History Model Activity Task Class 10 III (September) Part 6 Question & Answers // মডেল অ্যাক্টিভিটি টাস্ক দশম শ্রেণী ভূগোল সেপ্টেম্বর (All subject September Model Activity Task Class ১০

dream
0

History Model Activity Task Class 10  III (September) Part 6 Question & Answers // মডেল অ্যাক্টিভিটি টাস্ক দশম শ্রেণী ইতিহাস সেপ্টেম্বর (All subject September Model Activity Task Class ১০

History Model Activity Task Class 10  III (September) Part 6 Question & Answers 

নীচের প্রশ্নগুলির উত্তর লেখো :

১. ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাও :

উ:-

ক - স্তম্ভ

খ - স্তম্ভ

১.১ বঙ্গভাষা প্রকাশিকা সভা

(খ) ১৮৩৬ খ্রি:

১.২ ভারত সভা

(ঘ) ১৮৭৬ খ্রি:

১.৩ ভারতীয় জাতীয় কংগ্রেস

(গ) ১৮৮৫ খ্রি:

১.৪ ইলবার্ট বিল

(ক) ১৮৮৩ খ্রি:

 

২. সত্য বা মিথ্যা নিৰ্ণয় করো ।

২.১ ১৮৫৭ র বিদ্রোহকে জাতীয়তাবাদীরা ভারতের স্বাধীনতার যুদ্ধ বলে ব্যাখ্যা করেন ।

উ:- সত্য

২.২ উপনিবেশিক ভারতের লর্ড ক্যানিং প্রথম ভাইসরয় নিযুক্ত হন ।

উ:- সত্য 

২.৩ 'বর্তমান ভারত' গ্রন্থে স্বামী বিবেকনন্দ ক্ষুদ্র জাগরণের কথা বলেছেন ।

উ:- সত্য

২.৪ 'আনন্দমঠ' উপন্যাসটি স্বদেশী আন্দোলনের পটভূমিকায় রচিত হয় ।

উ:- মিথ্যা

. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও:

. 'গোরা' উপন্যাসের মধ্য দিয়ে কোন দ্বন্দ এর প্রতিফলন লক্ষ্য করা যায় ?

উ:- জাতীয়তাবাদী আন্দোলনের প্রেক্ষাপটে কবিগুরুর রচিত 'গোরা' উপন্যাসে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত বলাম গ্রাম্য সামাজিক বন্ধন এবং কোনো নির্দিষ্ট ধর্মকে আশ্রয় করে উগ্র জাতীয়তাবাদ বনাম সর্বধর্মের সমন্বয় তৈরি উদারনৈতিক জাতীয়তাবাদ - এই মূল দ্বন্দ এর প্রতিফলন লক্ষ্য করা যায়। গোরা উপন্যাসের মধ্য দিয়ে উগ্র হিন্দুত্ববাদীরা অনুভব করেছে- ভারতবর্ষের পরিচয় কোনো নির্দিষ্ট জাতির মধ্যে সীমাবদ্ধ হয়  

 

. গগনেন্দ্রনাথ ঠাকুর স্মরণীয় কেন ?

উ:- বাংলার চিত্রশিল্পের ইতিহাসে অবনীন্দ্রনাথ ঠাকুরের অগ্রজ গগনেন্দ্রনাথ ঠাকুর নাম। উজ্জ্বল উনবিংশ শতকে জাতীয়তাবাদের জাগরণের সময় ভারতের একজন খ্যাতনামা ব্যং-চিত্র নির্মাতা ছিলেন গগনেন্দ্রনাথ  ঠাকুর। তাঁর 'বিরুপ ব্রজ' গ্রন্থে ১৯০৬ থেকে ১৯১৬ সাল পর্যন্ত বিভিন্ন ঘটনার কার্টুন অঙ্কিত হয়েছে। বিষয়বস্তু হল বাঙালী সমাজের ইরেজ প্রীতি, বাঙালী চরিত্রের নানাদিক ঔপনিবেশিক শাসনের বিভিন্ন দিক নিয়ে ব্যঙ্গবিদ্রূপ  

. 'ভারতমাতা' চিত্রটি কিভাবে ভারতের জাতীয়তাবাদী প্রতীকে পরিণত হয়েছিল ?


