ভারতে চরমপন্থী জাতীয়তাবাদের উন্মেষ (কয়েকজন চরমপন্থী নেতা)
1. জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে চরমপন্থী ও নরমপন্থীদের বিরোধ
চরমে পৌছায় এবং উভয়ে পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়?- 1907 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশনে
2. কাদের মতে, “কোনও রাজনৈতিক আদর্শ নয় কংগ্রেস সংগঠনে ক্ষমতা
দখলই ছিল এই দুই গোষ্ঠীর মধ্যে লড়াইয়ের মূল কারণ।“- গ্যালাহার (J. Gallaghar), রবিনসন
(F.
Robinson), অনিল শীল (A.
Seal), ডেভিড ওয়াশব্রুক (D. Washbrook) প্রমুখ
কেমব্রিজ গোষ্ঠীর (Cambridge
School) ঐতিহাসিকেরা
3. কাদের মতে, “প্রতিপক্ষ গোষ্ঠীকে ক্ষমতাচ্যুত করতে ব্যর্থ
হয়ে বিপিনচন্দ্র পাল,
লাজপৎ রায়, চিদাম্বরম
ও তিলক চরমপন্থা গ্রহণ করেন।“- গ্যালাহার (J. Gallaghar), রবিনসন
(F.
Robinson), অনিল শীল (A.
Seal), ডেভিড ওয়াশব্রুক (D. Washbrook) প্রমুখ
কেমব্রিজ গোষ্ঠীর (Cambridge
School) ঐতিহাসিকেরা
4.
“সরকারি চাকরি লাভে ব্যর্থ হয়ে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত
পরিবারের অনেকেই চরমপন্থা গ্রহণ করেন।“- গ্যালাহার (J. Gallaghar), রবিনসন
(F.
Robinson), অনিল শীল (A.
Seal), ডেভিড ওয়াশব্রুক (D. Washbrook) প্রমুখ
কেমব্রিজ গোষ্ঠীর (Cambridge
School) ঐতিহাসিকেরা
5.
কার মতে “এ সময় জাতীয় কংগ্রেসের অভ্যন্তরে তীব্র গোষ্ঠীদ্বন্দ্ব
ছিল, এবং
তা ছিল সম্পূর্ণভাবে আদর্শগত বিরোধ।“- ডঃ সুমিত সরকার
6. ডঃ সুমিত সরকার কংগ্রসের নেতাদের যে আদর্শগত বিরোধের কথা
বলেছেন সেখানে কার সঙ্গে কার বিরোধের ছিল?-
বাংলায় সুরেন্দ্রনাথ ও মতিলাল ঘোষ, পাঞ্জাবে লালা হরকিষণলাল ও লাজপৎ
রায়, মাদ্রাজে
মায়লাপুর গোষ্ঠী বনাম এগমার গোষ্ঠী বা টি. প্রকাশম ও চিদাম্বরম পিল্লাই,পুণাতে
আগারকর-গোখলে বনাম তিলকের গোষ্ঠীদ্বন্দ্ব ছিল সম্পূর্ণভাবে আদর্শগত দ্বন্দ্ব।
7.
দেশের প্রয়োজনে অর্থসংস্থানের উদ্দেশ্যে তিলক কাদের জন্য প্রাইভেট
কোচিং ক্লাস খোলেন?- আইনের ছাত্রদের জন্য
8.
অরবিন্দ ঘোষ বারোদা কলেজের কত টাকার বেতনের চাকরি ত্যাগ করে
কত টাকার বেতনে কলকাতার জাতীয় কলেজ শিক্ষকতা গ্রহণ করেন?- সাড়ে সাতশ’ টাকার ছেড়ে মাত্র
পঁচাত্তর টাকা বেতনে
1. কাদের মতে, “নরমপন্থী
আন্দোলনের ব্যর্থতা থেকেই চরমপন্থার উদ্ভব”- ডঃ অমলেশ ত্রিপাঠী, ডঃ বিপান
চন্দ্র, ডঃ
ম্যাকলেন (J.
R. Mclane) প্রমুখ।
2. কে বলেন “তিনদিনের তামাশা’ বলে অভিহিত করেন?- অশ্বিনীকুমার দত্ত কংগ্রেসকে
3. কে বলেন “স্বরাজ
আমার জন্মগত অধিকার এবং আমি তা অর্জন করবই।”-
মহারাষ্ট্রের বাল গঙ্গাধর
4. কে বলেন “সংগ্রামের
মাধ্যমে রাজনৈতিক অধিকার আদায় করতে হয়।“- মহারাষ্ট্রের বাল গঙ্গাধর
5. কে বলেন “সরকারের
কাছ থেকে সুবিধা ও সুবিচার আদায়ের জন্য কুড়ি বছর ধরে তারা যে আন্দোলন করেছিলেন
তা প্রায় বিফলই হয়েছিল। তারা চেয়েছিলেন রুটি, পেয়েছিলেন পাথর।”
- লালা লাজপৎ রায়
অর্থনৈতিক
কারণ
1.
ব্রিটিশ সরকার পুঁজিপতিদের স্বার্থে কত খ্রিস্টাব্দে
বৈষম্যমূলক ‘শুল্ক
আইন’ (Tariff Act)- 1894 খ্রিস্টাব্দে
2.
