ভারতে অসহযোগ আন্দোলনের সময় শ্রমিক আন্দোলনের বিবরণ দাও।
প্রিয় বন্ধুরা
আজকে আলোচনা করব ভারতে অসহযোগ আন্দোলনের সময় শ্রমিক আন্দোলনের বিবরণ দাও।|দশম শ্রেনী ইতিহাস|সপ্তম অধ্যায় |বিশ শতকের ভারতে নারী ছাত্র প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন|4 নম্বরের প্রশ্ন ও উত্তর |varote osohojog andoloner somoy sromik andoloner porichoy dao| তোমরা West Bengal Class 10 History পেয়ে যাবে|দশম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর| Class 10 History 7th chapter Suggestion WBBSE|ইতহাস প্রশ্নোত্তর| West Bengal Class Ten|Class X History Question and Answer |itihas proshno uttor|Class 10 History 7th chapter Notes WBBSE|
এছাড়াও তোমরা পাবে দশম শ্রেণী সপ্তম অধ্যায় বিশ শতকের ভারতে নারী ছাত্র প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন থেকে বহুবিকল্প ভিত্তিক সংক্ষিপ্ত অতিসংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর| পশ্চিমবঙ্গ দশম শ্রেণীতে পড়াশুনা করছো তাদের ইতিহাস পরীক্ষার জন্য এই 4 নম্বরের প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ন
ভারতে অসহযোগ আন্দোলনের সময় শ্রমিক আন্দোলনের বিবরণ দাও।
ভূমিকাঃ- গান্ধিজির নেতৃত্বে এদেশে অহিংস অসহযোগ আন্দোলন শুরু হলে শ্রমিকেরাও তাতে প্রবল উৎসাহের সঙ্গে অংশ নেয়। এই সময় বিভিন্ন কলকারখানা, রেল ও ডাক ব্যবস্থায় বহু সংখ্যায় ধর্মঘট ঘটেছিল।
শ্রমিক আন্দোলনঃ- অসহযোগ আন্দোলনের সময় শ্রমিক আন্দোলন বড়ো আকার নিয়েছিল। 1921 খ্রিস্টাব্দে 396টি শ্রমিক ধর্মঘটে 6 লক্ষ শ্রমিক অংশ নেয়। 1920 খ্রিস্টাব্দে শুধু বাংলার পাটকলে 18479 জন শ্রমিক 137 ধর্মঘটে অংশ নেয়।
শ্রমিক ধর্মঘট:- এ সময় মার্টিন, জেকব ও বার্ন কোম্পানিগুলিতে ধর্মঘট শুরু হয়েছিল। অসমের চা বাগানে এবং পূর্ববঙ্গের সর্বত্র স্টিমার ধর্মঘট হয়েছিল।
ইংল্যান্ডের যুবরাজের আগমন:- 1921 খ্রিস্টাব্দের 17 নভেম্বর প্রিন্স অফ ওয়েলস ভারতে এলে বোম্বাইয়ে ব্যাপক শ্রমিক ধর্মঘট শুরু হয়। বোম্বাইয়ের পুলিশের গুলিতে 563 জন নিহত ও প্রায় 400 জন আহত হয়।
নেতৃত্ব:- স্বামী দর্শনানন্দ ও স্বামী বিশ্বানন্দ রানিগঞ্জ ও ঝরিয়ার কয়লাখনির শ্রমিক আন্দোলনে নেতৃত্ব দেন। পূর্ববঙ্গের স্টিমার ধর্মঘটে যতীন্দ্রমোহন সেনগুপ্ত নেতৃত্ব দেন।
উপসংহারঃ- অসহযোগ আন্দোলনের সময় শ্রমিকরা ভারতে তীব্রভাবে অংশ নিয়েছিল। এর পূর্বে এত শ্রমিক ধর্মঘট আর দেখা যায়নি।
File Details |
|
File Name/Book Name | ভারতে অসহযোগ আন্দোলনের সময় শ্রমিক আন্দোলনের বিবরণ দাও |
File Format | PDF |
File Language | Bengali |
File Size | 30 KB |
File Location | GOOGLE DRIVE |
Download Link |