নবম শ্রেনীর ইতিহাস প্রথম অধ্যায় ১ নম্বরের প্রশ্ন ও উত্তর ফরাসি বিপ্লবের কয়েকটি দিক

dream
0

নবম শ্রেনীর ইতিহাস প্রথম অধ্যায় ১ নম্বরের প্রশ্ন ও উত্তর ফরাসি বিপ্লবের কয়েকটি দিক

নবম শ্রেনীর ইতিহাস প্রথম অধ্যায় ১ নম্বরের প্রশ্ন ও উত্তর 


1.  বাধ্যতামূলক শ্রম করাকে কী বলা হত?

উঃ-.বিপ্লবপূর্ব ফ্রান্সে পারিশ্রমিক ছাড়াই বাধ্যতামূলক শ্রম করা ‘করভি’ নামে পরিচিত ছিল।

2.  আর্থিক সংকট দূর করার জন্য রাজা ষোড়শ লুই কাদের অর্থমন্ত্রী নিয়োগ করেন?

উঃ-.আর্থিক সংকট দূর করার জন্য রাজা ষোড়শ লুই টুর্গো, নেকার, ক্যালোন ও ব্রিয়াঁ-কে অর্থমন্ত্রী নিয়োগ করেন।

3.  রাজা ষোড়শ লুই-এর একজন অর্থমন্ত্রীর নাম লেখো।

উঃ-.রাজা ষোড়শ লুই-এর একজন অর্থমন্ত্রীর নাম হল তুর্গো।

4.  ষোড়শ লুই কোন্ বংশের রাজা ছিলেন?

উঃ-. ষোড়শ লুই বুরবোঁ বংশের রাজা ছিলেন। 

5.  এমিগ্রি কাদের বলা হয় ?

উঃ-. ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের যেসকল যাজক ও অভিজাত দেশ ছেড়ে বিদেশে চলে গিয়ে বিপ্লবের পর আবার দেশে ফিরে এসেছিল তারা এমিগ্রি নামে পরিচিত।

6.  ফরাসি যাজকদের আদায় করা কয়েকটি করের নাম লেখো। 

উঃ-.ফরাসি যাজকদের আদায় করা কয়েকটি করের নাম হলটাইদ বা ধর্মকর, মৃত্যুকর, বিবাহকর প্রভৃতি।

7.  রাজা ষোড়শ লুইয়ের রানি কে ছিলেন?

উঃ-. রাজা ষোড়শ লুইয়ের রানি ছিলেন মারি আঁতোয়ানেত।

8.  “আমার পরেই আসবে প্লাবন”—এটি কার উক্তি?

উঃ-.“আমার পরেই আসবে প্লাবন”—এটি ফরাসি সম্রাট পঞ্চদশ লুই-এর উক্তি।

9. টাইদ কী?

উঃ-.টাইদ হল ফ্রান্সের ধর্মকর। ফরাসিরা উৎপন্ন ফসলের ১০% ধর্মকর বা টাইদ চার্চকে প্রদান করত।

10. গ্যাবেলা কী? 

উঃ-.ফ্রান্সে লবণ করকে ‘গ্যাবেলা’ বলা হয়।

11. লেতর দ্য ক্যাশে কী? 

উঃ-. 'লেতর দ্য ক্যাশে' ছিল বিপ্লবপূর্ব ফ্রান্সের এক ধরনের গ্রেফতারি পরোয়ানা। এর দ্বারা যে-কোনো ফরাসি নাগরিককে বিনা বিচারে কারাগারে নিক্ষেপ করা হত।

12.  পঞ্চদশ লুই কোন্ দুটি যুদ্ধে যোগ দিয়ে রাজকোশের বিপুল অর্থ ব্যয় করেন?

উঃ-. পঞ্চদশ লুই অস্ট্রিয়ার উত্তরাধিকার যুদ্ধে (১৭৪০-৪৮ খ্রি.) এবং সপ্তবর্ষের যুদ্ধে (১৭৫৭-৬৩ খ্রি.) যোগ দিয়ে রাজকোশের বিপুল অর্থব্যয় করেন।

13.  লেসেজফেয়ার তত্ত্ব কী? 

উঃ-.লেসেজফেয়ার হল ফরাসি বিপ্লবের পূর্বেকার একপ্রকার অর্থনৈতিক তত্ত্ব যেখানে ব্যক্তিগত আর্থিক লেনদেনের ক্ষেত্রে সরকারের যাবতীয় হস্তক্ষেপকে অস্বীকার করা হয়।

14.  তুর্গো কে ছিলেন? 

উঃ-. তুর্গো ছিলেন ফরাসি সম্রাট ষোড়শ লুইয়ের অর্থমন্ত্রী।

15.  প্রাক্-বিপ্লব ফ্রান্সে কারা 'লেতর দ্য ক্যাশে' নামক গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারত? 

