Class 10 Mock Test Series Part -6 Life Science,Geography,History,Bengali
Part -6
প্রিয় মাধ্যমিকের শিক্ষার্থীরা,
Class 10 Mock Test Series Part -6 Life Science,Geography,History,Bengali
Geography
A) প্যাংগং
হ্রদ
B)
ভীমতাল
C)
ডাল হ্রদ
D)
লােকটাক হ্রদ।
Q2. ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনাটি হল—
A)
সর্দার সরােবর প্রকল্প
B)
হিরাকুঁদ প্রকল্প
C) ভাকরা-নাঙ্গল
প্রকল্প
D)
দামােদর প্রকল্প।
Q3.
গঙ্গা নদীর মূল উৎস হল –
A)
যমুনােত্রী
B)
জেমু
C)
সিয়াচেন
D) গঙ্গোত্রী
হিমবাহ।
Q4.
ভারতের একটি অন্তর্বাহিনী নদী –
A)
নর্মদা
B)
তাপ্তী
C) লুনি
D)
কৃষ্ণা।
Q5.
গােমতী নদীর তীরে অবস্থিত শহরটি হল
A) লক্ষ্ণৌ
B)
এলাহাবাদ
C)
কানপুর
D)
আগ্রা।
Q6.
উত্তর ভারতের নদনদী নিত্যবহহবার কারণ হল –
A)
নদীগুলি দৈর্ঘ্যে বড়াে
B)
নদীগুলির মােহনায় বদ্বীপ-এর সৃষ্টি
C) নদীগুলি
বরফগলা জলে ও বৃষ্টির জলে পুষ্ট
D)
নদী অববাহিকায় পলি গঠিত সমভূমির উপস্থিতি।
Q7.
বিস্তৃত প্লাবন সমভূমি দেখা যায়
A)
নর্মদা
B)
তাপ্তী
C) লুনি
D) গঙ্গা নদীর
অববাহিকায়।
Q৪.
ভারতে সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে, সেটি হল –
A) কূপ ও নলকূপ
B)
জলাশয়
C)
খাল
D)
ফোয়ারা।
Q9. গােদাবরী ও কৃয়া নদীর বদ্বীপের মাঝে অবস্থিত হ্রদের
নাম -
A) কোলেরু
B)
পুলিকট
C)
চিল্কা
D)
ভেনাদ।
Q10. হিরাকুঁদ নদী পরিকল্পনা যে নদীর ওপর অবস্থিত তা
হল -
A)
গােদাবরী
B)
কৃষ্ণা
C)
কাবেরী
D) মহানদী।
Q11. যে জলপ্রপাতকে ভারতের নায়াগ্রা’ বলা হয় তা হল
–
A) চিত্রকূট
B)
ধুয়াধর
C)
যােগ
D)
কুঞ্চিকল।
Q12.
তেলেঙ্গানায় নাগার্জুন সাগর পরিকল্পনাটি যে নদীর উপর অবস্থিত সেটি হল
A)
মহানবী
B)
গােদাবরী
C) কৃষ্ণা
D)
কাবেরী।
Q13.
সর্দার সরােবর প্রকল্প যে নদীর ওপর অবস্থিত তা হল –
A) নর্মদা
B)
কৃষ্ণা
C)
গােদাবরী
D)
কাবেরী।
Q14.
ইন্দিরা গান্ধি ক্যানেলের মাধ্যমে জলসেচ হয়
A) রাজস্থানে
B)
বিহারে
C)
উত্তরপ্রদেশে
D)
মধ্যপ্রদেশে।
Q15.
ব্রক্ষ্মপুত্র নদ -
A) দিহং
B)
দিবং
C)
লােহিত
D)
সাংপাে নামে ভারতে প্রবেশ করেছে।
Q16.
ভারতে জলসেচে অগ্রণী রাজ্যটি হল –
A) উত্তরপ্রদেশ
B)
রাজস্থান
C)
তামিলনাড়ু
D)
গােয়া।
Q17
ভারতের সর্বপ্রথম কার্যকরী নদী পরিকল্পনা—
A)
মহানদী
B) দামােদর
উপত্যকা
C)
তুঙ্গভদ্রা
D)
ময়ূরাক্ষী নদী পরিকল্পনা।
Q18
ভারতের যে নদীর মােহনায় কোনাে বদ্বীপ নেই সেটি হল
A)
গােদাবরী
B)
গঙ্গা
C) নর্মদা
D)
কৃষ্ণা ।
Q19.