ব্রিটিশ সরকার পুঁজিপতিদের স্বার্থে কত খ্রিস্টাব্দে কার্পাস
বস্ত্র বিষয়ক আইন’
(Cotton Duties Act) পাশ করে? - 1896 খ্রিস্টাব্দে
3.
1896 থেকে 1900
খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতের বিভিন্ন অংশে যে ব্যাপক দুর্ভিক্ষ দেখা দেয় তাতে কত
মানুষ প্রাণ হারায়?- 90 লক্ষ
4.
কবে বোম্বাই
প্রেসিডেন্সিতে ব্যাপক প্লেগ দেখা দেয়?- 1896
খ্রিস্টাব্দে
5.
‘ইহা (প্লেগ নিবারণের নামে সরকারি অনাচার) অপেক্ষা প্লেগ
ভালো।”
– কার উক্তি?- “বাল গঙ্গাধর তিলক “কেশরী’ পত্রিকায়
লেখেন
6.
1897 খ্রিস্টাব্দে ভারতের প্রায় 70000 বর্গমাইল এলাকা জুড়ে এক ব্যাপক দুর্ভিক্ষ দেখা দিলে তাতে প্রায় কত জন
আক্রান্ত হয়?- 2 কোটি মানুষ আক্রান্ত হয়।
7.
দাদাভাই নৌরজীর বিখ্যাত বইটির নাম কি?- ‘Poverty
and Un-British Rule in India (1901)
8.
রমেশচন্দ্র দত্তের বিখ্যাত
বইটির নাম কি?- ‘Economic History of India (1902)
9.
মহাদেব গোবিন্দ রানাডের বিখ্যাত বইটির নাম কি?- Indian
Economy'
10.
ব্রিটিশ লেখক উইলিয়ম ডিগবির (William Digby
বিখ্যাত বইটির নাম কি?- Prosperous British India'(1901 খ্রিস্টাব্দে)
11. কোন ব্রিটিশ
লেখক তাঁর ‘গ্রন্থে ভারতের অর্থনৈতিক দুর্দশার জন্য সরাসরি ব্রিটিশ
শোষণকেই দায়ী করেন?- উইলিয়ম ডিগবি (William Digby) Prosperous British India'(1901 খ্রিস্টাব্দে)
12. কার
মতে “স্বায়ত্তশাসনই হল ভারতের দারিদ্র ও দুর্বলতা থেকে মুক্তির
একমাত্র উপায়।” - দাদাভাই নৌরজী
আন্তর্জাতিক ঘটনাবলী
1.
কোন কোঁন ঘটনার মধ্য দিয়ে এশিয়াবাসীর ওপর ইওরোপীয় সামরিক
শক্তির শ্রেষ্ঠত্বের অলীক মহিমা ধ্বংসপ্রাপ্ত হয়?- 1896 খ্রিস্টাব্দে আবিসিনিয়ার কাছে ইতালি এবং 1904-1905
খ্রিস্টাব্দে রুশ-জাপান যুদ্ধে ক্ষুদ্র দেশ জাপানের হাতে রাশিয়ার পরাজয়
2.
3.
কে কাকে উদ্দেশ্য করে লিখেছেন “অসভ্য চীন, অসভ্য
জাপান/তারাও স্বাধীন,
তারাও প্রধান/ভারত শুধু ঘুমায়ে রয়।”- কবি
হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় জাপানকে স্বাগত জানিয়ে লিখলেন
4.
কবে লিখেছেন যে, “জাপান
যদি রাশিয়াকে পরাস্ত করতে পারে,
তাহলে ভারতও ইংল্যাণ্ডকে হটিয়ে দিতে পারবে”- 1905 খ্রিস্টাব্দের 18ই জুন করাচি ক্রনিকল’
5.
কে শিকাগো বিশ্বধর্ম সম্মেলনে প্রাচ্য সভ্যতা ও হিন্দুধর্মের
মহত্ত্বকে জগতের সামনে প্রচার করলে শিক্ষিত যুব সম্প্রদায় গভীর অনুপ্রেরণা।“- স্বামী
বিবেকানন্দ(1893 খ্রিস্টাব্দে)
6.
হতাশাগ্রস্ত দেশবাসীকে কে বলেন যে, বীরভোগ্যা বসুন্ধরা’—“দুর্বলতাই
হল পাপ”—“কেবল
সাহসী ও শক্তিমানরাই স্বাধীনতা অর্জন ও রক্ষা করতে পারে” - স্বামী বিবেকানন্দ
7.
স্বামী বিবেকানন্দ বিশ্বাস বলেন যে, আত্মবিশ্বাসহীন
মানুষই নাস্তিক এবং মানুষকে পাপী বলা পাপ।
8.
“জন্ম থেকেই মানুষ ‘মায়ের
জন্য বলিপ্রদত্ত’, আর
এই মা হলেন দেশমাতা।“- স্বামী বিবেকানন্দ
9.
