প্রতিরোধ ও বিদ্রোহ

0

প্রতিরোধ বিদ্রোহ


কৃষক জমিদারদের বিদ্রোহ
() সন্ন্যাসী ফকির বিদ্রোহ (1763 -1800 খ্রী;) 
1.       সন্যাসি-ফকির বিদ্রোহ কবে হয়েছিল?- 1763 -1800 খ্রী;
2.      এই আন্দোলনের ব্যাপ্তি কত বছর ছিল?- 1763 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত মোট চল্লিশ বছর
3.       সন্ন্যাসী ফকির বিদ্রোহ প্রথম কোথায় শুরু হয়েছিল?- 1763 খ্রিস্টাব্দে ঢাকাতে
4.      সন্ন্যাসী ফকির বিদ্রোহের নায়কদের মধ্যে কারা উল্লেখযোগ্য ছিলেন?- ভবানী পাঠক, দেবী চৌধুরানি, মজনুশাহ, চিরাগ আলি, মুসা শাহ প্রমুখ
5.      সন্ন্যাসী-ফকিরদের অধিকাংশই ছিল- কৃষিজীবী
6.      সন্ন্যাসী ফকির বিদ্রোহের অনেকে কোন বানিজ্যের সঙ্গে যুক্ত ছিল?-  মোঘল বাহিনীর কর্মচ্যুত সৈন্যরাও ছিল কৃষক-সন্তান
7.      1772 খ্রিস্টাব্দে কোন যুদ্ধে সন্যাসি ফকিরদের কাছে ইংরেজ বাহিনী পরাজিত হয় এবং ইংরেজ সেনাপতি ক্যাপ্টেন টমাস নিহত হন?- রংপুরের যুদ্ধে
8.       1773 খ্রিস্টাব্দের 1লা মার্চ সন্ন্যাসী ফকিরদের আক্রমণে কে নিহত হন?- ক্যাপ্টেন এডওয়ার্ডস
9.      কে বলেছেন সন্যাসি ফকির বিদ্রহকেহিন্দুস্থানের যাযাবরপেশাদার ডাকাতদের উপদ্রববলে চিহ্নিত করলেও, এটি ছিল প্রকৃত কৃষক বিদ্রোহ’?- বড়লাট ওয়ারেন হেস্টিংস
10. কারা সন্যাসি ফকির বিদ্রোহকে কৃষক বিদ্রোহ বলেছেন?- উইলিয়ম হান্টার, এডওয়ার্ড গ্যারাট
11.   কার মতে সন্যাসি ফকির বিদ্রোহের লক্ষ্য ছিল বিদেশিদের হাত থেকে নিজ দেশ ধর্মকে রক্ষা করা?- লেস্টার হাচিনসন
12.   কার মতে একশ বছর পর বাংলায় যে বিপ্লববাদী আন্দোলন শুরু হয়, সন্যাসি ফকির বিদ্রোহ হল তার অগ্রদূত?- লেস্টার হাচিনসন
13.   বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন উপন্যাসে সন্যাসি ফকির বিদ্রোহীর কথা তুলে ধরেছেন?- আনন্দমঠ উপন্যাসে

() সন্দীপ বিদ্রোহ (The Sandip Rebellion):
1.       সন্দিপ বিদ্রোহ কবে হয়েছিল?- 1769 খ্রিস্টাব্দে
2.      গভর্নর ভেরেলেস্ট কবে কাকে সন্দীপে জমি জরিপ রাজস্ব ধার্য করার দায়িত্ব দেন?- বেনিয়ান গোকুল ঘোষালকে 1763 খ্রিস্টাব্দে
3.       সন্দীপে কার নেতৃত্বে বিদ্রোহ ঘোষণা করা হয়েছিল?-পূর্বতন জমিদার আবু তোরাপ চৌধুরী
4.       গোকুল ঘোষাল সন্দীপে কোন দ্রব্যের একচেটিয়া বন্দোবস্ত নেন-লবণের
() রংপুর বিদ্রোহ, (1783-খ্রী:)
1.       রংপুর বিদ্রোহ কবে হয়েছিল?-1783-খ্রী: 18 জানুয়ারি
2.       কার বিরুদ্ধে রংপুর বিদ্রোহ হয়েছিল?- কোম্পানির ইজারাদার দেবী সিংহের বিরুদ্ধে
3.      দেবী সিংহ কোথা থেকে মুর্শিদাবাদে আসেন-পশ্চিম ভারতের পানিপথের নিকটবর্তী এক গ্রামের বৈশ্য সম্প্রদায়ভুক্ত এক ভাগ্যান্বেষী সেখান থেকে
4.      দেবী সিংহ কবে কোথাকার দেওয়ান নি্যুক্ত হন- গভর্নর ওয়ারেন হেস্টিংস তাঁকে দিনাজপুরের নাবালক রাজা রাধানাথ সিংহের দেওয়ান নিযুক্ত করেন(1780)