উঃ-. প্রাক্-বিপ্লব ফ্রান্সের রাজা ‘লেতর দ্য ক্যাশে' নামক গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারত।

16.  ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সে কোন্ রাজবংশ রাজত্ব করত?

উঃ-.উঃ- ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সে বুরবোঁ রাজবংশ রাজত্ব করত

17.  ইনটেনডেন্ট কাদের বলা হত?

উঃ-. ফ্রান্সে বিপ্লবের প্রাক্কালে প্রদেশের প্রশাসনিক ও অর্থনৈতিক কাজকর্মের দায়িত্ব পালনকারী দুর্নীতিগ্রস্ত একশ্রেণির কর্মচারীদেরকে ইনটেনডেন্ট বলা হত।

18.  'অঁসিয়া রেজিম' কী?

উঃ-. অঁসিয়া রেজিম বলতে দৈব রাজতন্ত্র, অভিজাততন্ত্র, সামাজিক বৈষম্য প্রভৃতির সমন্বয়ে গড়ে ওঠা ফ্রান্সের পুরাতনতান্ত্রিক ব্যবস্থাকে বোঝায়।

19.  ফ্রান্সে বংশানুক্রমিক অভিজাতরা কী নামে পরিচিত ছিল? 

উঃ-.ফ্রান্সে বংশানুক্রমিক অভিজাতরা ‘নবিলিটি অব দ্য সোর্ড' নামে পরিচিত ছিল।

20.  ফরাসি বিপ্লবে কোন্ গ্রেফতারি পরোয়ানার সাহায্যে বিনা বিচারে নাগরিকদের কারারুদ্ধ করা যেত?

উঃ-. ফরাসি বিপ্লবে ‘লেতর দ্য ক্যাশে' নামে গ্রেফতারি পরোয়ানার সাহায্যে বিনা বিচারে নাগরিকদের কারারুদ্ধ করা যেত।

21.  ফ্রান্সের বুরবোঁ রাজারা কোন্ তত্ত্বে বিশ্বাসী ছিলেন?

উঃ-. ফ্রান্সের বুরবোঁ রাজারা ঐশ্বরিক অধিকার তত্ত্বে বিশ্বাসী ছিলেন।

22.  ফরাসি বিপ্লবের প্রাক্কালে চার্চকে প্রদেয় করটি কী ছিল? 

উঃ-.ফরাসি বিপ্লবের প্রাক্কালে চার্চকে প্রদেয় করটি ছিল টাইদ।

23.  কোন্ ঘটনাকে ফরাসি বিপ্লবের সূচনা বলে ধরা হয়?

উঃ-. ১৭৮৯ খ্রিস্টাব্দের ১৪ জুলাই বাস্তিল দুর্গ ধ্বংসকেই ফরাসি বিপ্লবের সূচনা বলে ধরা হয়।।

24.  ফ্রান্সের কোন্ কোন্ সম্প্রদায় সরকারকে বাধ্যতামূলক কর প্রদান থেকে অব্যাহতি পেয়েছিল?

উঃ-. যাজক ও অভিজাত সম্প্রদায় সরকারকে বাধ্যতামূলক কর প্রদান থেকে অব্যাহতি পেয়েছিল।

25.  ফরাসি বিপ্লবের আগে শতকরা কতজন লোক ফ্রান্সে কৃষিজীবী ছিলেন? 

উঃ-.ফরাসি বিপ্লবের আগে ৬৭% লোক ফ্রান্সে কৃষিজীবী ছিলেন।

26.  ফ্রান্সে বেগার শ্রমকে কী নামে অভিহিত করা হয়েছিল?

উঃ-ফ্রান্সের বিনা বেতনে বেগার শ্রমকে ‘করভি’ নামে অভিহিত করা হয়েছিল।

27.  ষোড়শ লুই-এর রাজত্বকালে কারা অর্থমন্ত্রী ছিলেন?

উঃ-.ষোড়শ লুই-এর রাজত্বকালে অর্থমন্ত্রী হয়েছিলেন যথাক্রমে তুর্গো, নেকার, ক্যালোন, ব্ৰিইয়া।

28.  কত খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব হয়েছিল?

উঃ-. ১৭৮৯ খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব সংঘটিত হয়।

29.  ফ্রান্সের কোন্ রাজাকে ‘প্রজাপতি রাজা’ বলা হত? 

উঃ-.পঞ্চদশ লুই-কে ফ্রান্সের ‘প্রজাপতি রাজা’ বলা হত।

30.  'অর্থলোলুপ নেকড়ে' কাদের বলা হয়?

উঃ-. ফ্রান্সের রাজস্ব আদায়কারী কর্মচারী বা ইনটেনডেন্টদের ‘অর্থলোলুপ নেকড়ে’ বলা হয়। 

31.  “আমি যা ইচ্ছা করি তা-ই আইন”—এটি কার উক্তি? 

উঃ-এটি ফরাসি সম্রাট ষোড়শ লুই-এর উক্তি।

32. মারি আঁতোয়ানেত কে? 