কচ্ছের রনে পতিত নদীটি হল –
A)
সবরমতী
B) লুনি
C)
সিন্ধু
D)
তিস্তা।
Q20.
পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেচখাল –
A)
ইডেন খাল
B) মেদিনীপুর
খাল
C)
সারদা খাল
D)
বাকিংহাম খাল।
History
Q1.
‘জীবনের ঝরাপাতা’ যে পত্রিকায় নিয়মিত প্রকাশিত হত, তা হল
A)
বঙ্গদর্শ
B) দেশ
C)
সােমপ্রকাশ
D)
সংবাদ প্রভাকর।
Q2. ‘নবান্ন’নাটকের রচয়িতা –
A) বিজন ভট্টাচার্য
B)
উৎপল দত্ত
C)
জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
D)
ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
Q3. সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক ছিলেন
A)
দেবেন্দ্রনাথ ঠাকুর
B)
বিপিনচন্দ্র পাল
C) ঈশ্বরচন্দ্র
গুপ্ত
D)
দ্বারকানাথ বিদ্যাভূষণ।
Q4. বাংলা ভাষায় প্রথম প্রকাশিত সংবাদপত্র হল –
A)
সােমপ্রকাশ
B) দিগদর্শন
C)
সমাচার দর্পণ
D)
বেঙ্গল গেজেট।
Q5. ইন্দিরা গান্ধিকে লেখা জওহরলাল নেহরুর চিঠিগুলির
হিন্দি অনুবাদ করেছেন। A) মুনসি প্রেমচাঁদ
B)
কৃয়ন চন্দ্র
C)
খুশবন্ত সিং
D)
সাদাত হাসান মান্টো।
Q6. ভারতে নির্মিত প্রথম নির্বাক চলচ্চিত্র হল –
A)
চণ্ডীদাস
B) রাজা হরিশচন্দ্র
C)
দেনাপাওনা
D)
জামাইষষ্ঠী।
Q7.
সােমপ্রকাশ’ পত্রিকাটির প্রকাশক হলেন –
A)
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
B) দ্বারকানাথ
বিদ্যাভূষণ
C)
দীনবন্ধু মিত্র
D)
সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
Q8.
ইতিহাসবিদ্যাকে অন্যান্য বিদ্যাচর্চার জননী’ বলে অভিহিত করেছেন
A)
জুরগেন কোকা
B)
মার্ক ব্লখ
C) জি এম ট্রেভেলিয়ান
D)
লুসিয়েন ফেভর।
Q9. ভারতে চিপকো আন্দোলন ছিল-
A)
শ্রমিক আন্দোলন
B) পরিবেশ
আন্দোলন
C)
কৃষক আন্দোলন
D)
ভাষা আন্দোলন।
Q10.
বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকাটি হল –
A)
বেঙ্গল গেজেট
B) সমাচার
দর্পণ
C)
দিগদর্শন
D)
সােমপ্রকাশ।
Q11. বঙ্গদর্শন পত্রিকা প্রকাশ করতেন
A)
রবীন্দ্রনাথ ঠাকুর
B)
বিপিনচন্দ্র পাল
C)
সরলাদেবী চৌধুরানি
D) বঙ্কিমচন্দ্র
চট্টোপাধ্যায়।
Q12.
ভারতীয় চলচ্চিত্রের জনক বলা হয়
A)
সত্যজিৎ রায়কে
B)
হীরালাল সেনকে
C)
হীরালাল সরখেলকে
D) দাদাসাহেব
ফালকেকে।
Q13. ‘ইতিহাস হল অতীত ও বর্তমানের অন্তহীন কথােপকথন’
– উক্তিটি করেছেন। A) এডমন্ড বার্ক
B)
লর্ড অ্যাকটন
C) ই এইচ কার
D)
অমলেশ ত্রিপাঠী।
Q14.
ভারতীয় ক্রিকেটের ইতিহাস সংক্রান্ত গ্রন্থ 'Twenty-two yards to Freedom'-এর
A) বেরিয়া
মজুমদার
B)
আশিষ নন্দী
C)
মিহির বােস
D)
রামচন্দ্র গুহ।
Q15.