5.      দেবী সিংহ কোথাকার ইজারা নিয়েছিলেন?- দিনাজপুর, রংপুর এদ্রাকপুর পরগনার
6.      কার নেতৃত্বে রংপুর বিদ্রোহ হয়েছিল?- জনৈক নুরুলউদ্দিনের নেতৃত্বে
7.       কবে রংপুর বিদ্রোহ দমিত হয়?- মার্চ, 1783 খ্রিঃ
8.       ইজারাদারি প্রথার অবসান ঘটান?- লর্ড কর্ণওয়ালিস
() পলিগারদের বিদ্রোহ: 1799-1805 খ্রিঃ
1.       পলিগার বিদ্রোহ কবে হয়েছিল?-1799-1805 খ্রিঃ
2.       পলিগারনামটি কাদের দেওয়া?- ব্রিটিশ শাসকদের
3.       কার মতে পলিগাররা ছিল ইংরেজ শাসনের প্রধান প্রতিবন্ধক?- মাদ্রাজ প্রেসিডেন্সির কালেক্টর টমাস মনরো 
4.      পলিগার বিদ্রোহ কোথায় হয়েছিল?- তিন্নিভেলি (তিরুনেলভেলি), উত্তর আর্কট,বেলারি, অনন্তপুর, কুড়াপ্পা কার্ণল প্রভৃতি স্থানে
5.      1781 খ্রিস্টাব্দে আর্কটের নবাব কাদের আর্কটের তিন্নিভেলি জেলার রাজস্ব আদায়ের দায়িত্ব দিয়েছিল?- ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে 
6.       পলিগারদের সঙ্গে যুদ্ধে কোন লেফটান্যান্ট নিহত হন?- লেফটান্যান্ট ক্লার্ক
7.       কবে আর্কটের পলিগাররা ইংরেজ শক্তির বিরুদ্ধে চূড়ান্ত সংগ্রামে অবতীর্ণ হয়?- 1803 থেকে 1805
8.       কবে লর্ড ওয়েলেসলি কর্ণাটক দখল করেন?- 1801 খ্রিস্টাব্দে 
9.       পলিগারদের শেষপর্যন্ত কে নিরস্ত্র করে ইংরেজ শাসনের প্রতি অনুরক্ত করে তোলেন?- টমাস মনরো 
() পাইক বিদ্রোহ (The Paik Rebellion (1817-1818 খ্রিঃ)
1.       কবেপাইকবিদ্রোহ হয়েছিল?-1817-1818 খ্রিস্টাব্দ
2.       পাইকরা পেশায় কি ছিল?- স্থানীয় সৈনিক
3.       কে পাইকদের ভূমিজ সেনানী বলে অভিহিত করেছেন- স্টারলিং(Stirling)
4.       পাইকবিদ্রোহের সময় ব্রিটিশ-বিরোধী ষড়যন্ত্রের অভিযোগে কোম্পানি কাকে তার জমিদারী থেকে বিতাড়িত করে?- উড়িষ্যার খুরদার, জমিদার বা রাজাকে
5.       খুরদার অধীনস্থ পাইকরা বেতনের পরিবর্তে কি পেত?- পাইকান জমি বা জায়গির ভোগ করত
6.       কার নেতৃত্বে পাইকরা ইংরেজ প্রশাসনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে- বিদ্যাধর মহাপাত্রের
7.       পাইক বিদ্রোহের অপর নাম কি?- খুরদা বিদ্রোহ

() বেরিলির বিদ্রোহ (The Bareily Rebellion (1816 খ্রিঃ) :
1.       কবেবেরিলিবিদ্রোহ হয়েছিল?-(1816 খ্রিঃ)
2.       কার নেতৃত্বে বেরিলির বিদ্রোহ হয়েছিল?- মুফতি মহম্মদ আইওয়াজ
3.       কোথায় বেরিলির বিদ্রোহ হয়েছিল?- সাহজানপুর, রামপর, আলিগড় প্রভৃতি অঞ্চলে
4.       বেরিলিবিদ্রোহ দমনের জন্য বিরাট সেনাবাহিনী আসে- কানপুর, মীরাট মথুরা থেকে
() পাগলাপন্থীদের বিদ্রোহঃ((1816 খ্রিঃ) :
1.       কবে পাগলাপন্থীদের বিদ্রোহ হয়েছিল?-(1825-1827 খ্রিঃ)