1897 খ্রিস্টাব্দে দেশবাসীকে কে জানান যে, অন্যান্য দেবদেবীকে
বাদ দিয়ে আগামী পঞ্চাশ বছরের জন্য দেশমাতাই যেন সবার একমাত্র আরাধ্যা দেবী হন।“-
স্বামী বিবেকানন্দ
10. কে
বলেন “দেশমাতাই হলেন ঈশ্বর,
দেশপ্রেমই ধর্ম এবং দেশসেবাই ঈশ্বরের উপাসনা।“- জাতীয়তার দীক্ষাগুরু’ বঙ্কিমচন্দ্র
ঘোষণা করেন যে,
11. কে
কোন গ্রন্থে বলেন যে,
“সকল ধর্মের উপর স্বদেশপ্রীতি,
ইহা বিস্মৃত হইও না।” - বঙ্কিমচন্দ্র
তার ধর্মতত্ত্ব’
গ্রন্থে
12.
স্বদেশপ্রেমের গীতা কোন গ্রন্থ কে বলা হয়?- ‘আনন্দমঠ’
উপন্যাস
13.
কার মতে—দেশের
স্বাধীনতা আসবে ত্যাগমন্ত্রে দীক্ষিত সত্যনন্দের’ মতো একনিষ্ঠ নেতার অধীনে, সন্তান’
দলের আত্মদান, দেশপ্রেম, প্রগাঢ়
নিষ্ঠা ও রক্তক্ষরা সংগ্রামের মধ্য দিয়ে—আবেদননিবেদনের
মাধ্যমে নয়।- বঙ্কিমচন্দ্র
14. আর্যসমাজ’-এর
প্রতিষ্ঠাতা স্বামী দয়ানন্দের সকল চিন্তাধারা ও আদর্শের ভিত্তি কি ছিল?- বেদ।
15. বৈদিক-উত্তর যুগের ধর্মগ্রন্থ—পুরাণ, ব্রাহ্মণ বা উপনিষদের প্রতি কার কোনও শ্রদ্ধা ছিল না?- স্বামী
দয়ানন্দের
কার্জনের
স্বৈরাচারী শাসন।
1.
কে বলেন “চিন্তার
দিক থেকে চরমপন্থার যতই প্রস্তুতি থাকুক,
কার্জনের নীতি তাকে দানা বাঁধতে সাহায্য করেছিল।“- ডঃ অমলেশ ত্রিপাঠী
2.
কবে কলকাতা কর্পোরেশন আইন পাশ হয়?- 1899 খ্রিঃ
3.
ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন পাশ হয়?- 1904 খ্রিঃ
4.
ভারতীয়দের কার্জন কি অভিহিত করতেন?- ‘ঠগ’ (cheats)
5.
উগ্র জাতীয়তাবাদের উন্মেষের প্রত্যক্ষ কারণ কি ছিল? - বঙ্গভঙ্গ
চরমপন্থীদের
লক্ষ্য ও কর্মপদ্ধতি :
1.
চরমপন্থীদের রাজনৈতিক আদর্শের ভিত্তি বা অনুপ্রেরণার উৎস কি
ছিল?- হিন্দুধর্ম, অতীত ইতিহাস ও পূর্ণ স্বাদেশিকতা।
2.
এগুলির ওপর ভিত্তি
করেই তারা জাতীয় আন্দোলন
পরিচালনায় আগ্রহী ছিলেন।
3.
চরমপন্থীদের লক্ষ্য
ছিল?- ব্রিটিশ নিয়ন্ত্রণমুক্ত পূর্ণ
স্বাধীনতা’ (absolute
independence free from British control')।
চরমপন্থী ও
নরমপন্থীদের পার্থক্য
1.
কার মতে “জাতি হিসেবে প্রতিষ্ঠা লাভ করতে হলে ভারতে ব্রিটিশ
শাসনের স্থায়িত্ব অপরিহার্য।“- রাসবিহারী ঘোষ-
2.
“ইংল্যাণ্ডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলে আমরা সব কিছুই হারাব—কিছুই পাব
না।- সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
3.
“পাগলাগারদের
বাইরে থাকা পাগলরাই একমাত্র স্বাধীনতার কথা বলতে পারে।- গোপালকৃষ্ণ
গোখলে
4.
কার মতে “বিদেশি শাসনের সর্বোত্তম রূপ অপেক্ষাও স্বরাজ’ মঙ্গলজনক?- তিলকের
5.
নরমপন্থী-অনুসৃত নীতিকে চরমপন্থীরা কি বলে অভিহিত করেন?- political mendicancy' বা
রাজনৈতিক ভিক্ষাবৃত্তি’
সুরাট
বিচ্ছেদের পথে,
1907 খ্রিঃ
1.
অরবিন্দ ঘোষ কোন পত্রিকায় নরমপন্থীদের নির্মম সমালোচনা
জাতীয় কংগ্রেস’-কে
ভারতীয় বিজাতীয় কংগ্রেস’
(Indian- Un-National
Congress') বলে অভিহিত করেন?- ‘ইন্দুপ্রকাশ’ পত্রিকায়
2.
স্বদেশী আন্দোলনের
সূচনাকালে নেতৃত্ব কার হাতে ছিল ?- নরমপন্থী সুরেন্দ্রনাথের
3.
সুরেন্দ্রনাথের পর স্বদেশী
আন্দোলনের নেতৃত্ব কাদের হাতে ছিল ?- চরমপন্থী বিপিনচন্দ্র পাল, অরবিন্দ ঘোষ
প্রমুখ
4.
