ইতিহাসের কিছু শব্দ ধারনা- Some Terms,concept and Ideas of Indian history:
ইতিহাসের কিছু শব্দ ধারনা |
- হিন্দুস্থানঃ সিন্ধু উপত্যকায় বসবাসকারীদের বলা হয়।
- আর্যাবর্তঃ বিন্ধ পর্বত এর উত্তর অংশকে আর্যাবর্ত বলা হয়।
- দক্ষিণাত্যঃ বিন্ধ পর্বত এর দক্ষিণভাগ কে দক্ষিণাত্য বলা হয়।
- কনিষ্কাব্দঃ 78 সাল থেকে কনিষ্কাব্দ শুরু হয়(কনিষ্ক শুরু করেছিলেন)
- গুপ্তাব্দঃ ৩২০ সাল থেকে গুপ্তাব্দ শুরু হয়(প্রথম চন্দ্রগুপ্ত শুরু করেছিলেন)
- হর্ষাব্দঃ ৬০৬ সাল থেকে হর্ষাব্দ শুরু হয় (হর্ষবর্ধন শুরু করেছিলেন )
- খ্রিস্টাব্দঃ যিশুখ্রিস্টের জন্মের পরের সময়কে বোঝানো হয়
- খ্রিস্টপূর্বাব্দঃ যিশুখ্রিস্টের জন্মের আগের সময়কে বোঝানো হয়