2.       কার নেতৃত্বে পাগলাপন্থীদের বিদ্রোহ হয়েছিল?- ফকির করম শাহের পুত্র টিপুর নেতৃত্বে
3.      কোথায় পাগলাপন্থীদের বিদ্রোহ হয়েছিল?- ময়মনসিংহ জেলার শেরপুর পরগনায় পাহাড়ের নীচে
4.       কার মতে জমিদারদের দ্বারা বেআইনি কর আবওয়াব আদায়ই পাগলাপন্থীদের বিদ্রোহের মূল কারন- ময়মনসিংহের ম্যাজিস্ট্রেট ডানবার
5.       কার মতে, পাগলাপন্থীদের বিদ্রোহের দুটি পর্যায় ছিল- ডাঃ বিনয়ভূষণ চৌধুরীর(জমিদারি অপশাসনের বিরোধী 1828 খ্রিস্টাব্দের শেষ দিকে জমিদার ব্রিটিশ সরকার-বিরোধী)


উপজাতি বিদ্রোহ (Tribal Revolts) :
() চুয়াড় বিদ্রোহ (The Chuar Rebellion 1768-1769 1798-1799 খ্রিঃ)
1.      চুয়াড় বিদ্রোহ কবে হয়েছিল?- 1768-1769 খ্রিস্টাব্দ থেকে 1799 খ্রিস্টাব্দ পর্যন্ত ত্রিশ বৎসর এই বিদ্রোহ চলে
2.       চুয়াড় বিদ্রোহ কোথায় হয়েছিল?- মেদিনীপুর জেলার অন্তর্গত এবং উত্তর-পশ্চিম দিকে জঙ্গলমহল
3.      চূয়াড়রা কিসের কাজ করত?- মেদিনীপুর,বাঁকুড়া ধলভূমের স্থানীয় জমিদারদের অধীনে পাইক বা সৈনিকের কাজ করে জীবিকা নির্বাহ করত
4.       চুয়াড় বিদ্রোহ কার নেতৃত্বে হয়েছিল- ঘাটশিলার জমিদার বা ধলভূমের রাজা জগন্নাথ সিংহ প্রথম বিদ্রোহ(1768)
5.       বেতনের পরিবর্তে চুয়াড়রা কি পেত?- নিষ্কর জমি ভোগ করত ( এই জমিকে বলা হত পাইকান জমি)
6.       চুয়াড় বিদ্রোহ দমন করতে এসে কে ব্যর্থ হন- মরগ্যান
7.       1771 খ্রিস্টাব্দে কার নেতৃত্বে চুয়াড়রা আবার বিদ্রোহী হয়ে ওঠে- ধাদকার শ্যামগঞ্জন-এর নেতৃত্বে
8.       1798-1799- কার নেতৃত্বে চুয়াড়রা আবার বিদ্রোহী হয়ে ওঠে- দুর্জন সিং-এর নেতৃত্বে
() কোল বিদ্রোহ খ্রিঃ (1832 খ্রীঃ)
1.       কোল বিদ্রোহ কবে হয়েছিল?-1832 খ্রীঃ
2.       কোল বিদ্রোহ কোথায় হয়েছিল?- বিহারের ছোটনাগপুর অঞ্চলে
3.       কোল বিদ্রোহ কাদের নেতৃত্বে হয়েছিল- বুদ্ধ ভগত, জোয়া ভগত, ঝিরাই মানকি সুই মুণ্ডা
4.       কবে কোম্পানি সরাসরি ছোটনাগপুরের শাসনভার গ্রহণ করে- 1820 খ্রিস্টাব্দে
5.       স্থানীয় উপজাতিরা বহিরাগতদের কি বলত?- দিকু' বলত
6.       কোলরা কেন বিদ্রোহী হয়ে ওঠে?- উচ্চ হারে রাজস্ব নির্ধারণ, মহাজনদের শোষণ, রাজস্ব আদায়ের নামে কোলদের ওপর সীমাহীন অত্যাচার তাদের বিক্ষুব্ধ করে তোলে
7.       কোলদের নিত্যপ্রয়োজনীয় বস্তু কি ছিল?- মদ 
8.      সর্বপ্রথম কবে, কোথায় বিদ্রোহ হয়েছিল?- 1832 খ্রিস্টাব্দে রাঁচী জেলায় মুণ্ডা ওরাঁও সম্প্রদায়ের কৃষকেরা সর্বপ্রথম বিদ্রোহ ঘোষণা করে
9.       কার মতে বিদ্রোহীদের উদ্দেশ্য ছিল ইংরেজ সীমাহীন নিষ্ঠুরত শাসন ধ্বংস করা?- চার্লস মেটকাফ
10. কোল বিদ্রোহ দমনের জন্য কোথা থেকে কার নেতৃত্বে সেনা পাঠানো হয়- কলকাতা, দানাপুর, বেনারস, সম্বলপুর পাটনা থেকে ক্যাপ্টেন উইলকিনসনের নেতৃত্বে সৈন্য পাঠানো হয়