উ:-১৯০৫ সালে স্বদেশী আন্দোলনের উন্মাদনায় সারা বাংলা সেদিন দেশবন্দনা বা মাতৃবন্দনায় সবর হয়েছে। এই প্রেক্ষাপটে ১৯০৫ সালে অবনীন্দ্রনাথ ঠাকুর বঙ্গমাতার চিত্র অঙ্কন করলেন। পড়ে ভগিনী নিবেদিতা এর নাম দেন ভারতমাতা। গৈরিক বস্ত্রে মণ্ডিতা এই মাতৃ মূর্তি চতুর্ভুজা যার চার হাতে রয়েছে পুস্তক, ধানের গোছা, শ্বেত বস্ত্র পুষ্পমালা। অর্থাৎ সন্তানের প্রতি মায়ের দান - অন্ন, বস্ত্র, শিক্ষা, দীক্ষা।  স্বদেশী বাংলায় এই ছবি নিয়ে শোভাযাত্রা বের হয়। এই ছবি নব-জাতীয়তাবাদের প্রতীক কে পরিণত হয়। ছবি নিয়ে তৈরি পতাকা তৈরি করেন জাপানি শিল্পী ওকাকুরা এই পতাকা কাঁধে নিয়ে বিভিন্ন শোভাযাত্রা বেরতে হয়ে শুরু করে। ছবিটি দেখে ভগিনী নিবেদিতা উচ্ছ্বাসিত হয়ে মন্তব্য করেন যে, হাতে অর্থ থাকলে নবভারতের প্রতীক এই ছবিটি ছাপিয়ে কেদার-বদ্রির আশ্রম থেকে কন্যাকুমারী পর্যন্ত ভারতের প্রতিটি কৃষকের ঘড়ে একটি করে উপহার দিতেন। অন্যদিকে ব্রাহ্মসমাজের অনেকেই কিন্তু এই মূর্তিপূজার বাড়াবাড়িতে বিরক্ত হন। মুসলিম সমাজ বিষয়টি ভালোভাবে মেনে নেয়নি। সত্ত্বেও বলতে হয় যে, অবনীন্দ্রনাথ অঙ্কিত এই চিত্র দেশে প্রবল আলোড়ন সৃষ্টি করে। ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষে এই চিত্রটি জনসাধারণের মধ্যে প্রবল ভাবে জাতীয়তাবোধের বিকাশ ঘটায়। মূল চিত্রটি বর্তমানে রবীন্দ্র ভারতী সমিতির সংগ্রহে রয়েছে।

 নিচে অন্যান্য বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক গুলোর লিংক দেওয়া রয়েছে তোমরা গিয়ে লিখে নিতে পারো? (বিশেষ দ্রষ্টব্যঃ- ক্লাস 5 থেকে 10 পর্যন্ত সমস্ত বিষয়ের Part- 6 ও Part-7 এর লিংক দেওয়া আছে)  


ALL CLASS ALL SUBJECT PART 7 MODEL ACTVITY TASK

CLICK HERE TO GET ALL CLASS PART 7

CLICK HERE

পার্ট 7 সমস্ত ক্লাসের  অ্যাক্টিভিটি টাস্ক পাওয়ার জন্য

এখানে

ক্লিক কর

 

 

ALL CLASS ALL SUBJECT PART 6 MODEL ACTVITY TASK

CLICK HERE TO GET ALL CLASS PART 6

CLICK HERE

পার্ট 6 সমস্ত ক্লাসের  অ্যাক্টিভিটি টাস্ক পাওয়ার জন্য

এখানে

ক্লিক কর

 


 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top