গ্রিন ইম্পিরিয়ালিজম’ গ্রন্থটির রচয়িতা হলেন
A)
চেল কারসন
B)
আলফ্রেড ক্রসবি
C)
ইরফান হাবিব
D) রিচার্ড
গ্রোভ।
Q16.
বিশ্ব পরিবেশ দিবস প্রথম পালিত হয়
A)
১৯৮৯ খ্রি, ১২ জানুয়ারি
B) ১৯৭৪ খ্রি,
৫ জুন
C)
১৯২৩ খ্রি, ১ মে
D)
১৯১৫ খ্রি, ৫ সেপ্টেম্বর।
Q17. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম রাজনৈতিক পত্রিকাটি
হল –
A)
বঙ্গদর্শন
B)
দিগদর্শন
C) সােমপ্রকাশ
D)
ভারতী ।
Q18.
সামরিক ইতিহাসচর্চা প্রথম শুরু হয়
A)
জার্মানিতে
B)
রােমান সাম্রাজ্যে
C) ইংল্যান্ডে
D)
ফ্রান্সে।
Q19.
পৃথিবীর প্রাচীনতম খেলার নাম কী ?
A)
কবাডি
B)
জুডাে
C) মানাকালা
D)
হকি।
Q20.
একাত্তরের ডায়েরি’ গ্রন্থটি লিখেছেন-
A)
মণিকুন্তলা সেন
B)
আশালতা সরকার
C)
আমিয়া ঠাকুর
D) সুফিয়া
কামাল
Life Science
Q1.
পিতা ও মাতা উভয়েই থ্যালাসেমিয়ার বাহক হলে ওই দম্পতির সন্তান জন্মগ্রহণ করে তার ক্ষেত্রে
থ্যালাসেমিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত?
A)
100%
B) 25%
C)
75%
D)
50% ।
Q2.
হিমােফিলিয়ার বাহক মাতা ও স্বাভাবিক পিতার কন্যা সন্তানদের হিমােফিলিয়ায় আক্রান্ত
হওয়ার সম্ভাবনা হল—
A)
75%
B)
50%
C)
100%
D) 0%।
Q3. মানুষের অটোজোমে থাকা জিন দ্বারা প্রদত্ত কোটি নিয়ন্ত্রিত
হয় না? –
A)
রােলার জিভ
B) হিমােফিলিয়া
C)
থ্যালাসেমিয়া
D)
কানের যুক্ত লতি।
Q4. এ থ্যালাসেমিয়া রােগীদের দেহে যে ধাতু জমা হয়
সেটি হল –
A) লােহা
B)
তামা
C)
সিসা
D)
ক্যালশিয়াম।
Q5.
অটোজোমাল ক্রোমােজোমঘটিত প্রচ্ছন্ন রােগহল —
A) হিমােফিলিয়া
B)
বর্ণান্ধতা
C)
থ্যালাসেমিয়া
D)
রাতকানা।
Q6. হিমােফিলিয়ায় আক্রান্ত পিতা এবং স্বাভাবিক মাতার
স্বাভাবিক পুত্র সন্তান জন্মানাের সম্ভাবনা হল =
A)
75%
B)
50%
C) 100%
D)
25%।
Q7.
স্বাভাবিক পিতা ও বর্ণান্ধ মাতার স্বাভাবিক পুত্রসন্তান জন্মানাের সম্ভাবনা হল –
A) 0%
B)
25%
C)
50%
D)
100%
Q8.
পিতা স্বাভাবিক ও মাতা হিমোফিলিয়ার বাহক হলে তাদের সন্তান জন্মগ্রহণ করবে তার ক্ষেত্রে
হিমােফিলিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত শতাংশ? –
A)
100%
B)
50%
C)
75%
D) 25%
Q9.
a-গ্লোবিন জিন কত নং দেহ ক্রোমােজোমে থাকে?
A)
11 নং
B)
13 নং
C) 16 নং
D)
21 নং।
Q10.
যদি কন্যা বর্ণান্ধ হয়-
A)
তবে কেবল বাবা বর্ণান্ধ
B)
কেবল মা বর্ণান্ধ
C)
মা বাহক এবং বাবা স্বাভাবিক
D) মা বাহক এবং বাবা বর্ণান্ধ।
Q11. কোন্ প্রকার বর্ণান্ধতায় আক্রান্ত ব্যক্তি লাল
রং চিনতে পারে না?