11. কবে কোল বিদ্রোহ দমন করা হয়?- 1833 খ্রিস্টাব্দে
12. দক্ষিণ-পশ্চিম সীমান্ত এজেন্সি কবে গঠিত হয়?- 1834 খ্রিঃ
() সাঁওতাল বিদ্রোহ  (1855 খ্রিঃ)
1.       সাঁওতাল বিদ্রোহ কবে হয়েছিল?-1855 খ্রিঃ 30শে জুন ভাগনাডিহির মাঠে
2.      সাঁওতালরা প্রথমে কোথায় বসবাস করত?- বাঁকুড়া, মেদিনীপুর, বীরভূম, মানভূম, ছোটনাগপুর পালামৌ অঞ্চলের গভীর বনভূমিতে
3.      সাঁওতাল বিদ্রোহ কোথায় হয়েছিল?- রাজমহলের পার্বত্য অঞ্চলে মুর্শিদাবাদের একাংশে
4.      সাঁওতাল বিদ্রোহ কাদের নেতৃত্বে হয়েছিল- সিধু, কানু এছাড়াও চাদ ভৈরব নামে দু'ভাই এবং বীরসিং, কালো প্রামাণিক, ডোমন মাঝি এই বিদ্রোহে নেতৃত্ব দেন
5.       দামিন--কোহী কথার অর্থ কি?- পাহাড়ের প্রান্তদেশ
6.       দেশীয় মহাজনরা তাদের ঋণ দিত কত শতাংশ হারে?- 50 থেকে 500%
7.      কোথা থেকে সাঁওতালদের দুর্দশার কথা জানা যায়?- ক্যালকাটা রিভিউ(Calcutta Review) পত্রিকা, উইলিয়ম হান্টার-এর লেখা ইত্যাদি
8.       কেনারাম বেচারাম কি?- দোকানদার যখন সাঁওতালদের কাছ থেকে ধান-চাল কিনত তখন বেশি; ওজনের বাটখারা ব্যবহার করত তার নামকেনারাম এবং যখন আবার সাঁওতালদের মাল বিক্রি করত তখন কম ওজনের বাটখারা ব্যবহার করত তার নামবেচারাম
9.      কে মহাজনদের বিরুদ্ধে চড়া হারে সুদ গ্রহণ ওজনে ঠকানোর অভিযোগ করেন- এই অঞ্চলের ভারপ্রাপ্ত সরকারি সুপারিনটেনডেন্ট মিঃ পনেট
10.   সাঁওতাল বিদ্রোহের সময় বাংলার ছোটলাট কে ছিলেন?- ফ্রেডারিক হ্যালিডে
11.   কার নির্দেশে সাওতালদের ব্রিটিশ দেওয়ানি ফৌজদারি আইনের অধীনে আনা হয়- ফ্রেডারিক হ্যালিডে
12.   সাঁওতাল বিদ্রোহ প্রথম কবে হয়েছিল?- 7 জুলাই 1855 সালে তারা প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করে
13. সাঁওতালদের হাতে প্রথমে কে মারা যায়?- কুখ্যাত মহাজন কেনারাম ভগত দিঘি থানার দারোগা অত্যাচারী মহেশলাল দত্ত খুন হয়
14.   সাঁওতাল বিদ্রোহ শেষ পর্যন্ত কবে দমিত হয়?- 1856 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে
15.   বিচারে সিধু কানুর কি হয়?- সিধু কানু অন্যান্য নেতাদের ফাঁসি দেওয়া হয়,
16. কার মতে অধ্যাপক সাঁওতাল বিদ্রোহ হয়ে উঠেছিল সকল সম্প্রদায়ের দরিদ্র জনসাধারণের মুক্তিযুদ্ধ- নরহরি কবিরাজ
17.   কার মতে এই বিদ্রোহের উদ্দেশ্য ছিল ব্রিটিশ শাসনের অবসান ঘটানো- বাংলার লেফটেন্যান্ট গভর্নর হ্যালিডে
18.   কার মতে এই বিদ্রোহকেগুরুত্বহীন আঞ্চলিক বিদ্রোহ (mere local rising of no importance') বলা অনুচিত-   ঐতিহাসিক ডঃ কালীকিঙ্কর দত্ত
19.   কার মতে এই বিদ্রোহ বাংলা বিহারের ইতিহাসে এই বিদ্রোহ এক নবযুগের সূচনা করে?- ঐতিহাসিক ডঃ কালীকিঙ্কর দত্ত
20.   কার মতে সাঁওতাল বিদ্রোহ আপসহীন গণসংগ্রামের এক উজ্জ্বল দৃষ্টান্ত-  অধ্যাপক নরহরি কবিরাজ-এর মতে, 