উঃ-. মারি আঁতোয়ানেত ছিলেন ফরাসি সম্রাট ষোড়শ লুই-এর · রানি। তিনি ছিলেন দাম্ভিক ও বিলাসিনী।

33.  ‘ফ্রেঞ্চ রেভোলিউশন’ গ্রন্থটি কার লেখা?

উঃ-. ‘ফ্রেঞ রেভোলিউশন’ গ্রন্থটি থমাস কার্লের লেখা।

34.  ফরাসি জাতীয় সভার নাম কী ?

উঃ-. ফরাসি জাতীয় সভার নাম হল ‘স্টেটস জেনারেল'।

35.  অ্যাসাইনেট কী?

উঃ-. ফ্রান্সের কাগজি মুদ্রাকে বলা হত ‘অ্যাসাইনেট’।

36. ফ্রান্সের দুটি পরোক্ষ করের নাম লেখো।

উঃ-. ফ্রান্সের দুটি অন্যতম পরোক্ষ কর হল —[1] লবণের ওপর ধার্য কর বা গ্যাবেলা এবং [2] চার্চকে দেয় কর বা টাইদ।

37.  ফ্রান্সকে ‘ভ্রান্ত অর্থনীতির জাদুঘর’ কে বলেছেন?

উঃ-. ব্রিটিশ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ ফ্রান্সকে ‘ভ্রান্ত অর্থনীতির জাদুঘর’ বলেছেন।

38. ‘কনট্রাক্ট অব পোইসি’ কী?

উঃ-. ‘কনট্রাক্ট অব পোইসি’ হল বিপ্লবের পূর্বে ফরাসি যাজক সম্প্রদায়ের দ্বারা রাজাকে প্রদত্ত স্বেচ্ছাকর।

39.  'লৎ এৎ ভেণ্ডি' কী?

উঃ-. ‘লৎ এৎ ভেণ্ডি’ ছিল হস্তান্তরজনিত কর।

40. ফরাসি বিপ্লবের তিনটি মূল আদর্শ কী ছিল?

উঃ-. ফরাসি বিপ্লবের তিনটি মূল আদর্শ ছিল—[1] সাম্য, [2] মৈত্রী ও [3] স্বাধীনতা।

41.  জ্যাকোবিন দলের তিনজন নেতার নাম লেখো।

উঃ-.জ্যাকোবিন দলের তিনজন নেতার নাম হল রোবসপিয়ার, হিবার্ট ও দাঁতো।

42.  ফরাসি অর্থনীতিকে ‘ভ্রান্ত অর্থনীতির জাদুঘর’ কে বলেছিলেন?

উঃ-.বিশিষ্ট অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ ফরাসি অর্থনীতিকে ‘ভ্রান্ত অর্থনীতির জাদুঘর’ বলেছিলেন।

43.  বিপ্লব বলতে কী বোঝায়?

উঃ-.বিপ্লব বলতে বোঝায় প্রচলিত ব্যবস্থার খুব দ্রুত ও কার্যকরী পরিবর্তন।

44.  ‘ক্যাপিটেশন’ কী? 

উঃ-.ফ্রান্সে প্রত্যক্ষ করগুলির মধ্যে অন্যতম ‘ক্যাপিটেশন’ হল এক প্রকার উৎপাদন কর।

45.  'লোকস রেকস' বলতে কী বোঝ? 

উঃ-. বিপ্লবপূর্ব ফ্রান্সের রাজাকে ‘লোকস রেকস’ বলা হত। ‘লোকস রেকস কথার অর্থ সাক্ষাৎ আইন।

46.  ফ্রান্সে বুরবোঁ রাজবংশের প্রতিষ্ঠাতা কে?

উঃ-.ফ্রান্সে বুরবোঁ রাজবংশের প্রতিষ্ঠাতা ত্রয়োদশ লুই

47.  কোন্ রাজার আমলে ফরাসি বিপ্লব ঘটে ?

উঃ-.রাজা ষোড়শ লুই-এর আমলে ফরাসি বিপ্লব ঘটে।

48.  ফ্রান্সে তৃতীয় সম্প্রদায়ের মানুষের রাজাকে প্রদত্ত একটি করের নাম করো।

উঃ-. ফ্রান্সে তৃতীয় সম্প্রদায়ের মানুষের রাজাকে প্রদত্ত একটি করের নাম হল ‘ক্যাপিটেশন' বা উৎপাদন কর।

49. বিপ্লবের পূর্বে ফ্রান্সে কতদিন পর এস্টেট জেনারেলের অধিবেশন বসে? 

উঃ-.  বিপ্লবের পূর্বে ফ্রান্সে প্রায় ১৭৫ বছর পর এস্টেট জেনারেলের অধিবেশন বসে।

50.  মেতায়ার কাদের বলা হয়? 

উঃ-. ফরাসি বিপ্লবের প্রাক্কালে সেদেশের দরিদ্র ভাগচাষিদের বলা হয় মেতায়ার।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top