মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন?
বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন|দশম শ্রেণী ষষ্ঠ অধ্যায় (বিশ শতকের ভারতে কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন: বৈশিষ্ট্য ও পর্যালোচনা) থেকে মাতঙ্গিনী হাজরা সম্পর্কে বিস্তারিত আলোচনা পেয়ে যাবে।
ভুমিকাঃ- ১৯৪২ খ্রিস্টাব্দের ভারত ছাড়ো আন্দোলনে যে সকল নারী বীরত্বের পরিচয় দান করেছিলেন তাঁদের মধ্যে বাংলার বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরা অন্যতম।
জন্ম বংশ পরিচয়ঃ- ১৮৬৯ খ্রিস্টাব্দে বাংলার মেদিনীপুর জেলার তমলুক থানার অন্তর্গত আলিনান গ্রামের এক দরিদ্র কৃষক পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম ঠাকুরদাস মাইতি। নিঃসন্তান অবস্থায় মাত্র ১৮ বছর বয়সে তিনি বিধবা হন। কংগ্রেসি ভাবধারায় উদ্বুদ্ধ মাতঙ্গিনী হাজরা ভারতের স্বাধীনতা আন্দোলনে বিশেষ কৃতিত্বের পরিচয় দান করেন।
জাতীয় আন্দোলনে যোগদানঃ- ১৯০৫ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলন ও ১৯৩০ খ্রিস্টাব্দে আইন অমান্য আন্দোলন শুরু হলে মাতঙ্গিনী হাজরা তাতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এবং লবণ আইন ভঙ্গ করে ৬ মাস কারাদণ্ড ভোগ করেন।
ভারত ছাড়ো আন্দোলনে যোগদানঃ- ১৯৪২ খ্রিস্টাব্দের আগস্ট মাসে গান্ধিজির আহ্বানে সমগ্র দেশে ‘ভারত ছাড়ো আন্দোলন শুরু হলে বাংলার মেদিনীপুর জেলাতে এই আন্দোলন তীব্র আকার ধারণ করে ২৯ সেপ্টেম্বর ১৯৪২ খ্রিস্টাব্দে ৭৩ বছরের বিধবা মাতঙ্গিনী হাজরা এতে ঝাঁপিয়ে পড়েন।
তমলুক থানা অভিযান ও মৃত্যুবরণঃ- ২৯ সেপ্টেম্বর তাঁর নেতৃত্বে প্রায় ২০ হাজার স্বেচ্ছাসেবক তমলুকের সরকারি আদালত ও থানা দখলে এগিয়ে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। পুলিশ নির্মমভাবে গুলি চালাতে থাকে। পুলিশের প্রতিরোধ উপেক্ষা করে তিনি হাতে জাতীয় পতাকা, মুখে ‘বন্দেমাতরম’ ধ্বনি দিতে দিতে তমলুকের লাল বাড়ির দখল নিতে দ্রুত গতিতে এগিয়ে চলেন। প্রথমে এক হাতে গুলি লাগলে, অন্য হাতে জাতীয় পতাকা নিয়ে এগিয়ে যেতে ২ থাকেন। অবশেষে একটি গুলি লাগে তার বুকে। 'বন্দেমাতরম’ ধ্বনি দিতে দিতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। শেষ নিশ্বাস পর্যন্ত তিনি জাতীয় পতাকার মর্যাদা রক্ষা করেছিলেন।
উপসংহারঃ- ৭৩ বছর বয়স্কা মাতঙ্গিনীর হাজরার এই বীরোচিত আত্মত্যাগ শুধু বাংলা প্রদেশ নয় সমগ্র ভারতবর্ষে ভারতছাড়ো আন্দোলনের তীব্রতা বহুগুণ বৃদ্ধি করে।
File Details |
|
File Name/Book Name | মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন? |
File Format | PDF |
File Language | Bengali |
File Size | 34 KB |
File Location | GOOGLE DRIVE |
Download Link |