Part- 7 Bengali Class 3 Model Activity Task

dream
0

Part- 7 Bengali Class 3  Model Activity Task

Part- 7 Bengali Class 3  Model Activity Task

১. নীচের প্রশ্নগুলির উত্তর দাও :

১.১ ‘বাঘিনির মতো ছুটে আসে।

– এখানে কার কথা বলা হয়েছে? সে এভাবে ছুটে আসে কেন?

উ:-  গৌরী ধর্মপালের লেখা 'সোনা' গল্পে সোনা নামের মেয়েটির কথা এখানে বলা হয়েছে। সোনা নদীকে খুব ভালোবাসে। নদীকে কেউ নোংরা করলে সোনা যেখানেই থাকুক সে ঠিক বুঝতে পারে এবং বাঘিনির মতো ছুটে এসে তাকে শাস্তি দেয়।

১.২ ‘আমার উত্তর সোজা।

- বক্তা সহজ ভাষায় কোন প্রশ্নের কী উত্তর দিয়েছেন?

উ:-  জীবন সরদার -এর লেখা 'নদীর তীরে একা' গল্পে মহিষরেখা ঘাটের এক ডিঙির মাঝি লেখককে প্রশ্ন করেছিল "এবার কি মনে করে ? চৈত্র মাসেই তো এসেছিলেন"। এই প্রশ্নের সোজা উত্তর দিয়ে লেখক বলেছিলেন যে তখন ছিল শুকনো কাল। দামোদরের তখন অন্য রূপ ছিল। তার তীর ধরে সবজি ফসল ছিল দেখার মতো। আর এখন তিনি জল ভরা নদী দেখতে এসেছেন।

১.৩ ‘তাড়াতাড়ি আংরেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া হলো।

- ‘আংরে’র পরিচয় দাও। তাকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া হলো কেন?

উ:-  ১৯৬৯ সালের ১ ফেব্রুয়ারি লেখক পিনাকীরঞ্জন চট্টোপাধ্যায় ও অ্যালবার্ট জর্জ ডিউক যে ডিঙিনৌকো করে কলকাতা থেকে আন্দামান যাত্রা করেন তার নাম ছিল 'আংরে' বা 'কলৌজি আংরে'। আংরের পাশে বিরাট বড়ো একটা মাছ আর কচ্ছপের লড়াই চলছে দেখে আংরেকে তাড়াতাড়ি দূরে সরিয়ে নিয়ে যাওয়া হলো 

১.৪ ‘গল্প বলব তোমার কোলে এসে।

কথক কাকে, কোন গল্প শোনাতে আগ্রহী?

উ:-  বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা 'নৌকাযাত্রা' কবিতায় কথক শ্যামা আর আশুকে সঙ্গে করে নিয়ে সাত সমুদ্র তেরো নদীর পাড়ে পাড়ি দিতে চায়।

       ভোরবেলা নৌকা ছেড়ে ভাসতে ভাসতে দুপুরবেলায় নতুন রাজার দেশে তারা পৌঁছে যাবে। এরপর তিনপূর্ণির ঘাট, তেপান্তরের মাঠ পেরিয়ে তারা চলে যাবে। সন্ধ্যাবেলায় তারা যখন ফিরে আসবে তখন কথক তার মায়ের কোলে বসে এই বেড়ানোর গল্প সে বলবে।

১.৫ ‘ব্যাপার দেখে হচ্ছে শখ।

- কোন ব্যাপারটি কথকের নজর কেড়েছে? তা দেখে তার মনে কোন শখের উদয় হয়েছে ?

উ:-  কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা 'পর্যটন' কবিতায় কথক দেখেছেন যে কেষ্ট, বিষ্ণু আর মহেশ্বর সবাই ঘর ছেড়ে বেড়িয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছে। এই ব্যাপারটি কথকের নজর কেড়েছে। তা দেখে কথকের মনেও পর্যটক হওয়ার শখের উদয় হয়েছে।

২. নীচের ব্যাকরণগত প্রশ্নগুলির উত্তর দাও :

নীচের শব্দগুলো কী কী বর্ণ দিয়ে তৈরি?

২.১ সকাল।

২.২ ব্যঞ্জনধ্বনি

২.৩ স্বরচিহ্ন

২.৪ ব্ল্যাকবোর্ড

২.৫ অনর্গল

উ:-  










একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top