A)
ডিউটেরানােপিয়া
B) প্রােটানােপিয়া
C)
থ্যালাসেমিয়া
D)
হিমােফিলিয়া।
Q12. একজন হিমােফিলিক পুরুষ এবং বাহক মহিলার বিবাহ হলে,
তাদের সন্তানদের হিমােফিলিয়া হওয়ার সম্ভাবনা হবে—
A)
75%
B) 50%
C)
100%
D)
25%।
Q13. একজন হিমােফিলিয়ায় আক্রান্ত মহিলার সঙ্গে একজন
স্বাভাবিক পুরুষের বিবাহ হলে তাদের হিমােফিলিয়া আক্রান্ত পুত্র হবে
A) 100%
B)
75%
C)
50%
D)
25%
Q14.
জিনবাহিত রােগ নয় –
A)
হিমােফিলিয়া
B)
থ্যালাসেমিয়া
C) টাইফয়েড
D)
বর্ণান্ধতা।
Q15. প্রদত্ত কোন্ রােগটির অপর নাম খ্রিস্টমাস রােগ?—
A)
হিমােফিলিয়া-A
B) হিমােফিলিয়া-B
C)
থ্যালাসেমিয়া
D)
বর্ণান্ধতা।
Q16.
মাতা-থ্যালাসেমিক বাহক ও পিতা স্বাভাবিক হলে ওই দম্পতির সন্তানদের থ্যালাসেমিয়ায়
আক্রান্ত হওয়ার সম্ভাবনা –
A) 0%
B)
25%
C)
50%
D)
75%
Q17.
একজন বর্ণান্ধ মহিলার সঙ্গে বর্ণান্ধ পুরুষের বিবাহ হলে-
A)
শুধুমাত্র পুত্ররা বর্ণান্ধ হবে
B)
শুধুমাত্র কন্যারা বর্ণান্ধ হবে
C)
কেউ বর্ণান্ধ হবে না
D) পুত্র কন্যা সবাই বর্ণান্ধ
হবে।
Q18. সব পুত্রই বর্ণান্ধ হবে যদি
A)
মাতা বাহক হয়
B) মাতা বর্ণান্ধ হয়
C)
পিতা বর্ণান্ধ হয়
D)
পিতা বর্ণান্ধ ও মাতা বাহক হয়
Q19.
হিমােফিলিক বাহক মাতার জিনােটাইপ হল –
A)
Xh Xh
B) Xh Xh+
C)
Xh+ Xh+
D)
Xh Y
Q20. একজন স্বাভাবিক পিতা ও হিমােফিলিয়ার বাহক মাতার
হিমােফিলিয়া দ্বারা আক্রান্ত পুত্রসন্তান জন্মানাের সম্ভাবনা হল—
A)
75%
B) 50%
C)
100%
D)
0%।
Bengali
Q১.
খুব হয়েছে হরি, এইবার সরে পড়াে। অন্যদিকে যাও।'- একথা বলেছে।
A)
ভবতােষ
B)
অনাদি
C) কাশীনাথ
D)
জনৈক বাসযাত্রী।
Q২.
সপ্তাহে হরিদা বহুরূপী সেজে বাইরে যান –
A)
পাঁচদিন
B)
চারদিন
C) একদিন
D)
দুদিন।
Q৩.
বাইজির ছদ্মবেশে হরিদার রােজগার হয় -
A) আট টাকা দশ আনা
B)
আট টাকা আট আনা
C)
দশ টাকা চার আনা
D)
দশ টাকা দশ আনা।
Q৪.
বাসের যাত্রীরা কেউ হাসে, কেউ বা বেশ বিরক্ত হয় কেউ আবার বেশ বিস্মিত। বাসযাত্রীদের
এমন প্রতিক্রিয়ার কারণ -
A)
বাসের ড্রাইভার কাশীনাথ বহুরূপী হরিদাকে ধমক দিয়েছে
B) বহুরূপী হরিদার পাগলের
সাজটা হয়েছে চমৎকার
C)
হরিদা আজ একজন বাউ সেজে এসেছেন
D)
পালিক সেজে এলেও হরিদা আজ কোনাে পয়সা নিলেন না।
Q৫.
