আইন অমান্য আন্দোলনে কৃষক শ্রেণীর ভূমিকা আলোচনা কর।
প্রিয় বন্ধুরা
আজকে আলোচনা করব আইন অমান্য আন্দোলনে কৃষক শ্রেণীর ভূমিকা|দশম শ্রেনী ইতিহাস|ষষ্ঠ অধ্যায়| বিশ শতকের ভারতে কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন|4 নম্বরের প্রশ্ন ও উত্তর|ain omanno andolone krishokder vumika kemon chilo?| তোমরা West Bengal Class 10 History পেয়ে যাবে|মিরাট ষড়যন্ত্র মামলা|দশম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর|Class 10 History 6th chapter Suggestion WBBSE|ইতহাস প্রশ্নোত্তর|West Bengal Class Ten|Class X History Question and Answer|itihas proshno uttor|Class 10 History 6th chapter Notes WBBSE|
এছাড়াও তোমরা পাবে দশম শ্রেণী ষষ্ঠ অধ্যায় বিশ শতকের ভারতে কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন থেকে বহুবিকল্প ভিত্তিক সংক্ষিপ্ত অতিসংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর|পশ্চিমবঙ্গ দশম শ্রেণীতে পড়াশুনা করছো তাদের ইতিহাস পরীক্ষার জন্য এই 4 নম্বরের প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ন
আইন অমান্য আন্দোলনে কৃষক শ্রেণীর ভূমিকা আলোচনা কর।
ভূমিকাঃ- অসহযোগ আন্দোলনের সময় ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে কৃষক বিদ্রোহমাথাচাড়া দিয়ে ওঠে। গান্ধিজিসহ কংগ্রেসের প্রথম সারির সকল নেতারা এই কৃষক বিদ্রোহগুলিকে অসহযোগ আন্দোলনের সঙ্গে যুক্ত করতে তৎপর হয়ে ওঠেন।
ওই সময় যেসব অঞ্চলে আইন অমান্য আন্দোলন সংঘটিত হয়েছিল:
এলাহাবাদের প্রতাপগড়ঃ- 1920 খ্রিস্টাব্দে এলাহাবাদের প্রতাপগড় গ্রামের কৃষকরা তাদের শোচনীয় অবস্থা ভারতের জাতীয়তাবাদী নেতৃবৃন্দের কাছে তুলে ধরেন। তারপর কংগ্রেস নেতৃবৃন্দের উদ্যোগে ওই অঞ্চলে ব্যাপক কৃষক আন্দোলন গড়ে ওঠে।
উট অল্ট, মালাবারঃ- 1921-22 খ্রিস্টাব্দে অসহযোগ আন্দোলনের সময় অন্ত্র, মালাবার ও বাংলায় কৃষক বিদ্রোহ গণমুখী হয়ে ওঠে। ওই সময় অন্ত্রপ্রদেশের কৃষকদের সঙ্গে সাধারণ মানুষও একত্রে সরকারের খাজনা প্রদান বন্ধ করেন। এর ফলে সরকারি প্রশাসন প্রায় অচল হয়ে পড়ে।
মালাবারের কৃষক বিদ্রোহঃ- অসহযোগ আন্দোলনের সময়ে মালাবারের মোপলা কৃষকরা জমিদারদের শোষণ ও প্রবর্তিত প্রজাস্বত্ব আইন বাস্তবে প্রচলিত না হওয়ার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। 1920 খ্রিস্টাব্দে কংগ্রেসের জেলা অধিবেশন থেকেই মোপলাদের কৃষক প্রতিরোধ গড়ে ওঠে। সরকার কঠোর হাতে এই আন্দোলন দমন, করে। এতে প্রচুর কৃষক প্রাণ হারায় ও তাদের জমি-জায়গা বাজেয়াপ্ত হয়। যুক্তপ্রদেশের কৃষক আন্দোলন ও যুক্তপ্রদেশের কৃষকদের মধ্যে বিদ্রোহের অনুপ্রেরণা আসে হোমরুল, খিলাফৎ ও অসহযোগ আন্দোলন থেকে।
1921 খ্রিস্টাব্দ নাগাদ কৃষক বিদ্রোহের সঙ্গে অসহযোগ আন্দোলনের চরিত্রগত তফাত দেখা যায়নি। সরকারি দমনপীড়নের কারণে আন্দোলন ব্যর্থ হয়। মাদ্রাজ ও পাঞ্জাবের আন্দোলন ও অসহযোগ আন্দোলনের অবসানের পরও মাদ্রাজ ও পাঞ্জাবের শ্রমিক-কৃষক আন্দোলন প্রবল আকার ধারণ করে। 1928 খ্রিস্টাব্দে ‘সর্বভারতীয় কিযান সভা’ প্রতিষ্ঠিত হয়। তবে এই কৃষক সভা কৃষক আন্দোলনে তেমন সক্রিয় ভূমিকা নেয়নি।
উপসংহারঃ- পরিশেষে বলা যায় যে, অসহযোগ আন্দোলনের সময় কৃষকশ্রেণি যেভাবে আন্দোলনের পথে অগ্রসর হয়েছিল তা তাৎপর্যপূর্ণ। এ ছাড়া অন্যান্য কৃষক আন্দোলনের মতো বারদৌলি সত্যাগ্রহও ছিল গুরুত্বপূর্ণ কৃষক আন্দোলন।
File Details |
|
File Name/Book Name | আইন অমান্য আন্দোলনে কৃষক শ্রেণীর ভূমিকা আলোচনা কর। |
File Format | PDF |
File Language | Bengali |
File Size | 107 KB |
File Location | GOOGLE DRIVE |
Download Link |
Eta vul ..apni asahajag andoloner somoy krisok andoloner biboron diyechhen ..ain omanno andolon suru hoyechhilo 1930 e
উত্তরমুছুন