‘বয়কট’
বলতে নরমপন্থীরা কি বুঝতেন?- বিলিতি
পণ্যাদি বর্জন।
5.
‘বয়কট’
বলতে চরমপন্থীরা কি বুঝতেন?- চরমপন্থীরা
বুঝতেন বিদেশি পণ্যের সঙ্গে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান, বিচার
ব্যবস্থা, পৌরসভা
ও সরকারকে বর্জন করা।
6.
জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে ‘বয়কট’-এর প্রয়োগ
নিয়ে নরমপন্থী ও চরমপন্থীদের বিরোধ বাধে?-
1905 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের বারাণসী অধিবেশনে
7. 1906 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের
কলকাতা অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থীদের বিরোধ
চাপা দেবার উদ্দেশ্যে কাকে সভাপতি করা হয়?- দাদাভাই নৌরজী-কে
8.
স্বরাজ’
লাভই হল জাতীয় কংগ্রেসের উদ্দেশ্য একথা প্রথম কবে কে ঘোষনা করেন?- দাদাভাই
নৌরজী(1906 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে)
9.
‘স্বরাজ’
বলতে নরমপন্থীরা কি বুঝতেন?- ইংরেজের অধীনে ঔপনিবেশিক স্বায়ত্বশাসন।
10. ‘স্বরাজ’ বলতে চরমপন্থীরা
কি বুঝতেন? - ব্রিটিশ নিয়ন্ত্রণমুক্ত পূর্ণ স্বাধীনতা।
সুরাট
বিচ্ছেদ, 1907
খ্রিঃ
1.
নরমপন্থীদের শক্ত ঘাঁটি কোথায় ছিল?- সুরাটে
2.
1907 সালে সুরাট অধিবেশনে কি নিয়ে বিবাদ শুরু
হয়?- নরমপন্থীরা রাসবিহারী ঘোষকে
সভাপতি করতে চাইলে বিবাদ শুরু হয়?-
3.
1907 সালে সুরাট অধিবেশনে কারা কারা অপমানিত
হয়েছিল?- তিলক নিগৃহীত হন, সুরেন্দ্রনাথ
ও ফিরোজ শাহ মেহতার গায়ে চটির আঘাত লাগে
সুরাট বিচ্ছেদের গুরুত্ব
1.
কে বলেন
“কংগ্রেসের ইতিহাসে সুরাটের ঘটনা সর্বাপেক্ষা দুর্ভাগ্যজনক ঘটনা- শ্ৰীমতী
অ্যানি বেশান্ত
2.
“সুরাটের ঘটনার ফলে জাতীয় কংগ্রেসের ইতিহাসে এক স্মরণীয়
অধ্যায়ের অবসান এবং এক নতুন যুগের সূচনা হয়।“- সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
3.
কে বলেন “কংগ্রেসের
ভাঙ্গন হলে তার অর্থ হবে বিপর্যয়”- 1907 খ্রিস্টাব্দের অক্টোবরে গোখলে
4.
কে “কংগ্রেসের
ইতিহাসে সুরাটের ঘটনাকে বিপর্যয়’(Catastrophe')
বলে অভিহিত করেন?- তিলক
5.
কে কে কংগ্রেসের(নরমপন্থী ও চরমপন্থী) ঐক্য ফিরিয়ে আনার
পক্ষপাতী ছিলেন?- তিলক ও অরবিন্দ ঘোষ (ফিরোজ শাহ মেহতা বিরোধ করেছিল?)
6. কে লেখেন যে, “কংগ্রেসের
বিচ্ছেদ আমাদের পক্ষে এক বিরাট জয়।” - বড়লাট
মিন্টো (Minto)ভারত
সচিব মর্লেকে
কয়েকজন
চরমপন্থী নেতা
1.
চরমপন্থী নেতৃবৃন্দের মধ্যে কারা উল্লেখযোগ্য ছিলেন?- মহারাষ্ট্রের বাল গঙ্গাধর তিলক, পাঞ্জাবের লালা
লাজপৎ রায়, বাংলার
বিপিনচন্দ্র পাল ও অরবিন্দ ঘোষ বিশেষ উল্লেখযোগ্য ছিলেন।
বাল
গঙ্গাধর তিলক (1856-1920 খ্রিঃ) :
1.
বাল গঙ্গাধর তিলকের
পিতার নাম?- গঙ্গাধর রামচন্দ্র তিলক
পেশায় শিক্ষক ছিলেন।
2.
বাল গঙ্গাধর তিলক কবে ‘পুণা নিউ ইংলিশ
স্কুল”, প্রতিষ্ঠা
করেন?- 1880 খ্রিস্টাব্দে
3.
বাল গঙ্গাধর তিলক কবে “ডেকান এডুকেশন সোসাইটি”
প্রতিষ্ঠা করেন?- 1884 খ্রিস্টাব্দে
4.
বাল গঙ্গাধর তিলক কবে “ফাগুসন কলেজ”
প্রতিষ্ঠা করেন?- 1885 খ্রিস্টাব্দে
5.
বাল গঙ্গাধর তিলক কবে জাতীয় কংগ্রেসে যোগ দিয়েছিলেন?- 1889 খ্রিস্টাব্দে
6.