21.   কবে সাঁওতাল পরগনা জেলাগঠন করা হয়?- 1905
22.   কবে সাঁওতালদের পৃথকউপজাতিহিসেবে স্বীকৃতি দেওয়া হয়?-
23.   কার মতে যদি 1857-এর মহাবিদ্রোহকে স্বাধীনতা সংগ্রাম বলে মনে করা হয়, তবে সাঁওতালদের এই সুকঠিন সংগ্রামকেও স্বাধীনতা সংগ্রামের মর্যাদা দেওয়া উচিত?- ডঃ রমেশচন্দ্র মজুমদার
24.   কার মতে এই বিদ্রোহ সমগ্র ভারতবর্ষে ইংরেজ শাসনের ভিত্তিমূল পর্যন্ত কাপাইয়া দিয়াছিল এবং ইহা ছিল ভারতের যুগান্তকারী মহাবিদ্রোহের অগ্রদূতস্বরূপ”?- সুপ্রকাশ রায়

ইসলামের পুনরুজ্জীবনবাদী আন্দোলন (Islamic Revivalist Movement):
() ওয়াহাবি আন্দোলন (Wahabi Movement)
1.       ওয়াহাবি আন্দোলনের প্রকৃত নাম হল- তারিখ--মহম্মদীয়াঅর্থাৎ মহম্মদ প্রদর্শিত পথ
2.      আরব দেশে ওয়াহাবি মতাদর্শের প্রবর্তক কে?- মহম্মদ বিন আবদুল ওয়াহাব (1703-1787 খ্রিঃ)
1.       ওয়াহাবি কথার অর্থ কি?- নবজাগরণ
2.      ভারতে ওয়াহাবি আন্দোলনের সূচনা হয় কবে?- ঊনবিংশ শতাব্দীর প্রথম ভাগে
3.      ভারতে ওয়াহাবি আন্দোলনের সূচনা করেন কে?- দিল্লির বিখ্যাত মুসলিম সন্ত শাহ ওয়ালিউল্লাহ (1703-1762খ্রিঃ) তার পুত্র আজিজ 1746-1823 খ্রিঃ)
4.       ওয়াহাবি আন্দোলনতারিখ--মহম্মদীয়াঅর্থাৎ মহম্মদ প্রদর্শিত পথ ছাড়া আর কি নামে পরিচিত?- ওয়ালিউল্লাহআন্দোলন
5.      ভারতে ওয়াহাবি আন্দোলনের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন?- উত্তর প্রদেশের রায়বেরিলির অধিবাসী সৈয়দ আহমদ ব্রেলভি -1886-1831খ্রিঃ)
6.      সৈয়দ আহমদ ব্রেলভি কার সংস্পর্শে এসেছিলেন?- দিল্লিতে শাহ ওয়ালিউল্লাহের পুত্র আজিজের সংস্পর্শে এসে 1820-1821 খ্রিস্টাব্দ থেকে তিনি ইসলাম ধর্মের শুদ্ধিকরণের কথা প্রচার করতে শুরু করেন
7.       সৈয়দ আহমদ ব্রেলভি কবে ওয়াহাবি আদর্শে ভারতে শুদ্ধি আন্দোলন শুরু করেন?- 1822 খ্রিস্টাব্দে
8.      ওয়াহাবিদের কে অনুগামীদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় একটি সংগঠন গড়ে তোলেন এবং চারজন খলিফা নিযুক্ত  করেন?- সৈয়দ আহমদ ব্রেলভি (চারজন খলিফা- বিলায়েৎ আলি, ইনায়েৎ আলি, মহম্মদ হুসেন এবং ফারহাৎ হুসেন)
9.       সৈয়দ আহমদ ব্রেলভি মতে দার-উল-হারকথার অর্থ কি?- শত্রুর দেশ
10.   ইংরেজদের বিতাড়িত করার জন্য সৈয়দ আহমদ ব্রেলভি কোন মারাঠা নায়ককে সাহায্যের জন্য পত্রে  লিখেছিলেন?- হিন্দু রাই-কে 
11. সৈয়দ আহমদ ব্রেলভি তাঁর অনুগামীরা কোথায় আশ্রয় নিয়েছিলেন?- উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ আফগানিস্তানে আশ্রয় নেন
12.   সৈয়দ আহমদ ব্রেলভি উত্তর-পশ্চিম সীমান্তের কোথায় মূল কেন্দ্র স্থাপন করে পাঠান উপজাতিদের সাহায্য নিয়ে তিনি তার শক্তি সুসংহত করেন- সিতানায়
