আধুনিক ভারতের ইতিহাসচর্চার প্রধান উপাদানগুলি সংক্ষেপে আলোচনা কর।

আধুনিক ভারতের ইতিহাসচর্চার প্রধান উপাদানগুলি সংক্ষেপে আলোচনা কর।



আধুনিক ভারতের ইতিহাসচর্চার প্রধান উপাদান


প্রিয় মাধ্যমিকের শিক্ষার্থীরা,

আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো আধুনিক ভারতের ইতিহাসচর্চার প্রধান উপাদান ||মাধ্যমিক প্রথম অধ্যায় ইতিহাসের ধারণাথেকে ৪ নম্বরের প্রশ্ন ও উত্তর||প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা|ইতিহাস প্রশ্নত্তোর|Madhyamik History Question and Answer| History chapter 1 question answer|10th History Examination|দশম শ্রেনীর ইতিহাস প্রশ্ন উত্তর|দশম শ্রেণী প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর|এই ওয়েবসাইটে মাধ্যমিক প্রথম অধ্যায় ২ নম্বরের প্রশ্ন ও উত্তর|Ten History Examination- মাধ্যমিক পঞ্চম অধ্যায় ৪ নম্বরের প্রশ্ন ও উত্তর |মাধ্যমিক পঞ্চম অধ্যায় ৮ নম্বরের প্রশ্ন ও উত্তর|দশম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর পেয়ে যাবে এগুলি তোমাদের ফাইনাল পরিক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ন হবে। এছাড়াও তোমরা মাধ্যমিক ষষ্ঠ অধ্যায় ১ নম্বরের প্রশ্ন ও উত্তর পেয়ে যাবে|


তো বন্ধুরা ইতিহাসের ধারণা প্রথম অধ্যায় থেকে বহুবিকল্পভিত্তিক সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর MCQ Very Short Short Descriptive Question and Answer|তোমাদের এই পোস্টের মাধ্যমে মাধ্যমিক প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা থেকে আধুনিক ভারতের ইতিহাসচর্চার প্রধান উপাদান সম্পর্কে আলোচনা করা আছে। আমাদের আশা এই প্রশ্নগুলি তোমাদের পরিক্ষায় খুবই কাজে আসবে।




আধুনিক ভারতের ইতিহাসচর্চার প্রধান উপাদানগুলি সংক্ষেপে আলোচনা কর।



ভূমিকাঃ- উপাদানের অভাব না থাকায় আধুনিক ভারতের ইতিহাস রচনা হয়েছে অনেক সহজ। আধুনিক ভারতের ইতিহাসচর্চার প্রধান প্রধান উপাদানগুলি হল—


i.  সরকারি নথিপত্র,

ii.  আত্মজীবনী ও স্মৃতিকথা,

iii.  চিঠিপত্র ও ডায়রি,

iv.  সাময়িকপত্র ও সংবাদপত্র প্রভৃতি।


i) সরকারি নথিপত্র:- আধুনিক ভারতের ইতিহাসের বিষয় জানার ও চর্চা করার উপাদান হিসেবে সরকারি নথিপত্র খুবই গুরুত্বপূর্ণ। সরকারি নথিপত্র বলতে বোঝায় বিভিন্ন সময়ে সরকারের অধীনস্ত বিভিন্ন শ্রেণির কর্মচারীদের দেওয়া তথ্য। এগুলি সরকারি মহাফেজখানা বা আর্কাইভস লেখ্যাগারে সংরক্ষিত রয়েছে। সরকারি নথিপত্রের মধ্যে উল্লেখযোগ্য হল—সরকারি, প্রতিবেদন ও বিবরণ, সরকারি চিঠিপত্র, ডায়রি ও কাগজপত্র, গোয়েন্দা রিপোর্ট ও পুলিশ রিপোর্ট প্রভৃতি।