কার মতে
“বছরে শুধু একবার ব্যাঙের মতো ডাক দিয়ে আমরা কখনোই কোনও সফলতা অর্জন করতে পারব
না।” - বাল
গঙ্গাধর তিলক
7.
কার মতে “বিগত বারো বছর ধরে ভাঙ্গা-গলায় আমরা চিৎকার করছি যে, সরকার আমাদের
কথা শুনুন, কিন্তু
ডাশের (এক ধরনের মাছি) আওয়াজ ছাড়া সরকার আমাদের চিৎকারকে আর কিছু মনে করে নি।” বাল
গঙ্গাধর তিলক (1896 খ্রিস্টাব্দে)
8.
কে সর্বপ্রথম ঘোষণা করেন যে,
“স্বরাজ আমাদের জন্মগত অধিকার এবং আমরা তা অর্জন করব।”- বাল
গঙ্গাধর তিলক
9.
কে মন্তব্য করেছেন “যেক্ষেত্রে
গোখলের স্থান ছিল আইনসভায়,
সেক্ষেত্রে তিলক প্রতি গ্রামের মণ্ডপে স্থান পান।” - ডঃ
পটুভি সীতারামাইয়া
10. বাল
গঙ্গাধর তিলক প্রকাশিত দুটি প্ত্রিকার নাম কি?- মারাঠি ভাষায় “কেশরী” (1894 খ্রিঃ) এবং ইংরেজি ভাষায় মারহাট্টা (1895 খ্রিঃ)
নামে দুটি পত্রিকা প্রকাশ করেন।
2.
কে কবে ‘গণপতি ও শিবাজি উৎসব’ প্রবর্তন করেন?- ‘গণপতি
’(1893 খ্রিঃ) এবং শিবাজি উৎসব’(1895 খ্রিঃ)
3.
বাল গঙ্গাধর কবে প্রথম ‘শিবাজি
উৎসবের সূচনা করেন। শিবাজির রাজধানী রায়গড়ে শিবাজির স্মৃতিসৌধের ভগ্নদশাকে
উপলক্ষ্য করে 1895 খ্রিস্টাব্দের 15ই
মার্চ
4.
কার মতে
“ভারতীয়
জাতীয়তাবাদের বিকাশে শিবাজি উৎসবের সূচনা তিলকের এক স্মরণীয় অবদান?- ডঃ
রমেশচন্দ্র মজুমদার
5.
কোন পত্রিকা মারফত জনসাধারণের কাছে বাল গঙ্গাধর খাজনা
বয়কটের আবেদন জানান?- “কেশরী’
পত্রিকা মারফৎ
6.
কবে পুণা শহরে প্লেগের ব্যাপক মহামারী দেখা দেয়?- 1897খ্রীঃ
7.
কে বলেছেন যে,
পুণা শহরে তাণ্ডবকারী প্লেগ কর্মীদের চেয়ে প্লেগ নামক মহামারী অনেক মঙ্গলজনক।” - বাল
গঙ্গাধর তিলক মারহাট্টা পত্রিকায়
8.
পুণার প্লেগ কমিশনার মিঃ র্যাণ্ড (Rand) ও তাঁর
সহকারী মিঃ আয়াস্ট (Ayerst)
কাদের হাতে নিহত হন?- চাপেকর ভ্রাতৃদ্বয়ের হাতে
9.
প্রথমবার বাল গঙ্গাধর তিলককে কেন গ্রেপ্তার করা হয়?- প্লেগ
কমিশনার মিঃ র্যাণ্ড (Rand)
ও তাঁর সহকারী মিঃ আয়াস্ট (Ayerst)
হত্যাকাণ্ডের উস্কানিদাতা হিসেবে তিলককে গ্রেপ্তার করা হয় এবং তিনি আঠারো- মাস
সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন।
10.
কে বলেন “বয়কট
ও নিষ্ক্রিয় প্রতিরোধ আমাদের অস্ত্র। আমরা কারও ওপর বলপ্রয়োগের পক্ষপাতী নই- বাল
গঙ্গাধর তিলক
11.
কবে বাল গঙ্গাধর তিলক লিখিত কেশরি ও মারহাট্টা’য় যে সব
প্রবন্ধ লেখেন, সেগুলির
বিরুদ্ধে রাজদ্রোহের অভিযোগ আনা হয়?- 1908 খ্রিস্টাব্দে
মজঃফরপুরে ক্ষুদিরামের বোমা বিস্ফোরণের পর
12.
1908 খ্রিস্টাব্দে মজঃফরপুরে ক্ষুদিরামের
বোমা বিস্ফোরণের পর বাল গঙ্গাধর তিলক কত বছরের জন্য কোথায় নির্বাসিত হন?- ছয়
বছরের জন্য সুদুর মান্দালয়ে
13. কবে কারা বাল গঙ্গাধর তিলককে “লোকমান্য’ অভিধায় ভূষিত করেন?-
14. কে
কাকে ছিলেন ভারতীয় বিক্ষোভের জনক’
('Father of Indian Unrest')?- বলে অবিহিত করেছেন?-
প্রখ্যাত ইংরেজ সাংবাদিক ভ্যালেন্টাইন চিরল (Valentine Chirol) বাল গঙ্গাধর তিলককে
15.