13.   ওয়াহাবিরা কাদের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন?- পাঞ্জাবের শিখদের সঙ্গে  
14.   ওয়াহাবিরা কবে পেশয়ার দখল করেন?- 1830 খ্রীঃ
15. ওয়াহাবি শিখদের মধ্যে বালাকোটের যুদ্ধ কবে হয়?- 1831 খ্রিঃ সৈয়দ আহমদ ব্রেলভি পরাজিত হন প্রাণ হারান
16. সৈয়দ আহমদের মৃত্যুর পর আবার কবে ওয়াহাবিরা ইংরেজদের সঙ্গে সংগ্রামে যুক্ত হয় সূচনা হয়?- ইংরেজদের পাঞ্জাব জয়ের পর (1849 খ্রিঃ)
17. ইংরেজরা 1850 থেকে 1857 খ্রিস্টাব্দের মধ্যে সিতানা ঘাঁটি দখলের জন্য কতবার আক্রমণ চালিয়েছিল?- ষোলো বার
বাংলায় ওয়াহাবি আন্দোলন
1.       বাংলাদেশে ওয়াহাবি আন্দোলনের প্রধান নেতা কে ছিলেন?- মির নিশার আলি বা তিতুমির (1782-1831 খ্রীঃ)
2.       মির নিশার আলি বা তিতুমির কোথায় জন্ম গ্রহন করেন?- চব্বিশ পরগনার বাদুড়িয়া থানার অন্তর্ভুক্ত হায়দারপুর গ্রামে
3.      মির নিশার আলি বা তিতুমির পিতা-মাতার নাম কি?- তার পিতার নাম ছিল মির হাসান আলি এবং মায়ের নাম রুকাইয়া খাতুন
4.       মির নিশার আলি বা তিতুমির মক্কায় কার সংশপর্শে এসেছিলেন?- উনচল্লিশ বছর বয়সে মক্কায় হজ করতে গিয়ে তিনি সৈয়দ আহমদ ব্রেলভির সঙ্গে পরিচিত হন ওয়াহাবি আদর্শ গ্রহণ করেন
5.      বাংলার কোথায় কোথায় ওয়াহাবি আন্দোলন ছড়িয়ে পড়েছিল?- চব্বিশ পরগনা, নদিয়া, যশোহর, রাজশাহী, ঢাকা, মালদহ প্রভৃতি স্থানে তিনি তীব্র আন্দোলন শুরু করেন
6.       মির নিশার আলি বা তিতুমির কোন জমিদারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষনা করেছিলেন?- পুড়ার জমিদার কৃষ্ণদেব রায়ের
7.       তিতুমির কবে তার শিষ্যদের নিয়ে কৃষ্ণদেব রায়ের গৃহ আক্রমণ করেন?- 1830 খ্রিস্টাব্দের 6 নভেম্বর
8.       তিতুমির নিজেকে কি বলে ঘোষণা করেন- বাদশাহ
9.       তিতুমিরের প্র্ধান মন্ত্রী সেনাপতির নাম কি?- মৈনুদ্দিন(প্র্ধান মন্ত্রী) ভাগিনেয় গোলাম মাসুম(সেনাপতি)
10.   তিতুমির কোথায় বাশের কেল্লা তৈরী করেছিলেন?- বাদুড়িয়ার দশ কিলোমিটার দূরে নারকেলবেড়িয়া গ্রামে সেখানে তাঁর সদর দপ্তর স্থাপন করেন
11.   লর্ড উইলিয়ম বেন্টিঙ্ক কবে তিতুমিরের বিরুদ্ধে এক অভিযান প্রেরণ করেন?- 1831 খ্রিস্টাব্দে
12.   কবে তিতুমিরের মৃত্যু হয়?-19শে নভেম্বর, 1831 খ্রিঃ
13.   নারকেলবেড়ের জঙ্গ তিতুমীর' গ্রন্থটি কার লেখা?- অধ্যাপক গৌতম ভদ্রের
14.   কার মতে তিতুমীর সম্পর্কিত চালু বইগুলিতে প্রচলিত একটি ভুল ধারণার উল্লেখ করতে হয় তা হল তিতুমীরকেওয়াহাবিবলা”?- অধ্যাপক গৌতম ভদ্রের
15.   উনিশ শতকে কে ইংরেজ বিরোধী মুসলিম সম্পর্কেই ওয়াহাবি শব্দটি ব্যবহৃত করেছেন?- উইলিয়ম হান্টার
16.   তিতুমিরের বিদ্রোহ সম্পর্কিত প্রথম ঐতিহাসিক হলেন- কলভিন
17.   কার মতে তিতুমিরের বিদ্রোহ হলএকদম স্থানীয়’?- কলভিন