ii) আত্মজীবনী ও স্মৃতিকথাঃ- ‘আত্মজীবনী’ ও ‘স্মৃতিকথা’আধুনিক ও ভারতের ইতিহাসের এক অতি গুরুত্বপূর্ণ উপাদান। এগুলি এক ধরনের সাহিত্য। আত্মজীবনী’হল নিজের জীবনবৃত্তান্ত। লেখক তার চোখে দেখা বিভিন্ন ঘটনা, নিজের অভিজ্ঞতার কথা আত্মজীবনী’র মাধ্যমেই তুলে ও ধরেন। স্মৃতিকথা হল অভিজ্ঞতার ভাণ্ডার, যা বাস্তবে ঘটেছে, লেখক ও দেখেছেন। আত্মজীবনী ও স্মৃতিকথায় লেখকের ব্যক্তিগত জীবনের ও বিভিন্ন ঘটনার সঙ্গে সমকালীন সামাজিক ও সাংস্কৃতিক জীবনের বহু তথ্য জানতে সাহায্য করে।


iii) উল্লেখযোগ্য কয়েকটি আত্মজীবনীঃ- আত্মজীবনীগুলির মধ্যে মহাত্মা গান্ধির দ্য স্টোরি অব মাই এক্সপেরিমেন্ট উইথ টুথ’, জওহরলাল নেহরুর অ্যান অটোবায়োগ্রাফি', রবীন্দ্রনাথের জীবনস্মৃতি’, বিপিনচন্দ্র পালের ‘সত্তর বৎসর’, সরলাদেবী চৌধুরানির জীবনের ঝরাপাতা’ প্রভৃতি। বিশেষ উল্লেখযোগ্য।


iv) চিঠিপত্র ও ডায়রিঃ- আধুনিক ভারতের ইতিহাসের উপাদানরূপে ব্যক্তিগত চিঠিপত্র ও ডায়রি খুবই গুরুত্বপূর্ণ।ব্রিটিশ শাসনকালে বহু বিশিষ্ট মানুষের লেখা চিঠিপত্র আজ ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান রূপে সমাদৃত।এক্ষেত্রে রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, জওহরলাল নেহরু, সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধি প্রমুখের চিঠিপত্রের গুরুত্ব অপরিসীম।


v) সমসাময়িকপত্রঃ- আধুনিক ভারতের ইতিহাসচর্চায় সমসাময়িকপত্র ও সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।এগুলি থেকে সমকালীন যুগের বহু ঘটনার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা পাওয়া যায়। এগুলির মধ্যে বঙ্গদর্শন', ‘সোমপ্রকাশ’, সম্বাদ কৌমুদী’, সমাচার চন্দ্রিকা সন্ধ্যা’, সঞ্জীবনী’ প্রভৃতি উল্লেখযোগ্য।


উপসংহারঃ- বিভিন্ন উপাদানের সমন্বয়ে আধুনিক ভারতের ইতিহাস রচনা হয়েছে সহজসাধ্য।ইতিহাসের বিষয়বস্তুতেও এসেছে অনেক বৈচিত্র্য।তবে উপাদানগুলি ব্যবহারের সময় সতর্কতা অবলম্বন করা হলে যথার্থ ইতিহাস রচনা সম্ভব হবে।


  • বন্ধুরা ২০২২ সালের অধ্যায় ভিত্তিক ইতিহাস সাজেশন এর জন্য  Click Here
  • নারী শিক্ষা বিস্তারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো Click Here

File Details

 

File Name/Book Name

আধুনিক ভারতের ইতিহাসচর্চার প্রধান উপাদানগুলি সংক্ষেপে আলোচনা কর।

File Format

PDF

File Language

Bengali

File Size

74 KB

File Location

GOOGLE DRIVE

Download Link

Click Here to Download PDF File


Join Telegram... Members

Next Post Previous Post
1 Comments
  • Deep Barman
    Deep Barman ২৪ ফেব্রুয়ারী, ২০২৪ এ ২:৫০ PM

    Nice Answer

Add Comment
comment url