কবে বাল গঙ্গাধর তিলকের মৃত্যু হয়?- 1920 খ্রিস্টাব্দের 1লা
আগস্ট
16.
বাল গঙ্গাধর তিলকের মৃত্যুতে
কে বলেন “আমার সবচেয়ে বড় ভরসাস্থল চলে গেল।”- গান্ধীজি
বলেন
17.
কে
কাকে “আধুনিক
ভারতের স্রষ্টা (“Maker
of modern India.”) বলেছেন?- গান্ধীজি বাল গঙ্গাধর তিলককে
লালা লাজপৎ রায় (1865-1928 খ্রিঃ) :
1.
লালা লাজপৎ রায় কবে কোথায় জন্ম গ্রহন করেন?- 1865 খ্রিস্টাব্দে পাঞ্জাবের লুধিয়ানা
জেলায় জন্মগ্রহণ করেন।
2.
লালা লাজপৎ রায় পেশায় ছিলেন একজন?- বিশিষ্ট আইনজ্ঞ ও
আর্য সমাজের সক্রিয় কর্মী
3.
লালা লাজপৎ রায় ‘আর্য সমাজের কোন নেতার
সংস্পর্শে এসেছিলেন?- গুরু দত্ত ও লালা হংসরাজের সংস্পর্শে
4.
লালা লাজপৎ রায় কবে ‘আর্য
সমাজ’-এ
যোগদান করেন?- 1882 খ্রিস্টাব্দে
5.
লালা লাজপৎ রায় কবে কংগ্রসে প্রথম যোগদান করেন?- 1888 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের এলাহাবাদ
6. “কার মতে কংগ্রেস নেতৃবৃন্দকে
দেশপ্রেমিক বলা যায় না, কারণ তারা দেশের জন্য কোনও ত্যাগ স্বীকার করেন নি।“- লালা লাজপৎ রায়
7. লালা লাজপৎ রায় কত খ্রিস্টাব্দ পর্যন্ত
কোনও কংগ্রেস অধিবেশনে যোগদান করেন নি?- 1893 থেকে 1900
খ্রিস্টাব্দ পর্যন্ত
8.
কে কংগ্রেসের সমালোচনা করে তিনি লেখেন যে, “কেবলমাত্র
বক্তৃতা দিয়ে বা কতকগুলি প্রস্তাব পাশ করে রাজনৈতিক সংস্কার আদায় করা যাবে না।“-
1901 খ্রিস্টাব্দে লালা লাজপৎ রায়
9. কে বলেন “কোনও জাতিই রাজনৈতিক
মর্যাদার অধিকারী হতে পারে না, যদি
না সে অধিকার ভিক্ষা’ ও ‘দাবির মধ্যে পার্থক্য করতে পারে।“- 1902 খ্রিস্টাব্দে লালা লাজপৎ রায়
10.
1905 সালে বঙ্গভঙ্গ প্রস্তাব রদ করার
উদ্দেশ্যে জাতীয় কংগ্রেসের প্রতিনিধি হিসেবে – কাকে ইংল্যাণ্ডে পাঠানো হয়?- লালা লাজপৎ রায়
11.
কে ‘নিষ্ক্রিয়
প্রতিরোধ’ বা ‘স্বদেশী’ ও ‘বয়কটের পূর্ণ
সমর্থক ছিলেন?- লালা লাজপৎ রায়
12.
1905 খ্রিস্টাব্দের বারাণসী কংগ্রেসে নিষ্ক্রিয়
প্রতিরোধ দ্বারা স্বরাজ’
অর্জন একটি আইন-সম্মত পন্থা একথা কে বলেছিলেন?- লালা লাজপৎ রায়
13.
1907 খ্রিস্টাব্দে সরকারের শোষণমূলক
ভূমিরাজস্ব আইন ও চেনাব (চন্দ্রভাগা) খাল অঞ্চলে অতিরিক্ত করের বিরুদ্ধে প্রবল
কৃষক আন্দোলন গড়ে তোলেন?- লালা লাজপৎ রায়
14. লালা
লাজপৎ রায় কবে বার্মার মান্দালয় দুর্গে নির্বাসিত করা হয়?- 9ই মে,
1907 খ্রিঃ।
15. লালা লাজপৎ রায়কে কি অপরাধে বার্মার
মান্দালয় দুর্গে নির্বাসিত করা হয়?- 1907
খ্রিস্টাব্দে সরকারের শোষণমূলক ভূমিরাজস্ব আইন ও চেনাব (চন্দ্রভাগা) খাল অঞ্চলে
অতিরিক্ত করের বিরুদ্ধে তিনি যে প্রবল কৃষক আন্দোলন গড়ে তোলেন তাতে আন্দোলন
হিংসাশ্রয়ী হয়ে ওঠে এবং বিদ্রোহী কৃষকরা রাওয়ালপিণ্ডিতে ইংরেজদের বাংলা, বাগান, রেল লাইন, ডাকঘর, গীর্জা ধ্বংস করে এই
আন্দোলনের নায়ক হিসেবে তাকে বন্ধি করা হয়।
16.