18.   কার মতে ওয়াহাবি আন্দোলন সাম্রদায়ীকতামুক্ত ছিল না?- রমেশচন্দ্র মজুমদার
19.   কার মতে হান্টার- তিতুমিরের কাহিনী অতিরঞ্জিত করে তাকেসৈয়দ আহমদ এর ছোটখাটো বাঙালিরূপ দিয়েছেন?- অধ্যাপক গৌতম ভদ্র
20.   কার মতে উৎপত্তি উদ্দেশের দিক থেকে ওয়াহাবি আন্দোলন ধর্মীয় ছিল?- ডঃ অভিজিৎ দত্তের মতে
21. তিতুমিরের অনুগামীরা নিজেদের কি বলত?- হেদায়তী’ ( সঠিক পথে পরিচালিত বা নির্দেশিত হওয়া)
22.   কার মতে ওয়াহাবিরা ধর্মের দিক থেকে ইওরোপের চরমপন্থীঅ্যানাব্যাপটিস্ট ফিফথ মনার্কিস্ট (Anabaptist and Fifth Monarchist') এবং রাজনীতির দিক থেকে কমিউনিস্ট লাল প্রজাতন্ত্রীদের (Communists and Red Republicans) অনুরূপ?- উইলিয়ম হান্টার তার ‘’The Indian Mussalmans'’ গ্রন্থে
23. দি ওয়াহাবি মুভমেন্ট ইন ইন্ডিয়া’ ('The Wahabi Movement in India') গ্রন্থটি কার লেখা?- ডঃ কুয়েমুদ্দিন আহমদ 
24.   নিম্নবর্গীয় হিন্দু-মুসলিম কিন্তু কখনও পারস্পরিক সংঘর্ষে লিপ্ত হয় নি এটি ছিল পরিপূর্ণ শ্রেণীসংগ্রাম (the struggle was a pure class struggle')
25.   কার মতে ওয়াহাবি আন্দোলনই ছিল প্রবলভাবে ব্রিটিশ-বিরোধী (“It was the most remorselessly antiBritish.”)- ডঃ শশীভূষণ চৌধুরী
26. কার মতে এই আন্দোলন ছিল নিম্নবর্গের মানুষের রাজনৈতিক সংগ্রাম মর্যাদা রক্ষার লড়াই?- ডঃ রনজিত গুহের মতে
27.   কার মতে এই বিদ্রোহ হল ধর্মীয় আদর্শে অনুপ্রাণিত এক কৃষক বিদ্রোহ- ডঃ বিনয়ভূষণ চৌধুরী- মতে
28. কাদের মতে তিতুমিরের আন্দোলনধর্মোন্মাদ মুসলমানদের কাণ্ড এবং হিন্দু-বিরোধী আন্দোলন?- সমকালীন লেখক বিহারীলাল সরকার, কুমুদনাথ মল্লিক
29. কারা তিতুমিরের আন্দোলনের মধ্যে জমিদার, নীলকর ইংরেজ বিরোধিতা লক্ষ্য করেছেন?- W.C SMITH বলেন যে, ডঃ কুয়েমুদ্দিন আহমদ, নরহরি কবিরাজ প্রমুখ
() ফরাজি আন্দোলন (Farazi Movement) : 
1.       বাংলায় ফরাজি আন্দোলন কত খ্রিস্টাব্দ পর্যন্ত চলেছিল- 1818  থেকে 1906 খ্রিস্টাব্দ পর্যন্ত
2.       বাংলায় ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা হলেন?- হাজি শরিয়ৎ উল্লাহ
3.      হাজি শরিয়ৎ উল্লাহ কবে কোথায় জন্ম গ্রহন করেন?- 1781 খ্রিস্টাব্দে বর্তমান বাংলাদেশের অন্তর্ভুক্ত ফরিদপুর জেলার বাহাদুরপুর গ্রামে
4.      কবে মক্কায় যায় এবং দেশে ফেরে?- 1799  খ্রিস্টাব্দে মাত্র আঠারো বছর বয়সে এবং 1818 খ্রিস্টাব্দে তিনি স্বদেশে প্রত্যাবর্তন করেন
5.       হাজি শরিয়ৎ উল্লাহ কবেফরাজিনামে একটি ধর্মীয় সম্প্রদায়ের প্রতিষ্ঠা করেন এবং ধর্মসংস্কারকের ভূমিকায় অবতীর্ণ হন-  1820 খ্রিস্টাব্দে
6.       আরবি ভাষায়ফরাজিকথার অর্থ কি?- ইসলাম-নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য
পিরের দরগায় বাতি দেওয়া অন্যান্য আচার-অনুষ্ঠানেরও তিনি নিন্দা করেন
