ভারতে অসহযোগ আন্দোলনের সময় শ্রমিক আন্দোলনের বিবরণ দাও।

0

ভারতে অসহযোগ আন্দোলনের সময় শ্রমিক আন্দোলনের বিবরণ দাও।


 অসহযোগ আন্দোলনপর্বে শ্রমিক


প্রিয় বন্ধুরা 

আজকে আলোচনা করব ভারতে অসহযোগ আন্দোলনের সময় শ্রমিক আন্দোলনের বিবরণ দাও।|দশম শ্রেনী ইতিহাস|সপ্তম অধ্যায় |বিশ শতকের ভারতে নারী ছাত্র প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন|4 নম্বরের প্রশ্ন ও উত্তর |varote osohojog andoloner somoy sromik andoloner porichoy dao| তোমরা West Bengal Class 10 History পেয়ে যাবে|দশম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর| Class 10 History 7th chapter Suggestion WBBSE|ইতহাস প্রশ্নোত্তর| West Bengal Class Ten|Class X History Question and Answer |itihas proshno uttor|Class 10 History 7th chapter Notes WBBSE|

এছাড়াও তোমরা পাবে দশম শ্রেণী সপ্তম অধ্যায় বিশ শতকের ভারতে নারী ছাত্র প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন থেকে বহুবিকল্প ভিত্তিক সংক্ষিপ্ত অতিসংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর| পশ্চিমবঙ্গ দশম শ্রেণীতে পড়াশুনা করছো তাদের ইতিহাস পরীক্ষার জন্য এই 4 নম্বরের প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ন 


ভারতে অসহযোগ আন্দোলনের সময় শ্রমিক আন্দোলনের বিবরণ দাও।


ভূমিকাঃ- গান্ধিজির নেতৃত্বে এদেশে অহিংস অসহযোগ আন্দোলন শুরু হলে শ্রমিকেরাও তাতে প্রবল উৎসাহের সঙ্গে অংশ নেয়। এই সময় বিভিন্ন কলকারখানা, রেল ও ডাক ব্যবস্থায় বহু সংখ্যায় ধর্মঘট ঘটেছিল।


শ্রমিক আন্দোলনঃ- অসহযোগ আন্দোলনের সময় শ্রমিক আন্দোলন বড়ো আকার নিয়েছিল। 1921 খ্রিস্টাব্দে 396টি শ্রমিক ধর্মঘটে 6 লক্ষ শ্রমিক অংশ নেয়। 1920 খ্রিস্টাব্দে শুধু বাংলার পাটকলে 18479 জন শ্রমিক 137 ধর্মঘটে অংশ নেয়।


শ্রমিক ধর্মঘট:- এ সময় মার্টিন, জেকব ও বার্ন কোম্পানিগুলিতে ধর্মঘট শুরু হয়েছিল।  অসমের চা বাগানে এবং পূর্ববঙ্গের সর্বত্র স্টিমার ধর্মঘট হয়েছিল।


ইংল্যান্ডের যুবরাজের আগমন:- 1921 খ্রিস্টাব্দের 17 নভেম্বর প্রিন্স অফ ওয়েলস ভারতে এলে বোম্বাইয়ে ব্যাপক শ্রমিক ধর্মঘট শুরু হয়। বোম্বাইয়ের পুলিশের গুলিতে 563 জন নিহত ও প্রায় 400 জন আহত হয়।  


নেতৃত্ব:- স্বামী দর্শনানন্দ ও স্বামী বিশ্বানন্দ রানিগঞ্জ ও ঝরিয়ার কয়লাখনির শ্রমিক আন্দোলনে নেতৃত্ব দেন। পূর্ববঙ্গের স্টিমার ধর্মঘটে যতীন্দ্রমোহন সেনগুপ্ত নেতৃত্ব দেন।


উপসংহারঃ- অসহযোগ আন্দোলনের সময় শ্রমিকরা ভারতে তীব্রভাবে অংশ নিয়েছিল। এর পূর্বে এত শ্রমিক ধর্মঘট আর দেখা যায়নি।



File Details

 

File Name/Book Name

ভারতে অসহযোগ আন্দোলনের সময় শ্রমিক আন্দোলনের বিবরণ দাও

File Format

PDF

File Language

Bengali

File Size

30 KB

File Location

GOOGLE DRIVE

Download Link

Click Here to Download PDF File



Join Telegram... Members




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top