কবে থেকে প্রথম বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়?- 1920 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে কলকাতায়
17. অহিংস
অসহযোগ আন্দোলনের প্রস্তাব কোন অধিবেশনে গৃহীত হয়?- 1920
খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে কলকাতায় অনুষ্ঠিত জাতীয় কংগ্রেসের বিশেষ অধিবেশনে
18.
মতিলাল নেহরু ও চিত্তরঞ্জন দাশের নেতৃত্বে গঠিত কোন দলে
তিনি যোগ দেন?- স্বরাজ্য দল
19.
লালা লাজপৎ রায়ের মৃত্যু কবে কিভাবে হয়?- 1928 খ্রিস্টাব্দে সাইমন কমিশন (Simon Commission) বয়কট করার
জন্য এক মিছিল পরিচালনার সময় পুলিশের লাঠির আঘাতে এই বৃদ্ধ জননায়ক
প্রাণ হারান।
20.
লালা লাজপৎ রায় রচিত বইগুলির নাম লেখ?- ‘ইয়ং ইণ্ডিয়া’, ‘ইংল্যাণ্ডস
ডেবট টু ইণ্ডিয়া’,
‘দি পলিটিক্যাল ফিউচার অব ইণ্ডিয়া’
21.
লালা লাজপৎ রায়কে তার সংগ্রামী চরিত্রের জন্য কি বলা হয়?- “শের-ই-পাঞ্জাব’বা পাঞ্জাব
কেশরী”
বা “পাঞ্জাবের সিংহ বলা হয়।
বিপিনচন্দ্র পাল (1858-1932 খ্রিঃ) :
1.
‘লাল-বাল-পাল’ নামে কারা
পরিচিত?- বাংলার “বিপিনচন্দ্র পাল,
পাঞ্জাবের লালা লাজপৎ রায় ও মহারাষ্ট্রের তিলক—এই তিন
চরমপন্থী নেতার নাম ‘লাল-বাল-পাল’ রূপে একত্রে
উচ্চারিত হত।
2.
বিপিনচন্দ্র পাল কবে কোথায় জন্ম গ্রহন করেন?- 1858 খ্রিস্টাব্দে বর্তামান বাংলাদেশের শ্রীহট্ট
জেলায়
3.
বিপিনচন্দ্র পাল কবে জাতীয় কংগ্রেসে যোগ দেন?- 1885 খ্রিস্টাব্দে
4.
রাজনৈতিক জীবনের প্রথম-পর্বে
তিনি নরমপন্থী কোন নেতার অনুগামী অনুগামী ছিলেন?- সুরেন্দ্রনাথ
বন্দ্যোপাধ্যায়ের
5.
বিপিনচন্দ্র পালের জীবনের
স্বর্ণযুগ কোন সময়কে বলা হয়?- 1905 থেকে 1908
খ্রিস্টাব্দ পর্যন্ত
6. বিদেশি শাসকের অধীনে সুশাসন নয়—স্বায়ত্বশাসনই কার কাম্য ছিল (.....Good
government was no substitute for self-government')।?- কার উক্তি - বিপিনচন্দ্র
পালের
7.
কে জাতিকে প্রথম
অসহযোগ বা ‘নিষ্ক্রিয়
প্রতিরোধ’ (Passive
Resistance)-এর মন্ত্রে দীক্ষিত করেন?- বিপিনচন্দ্র পাল
8.
কার হাতে ‘নিষ্ক্রিয়
প্রতিরোধ’ একটি
সুসংবদ্ধ রাজনৈতিক দর্শনে পরিণত হয়- অরবিন্দ ঘোষের হাতে
9.
কার মতে বিপিনচন্দ্র পালই হলেন নিষ্ক্রিয় প্রতিরোধ আদর্শের
প্রথম উদ্ভাবক ও প্রচারক।“- অরবিন্দ ঘোষ
10.
বিপিনচন্দ্র পাল বলেন,
“আমরা যদি সরকারকে কোনওরূপ সাহায্য করতে অস্বীকৃত হই, তাহলে
একদিনেই ইংরেজের শাসনতন্ত্র অচল হয়ে পড়বে।”
11.
কবে বিপিনচন্দ্র পাল বিদেশি হস্তক্ষেপ-বর্জিত
স্বায়ত্বশাসনের দাবি জানান?- 1906 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের কলকাতা
অধিবেশনে
12.
কংগ্রসের কোন অধিবেশনে ঘোষিত হয় যে, স্বরাজ’ অর্জনই হল
জাতির মূল লক্ষ্য?- 1906 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের কলকাতা
অধিবেশনে
13.
বন্দেমাতরম পত্রিকার মামলা কবে শুরু হয়েছিল?- 1908 খ্রিস্টাব্দে
14. 1908 খ্রিস্টাব্দে বিপিনচন্দ্র পালের কেন ছয় মাসের কারাদণ্ড হয়?- তিনি
বিদেশির আদালতে সাক্ষ্য দিতে অস্বীকার করলে আদালত অবমাননার দায়ে
15.
