মাধ্যমিক পঞ্চম অধ্যায় ১ নম্বরের প্রশ্ন এবং উত্তর part-2

0

   মাধ্যমিক পঞ্চম অধ্যায় ১ নম্বরের প্রশ্ন এবং উত্তর part-2


 মাধ্যমিক পঞ্চম অধ্যায় ১ নম্বরের প্রশ্ন এবং উত্তর

1.   ‘ইউ. এন. রায় অ্যান্ড সন্স’ প্রতিষ্ঠিত হয়— 1895  খ্রিস্টাব্দে
2.   ‘ইন্ডিয়ান ইন্সটিটিউট অব সায়েন্স’ গড়ে ওঠে?- 1909 খ্রিস্টাব্দে
3.   ‘কালাজ্বরের ওষুধ আবিষ্কার করেন?- উপেন্দ্রনাথ ব্রম্মচারী
4.   ‘জাতীয় শিক্ষা পরিষদ’ স্থাপিত হয়?- 1906 খ্রিস্টাব্দে
5.   ‘ডন সোসাইটি প্রতিষ্ঠা করেন?- সতীশচন্দ্র মুখোপাধ্যায়।
6.   ‘ডন সোসাইটি’ স্থাপিত হয়?- 1902 খ্রিস্টাব্দে
7.   ‘দেবনাগরি’ হরফের ছাপাখানা প্রতিষ্ঠা করেন?- বাবুরাম
8.   ‘বিশ্বভারতী’-র প্রতিষ্ঠাতা হলেন?- রবীন্দ্রনাথ ঠাকুর
9.   ‘বোসন কণা আবিষ্কারক করেন?-সত্যেন্দ্রনাথ বসু
10. ‘বুরকি ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপিত হয়?- 1847 খ্রিস্টাব্দে
11.  ‘বসুবিজ্ঞান মন্দির স্থাপিত হয়— 1917 খ্রিস্টাব্দে
12. ‘মাতৃভাষা মাতৃদুগথসম’ উক্তিটি হল?- রবীন্দ্রনাথ ঠাকুর
13. ‘মারকিউরাস নাইট্রেট’-র আবিষ্কারক হলেন?- প্রফুল্লচন্দ্র রায়।
14. ‘শিক্ষার হেরফের’ প্রবন্ধটির রচয়িতা হলেন?- রবীন্দ্রনাথ ঠাকুর
15. “হ্যালহেডের বাংলা ব্যাকরণ’ ছাপা হয়”— 1778 খ্রিস্টাব্দে
16. A Code of Gentoo Laws গ্রন্থটি প্রকাশিত হয়- 1776 খ্রিস্টাব্দে
17. 'Bengal Technical Institute' গড়ে ওঠে?- 1906 খ্রিস্টাব্দে।
18. The Indian Vocabulary প্রকাশিত হয়- 1788 খ্রিস্টাব্দে
19. ইউ এন রায় অ্যান্ড সন্স ভূমিকা নিয়েছিল?— বাংলায় মুদ্রণ শিল্পের প্রসারে
20.  ইন্ডিয়া গেজেট প্রকাশিত হয়— 1780 খ্রিস্টাব্দে
21. এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা করেন?- উইলিয়াম জোনস।
22. ওলন্দাজরা ভারতে প্রথম ছাপাখানার ব্যবহার শুরু হয়?- ষোড়শ শতকের মাঝামাঝি।
23. ক্যালকাটা গেজেট প্রেস’ স্থাপিত হয়?- 1780 খ্রিস্টাব্দে
24. ক্রেস্কোগ্রাফ যন্ত্রের আবিষ্কারক হলেন?- জগদীশচন্দ্র বসু
25. কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয়?- 1835 খ্রিস্টাব্দে
26. কলকাতায় প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয়— 1778 খ্রিস্টাব্দে
27. কলিকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয়?-1914 খ্রিস্টাব্দে
28. কলিকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়?- 1857 খ্রিস্টাব্দে
29. ছাপাখানার জনক বলা হয়— জোহান গুটেনবার্গ-কে
30. জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি ছিলেন?- সত্যেন্দ্রনাথ ঠাকুর
31. যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপিত হয়?-1906 খ্রিস্টাব্দে
32. যার উদ্যোগে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অব সায়েন্স গড়ে ওঠে?- ড. মহেন্দ্রলাল সরকার
33. যে যন্ত্র দ্বারা উদ্ভিদের বৃদ্ধি মাপা হয় তার নাম হল?- ক্রেসকোগ্রাফ
34. দৃশ্যকাব্য পরিচয় গ্রন্থটি রচনা করেন?- ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
35. প্রেসিডেন্সি কলেজ স্থাপিত হয়?- 1855 খ্রিস্টাব্দে
36. প্রথম হিমালয়ের উচ্চতা মেপেছিলেন?- রাধানাথ শিকদার
37.  বাংলা ছাপা হরফের যথার্থ পরিকল্পনা করেছিলেন- চার্লস উইলকিন্স
38. বাংলা ছাপাখানার বিকাশকে ভাগ করা হয়?- চারটি পর্যায়ে
39. বাংলায় প্রথম মাসিক পত্রিকা হল?- দিগদর্শন
40. বাংলায় প্রথম সাপ্তাহিক পত্রিকা ছিল?- সমাচার দর্পণ
41. বেঙ্গল কেমিক্যাল-র প্রতিষ্ঠা করেন?- আচার্য প্রফুল্লচন্দ্র রায়
42. বেঙ্গল গেজেট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন?- অগাস্টাস হিকি
43. বেঙ্গল গেজেট প্রকাশ করেন?- অগাস্টাস হিকি
44. বেঙ্গল ন্যাশনাল কলেজ ও স্কুলের প্রথম অধ্যক্ষ ছিলেন?- অরবিন্দ ঘোষ
45. ব্যাপটিস্ট মিশনারি সোসাইটি প্রেস স্থাপিত হয়?- 1818 খ্রিস্টাব্দে
46. বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন?- জগদীশচন্দ্র বসু
47. ভারতে প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্রের নাম হল- বেঙ্গল গেজেট
48. ভারতে প্রতিষ্ঠিত প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজটি হল?- রুরকি ইঞ্জিনিয়ারিং কলেজ
49. ভারতে প্রথম কারা ছাপাখানার প্রচলন করেন?- পোর্তুগিজরা
50. ম্যালেরিয়ার ওপর গবেষণা করে নোবেল পুরস্কার পান?- রোনাল্ড রস।
51. মুদ্রণের জন্য প্রথম বাংলা হরফ তৈরি হয়?-1778 খ্রিস্টাব্দে
52. রবিঠাকুর বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন?- 1921 খ্রিস্টাব্দে
53. রবিঠাকুর শান্তিনিকেতনে ‘ব্রম্মচর্যাশ্রম প্রতিষ্ঠা করেন?- 1902 খ্রিস্টাব্দে
54. শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনের প্রতিষ্ঠা হয়?- 1800 খ্রিস্টাব্দে
55. সংস্কৃত প্রেস গড়ে ওঠে?- 1847 খ্রিস্টাব্দে





পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ ভাল লেগে থাকলে অবশ্যই অন্যদের শেয়ার কর


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top