Class 10 Model Activity Task February Math 2022 Part-2
মডেল অ্যাক্টিভিটি টাস্ক
দশম শ্রেণি
গণিত
পূর্ণমান :20
Dear friends, again in February 2022, Government of West Bengal launched Model Activity All Subject All class Like- Class 1 Model Activity Task, Class 2 Model Activity Task, Class 3 Model Activity Task, Class 4 Model Activity Task, Class 5 Model Activity Task, Class 6 Model Activity Task, Class 7 Model Activity Task, Class 8 Model Activity Task, Class 9 Model Activity Task, Class 10 Model Activity Task, in Bangla shikkha Portal.
Class 10 Model Activity Task February Math 2022 Part-2
Dear Friends, In This post you will get Class 10 2022 Math Model Activity Task February Part-2, Class 10 Model Activity Task February Math 2022 Part-2, দশম শ্রেনীর গনিত মডেল অ্যাক্টভিটি টাস্ক। So you can Solve all the questions very easily And which will help you to secure good Marks.
Class 10 Model Activity Task February Math 2022 Part-2
নীচের প্রশ্নগুলির উত্তর লেখাে :
1. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখাে : 1x3=3
(ক) সরল সুদের ক্ষেত্রে দ্বিতীয় বছরের সুদ
(a) তৃতীয় বছরের সুদের অসমান।
(b) চতুর্থ বছরের সুদের অসমান
(c) যেকোনাে বছরের সুদের অসমান।
(d) প্রথম বছরের সুদের সমান।
উঃ- (d) প্রথম বছরের সুদের সমান।
(খ) কোনাে মূলধন বার্ষিক একই সরল সুদের হারে 1 বছরে 120 টাকা এবং 2 বছরে 140 টাকা হলে, মূলধনের পরিমাণ হবে?
(a) 260 টাকা
(b) 220 টাকা
(c) 240 টাকা
(d) 100 টাকা
উঃ- (d) 100 টাকা
(গ) বার্ষিক P% সরল সুদের হারে p টাকার 1 বছরের সুদ হবে ।
(a)
(b)
(c)
(d)
উঃ- (c)
2. সত্য/মিথ্যা লেখাে 1x3=3
ক) বার্ষিক % সরল সুদের হারে 2x টাকার t বছরের সুদ-আসল টাকা।
উঃ- সত্য
(খ) কোনাে মূলধন 10 বছরে দ্বিগুণ হলে, বার্ষিক সরল সুদের হার হবে 10%।
উঃ- সত্য
(গ) বার্ষিক R% হার সরল সুদে x টাকার T বছরের সুদ I টাকা হলে, xRT = 100 I
উঃ- সত্য
3.
(ক) শতকরা বার্ষিক সরল সুদের হার ৪% হলে, কোনাে টাকার কত বছরের সুদ আসলের অংশ হবে তা নির্ণয় করাে।
উঃ-
ধরি,
আসল ()=
সরল সুদ (I) =
সুদের হার (r) =
সময় (t) = ?
আমরা জানি,
বা,
বা, t =
বা, t = 4
সময় 4 বছর
(খ) বার্ষিক 3% সরল সুদের হারে কোনাে মূলধন 5 বছরে সুদে-আসলে 966 টাকা হলে, মূলধনের পরিমাণ নির্ণয় করাে।
উঃ-
ধরি মূলধন(P)= x টাকা
সুদ (I) = (966 - x) টাকা
সুদের হার (r) = 3 %
সময় (t) = 5 বছর
আমরা জানি,
বা, (966 - x) =
বা, (966 - x) =
বা,
বা, 3x+20x = 19320
বা, 23x = 19320
বা, x =
বা, x = 840
নির্ণেয় মূলধনের পরিমাণ 840 টাকা
2x2=4
4. (ক) একই সময়ে A ব্যাংকে 4000 টাকা এবং B পােস্ট অফিসে 4000 টাকা রাখে। 4 বছর পর তারা সুদসহ যথাক্রমে 4640 টাকা ও 4800 টাকা ফেরত পান। ব্যাংক ও পােস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত নির্ণয় করাে
উঃ-
ব্যাংকের ক্ষেত্রে
A- এর মূলধন =4000 টাকা
সুদ ()= (4640-4000) টাকা
= 640 টাকা
সময় ()=4 বছর
সুদের হার ()= ?
আমরা জানি,
বা, 440=
বা,
বা,
পোস্ট অফিস এর ক্ষেত্রে
B এর মূলধন ()= 4000 টাকা
সুদ ()= (4800-4000) টাকা = 800 টাকা
সময় ()= 4 বছর
সুদের হার ()= ?
আমরা জানি,
বা , 800=
বা, 160
বা ,
বা ,
ব্যাঙ্ক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত = 4:5
(খ) মি. A চাকুরি থেকে অবসর নেওয়ার সময় গ্র্যাচুইটিবাবদ এককালীন 12,000,00 টাকা পেলেন। ওই টাকা তিনি
এমনভাবে ভাগ করে এল.আই.সি ও ব্যাংকে আমানত করতে চান, যেন প্রতিবছর সুদ বাবদ তিনি 90,000 টাকা পান। যদি এল.আই.সি ও ব্যাংকের বার্ষিক সরল সুদের হার যথাক্রমে ৪% ও 7% হয়, তবে তিনি কোথায় কত টাকা রেখেছেন?
উঃ- এলআইসির ক্ষেত্রে
ধরি, আসল ()= x টাকা
সময় ()= 1 বছর
সুদের হার ()= 8%
সুদ ()= ?
আমরা জানি,
বা, =
ব্যাংকের ক্ষেত্রে
আসল ()= (1200000-x)টাকা
সময় ()= 1বছর
সুদের হার ()
সুদ ( ) = ?
আমরা জানি , =
বা,
বা,
প্রশ্নানুসারে,
বা,
বা,
বা,
বা,
বা,
তিনি এল .আই.সিতে রেখেছেন= টাকা = 600000
তিনি ব্যাংকে রেখেছেন = টাকা
টাকা
টাকা