহাত্মা গান্ধি

153.কার নেতৃত্বেওয়াংশো চুক্তি সংস্থা কবে গঠিত হয়?

উত্তরঃ-1955-সোভিয়েত ইউনিয়ন এর নেতৃত্বে

154.কার নেতৃত্বে চীনে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়?

উত্তরঃ-মাও সে তুং

155.কার নেতৃত্বে ত্রিপুরা রাজ্যের প্রথম মন্ত্রীসভা গঠিত হয়?

উত্তরঃ-সুখময় সেগুপ্ত

156.কার স্বাক্ষরের ফলে গণ পরিষদে সংবিধান পাশ হয়?

উত্তরঃ-রাজেন্দ্র প্রসাদ

157.কে কংগ্রেসের বার্ষিক অধিবেশনকে তিনদিনের তামাসা বলেছেন?

উত্তরঃ-অশ্বিনী কুমার দত্ত

158.কে গান্ধি বুড়ি নামে খ্যাত?

উত্তরঃ-ভমাতঙ্গিনী হাজরা

159.কে গান্ধীজীকে মহাত্মা নামে অভিহিত করেন?

উত্তরঃ-রবীন্দ্রনাথ ঠাকুর

160.কে চৌদ্দদফা দাবী পেশ করেন?

উত্তরঃ-মহম্মদ আলি জিন্নাহ

161.কে ঝাঁসি বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন?

উত্তরঃ-লক্ষ্মী স্বামিনাথন

162.কলকাতা মাদ্রাসা কে প্রতিস্থা করেন?

উত্তরঃ-ওয়ারেন হেস্টিংস

163.কলকাতা মাদ্রাসা কবে প্রতিষ্ঠিত হয়?

উত্তরঃ-1718 খ্রিঃ

164.কলকাতা মেডিকেল কে প্রতিষ্ঠা করেন?

উত্তরঃ-জন টেইলর

165.কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?

            উত্তরঃ-1835খ্রিঃ

File Details -

PDF Name / Book Name :165টি প্রাচীন, মধ্য, আধুনিক ভারত ও  ইউরোপের ইতিহাস  প্রশ্ন ও উত্তর(Part-4)

Language : Bengali
Size : 574 kb
Download Link : Click Here to Download 


For More Questions Download Link are bellow

File Details -

PDF Name / Book Name :190টি প্রাচীন, মধ্য, আধুনিক ভারত ও  ইউরোপের ইতিহাস  প্রশ্ন ও উত্তর(Part-3)

Language : Bengali
Size : 435 kb
Download Link : Click Here to Download 


File Details -

PDF Name / Book Name 176টি প্রাচীন, মধ্য, আধুনিক ভারত ও  ইউরোপের ইতিহাস প্রশ্ন ও উত্তর(Part-2)
Language : Bengali
Size : 540 kb
Download Link : Click Here to Download 



File Details -

PDF Name / Book Name 200টি প্রাচীন, মধ্য ও আধুনিক ভারতের ইতিহাস  প্রশ্ন ও উত্তর (Part-1)
Language : Bengali
Size : 424 kb
Download Link : Click Here to Download 





 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top