নকল পুলিশ সেজে হরিদা স্কুলের মাস্টার মশাইয়ের থেকে পেয়েছিল
A)
চার আনা
B)
পাঁচ আনা
C)
সাত আনা
D) আট আনা।
Q৬.
পুলিশ সেজে হরিদা দাঁড়িয়েছিলেন –
A)
জগদীশবাবুর বাড়িতে
B)
চকের বাসস্ট্যান্ডে
C) দয়ালবাবুর লিচু বাগানে
D)
চায়ের দোকানে।
Q৭.
সে ভয়ানক দুর্লভ জিনিস দুর্লভ জিনিসটি হল –
A)
সন্ন্যাসীর আশীর্বাদ
B)
সন্ন্যাসীর সান্নিধ্য
C) সন্ন্যাসীর পদধূলি
D)
সন্ন্যাসীর উপদেশ।
Q৮. পুরাে দিনটা বহুরূপীর রূপ ধরে ঘুরে বেড়িয়েও –
A) দু-তিন টাকার বেশি হয়
না
B)
তিন-চার টাকার বেশি হয় না
C)
পাঁচ-ছয় টাকার বেশি হয় না
D)
সাত-আট টাকার বেশি হয় না।
Q৯.
বহুরূপী’ গল্পে কাশীনাথ ছিল –
A)
পাইলট
B) বাসের ড্রাইভার
C)
ট্রাকের চালক
D)
রিকশা চালক।
Q১০. বিরাগীর মতে ‘ধন জন যৌবন’ হল –
A)
মিথ্যা
B)
অনর্থের মূল
C) বঞ্চনা
D)
সুখের উৎস।
Q১১.
“এটা কী কাণ্ড করলেন, হরিদা?”— বক্তা হলেন –
A)
ভবতােষ
B) অনাদি
C)
পরিতােষ
D)
অতীন।
Q১২.
হরিদার মতে সব তীর্থ –
A)
গভীর অরণ্যে
B) মানুষের বুকের ভিতর
C)
হিমালয়ের চূড়ায়
D)
শূন্য আকাশে।
Q১৩.
“অসম্ভব! হরিদার গলার স্বর এরকমেরই নয়।” –
A)
বক্তা
B)
গল্পকথক
C)
কাশীনাথ
D) ভবতােষ
Q১৪.
ছদ্মবেশে সেদিন হরিদার রােজগার মন্দ হয়নি’ কোন্ ছদ্মবেশে ?
A) বাইজি
B)
পুলিশ
C)
পাগল
D)
ভিখারী।
Q১৫. “হরিদার এই ভুল ক্ষমা করবে না।” – কে?
A)
পরমাত্মা
B) অদৃষ্ট
C)
মানুষ
D)
ভগবান।
Q১৬.
“সেটা পূর্বজন্মের কথা।” – কথাটি হল-
A)
বিরাগীর সংসার জীবন
B)
বিরাগী নির্মোহ নন
C) বিরাগী রাগের অধীন নন
D)
বিরাগী কাউকে পদধূলি দেন না।
Q১৭.
বিরাগীর ঝােলার ভিতর যে বই ছিল তা হল –
A) গীতা
B)
মহাভারত
C)
কোরান
D)
উপনিষদ।
Q১৮. জগদীশবাবু জোর করে সন্ন্যাসীর ঝােলার ভেতরে ফেলে
দেন-
A)
দশ টাকার একটা নােট
B) একশাে টাকার একটা নােট
C)
পঞ্চাশ টাকার একটা নােট
D)
পাঁচশাে টাকার একটা নােট।
Q১৯.
বকশিশ? চেঁচিয়ে ওঠে ভবতােষ। সেটা তাে বড়জোর” –
A)
আট আনা
B)
বারাে আনা
C) আটা আন কিম্বা দশ আনা
D)
চার আনা।
Q২০.
এক সন্ন্যাসী এসে জগদীশবাবুর বাড়িতে ছিলেন –
A)
চারদিন
B)
তিনদিন
C) সাতদিন
D)
পাঁচদিন
File Details -
PDF Name / Book Name : Class 10 Mock Test Series Part -6 (BENGALI,GEOGRAPHY,HISTORY AND L.SC)
Language : Bengali
Size : 140 Kb
Download Link : Click Hereto Download