7.       কে ব্রিটিশ শাসিত ভারতকে দারউল-হারববাশত্রুর দেশ হিসেবে চিহ্নিত করেছেন?- হাজি শরিয়ৎ উল্লাহ



দুদুমিঞা বা মহাম্মদ মহসীন
8.      1837 খ্রিস্টাব্দে শরিয়ৎ উল্লাহর মৃত্যুর পর কে ফরাজি আন্দোলনের নেতৃত্বে গ্রহণ করেন?- তাঁর পুত্র মহম্মদ মুসিন বা দুধুমিঞা (1819-1860 খ্রিঃ)
9.      কার মতেদুধুমিঞা’’ তার অনুগামীদের কাছে একাধারে ধর্মীয় রাজনৈতিক স্বাধীনতার জ্বলন্ত প্রতীক ছিলেন- ডঃ শশীভূষণ চৌধুরী
10.   কে ফরাজি-খিলাফৎ সুন্দর প্রশাসন গড়ে তোলেন- দুধুমিঞা’’
11.   ফরাজি-খিলাফৎব্যবস্থার শীর্ষে কে ছিলেন?- মহম্মদ মুসিন বা দুধুমিঞা(তাকে বলা হতওস্তাদএবং তার সাহায্যকারীদের বলা হতখলিফা)
12. মহম্মদ মুসিন বা দুধুমিঞা তার প্রভাবাধীন বাংলাদেশকে কিসে ভাগ করেছেন?- অঞ্চল বা হক্কায় (প্রতিটি হস্কায় 300 থেকে  500 ফরাজি পরিবার বাস করত এবং প্রত্যেক হক্কায় একজন করে খলিফা নিযুক্ত ছিল)
13.   দুধুমিঞার প্রধান কার্যালয় কোথায় ছিল?- বাহাদুরপুর-
14.   কে ইসলামের সাম্যের ওপর গুরুত্ব আরোপ করে পঞ্চায়েত শাসনব্যবস্থা প্রবর্তন করেন?-দুধুমিঞা’’
15.   দুধুমিঞা’’ কবে ফরিদপুর জেলার কানাইপুরের জমিদার বিরুদ্ধে অভিযান চালান?- 1841 খ্রিস্টাব্দে তিনি
16.   দুধুমিঞা’’ কবে ফরিদপুরের জমিদার জয়নারায়ণ ঘোষ মদননারায়ণ ঘোষের বিরুদ্ধে অভিযান চালান?- 1842 খ্রিস্টাব্দে
17.   দুধুমিঞা’’ কবে ফরিদপুর জেলার পাঁচচরে ডানলপ সাহেবের নীলকুঠি আক্রমণ করে তা ভস্মীভূত করে দেয়?-1846 খ্রিস্টাব্দে 
18.   দুধুমিঞা’’ 1838 থেকে 1847 খ্রিস্টাব্দের মধ্যে কতবার বন্দি করা হয়?- অন্তত চারবার কিন্তু তার বিরুদ্ধে সাক্ষী দেবার মতো কাউকে পাওয়া যায় নি বলে সরকার তাকে মুক্তি দিতে বাধ্য হয়
19.   দুধুমিঞা’’কে কোথায় সিপাহি বিদ্রোহ শুরু হলে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সরকার বন্দি করে রাখে?- আলিপুর  জেলে
20.   কবে কোথায়দুধুমিঞা’’ মারা যান?- 1862 খ্রিস্টাব্দে স্ব-গ্রাম বাহাদুরপুরে
21.   দুধুমিঞা’’ মৃত্যুর পর তাঁর পুত্র কে আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করেন-নোয়ামিঞা  
22.   দুধুমিঞা 18-টি বিবাহ করেন তিনি বলপূর্বক অর্থ আদায় করে সেই অর্থব্যক্তিগত কাজে লাগাতেনএমন বহুঅভিযোগ আছে
23. কোথায় দুধুমিঞা’’ চরিত্রের নেতিবাচ্ক চরিত্রের উল্লেখ আছে?- হান্টারের রচনা এবং ফরিদপুরের জয়েন্ট ম্যাজিস্ট্রেট মিঃ রাভেনশ- রিপোর্টে এর উল্লেখ আছে
24.   কার মতে প্রতিবাদী ধর্ম আন্দোলন থেকে কৃষক আন্দোলনে পরিণত হলেও ফরাজিরা জমিদারি প্রথা বা নীল চাষের বিলোপ চায় নি- ডঃ বিনয় চৌধুরী

পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ ভাল লেগে থাকলে অবশ্যই অন্যদের শেয়ার কর


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top