কার মতে বিপিনচন্দ্রই ছিলেন 1905 সালের “বঙ্গ-বিপ্লবের
জন্মদাতা ও নেতা”?- বিনয়কুমার
সরকার-এর মতে
16. কার
মতে বিপিনচন্দ্র পাল ছিলেন জাতীয়তার একজন
শ্রেষ্ঠ প্রবক্তা” এবং “সমসাময়িককালে
দেশের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি”?-
বিপ্লবী নায়ক অরবিন্দ ঘোষ
17. বিপিনচন্দ্র
পালকে কে “স্বাধীনতার
সিংহ” আখ্যায়
ভূষিত করেন?- মাদ্রাজের বিখ্যাত জাতীয়তাবাদী নেতা চিদাম্বরম পিল্লাই
18.
গান্ধীজির এক বছরের মধ্যে স্বরাজ’ এনে দেবার প্রতিশ্রুতির মধ্যে কে ম্যাজিক’ দেখেছিলেন—কোনও “লজিক’ খুঁজে পান নি?-
বিপিনচন্দ্র পাল
19.
বিপিনচন্দ্র পাল কবে পরলোক গমন করেন?- 1932 খ্রীষ্টাব্দে
অরবিন্দ ঘোষ (1872-1950 খ্রিঃ)
1.
অরবিন্দ ঘোষ কবে
কোথায় জন্ম গ্রহন করেন?- 1872 খ্রিস্টাব্দের 15ই
আগস্ট কলকাতার এক সম্রান্ত পরিবারে তিনি জন্মগ্রহণ করেন।
2.
অরবিন্দ ঘোষের পিতা
ছিলেন ডাঃ কৃষ্ণধন ঘোষ
3.
অরবিন্দ ঘোষ এবং
রাজনারায়ণ বসু মধ্যে সম্পর্ক কি ছিল?- রাজনারায়ণ
বসু ছিলেন তাঁর মাতামহ।
4.
কবে অরবিন্দ ঘোষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ‘ট্রাইপস’ লাভ করেন?-
1892 খ্রিস্টাব্দে
5.
কবে অরবিন্দ ঘোষ পশ্চিম
ভারতের বরোদা রাজ কলেজে অধ্যাপনা শুরু করেন?- 1893 খ্রিস্টাব্দে
6.
কে কোন পত্রিকায় নরমপন্থী নেতৃবৃন্দের চরমতম দুর্বলতা,
অপদার্থতা ও বেইমানির সমালোচনা করে তিনি জাতিকে রক্ত ও অগ্নিস্নানে পবিত্র
হয়ে” (purification
by blood and fire') চরম আত্মদানের মাধ্যমে এক বলিষ্ঠ কর্মপন্থা গ্রহণের আহ্বান
জানান?- 1893-1894 খ্রিস্টাব্দে (7.8.1993 -6.3.1994) বোম্বাই-এর ‘ইন্দুপ্রকাশ’ পত্রিকায় “New Lamps for the Old” শিরোনামে প্রকাশিত প্রবন্ধমালায়
7.
অরবিন্দ ঘোষ বারোদা কলেজের কত টাকার বেতনের চাকরি ত্যাগ করে
কত টাকার বেতনে কলকাতার জাতীয় কলেজ শিক্ষকতা গ্রহণ করেন?- সাড়ে সাতশ’ টাকার ছেড়ে মাত্র
পঁচাত্তর টাকা বেতনে
8.
অরবিন্দ ঘোষ কবে 'বন্দেমাতরম্' পত্রিকার সম্পাদনার
দায়িত্বও গ্রহণ করেন?- ডিসেম্বর,
1906 খ্রিঃ
9.
অরবিন্দ ঘোষের কোন পত্রিকায় আদর্শই প্রকাশিত হয়েছে?- 'বন্দেমাতরম' কর্মযোগীন’ও ‘ধর্ম
পত্রিকায়
10.
যুগান্তর’ দলের প্রধান
কর্মকেন্দ্র কোথায় স্থাপিত হয়েছিল?- “মানিকতলা বাগানবাড়িতে
11. কোন ষড়যন্ত্র
মামলায় অরবিন্দ ঘোষকে গ্রেফতার করা হয়?- 1908 খ্রিস্টাব্দে আলিপুর বোমার মামলায় তিনি
ধৃত হন।
12. কে
অরবিন্দ ঘোষকে স্বদেশপ্রেমের কবি,
জাতীয়তাবাদের দার্শনিক ও মানবতার প্রেমিক (Poet of patriotism, prophet of nationalism and the
lover of humanity') বলে অভিহিত করেন?- বিপ্লববাদ আইনজীবী চিত্তরঞ্জন দাশ
13. অরবিন্দ ঘোষ কবে মুক্তিলাভের পর রাজনীতির সঙ্গে
সকল সম্পর্ক ছিন্ন করে পণ্ডিচেরীতে অতিমানবের সন্ধান ও দিব্য জীবনের সাধনায় রত
হন? 1910 খ্রিঃ)
চরমপন্থী
জাতীয়তাবাদের মূল্যায়ন (Evaluation
of the Extremist Movement) :
সীমাবদ্ধতা
বা ব্যর্থতার কারণ
1.
চরমপন্থীদের দ্বারা পরিচালিত আন্দোলন মূলত কোন অঞ্চলে সীমাবদ্ধ ছিল?- বাংলা, পাঞ্জাব ও
মহারাষ্ট্রের মধ্যেই
****যদি আপনাদের পোস্টটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে
অন্যদের পড়ার সু্যোগ করেদিন।****ধন্যবাদ*****
|